Tag Archives: Kolkata Knight Riders

KKR News: কেকেআর প্লেয়ারদের সতর্ক বার্তা গৌতম গম্ভীরের! সমর্থকদের জন্য বড় বার্তা নাইট মেন্টরের

২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২। ২৩ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২। ২৩ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের আগে মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে হয়েছে নাইটদের অনুশীলন শিবির। সূত্রের খবর, ১৫ মার্চ থেকে কলকাতায় সাত দিনের প্রশিক্ষন শিবির করবে কেকেআর। সিএবিকে মাঠ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।
আইপিএলের আগে মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে হয়েছে নাইটদের অনুশীলন শিবির। সূত্রের খবর, ১৫ মার্চ থেকে কলকাতায় সাত দিনের প্রশিক্ষন শিবির করবে কেকেআর। সিএবিকে মাঠ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।
একইসঙ্গে মরশুম শুরুর আগে দলকে কঠোর বার্তাও দিয়েছেন গম্ভীর। প্রতিযোগিতার সঙ্গে নাচ-গান-বিনোদনের যোগ থাকলেও ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন তিনি। খেলায় ফোকাস করার পরামর্শ দিয়েছেন। এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছেন গম্ভীর।
একইসঙ্গে মরশুম শুরুর আগে দলকে কঠোর বার্তাও দিয়েছেন গম্ভীর। প্রতিযোগিতার সঙ্গে নাচ-গান-বিনোদনের যোগ থাকলেও ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন তিনি। খেলায় ফোকাস করার পরামর্শ দিয়েছেন। এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছেন গম্ভীর।
গৌতম গম্ভীর বলেছেন,"আমি প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছি যে আইপিএল ছেলেখেলা নয়। যতই বিনোদন ও বলিউড যুক্ত থাকুক, দিনের শেষে যে দল নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে তারাই জিতবে। কারণ, এই লিগ বিশ্বের অন্যতম কঠিন লিগ। তাই এখানে সফল হতে হলে কঠিন পরিশ্রম করতে হবে।"
গৌতম গম্ভীর বলেছেন,”আমি প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছি যে আইপিএল ছেলেখেলা নয়। যতই বিনোদন ও বলিউড যুক্ত থাকুক, দিনের শেষে যে দল নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে তারাই জিতবে। কারণ, এই লিগ বিশ্বের অন্যতম কঠিন লিগ। তাই এখানে সফল হতে হলে কঠিন পরিশ্রম করতে হবে।”
একইসঙ্গে আইপিএল খেলার স্তর আন্তর্জাতিক ক্রিকেটের থেকে কম নয় বলেও জানিয়েছেন গৌতম গম্ভীর। কেকেআরের ফ্যানেদের মুখে হাসি ফোটাতে ও তাদের দলের প্রতি আনুগত্যের দাম দিতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন নাইটদের দুবারের আইপিএল জয়ী প্রাক্তন অধিনায়ক।
একইসঙ্গে আইপিএল খেলার স্তর আন্তর্জাতিক ক্রিকেটের থেকে কম নয় বলেও জানিয়েছেন গৌতম গম্ভীর। কেকেআরের ফ্যানেদের মুখে হাসি ফোটাতে ও তাদের দলের প্রতি আনুগত্যের দাম দিতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন নাইটদের দুবারের আইপিএল জয়ী প্রাক্তন অধিনায়ক।

KKR Team News: এবার আইপিএল জিতবে কেকেআর? তৈরি গম্ভীরের মাস্টার প্ল্যান! জানুন বিস্তারিত

