Tag Archives: khelo india

Malda News: আরজি কর কাণ্ডের প্রতিবাদ! বদলে গেল খেলো ইন্ডিয়া মহিলা তাইকোন্ড লিগের নাম

মালদহ: আরজিকর ঘটনার প্রতিবাদে বদলে গেল জাতীয় স্তরের মহিলা তাইকন্ডো লিগের নাম। তাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বছর দ্বিতীয় খেলো ইন্ডিয়া তাইকন্ডো মহিলা লিগ ( জোনাল) অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন রাজ্য স্তরে চলছে সিলেকশন। পশ্চিমবঙ্গেও এই প্রতিযোগিতার সিলেকশন অনুষ্ঠিত হয় কলকাতায় সল্টলেকে। সেখানেই দেখা গেল প্রতিযোগিতার নাম পরিবর্তন করা হয়েছে। এমনকি আরজিকর ঘটনায় মৃতার প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রতিযোগিতার মাধ্যমে।

সিলেকশনে অংশগ্রহণ করে মালদহের চার কিশোরী জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে। প্রত্যেকেই নিজেদের আত্মরক্ষার স্বার্থে তাইকন্ডো প্রশিক্ষণ শুরু করে। বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে। সুমেধা পাল বলে, আমরা চারজন মালদহ থেকে এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছি। আত্মরক্ষার জন্য তাইকন্ডো প্রশিক্ষণ নেওয়া। জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছি আমরা খুব খুশি।

এই প্রথম এক সঙ্গে মালদহের চার খেলোয়াড় এই প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে।‌আগামী ৩ অক্টোবর থেকে অরুণাচল প্রদেশে জাতীয় স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই বছর মহিলাদের এই তাইকন্ডো প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে অস্মিতা তাইকন্ডো লিগ। মালদহের সুমিধা পাল, সুস্মিতা চৌধুরী অপরাজিতা মিশ্রা ও জুলি প্রামানিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

আরও পড়ুনঃ India vs Bangladesh: সমস্যায় পড়বে বাংলাদেশ! নতুন ‘অস্ত্র’ তৈরি করছেন রোহিত-গম্ভীর জুটি

তাদের কোচ ভাস্কর ভৌমিক বলেন, তাইকোন্ড অফ ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকেই এবার প্রতিযোগিতার নাম পরিবর্তন করা হয়েছে। মহিলাদের এই তাইকোন্ড প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে অস্মিতা তাইকন্ডো লিগ। আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এই নামকরণ করা হয়েছে। মালদহের চার প্রতিযোগীর সাফল্যে খুশি কোচ সহ অন্যান্যরা। আগামীতে ভাল সাফল্যের কামনা প্রত্যেকের।

হরষিত সিংহ

Khelo India: প্রতিভা থাকলেই সব দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার!

জলপাইগুড়ি: খেলাধুলোয় ভাল হলেই দায়িত্ব নেবে ভারত সরকার! বাচ্চার মন সুস্থ রাখতে খেলাধুলোয় আগ্রহী করে তুলুন এখনই। মোবাইলে বুঁদ হয়ে থাকা নয়, বরং খেলাধুলো করলে মন থাকবে চাঙ্গা, শরীর থাকবে সুস্থ, পড়াশোনায় বসবে মন। সম্প্রতি ভারত সরকার খেলাধুলো সংক্রান্ত এই অভিনব উদ্যোগ নেওয়ায় বিরাট সুযোগ তৈরি হয়েছে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের সামনে। এখন ভাল খেলাধুলো করলেই মিলবে দেশ-বিদেশের পুরস্কার।

সাই-এর মাধ্যমে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত সরকারের উদ্যোগে ‘খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন’। বিভিন্ন খেলাধুলোয় দেশের তরুণ প্রতিভাদের খোঁজে এই উদ্যোগ। একেবারে তৃণমূল স্তর থেকে প্রতিভা অন্বেষণ করে সামনে নিয়ে আসাটাই কেন্দ্রীয় সরকারের এই অভিযানের মূল উদ্দেশ্য। এখান থেকে উঠে আসা খেলোয়াড়রাই পরবর্তীতে দেশে-বিদেশের বিভিন্ন স্পোর্টিং ইভেন্টে ভারতের হয়ে পদক আনবে বলে আশাবাদী কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

আর‌ও পড়ুন: স্নাতকের প্রথম দফার ভর্তিতে কলকাতাকে টেক্কা ইসলামপুর কলেজের

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তরুণ ক্রীড়াবিদরা জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ইভেন্টে অংশ নিয়েছেন। বহু প্রতিভা লুকিয়ে থাকে গ্রামবাংলায়, সেই প্রতিভাদের খুঁজে বের করাটাই খেলো ইন্ডিয়ার মূল লক্ষ্য। এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি পর্বের ইনচার্জ ওয়াসিম আহমেদ। মূলত চার ধরনের খেলা থাকবে এখানে। আর্চারি, অ্যাথলেটিক্স , ভলিবল, ফুটবল। ইতিমধ্যেই, শতাধিক অল্প বয়সী খেলোয়াড় অংশগ্রহণ করেছে উত্তরবঙ্গ থেকে। তাদের দুটি বিভাগে ভাগ করা হয়েছে। একটি ১২ বছরের মধ্যে, অন্যটি ১২ বছর থেকে ১৮ বছরের মধ্যে। এখান থেকে যেসব বাচ্চারা প্রশিক্ষণ নিয়ে ভাল খেলবে তাদের সমস্ত দায়িত্ব নেবে ভারত সরকার।

সুরজিৎ দে