Tag Archives: Cash

Missing Bag Return: স্কুটি থেকে পড়ে যাওয়া ব্যাগ খুলতেই হাঁ সকলে! অভিবাবকরা ফিরিয়ে দিলেন ‘কুবেরের ধন’

উত্তর ২৪ পরগনা: লক্ষাধিক টাকার সম্পত্তির নথি সহ বান্ডিল বান্ডিল নগদ টাকা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিয়ে নজির গড়লেন অভিভাবকরা। গোবরডাঙা থানা এলাকার বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের অভিভাবকরা এই দুর্দান্ত সততার পরিচয় দিয়েছেন। সন্তানদের স্কুলে ঢুকিয়ে দিয়ে তাঁরা রাস্তায় দাঁড়িয়েছিলেন। আর তখনই সামনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়া এক ব্যক্তির স্কুটি থেকে ব্যাগ পড়ে যেতে দেখেন। এরপর চিৎকার করে ওই ব্যক্তিকে দাঁড় করানোর চেষ্টা করলেও লাভ হয়নি। তিনি শুনতে না পেয়ে দ্রুত গতিতে বেরিয়ে যান। এরপর পড়ে যাওয়া ব্যাগ খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় উপস্থিত সকলের!

আর‌ও পড়ুন: ভয়ঙ্কর রাস্তা দিয়ে হাসপাতালে যেতে হয় প্রসূতিদের!

ওই ব্যাগ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকেন অভিভাবকরা। কিন্তু তাতেও ওই ব্যক্তি না ফেরায় ব্যাগ নিয়ে কী করবেন তা ভেবে দুশ্চিন্তায় পড়েন। শেষে দ্বারস্থ হন গোবরডাঙা থানার। পুলিশ আধিকারিকদের সহযোগিতায় খুঁজে বার করা হয় হারিয়ে যাওয়া ব্যাগের মালিককে। ব্যাগে থাকা নথি ও টাকা হারিয়ে তখন রীতিমত ঘেমে নেয়ে একশা হওয়ার দশা ওই ব্যক্তির। পুলিশের ফোন পেয়ে তিনি ছুটে আসেন গোবরডাঙা থানায়।

পুলিশ আধিকারিকেরা ব্যাগ খুলে দেখেন ব্যাগের মধ্যে রয়েছে একটি দলিল সহ নগদ কয়েক হাজার টাকা। সেই নথি থেকেই পাওয়া ফোন নম্বরের সূত্র ধরে খোঁজ মেলে ব্যাগের আসল মালিকের। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই ব্যক্তি। ধন্যবাদ দেন স্কুল পড়ুয়াদের অভিভাবক সহ পুলিশ কর্মীদেরও। জানান, তাঁদের জন্যই বড় বিপদ থেকে রক্ষা পেলেন।

রুদ্রনারায়ণ রায়

Brown Sugar-Cash Rescue: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার মাদক! সঙ্গে নগদ ৩২ লক্ষ, টাকা গোনার মেশিন উদ্ধার

মালদহ: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার ব্রাউন সুগার। সঙ্গে বাড়িতেই ছিল টাকা গোনার মেশিন। হানা দিয়ে নগদ ৩২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। তুমুল শোরগোল মালদহ জুড়ে।

নির্বাচনের সময় মাদক কারবারীদের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল মালদহ জেলা পুলিশ। এলাকায় নিপাট সাধারণ মানুষ বলে পরিচিত কালিয়াচকের বামনটোলা গ্রামে সমীর শেখের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে টাকা ও মাদক উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিক সমীর শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাক্তি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। বাড়িতে বসেই মাদক পাচারের কার্যকলাপ চালাত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণে মাদক সহ নগদ টাকা।

আরও পড়ুন: ফল প্রকাশের আগের দিন থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, ১৫ দিন পরেও সন্ধান নেই সায়নের

রাতে সমীর‌ শেখের বাড়িতে হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার। সেই সঙ্গে নগদ ৩২ লক্ষ টাকা ও একটি টাকা গোনার মেশিন। উদ্ধার হ‌ওয়া ব্রাউন সুগারের চোরাই বাজারে আনুমানিক মূল্য প্রায় ২৮ কোটি টাকা। পুলিশের অনুমান, গোপনে ওই বাড়িতে মাদক পাচার চক্রের বড়সড় আখড়া গড়ে উঠেছিল। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন মালদহ জেলা আদালতের পেশ করে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। মালদহের এসপি প্রদীপ কুমার যাদব বলেন, মাদক সহ এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হরষিত সিংহ