Tag Archives: WBJEE

WBJEE 2024 Counselling Dates: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং শুরু কবে? শেষ কবে? সমস্ত খুঁটিনাটি জানাল বোর্ড

কলকাতা: শুরু হতে চলেছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং, জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ড সূত্রে খবর, রাজ্যের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৬টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় পড়াশোনার সুযোগ মিলবে।

ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য আগামী ১০ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত অনলাইন কাউন্সেলিং বা ই-কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট আসনসংখ্যা ৩৫ হাজার।

আরও পড়ুন: NIRF র‍্যাঙ্কিং ২০২৪, দেশের সেরা ১০০টি ইঞ্জিনিয়ারিং কলেজ নাম প্রকাশিত, বাংলার কোন কলেজ তালিকায়?

শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন্স (অ্যাপাই) আয়োজিত ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জয়েন্ট পরীক্ষার কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করা হয়। বোর্ডের তরফে আগামী ১০ জুলাই সন্ধে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা হবে। চলবে ৫ অগস্ট পর্যন্ত। এর জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হবে।

আরও পড়ুন: IIT-কে রীতিমতো টক্কর, এই কলেজে পড়ে মিলল ৮৫ লক্ষ টাকা প্যাকেজের চাকরি! কীভাবে ভর্তি?

এ বছর ২৮ এপ্রিল রাজ্য জুড়ে ডব্লিউবিজেইই-র আয়োজন করা হয়। পরীক্ষার ফল ঘোষণা করা হয় গত ৬ জুন। চলতি বছরে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। এদের মধ্যে এক চতুর্থাংশ পড়ুয়া ভিনরাজ্যের। মহিলা কৃতীদের সংখ্যা এ বছর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কাউন্সেলিংয়ের বিভিন্ন পর্যায় সম্পর্কে সম্প্রতি একটি বিশদও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বোর্ডের তরফে।

West Bengal JEE Result 2024: জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অর্জনছে ত্রিবেনীর রিতম ব্যানার্জির

হুগলি: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্টান্স এক্সামিনেশনের ফলাফল। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাশিতভাবে ভালফল করে এগিয়ে এসেছে ছাত্র-ছাত্রীরা। এখানেই রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে হুগলির রিতম ব্যানার্জি। মোট ২০০ নম্বরের পরীক্ষায় ১৬৭ প্রাপ্ত নম্বর তাঁর। রিতমের আগামী লক্ষ্য কম্পিউটার সাইন্স নিয়ে অগ্রসর হওয়ার। ঘরের ছেলের সাফল্যে খুশির হাওয়া পরিবার পরিজনদের মধ্যে।

আরও পড়ুনঃ রাজ্য জয়েন্টে প্রথম ৪ জন পশ্চিমবঙ্গ বোর্ডের, বাজিমাত আর কাদের? দেখুন প্রথম ১০ মেধাতালিকা

ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের ছাত্র রিতম। বাবা ডক্টর দেবকীনন্দন ব্যানার্জি পেশায় ত্রিবেণী টিস্যু ফ্যাক্টরির চিফ মেডিকেল অফিসার। মা পারমিতা ব্যানার্জি ছিলেন একসময়ের ইলেকট্রনিক্সের প্রফেসর। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী রিতম , তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। এই বছর আইএসসি পরীক্ষায় ৯৮. ২৫ শতাংশ নাম্বার পেয়েছে সে। রিতমের ইচ্ছা সে একজন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার হবে। তবে তার নজর রয়েছে আগামী রবিবারে আই আই টি রেজাল্টের উপরে।

নিজের সাফল্যের চাবিকাঠির সিক্রেট বিষয়ে ঋতম বলেন, আগে থেকেই প্রত্যাশিত ছিল জয়েন্ট এনট্রান্স এ সে ভালফল করবে। সেই কারণে সময় মত পড়াশোনার সঙ্গে সঙ্গে ভালো করে অধ্যাবসার মধ্যে দিয়ে কাটিয়েছে শেষ দুই বছর। পরীক্ষার নম্বরের জন্য পড়াশোনা নয় বরং সেটিকে জেনে বোঝার জন্য পড়াশোনা করে এসেছিল রিতম। আইএসসিউ রেজাল্ট এর ফল যখন বের হয় তখন থেকেই কিছুটা আত্মবিশ্বাসী ছিল পরে জয়েন্টের রেজাল্ট বেরোতে কার্যতো স্বপ্ন পূরণ হয়েছে রিতমের। তবে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন আগামী রবিবারের আইআইটির রেজাল্ট বেরোনোর পরেই এমনটাই জানিয়েছে জয়েন্ট এনট্রান্স পরীক্ষায় ষষ্ঠ রীতম ব্যানার্জি।