২২ মার্চ থেকে শুরু হতে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৪-এর। ২৩ মার্ত কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।
২২ মার্চ থেকে শুরু হতে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৪-এর। ২৩ মার্ত কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।
মরশুম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দুবার ও একমাত্র ট্রফি জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসেছে নাইট টিম ম্যানেজমেন্ট। গম্ভীরও দায়িত্ব নিয়েই সোনালী দিন ফেরাতে 'আদা-জল' খেলে ময়দানে নেমে পড়েছে।
মরশুম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দুবার ও একমাত্র ট্রফি জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসেছে নাইট টিম ম্যানেজমেন্ট। গম্ভীরও দায়িত্ব নিয়েই সোনালী দিন ফেরাতে ‘আদা-জল’ খেলে ময়দানে নেমে পড়েছে।
২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে শেষবার ট্রফি জিতেছিল কেকেআর। তারপর থেকে শুধু খরা। এবার কেকেআরকে ট্রফি জেতাতে নানা ধরনের রণনীতি তৈরি করছেন গম্ভীর। একটা মাস্টার প্ল্যানও তৈরি করেছেন গৌতি।
২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে শেষবার ট্রফি জিতেছিল কেকেআর। তারপর থেকে শুধু খরা। এবার কেকেআরকে ট্রফি জেতাতে নানা ধরনের রণনীতি তৈরি করছেন গম্ভীর। একটা মাস্টার প্ল্যানও তৈরি করেছেন গৌতি।
আইপিএলের আগে মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে হয়েছে নাইটদের অনুশীলন শিবির। সূত্রের খবর, ১৫ মার্চ থেকে কলকাতায় সাত দিনের প্রশিক্ষন শিবির করবে কেকেআর। সিএবিকে মাঠ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।
আইপিএলের আগে মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে হয়েছে নাইটদের অনুশীলন শিবির। সূত্রের খবর, ১৫ মার্চ থেকে কলকাতায় সাত দিনের প্রশিক্ষন শিবির করবে কেকেআর। সিএবিকে মাঠ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।
এই বিশেষ প্রশিক্ষনের উদ্যোগতা দলের মেন্টর গৌতম গম্ভীর। ইডেনের পিচের সঙ্গে প্লেয়ারদের পরিচয় করানোর জন্যই এই উদ্যোগ গম্ভীরের। কেকেআরের অধিনায়ক যখন গম্ভীর ছিলেন তখন ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য ছিল নাইটরা।
এই বিশেষ প্রশিক্ষনের উদ্যোগতা দলের মেন্টর গৌতম গম্ভীর। ইডেনের পিচের সঙ্গে প্লেয়ারদের পরিচয় করানোর জন্যই এই উদ্যোগ গম্ভীরের। কেকেআরের অধিনায়ক যখন গম্ভীর ছিলেন তখন ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য ছিল নাইটরা।
এবার মরশুম শুরুর আগে সেই রণনীতিই ফিরিয়ে আনতে চাইছেন গম্ভীর। মাঠের পিচ ভাল করে বুঝে নিয়ে সেই মত দলের কম্বিনেশন তৈরি, ব্যাটিং-বোলিংয়ের সিদ্ধান্ত নির্ণয় করতে চান কেকেআর মেন্টর।
এবার মরশুম শুরুর আগে সেই রণনীতিই ফিরিয়ে আনতে চাইছেন গম্ভীর। মাঠের পিচ ভাল করে বুঝে নিয়ে সেই মত দলের কম্বিনেশন তৈরি, ব্যাটিং-বোলিংয়ের সিদ্ধান্ত নির্ণয় করতে চান কেকেআর মেন্টর।
এছাড়া দলে মেন্টর হিসেবে প্রথম মরশুম হওয়ায় পুরো পরস্থিতি ভাল করে বুঝে নিতে চান গম্ভীর। প্লেয়ারদের সঙ্গে আলাদা করে কথা বলবেন তিনি। সব মিলিয়ে কেকেআরকে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন করতে বদ্ধপরিকর গম্ভীর।
এছাড়া দলে মেন্টর হিসেবে প্রথম মরশুম হওয়ায় পুরো পরস্থিতি ভাল করে বুঝে নিতে চান গম্ভীর। প্লেয়ারদের সঙ্গে আলাদা করে কথা বলবেন তিনি। সব মিলিয়ে কেকেআরকে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন করতে বদ্ধপরিকর গম্ভীর।

IPL 2024 KKR Fixture: আইপিএল ২০২৪- কবে-কখন-কোথায় কেকেআরের ম্যাচ, দেখে নিন সূচি

অবশেষে ঘোষিত হল আইপিএল ২০২৪-এর সূচি। তবে এবার লোকসভা ভোট থাকায় সম্পূর্ণ সূচি ঘোষণা করা হয়নি। ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে।
অবশেষে ঘোষিত হল আইপিএল ২০২৪-এর সূচি। তবে এবার লোকসভা ভোট থাকায় সম্পূর্ণ সূচি ঘোষণা করা হয়নি। ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে।
২২ তারিখ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাাই-আরসিবি। আপাতত বোর্ডের তরফ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে।
২২ তারিখ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাাই-আরসিবি। আপাতত বোর্ডের তরফ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে।

