Tag Archives: Joint Entrance Examination Result

West Bengal JEE Result 2024: জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অর্জনছে ত্রিবেনীর রিতম ব্যানার্জির

হুগলি: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্টান্স এক্সামিনেশনের ফলাফল। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাশিতভাবে ভালফল করে এগিয়ে এসেছে ছাত্র-ছাত্রীরা। এখানেই রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে হুগলির রিতম ব্যানার্জি। মোট ২০০ নম্বরের পরীক্ষায় ১৬৭ প্রাপ্ত নম্বর তাঁর। রিতমের আগামী লক্ষ্য কম্পিউটার সাইন্স নিয়ে অগ্রসর হওয়ার। ঘরের ছেলের সাফল্যে খুশির হাওয়া পরিবার পরিজনদের মধ্যে।

আরও পড়ুনঃ রাজ্য জয়েন্টে প্রথম ৪ জন পশ্চিমবঙ্গ বোর্ডের, বাজিমাত আর কাদের? দেখুন প্রথম ১০ মেধাতালিকা

ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের ছাত্র রিতম। বাবা ডক্টর দেবকীনন্দন ব্যানার্জি পেশায় ত্রিবেণী টিস্যু ফ্যাক্টরির চিফ মেডিকেল অফিসার। মা পারমিতা ব্যানার্জি ছিলেন একসময়ের ইলেকট্রনিক্সের প্রফেসর। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী রিতম , তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। এই বছর আইএসসি পরীক্ষায় ৯৮. ২৫ শতাংশ নাম্বার পেয়েছে সে। রিতমের ইচ্ছা সে একজন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার হবে। তবে তার নজর রয়েছে আগামী রবিবারে আই আই টি রেজাল্টের উপরে।

নিজের সাফল্যের চাবিকাঠির সিক্রেট বিষয়ে ঋতম বলেন, আগে থেকেই প্রত্যাশিত ছিল জয়েন্ট এনট্রান্স এ সে ভালফল করবে। সেই কারণে সময় মত পড়াশোনার সঙ্গে সঙ্গে ভালো করে অধ্যাবসার মধ্যে দিয়ে কাটিয়েছে শেষ দুই বছর। পরীক্ষার নম্বরের জন্য পড়াশোনা নয় বরং সেটিকে জেনে বোঝার জন্য পড়াশোনা করে এসেছিল রিতম। আইএসসিউ রেজাল্ট এর ফল যখন বের হয় তখন থেকেই কিছুটা আত্মবিশ্বাসী ছিল পরে জয়েন্টের রেজাল্ট বেরোতে কার্যতো স্বপ্ন পূরণ হয়েছে রিতমের। তবে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন আগামী রবিবারের আইআইটির রেজাল্ট বেরোনোর পরেই এমনটাই জানিয়েছে জয়েন্ট এনট্রান্স পরীক্ষায় ষষ্ঠ রীতম ব্যানার্জি।

রাহী হালদার

WBJEE Result 2024: জয়েন্টে এবার কতগুলি পর্যায়ে হবে কাউন্সেলিং? ফল প্রকাশের পরেই বড় ঘোষণা বোর্ডের

উত্তর ২৪ পরগনা: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স-এর ফল। পাশের হার ৯৯. ৫৩ শতাংশ। এবার তিনটি পর্যায়ে হবে কাউন্সেলিং জানাল বোর্ড। চলতি বছরের ২৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স-এর পরীক্ষা হয়েছিল রাজ্যে। তবে বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও এবার পরীক্ষার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবারে আন্দামান থেকে ১২ জন, দমনের ৬ জন, জম্মুর ৩৮ জন শিক্ষার্থী যোগ দিয়েছিলেন এই সর্বভারতীয় পরীক্ষায়। এর মধ্যে ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন পড়ুয়া সফল হন। এবারে জয়েন্ট এন্টান্স-এর ফলাফলে রীতিমতো তাক লাগিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

প্রথম দশের মেধাতালিকায় একেবারে ৪ জনই পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ বোর্ডের পড়ুয়া। এমনকি শীর্ষ দুটি স্থানও লাভ করেছে এই বোর্ড। জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ বোর্ডের বাঁকুড়া জেলার ছাত্র কিংশুক পাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণীর ছাত্র শুভ্রদীপ পাল। শুভ্রদীপও পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্র। তৃতীয় হয়েছেন বিভাসন বিশ্বাস। কৃষ্ণনগরের ছাত্র বিভাসন অবশ্য আইএসসি বোর্ডের ছাত্র।

আরও পড়ুন: উত্তরে সপ্তাহজুড়ে টানা চলবে মুষলধারে বৃষ্টি! বইবে ঝোড়ো হাওয়া, দক্ষিণে কবে প্রবেশ বর্ষার? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ইরাদ্রি বসু খান্দ ও ময়ূখ চৌধুরী। ষষ্ঠ স্থানে হুগলির ঋতম ব্যানার্জি। মেধাতালিকায় প্রথম দশের মধ্যে চার জন রয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। চার জন সিবিএসই বোর্ডের। এদিন সল্টলেক এর জয়েন্ট এন্টার্নস বোর্ডের ভবন থেকে সভাপতি মলয়েন্দু সাহা ফল ঘোষণা করেন।

Rudra Narayan Roy