রাহী হালদার

WBJEE Result 2024: জয়েন্টে এবার কতগুলি পর্যায়ে হবে কাউন্সেলিং? ফল প্রকাশের পরেই বড় ঘোষণা বোর্ডের

উত্তর ২৪ পরগনা: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স-এর ফল। পাশের হার ৯৯. ৫৩ শতাংশ। এবার তিনটি পর্যায়ে হবে কাউন্সেলিং জানাল বোর্ড। চলতি বছরের ২৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স-এর পরীক্ষা হয়েছিল রাজ্যে। তবে বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও এবার পরীক্ষার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবারে আন্দামান থেকে ১২ জন, দমনের ৬ জন, জম্মুর ৩৮ জন শিক্ষার্থী যোগ দিয়েছিলেন এই সর্বভারতীয় পরীক্ষায়। এর মধ্যে ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন পড়ুয়া সফল হন। এবারে জয়েন্ট এন্টান্স-এর ফলাফলে রীতিমতো তাক লাগিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

প্রথম দশের মেধাতালিকায় একেবারে ৪ জনই পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ বোর্ডের পড়ুয়া। এমনকি শীর্ষ দুটি স্থানও লাভ করেছে এই বোর্ড। জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ বোর্ডের বাঁকুড়া জেলার ছাত্র কিংশুক পাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণীর ছাত্র শুভ্রদীপ পাল। শুভ্রদীপও পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্র। তৃতীয় হয়েছেন বিভাসন বিশ্বাস। কৃষ্ণনগরের ছাত্র বিভাসন অবশ্য আইএসসি বোর্ডের ছাত্র।

আরও পড়ুন: উত্তরে সপ্তাহজুড়ে টানা চলবে মুষলধারে বৃষ্টি! বইবে ঝোড়ো হাওয়া, দক্ষিণে কবে প্রবেশ বর্ষার? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ইরাদ্রি বসু খান্দ ও ময়ূখ চৌধুরী। ষষ্ঠ স্থানে হুগলির ঋতম ব্যানার্জি। মেধাতালিকায় প্রথম দশের মধ্যে চার জন রয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। চার জন সিবিএসই বোর্ডের। এদিন সল্টলেক এর জয়েন্ট এন্টার্নস বোর্ডের ভবন থেকে সভাপতি মলয়েন্দু সাহা ফল ঘোষণা করেন।

Rudra Narayan Roy

WBJEE Topper List 2024: রাজ্য জয়েন্টে প্রথম ৪ জন পশ্চিমবঙ্গ বোর্ডের, বাজিমাত আর কাদের? দেখুন প্রথম ১০ মেধাতালিকা

কলকাতা: ৩৮ দিনের মাথায় প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর পরীক্ষার ফলাফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে জানানো হল ফলাফল। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে আজ ৬ জুন বৃহস্পতিবার বেলা ২.৩০টার সময় কলকাতার সল্টলেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দফতরে প্রেস কনফারেন্সে ফলাফল প্রকাশ করা হয়। তবে আজ বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন।

এ বছর রাজ্য জয়েন্টে ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ পরাক্ষার্থী রেজিস্ট্রার করেছিলেন। তাঁদের মধ্যে ৯৯,৫৭৪ জন ছাত্র। ৯৮ হাজার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ছিলেন। ৩২৮টি পরীক্ষা কেন্দ্র ছিল। ৮৮ শতাংশ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রেসিডেন্ট মলয়েন্দু সাহা জানিয়েছেন, ‘রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। ওএমআর শিটের জন্য মেজর সিকিউরিটি নেওয়া হয়েছিল। দাবদাহের জন্য পর্যাপ্ত জল রাখা হয়েছিল। ফল প্রকাশের পর র‍্যাঙ্ক কার্ডে অসৎ উপায় অবলম্বন রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, এবছরে ছাত্রীদের কারিগরী শিক্ষায় উৎসাহ দিতে ফিস কমানো হয়েছিল। ছাত্রীদের অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। আন্দামান থেকে ১২ জন ও দমন-দিউ থেকে ৬ জন এই পরীক্ষায় বসেছিলেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সে অংশ নিয়েছেন অনেকে।

আরও পড়ুন: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল প্রকাশিত, শীর্ষে কারা? দেখুন রেজাল্ট