 

আর এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ২৩ মার্চ থেকে। ১৭ দিনের সূচিতে কেকেআরের মোট ৩টি ম্য়াচ রয়েছে।
আর এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ২৩ মার্চ থেকে। ১৭ দিনের সূচিতে কেকেআরের মোট ৩টি ম্য়াচ রয়েছে।
২৩ মার্চ ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে কেকেআর। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্স হায়দরাবেদের বিরুদ্ধে। সন্ধ্যা ৭.৩০-এ খেলা।
২৩ মার্চ ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে কেকেআর। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্স হায়দরাবেদের বিরুদ্ধে। সন্ধ্যা ৭.৩০-এ খেলা।
কেকেআরের পরের ম্যাচ ২৯ মার্চ। অ্যাওয়ে ম্যাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। বেঙ্গালুরুতে সন্ধে ৭.৩০ থেকে শুরু ম্যাচ।
কেকেআরের পরের ম্যাচ ২৯ মার্চ। অ্যাওয়ে ম্যাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। বেঙ্গালুরুতে সন্ধে ৭.৩০ থেকে শুরু ম্যাচ।
৩ এপ্রিল কেকেআরের তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তবে সেই ম্যাচ কলকাতা বা দিল্লিতে নয়, হবে বিশাখাপত্তনমে। সন্ধে ৭.৩০ মিনিট থেকে খেলা।
৩ এপ্রিল কেকেআরের তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তবে সেই ম্যাচ কলকাতা বা দিল্লিতে নয়, হবে বিশাখাপত্তনমে। সন্ধে ৭.৩০ মিনিট থেকে খেলা।

KKR News: আইপিএলের আগে কেকেআরের মাথায় হাত! সব পরিকল্পনা জলে? কী হল নাইট শিবিরে

চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। চোটের কারণে মাঠের বাইরে মহম্মদ শামি। ইংল্যান্ড সিরিজেও দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। তবে তৃতীয় টেস্ট থেকে দলে ফেরার কথা তাদের।
চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। চোটের কারণে মাঠের বাইরে মহম্মদ শামি। ইংল্যান্ড সিরিজেও দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। তবে তৃতীয় টেস্ট থেকে দলে ফেরার কথা তাদের।
এরইমধ্যে চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। পিঠের চোট ও কুঁচকিতে টানের কারণে পরের ৩ টেস্টে নেই শ্রেয়স। তবে ফের কবে মাঠে ফিরবেন তিনি সেবিষয়ে কোনও নিশ্চয়তা নেই।
এরইমধ্যে চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। পিঠের চোট ও কুঁচকিতে টানের কারণে পরের ৩ টেস্টে নেই শ্রেয়স। তবে ফের কবে মাঠে ফিরবেন তিনি সেবিষয়ে কোনও নিশ্চয়তা নেই।
আর শ্রেয়স আইয়ারের চোটের খবর চাপ বাড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাউডার্সেরও। ২০২৪ আইপিএলের আগে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করেই দল গুছিয়েছে নাইটরা। কিন্তু শ্রেয়সের ফের চোটে মাথায় আকাশ ভেঙে পড়ার মত পরিস্থিতি।
আর শ্রেয়স আইয়ারের চোটের খবর চাপ বাড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাউডার্সেরও। ২০২৪ আইপিএলের আগে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করেই দল গুছিয়েছে নাইটরা। কিন্তু শ্রেয়সের ফের চোটে মাথায় আকাশ ভেঙে পড়ার মত পরিস্থিতি।
পিঠের চোট দীর্ঘ দিন ধরে ভোগাচ্ছে শ্রেয়স আইয়ারকে। গতবারও একই সমস্যার কারণে আইপিএলে খেলতে পারেননি তিনি। প্রায় বছর খানেক ছিলেন জাতীয় দলের বাইরে। অপারেশন করিয়ে মাঠে ফেরেন তিনি।
পিঠের চোট দীর্ঘ দিন ধরে ভোগাচ্ছে শ্রেয়স আইয়ারকে। গতবারও একই সমস্যার কারণে আইপিএলে খেলতে পারেননি তিনি। প্রায় বছর খানেক ছিলেন জাতীয় দলের বাইরে। অপারেশন করিয়ে মাঠে ফেরেন তিনি।
এবার আইপিলের আগে ফের শ্রেয়স আইয়ারের চোটের খবরে উদ্বিগ্ন কেকেআর টিম ম্যানেজমেন্ট। হাতে এখনও কিছুটা সময় থাকলেও কতদিনের মধ্যে ফিট হতে পারেবেন কেকেআর অধিনায়ক তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
এবার আইপিলের আগে ফের শ্রেয়স আইয়ারের চোটের খবরে উদ্বিগ্ন কেকেআর টিম ম্যানেজমেন্ট। হাতে এখনও কিছুটা সময় থাকলেও কতদিনের মধ্যে ফিট হতে পারেবেন কেকেআর অধিনায়ক তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত বেঙ্গালুরুর জাতীয়  ক্রিকেট অ্যাকাডেমিতে চোট চোটের চিকিৎসা করাবেন তিনি। পরপর একই জায়গায় চোট লাগায় হতাশ শ্রেয়স আইয়ারও।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট চোটের চিকিৎসা করাবেন তিনি। পরপর একই জায়গায় চোট লাগায় হতাশ শ্রেয়স আইয়ারও।

