Tag Archives: Kaliachak

Brown Sugar-Cash Rescue: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার মাদক! সঙ্গে নগদ ৩২ লক্ষ, টাকা গোনার মেশিন উদ্ধার

মালদহ: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার ব্রাউন সুগার। সঙ্গে বাড়িতেই ছিল টাকা গোনার মেশিন। হানা দিয়ে নগদ ৩২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। তুমুল শোরগোল মালদহ জুড়ে।

নির্বাচনের সময় মাদক কারবারীদের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল মালদহ জেলা পুলিশ। এলাকায় নিপাট সাধারণ মানুষ বলে পরিচিত কালিয়াচকের বামনটোলা গ্রামে সমীর শেখের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে টাকা ও মাদক উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিক সমীর শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাক্তি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। বাড়িতে বসেই মাদক পাচারের কার্যকলাপ চালাত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণে মাদক সহ নগদ টাকা।

আরও পড়ুন: ফল প্রকাশের আগের দিন থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, ১৫ দিন পরেও সন্ধান নেই সায়নের

রাতে সমীর‌ শেখের বাড়িতে হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার। সেই সঙ্গে নগদ ৩২ লক্ষ টাকা ও একটি টাকা গোনার মেশিন। উদ্ধার হ‌ওয়া ব্রাউন সুগারের চোরাই বাজারে আনুমানিক মূল্য প্রায় ২৮ কোটি টাকা। পুলিশের অনুমান, গোপনে ওই বাড়িতে মাদক পাচার চক্রের বড়সড় আখড়া গড়ে উঠেছিল। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন মালদহ জেলা আদালতের পেশ করে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। মালদহের এসপি প্রদীপ কুমার যাদব বলেন, মাদক সহ এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হরষিত সিংহ

Malda News: বেআইনি কারবারের আঁতুড়ঘর আজ শিক্ষার আলোয় আলোকিত, বদনাম ঘুচে মেধা তালিকায় শিরোনামে কালিয়াচক

মালদহ: বোমা বারুদের আঁতুড়ঘর হিসাবে পরিচিত ছিল কালিয়াচক। বেআইনি কার্যকলাপে একসময় বারবার শিরোনামে এসেছে মালদহের কালিয়াচকের নাম। এই কালিয়াচক থেকেই একসময় চোরাচালান থেকে শুরু করে নানান বেআইনি কার্যকলাপ চলত। গত কয়েক বছরেই একেবারে বিপরীত মুখে চলছে মালদহের কালিয়াচক। এখন আর বেআইনি কার্যকলাপের জন্য নয়, কালিয়াচকের নাম শিরোনামে উঠে এসেছে মেধার দিক থেকে।

একেবারে চমকে দেওয়ার মতন পরিবর্তন মালদহের কালিয়াচকের। গত কয়েক বছর ধরেই পরিবর্তনের ধারা শুরু হয়েছিল কালিয়াচকে। তবে এবার সমস্ত কিছুকে ছাপিয়ে দিয়েছে এই পরিবর্তন। মাধ্যমিকের ফলাফলে নজর কারা সাফল্য এই কালিয়াচকের। স্থানীয় বাসিন্দা মহম্মদ কুরবান শেখ বলেন, শিক্ষার মাধ্যমে সমাজের পরিবর্তন হয় আমরা এখন খুব খুশি কালিয়াচক শিক্ষার দিকে এগোচ্ছে। একসময় কালিয়াচকের বদনাম ছিল। এখন পরিবর্তন হয়েছে আমাদের ভাল লাগছে।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এবার মেধাতালিকায় মালদহের চারজন মাধ্যমিক পরীক্ষার্থীর নাম উঠে এসেছে। প্রত্যেকেই কালিয়াচকের ছাত্র। তারা প্রত্যেকেই একটি বেসরকারি মিশনে পড়াশোনা করত। স্থানীয় মোজমপুর হাজী শেখ সুভানী বিশ্বাস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা। মাধ্যমিকের ফল বেরোতেই হৈচৈ ফেলে কালিয়াচক। শিক্ষায় পারে একমাত্র সমাজকে পরিবর্তন করতে। তার এক জ্বলন্ত উদাহরণ মালদহের কালিয়াচক। একসময় শিক্ষার দিক থেকে পিছিয়ে ছিল এই প্রত্যন্ত এলাকা। সেই সময় থেকে নানান বেআইনি কার্যকলাপ কালোবাজারি হয়ে এসেছে এখান থেকে। পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্তের চোরা কারবার একসময় এই অঞ্চল দিয়ে ব্যাপক পরিমাণে হয়েছে।

সময়ের সঙ্গে বদলেছে মানুষ। বর্তমান প্রজন্ম এখন শিক্ষার দিকে এগোচ্ছে। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ভাল ফল হচ্ছে এই কালিয়াচক থেকে। এমনকি এই অঞ্চলের অনেকেই এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত। এই সমস্ত হওয়ার ফলে বদলেছে কালিয়াচকের ছবি। বেসরকারি মিশন স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ উজির হোসেন বলেন, সমাজে শিক্ষা পারে অনেক কিছুই বদলাতে এই কালিয়াচকের বদনাম একসময় দিল্লি পর্যন্ত পৌঁছেছে। আমরা চেষ্টা করেছিলাম এই বদনাম ঘোঁচানোর জন্য।এখন শিক্ষার দিকে এগোচ্ছে এই কালিয়াচক আমাদের খুব ভাল লাগছে।

আরও পড়ুন-অক্ষয় তৃতীয়ায় দুর্লভ শুভ যোগ! বাস্তুর এই নিয়মেই দু-হাত ভরে আসবে টাকা, উপচে পড়বে ধন-সম্পদ, রাতারাতি হবেন ‘ধনী’

এখন আর বেআইনি কার্যকলাপ তেমন দেখা যাচ্ছে না কালিয়াচকে বরং শিক্ষার দিকে জেলা সদরকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে এই কালিয়াচক। খুশি আশেপাশের বাসিন্দারাও। যে কালিয়াচকের নাম একসময় বদনাম হয়েছে, সেই কালিয়াচক এখন শিক্ষার দিক থেকে শিরোনামে। এতেই খুশি কালিয়াচকের সাধারণ মানুষ।

হরষিত সিংহ