কারা শীর্ষে? দেখুন এক ঝলকে

প্রথম দশ জন

১। কিংশুক পাত্র, বাঁকুড়া জেলা স্কুল
২। শুভ্রদীপ পাল, কল্যাণী ইউনিভার্সিটি স্কুল
৩। বিভাসন বিশ্বাস, কৃষ্ণনগর
৪। ইরাদ্রি বসু খান্দ, দার্জিলিং পাবলিক স্কুল
৫। ময়ুখ চৌধুরী, সাউথ পয়েন্ট
৬। রিতম বন্দ্যোপাধ্যায়, হুগলি
৭। অভীক দাস, আলিপুরদুয়ার
৮। অথর্ব সিংহানিয়া রুবি পাবলিক
৯। সৌনক কর, স্কটিশ চার্চ কলেজ
১০। বিজিত ময়িশ, বিডি মেমোরিয়াল নরেন্দ্রপুর

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাংলার বাজিমাত, প্রথম স্থানে ৩ জন! উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

মেধাতালিকায় থাকা পড়ুয়ারা চারজন পশ্চিমবঙ্গ বোর্ডের, চার জন সিবিএসই বোর্ডের ও দু’জন আইএসসি বোর্ডের।

কোথায় কীভাবে দেখবেন নিজের রেজাল্ট?

বৃহস্পতিবার ৬ জুন, বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

WBJEE Result 2024 OUT: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল প্রকাশিত, শীর্ষে কারা? দেখুন রেজাল্ট

কলকাতা: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল প্রকাশিত হল। জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষায় সফল ৯৯.৫৩ শতাংশ পরীক্ষার্থী।  জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে জানানো হল ফলাফল। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে আজ ৬ জুন বৃহস্পতিবার বেলা ২.৩০টার সময় কলকাতার সল্টলেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দফতরে প্রেস কনফারেন্সে ফলাফল প্রকাশ করা হয়। তবে আজ বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন।

এ বছর রাজ্য জয়েন্টে ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ পরাক্ষার্থী রেজিস্ট্রার করেছিলেন। তাঁদের মধ্যে ৯৯,৫৭৪ জন ছাত্র। ৯৮ হাজার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ছিলেন। ৩২৮টি পরীক্ষা কেন্দ্র ছিল। ৮৮ শতাংশ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রেসিডেন্ট মলয়েন্দু সাহা জানিয়েছেন, ‘রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। ওএমআর শিটের জন্য মেজর সিকিউরিটি নেওয়া হয়েছিল। দাবদাহের জন্য পর্যাপ্ত জল রাখা হয়েছিল। ফল প্রকাশের পর র‍্যাঙ্ক কার্ডে অসৎ উপায় অবলম্বন রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাংলার বাজিমাত, প্রথম স্থানে ৩ জন! উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

তিনি আরও জানান, এবছরে ছাত্রীদের কারিগরী শিক্ষায় উৎসাহ দিতে ফিস কমানো হয়েছিল। ছাত্রীদের অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। আন্দামান থেকে ১২ জন ও দমন-দিউ থেকে ৬ জন এই পরীক্ষায় বসেছিলেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সে অংশ নিয়েছেন অনেকে।

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

কোথায় কীভাবে দেখবেন নিজের রেজাল্ট?

বৃহস্পতিবার ৬ জুন, বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ২৮ এপ্রিল, ২০২৪ ৩২৮ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন সকলে।

অমিত সরকার

WBJEE Result 2024: বৃহস্পতিতে রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ! কখন রেজাল্ট আউট? ‘ফাইনাল আনসার কি’ মিলিয়ে আজই দেখুন নম্বর

কলকাতা: বৃহস্পতিবার ৬ জুন, ২০২৪-এ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। দুপুর দুটো ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জয়েন্টের ফলাফল প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আর ফলপ্রকাশের আগেরদিনই ‘ফাইনাল আনসার কি’ বা চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। যা পরীক্ষার্থীরা এই প্রতিবেদনের নীচেই দেখতে পারবেন।

২৮ এপ্রিল, ২০২৪ ৩২৮ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন সকলে।

কাল জয়েন্টের রেজাল্ট
কাল জয়েন্টের রেজাল্ট

আরও পড়ুন: ঋতুপর্ণা সেনগুপ্ত কোথায়! এড়ালেন ইডি-র হাজিরা, কেন জানেন? এবার কী হবে?

সেখান থেকেই নিজেদের ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। সেখানে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে লগ ইন করতে হবে। তারপর পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন।

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

দেখুন ফাইনাল আনসার কি

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ‘ফাইনাল আনসার কি’-র পিডিএফ দেওয়া রয়েছে। সেই পিডিএফ দেখে বুঝতে পারবেন যে জয়েন্ট পরীক্ষায় কত পাবেন। কারণ ওই ‘ফাইনাল আনসার কি’-র ভিত্তিতেই মূল্যায়ন করা হয়েছে। তাছাড়া রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘ফাইনাল আনসার কি’ দেখতে পারবেন প্রার্থীরা।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়