KKR Team News: আইপিএলের আগে বড় ধাক্কা! দলের গুরুত্বপূর্ণ সদস্যকে হারাল কেকেআর

আইপিএল ২০২৪-এর আগে মিনি নিলামে নতুন করে দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরকে ফিরিয়ে এনে সোনালী দিন ফেরানোর স্বপ্ন দেখছে নাইট শিবির।
আইপিএল ২০২৪-এর আগে মিনি নিলামে নতুন করে দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরকে ফিরিয়ে এনে সোনালী দিন ফেরানোর স্বপ্ন দেখছে নাইট শিবির।
কিন্তু আইপিএলের নতুন মরশুম শুরু হওয়ার আগেই খারাপ খবর কেকেআর ফ্যানেদের জন্য। দলের সঙ্গ চুক্তিভঙ্গ করে বিদেশে চলে যাচ্ছে নাইটদের এক গুরুত্বপূর্ণ সদস্য।
কিন্তু আইপিএলের নতুন মরশুম শুরু হওয়ার আগেই খারাপ খবর কেকেআর ফ্যানেদের জন্য। দলের সঙ্গ চুক্তিভঙ্গ করে বিদেশে চলে যাচ্ছে নাইটদের এক গুরুত্বপূর্ণ সদস্য।
বিগত কয়েক মরশুম কেকেআরের কোচের দায়িত্ব সামলেছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। এবারও তাঁর কাঁধেই দায়িত্ববার দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
বিগত কয়েক মরশুম কেকেআরের কোচের দায়িত্ব সামলেছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। এবারও তাঁর কাঁধেই দায়িত্ববার দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
কিন্তু  নতুন দায়িত্ব নিয়ে বিদেশে চলে যাচ্ছেন কেকেআরের বোলিং কোচ। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ভরত অরুণ। ভবিষ্যতের কথা ভেবে তরুণ প্রজন্মের কোচিংয়ের জন্য ভরত অরুণেই আস্থা দেখিয়েছে লঙ্কানরা।
কিন্তু নতুন দায়িত্ব নিয়ে বিদেশে চলে যাচ্ছেন কেকেআরের বোলিং কোচ। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ভরত অরুণ। ভবিষ্যতের কথা ভেবে তরুণ প্রজন্মের কোচিংয়ের জন্য ভরত অরুণেই আস্থা দেখিয়েছে লঙ্কানরা।
তবে আচমকা নতুন মরশুম শুরুর আগে কেকেআরের দলের বোলিং কোচ ছেড়ে যাওয়াটা বড় ধাক্কা হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনিতেই পেস বোলিং বিভাগ সমস্যা কেকেআরের। ভরত অরুণের জায়গায় কাকে কেকেআর নতুন বোলিং কোচ হিসেবে নিযুক্ত করে সেটাই দেখার।
তবে আচমকা নতুন মরশুম শুরুর আগে কেকেআরের দলের বোলিং কোচ ছেড়ে যাওয়াটা বড় ধাক্কা হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনিতেই পেস বোলিং বিভাগ সমস্যা কেকেআরের। ভরত অরুণের জায়গায় কাকে কেকেআর নতুন বোলিং কোচ হিসেবে নিযুক্ত করে সেটাই দেখার।

কেকেআরের এখন নতুন ‘বস’, অনুশীলন শুরু হয়ে গেল আইপিএলের ২ মাস আগেই

কলকাতা: ২০১৪ থেকে ২০২৪। কেটে গেছে দশটা বছর। মাঝের সময়টা সাফল্য আসেনি। ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি দল। সাফল্যের খোঁজে তাই ফেরানো হয়েছে দলের সব থেকে সফল ক্যাপ্টেনকে। তবে এবার তিনি অন্য ভূমিকায়।

যাঁর হাত ধরে দুবার চ্যাম্পিয়ন হওয়া, সেই গৌতম গম্ভীরের পরামর্শে এবার সব ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে মাঠে নামতে কোমর বেঁধেছে শাহরুখ  খানের দল।

আইপিএলের সুচি ঘোষণা না হলেও শুরু হয়ে গেল কেকেআর-এর অনুশীলন। মাসখানেক আগেই অনুশীলনে নেমে পড়লেন কলকাতার নাইট রাইডার্সের ক্রিকেটাররা। তবে এই অনুশীলন পর্ব তিলোত্তমায় নয়, আরব সাগরের তীরে মুম্বই মহানগরীতে।

আরও পড়ুন- ‘সুযোগ পাই না’ বলে কাঁদতেন! সুযোগ পেয়ে শূন্য, এই ক্রিকেটারের কেরিয়ার শেষ!

কলকাতার ফ্রাঞ্চাইজি হলেও কেকেআরের একাডেমি রয়েছে মুম্বইতে। সেখানেই সারা বছর অনুশীলন করার সুযোগ পাওয়া যায়। স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটারই অফ সিজনে কেকেআর একাডেমিতে অনুশীলন করেন। তবে এবার আইপিএল জয়ের প্রস্তুতিতেই নিজেদের একাডেমিতে মহড়া শুরু করলো গম্ভীর বাহিনী।

অনুশীলনে কোনও বিদেশী ক্রিকেটার নেই। এমনকী যাঁরা ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি খেলছেন তাঁরাও যোগ দিতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে না থাকা খেলোয়াড়রা ইতিমধ্যেই অনুশীলনে যোগ দিয়েছেন। ‌

তারকা ক্রিকেটারদের মধ্যে অনুশীলনে উপস্থিত হয়েছেন বরুণ চক্রবর্তী, সূয়াশ‌ শর্মারা। বরুণ চক্রবর্তী তামিলনাড়ুর হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ও বিজয় হাজারে ট্রফি খেললেও রঞ্জির দলে নেই।

সূয়াশ শর্মাও সীমিত ওভারের ক্রিকেটে দিল্লি দলে থাকলেও রঞ্জিতে নেই। এই রকম ক্রিকেটারদের প্র্যাক্টিসের মধ্যে রাখতেই এত আগেভাগে প্রস্তুতি শিবির শুরু করে দেওয়া হয়েছে।

কেকেআরের কোচিং স্টাফে থাকা অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন চলছে জোরকদমে। অনুশীলনে রয়েছেন বিহারের ডানহাতি জোরে বোলার সাকিব হুসেনও।

চার পাঁচ জন ক্রিকেটারদের নিয়ে চলছে প্রস্তুতি। পুরোটাই গম্ভীরের নির্দেশ মেনে করা হচ্ছে। যদিও কোচ হিসেবে রয়েছেন চন্দ্রকান্ত পন্ডিত। তবে মেন্টর গৌতম গম্ভীরই দলের সম্পূর্ণ খোঁজখবর রাখছেন।

আরও পড়ুন- বিরাট কোহলিকে প্রণাম করে জড়িয়ে ধরেন! জেলে গিয়ে জীবন বদলে গেল এই যুবকের

আইপিএলের সূচি এখনও ঘোষণা করা হয়নি। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে আইপিএল গভর্নিং কমিটি। তবে বিভিন্ন সূত্রর খবর, টুর্নামেন্ট শুরু হতে পারে ২২‌ বা ২৩ মার্চ। ২৯ মে হতে পারে টুর্নামেন্টের ফাইনাল।

২০১২ ও ১৪ সালে জোড়া আইপিএল চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরের নেতৃত্বেই হয়েছিল কেকেআর। যদিও পরবর্তী সময় শাহরুখের দল ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে যোগদান‌ করেন গম্ভীর।

১০ বছর পর ফের দলের লাকি চ্যাম্পকে ফিরিয়ে এনেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও বকলমে পুরোটাই দেখছেন গম্ভীরই।

ট্রফির দেখা পেতে মরিয়া কেকেআর শিবির কোনও ফাঁক রাখতে চাইছে না। তাই বসে না থেকে অনুশীলনে নেমে পড়ল টিম কেকেআর।

KKR: আইপিএলের জন্য নিয়ম বদল! স্বস্তি ফিরল কেকেআর শিবিরে

আইপিএল ২০২৪  নিলামে আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি টাকা খরচ করে কেকেআর।
আইপিএল ২০২৪ নিলামে আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি টাকা খরচ করে কেকেআর।
কিন্তু এরইমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় মুজিব সহ ৩ আফগান ক্রিকেটার খেলতে পারবে না আইপিএল সহ বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে।
কিন্তু এরইমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় মুজিব সহ ৩ আফগান ক্রিকেটার খেলতে পারবে না আইপিএল সহ বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে।
মুজিব ছাড়াও সেই তালিকায় রয়েছেন নবীন উল হত ও ফজলহক ফারুকি। অভিযোগ এই ক্রিকেটাররা দেশের বার্ষিক চুক্তি থেকে নাম তুলে নিতে চেয়েছিল।
মুজিব ছাড়াও সেই তালিকায় রয়েছেন নবীন উল হত ও ফজলহক ফারুকি। অভিযোগ এই ক্রিকেটাররা দেশের বার্ষিক চুক্তি থেকে নাম তুলে নিতে চেয়েছিল।
বিদেশী টি-২০ লিগে খেলার জন্যই জাতীয় দলের বার্ষিক চুক্তিতে সই করতে চাননি এই ক্রিকেটাররা। সেই কারণেই কঠোর সিদ্ধান্তের পথে হাঁটে আফগান বোর্ড।
বিদেশী টি-২০ লিগে খেলার জন্যই জাতীয় দলের বার্ষিক চুক্তিতে সই করতে চাননি এই ক্রিকেটাররা। সেই কারণেই কঠোর সিদ্ধান্তের পথে হাঁটে আফগান বোর্ড।
এরপরই বিগ ব্যাশ লিগে মুজিবকে নেয়নি তাঁর দল মেলবোর্ন রেনেগেডস। এর ফলে চিন্তা বেড়েছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে সেই আশঙ্কা বেশি সময় স্থায়ী হল না।
এরপরই বিগ ব্যাশ লিগে মুজিবকে নেয়নি তাঁর দল মেলবোর্ন রেনেগেডস। এর ফলে চিন্তা বেড়েছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে সেই আশঙ্কা বেশি সময় স্থায়ী হল না।
শুধু আইপিএলের জন্য নিজেদের নিয়মে বদল আনল আফগান ক্রিকেট বোর্ড। এই ৩ ক্রিকেটারকে আইপিএলের খেলার ছাড়পত্র দিল। যার ফলে স্বস্তি ফিরল কেকেকআর সহ লখনউ ও হায়দরাবাদে।
শুধু আইপিএলের জন্য নিজেদের নিয়মে বদল আনল আফগান ক্রিকেট বোর্ড। এই ৩ ক্রিকেটারকে আইপিএলের খেলার ছাড়পত্র দিল। যার ফলে স্বস্তি ফিরল কেকেকআর সহ লখনউ ও হায়দরাবাদে।

KKR Team News: কেন ২৪.৭৫ কোটি টাকা দিয়ে স্টার্ককে কিনেছে কেকেআর? রহস্য ফাঁস করলেন গৌতম গম্ভীর

আইপিএল নিলামে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু একজন প্লেয়ারের পিছনে কেন এত টাকা খরচ তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার স্টার্ককে কেনার আসল কারণ কী, সেই রহস্য ফাঁস করলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর।
আইপিএল নিলামে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু একজন প্লেয়ারের পিছনে কেন এত টাকা খরচ তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার স্টার্ককে কেনার আসল কারণ কী, সেই রহস্য ফাঁস করলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর।
আইপিএল নিলামের পর জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর পুরো বিস্তারিতভাবে বুঝিয়েছেন কেন কেকেকেআর নিলাম টেবিলে ৩৪ বছরের মিচেল স্টার্কের জন্য এত টারা খরচ করল। গম্ভীরের মতে ,কেকেআরের স্টার্ক একাধিক দায়িত্ব পালন করবেন।
আইপিএল নিলামের পর জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর পুরো বিস্তারিতভাবে বুঝিয়েছেন কেন কেকেকেআর নিলাম টেবিলে ৩৪ বছরের মিচেল স্টার্কের জন্য এত টারা খরচ করল। গম্ভীরের মতে ,কেকেআরের স্টার্ক একাধিক দায়িত্ব পালন করবেন।
গৌতম গম্ভীর বলেন,"আমাদের দলে  একজন এক্স ফ্যাক্টর দরকার ছিল। সেই অভাব স্টার্ক মেটাবে এটা নিঃসন্দেহে। স্টার্ক যেমন নতুন বলে বোলিং বোলিং করতে পারেন, ঠিক তেমনই ডেথ ওভারেও দক্ষ। আমাদের ডেথ ওভারে স্পেশালিস্ট পেসার একজন দরকার ছিল। এমন এক জনেপ জন্য তো টাকা খরচ করতেই হত।"
গৌতম গম্ভীর বলেন,”আমাদের দলে একজন এক্স ফ্যাক্টর দরকার ছিল। সেই অভাব স্টার্ক মেটাবে এটা নিঃসন্দেহে। স্টার্ক যেমন নতুন বলে বোলিং বোলিং করতে পারেন, ঠিক তেমনই ডেথ ওভারেও দক্ষ। আমাদের ডেথ ওভারে স্পেশালিস্ট পেসার একজন দরকার ছিল। এমন এক জনেপ জন্য তো টাকা খরচ করতেই হত।”
এছাড়াও গৌতম গম্ভীর বলেন,"শুধু বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়া নয়, মাঠের বাইরেও স্টার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমাদের দলের জন্য। দলের তরুণ পেসারদের সাহায্য করবে স্টার্ক। আমাদের দলে একাধিক তরুণ প্রতিভাবান পেসার রয়েছে। স্টার্কের সঙ্গে থাকতে পেরে, ওর কাছ থেকে টিপস পেয়ে  তারা আরও দক্ষ হয় উঠবে।"
এছাড়াও গৌতম গম্ভীর বলেন,”শুধু বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়া নয়, মাঠের বাইরেও স্টার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমাদের দলের জন্য। দলের তরুণ পেসারদের সাহায্য করবে স্টার্ক। আমাদের দলে একাধিক তরুণ প্রতিভাবান পেসার রয়েছে। স্টার্কের সঙ্গে থাকতে পেরে, ওর কাছ থেকে টিপস পেয়ে তারা আরও দক্ষ হয় উঠবে।”
তবে কেকেআরের বোলিং আক্রমণ যে শুধু স্টার্ক নির্ভর হবে না সেই কথাও জানিয়েছেন গৌতম গম্ভীর। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মুজিব উর রহমান, অনুকুল রয়দের মত স্পিনার রয়েছে, বৈভব অরোরা, হরষিত রানার মত পেসার রয়েছে। ফলে কেকেআরের বোলিং আক্রমণের বৈচিত্র নিয়ে কোনও শঙ্কা নেই গৌতম গম্ভীরের।
তবে কেকেআরের বোলিং আক্রমণ যে শুধু স্টার্ক নির্ভর হবে না সেই কথাও জানিয়েছেন গৌতম গম্ভীর। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মুজিব উর রহমান, অনুকুল রয়দের মত স্পিনার রয়েছে, বৈভব অরোরা, হরষিত রানার মত পেসার রয়েছে। ফলে কেকেআরের বোলিং আক্রমণের বৈচিত্র নিয়ে কোনও শঙ্কা নেই গৌতম গম্ভীরের।

Kolkata Knight Riders: শাকিবকে কেন দলে নিল কেকেআর? এই ভিডিও দেখলে মাথা ঘুড়ে যাবে

কলকাতা: অজানা-অখ্যাত প্লেয়ারদের দলে সুযোগ দিয়ে বারবার চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারও আইপিএল ২০২৪ নিলামে তার ব্যতিক্রম হয়নি। ১৯ বছরের বিহারের ডানহাতি পেসার শাকিব হুসেনকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু কেন হঠাৎ শাকিব হুসেনকে দলে নিল কেকেআর? তা নিয়ে ফ্যানেদের মধ্যে কৌতুহল ছিল।

এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা বলতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২ ম্যাচ খেলে ৪ উইকেট নেওয়া। তাও আবার ২০২২ সালে। কিন্তু এই তরুণেরআগুনে পেস বোলিং মুগ্ধ করেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। তাল বলে পেস ও বাউন্স নজর কেড়েছে। সেই কারণেই কেকেআর তাঁকে দলে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শাকিব হুসেনর কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তার ম্যাচের ও এনসিএ-তে বোলিংয়ের কিথু কোলাচ রয়েছে। সেখানে কোথাও উইকেট হাওয়ায় ঘুড়িয়ে দিচ্ছেন তো ও কোথায় আবার ব্যাটাররা তাঁর ‘খতরনাক’ বাউন্সার খেলতে গিয়ে ল্যাজে গোবরে হচ্ছেন।

আরও পড়ুনঃ IPL 10 Team Full Squad: বদলে গেল সব! কোন দল হল বেশি শক্তিশালী? আইপিএল নিলামের পর দেখে নিন ১০ দলের পুরো স্কোয়াড

এর আগে চেন্নাই সুপার কিংসে নেট বোলার হিসেবে ছিলেন শাকিব হুসেন। এমএস ধোনির থেকে টিপসও পেয়েছেন। কেকেআরে সুযোগ পেয়ে খুশি এই তরুণ পেসার। প্রথম ১১-তে সুযোগ পেলে নিজের সেরাটা উজার করে দিতে প্রস্তুত। একইসঙ্গে অনেক কিছু শিখতে পারবেন বলেও মনে করেন শাকিব।

KKR Full Squad After IPL 2024 Auction: শেষ বেলায় ফের চমক! নিলামে মোট ১০ জনকে কিনল কেকেআর, কেমন হল নাইটদের স্কোয়াড

দুবাই: আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মি়চেল স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। অজি তারকার জন্য ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছে নাইটরা।

একজন প্লেয়ারকে কিনতে এত টাকা খরচ করার পর নিলামে কেমন দল হবে কেকেআরের তা নিয়ে কৌতুহলে ছিল কেকেআর ফ্যানেরা। কিন্তু দলের পেস বিভাগকে শক্তিশালী করতে এমনই একজন প্লেয়ারকে চাইছিলেন গৌতম গম্ভীর। দল গোছানোর জন্য কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে যে পরিকল্পনা তৈরি ছিল তা পরে বোঝা যায়।

নিলাম থেকে মোট ১০ প্লেয়ারকে নিলাম থেকে কিনেছে কেকেআর। মিচেল স্টার্কের মত তারকা পেসারার পাশাপাশি দলের ব্যাটিংকে শক্তিশালী করতে নাইটদের হয়ে প্রাক্তন আইপিএল জয়ী মণীশ পাণ্ডেকে দলে নিয়েছে কেকেআর। এছাড়া আফগান তারকা স্পিনার মুজিব উর রহমানকে কিনেছে নাইটরা। রয়েছে চেতন সাকারিয়ার মত ভারতীয় পেসার ও কেএস ভরতের মত উইকেটকিপারও। কেমন হল কেকেআরের স্কোয়াড চলুন দেখে নেওয়া যাক।

কেকেআর রিটেন করেছিল যাদের: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

নিলাম থেকে ১০ জনকে কিনল কেকেআর: মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি টাকা), শেরফেন রাদারফোর্ড (১.৫ কোটি), মুজিব উর রহমান (২ কোটি), গুস অ্যাটকিনসন (১কোটি ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ ),মনীশ পান্ডে (৫০ লক্ষ), অঙ্গকৃশ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), সাকিব হুসেন (২০ লক্ষ )।

কেকেআরের পুরো স্কোয়াড: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক , অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, গুস অ্যাটকিনসন, সাকিব হুসেন।

আরও পড়ুনঃ IPL 2024 Auction: আইপিএল নিলামে কাদের জন্য হল টাকার বৃষ্টি! রেকর্ড তৈরি করল ২ অজি তারকা

১০ জন প্লেয়ার কেনার পর কেকেআরের মোট ২৩ জনের স্কোয়াড হয়েছে। আরও ২ জন ক্রিকেটার কিনতে হবে নাইটদের। ৩২.৭ কোটি নিয়ে নিলামে নেমেছিল কলকাতা। এখন হাতে রয়েছে আর ১.৩৫ কোটি টাকা। বিদেশী প্লেয়ার নেওয়ার আর জায়গা নেই। তবে ২ জন দেশি ক্রিকেটার এখনও নিতে পারবে কেকেআর।

আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা