Tag Archives: kota

Child: তিন বছরের ছোট্ট শিশু আটকে গাড়িতে, বাবা-মা বিয়েবাড়িতে ব‍্যস্ত! ঘন্টাখানেক ছটপট করতে করতে…মর্মান্তিক মৃত‍্যু

রাজস্থান: গাড়ির মধ‍্যে বন্দি অবস্থায় মত‍্যু ৩ বছরের শিশু কন‍্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটাতে। বাবা মা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সন্তানকে গাড়িতে লক করা অবস্থায় তারপরেই শ্বাসরোধ হয়ে মৃত‍্যু হয় ওই শিশুর।

দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার সন্ধ‍্যে নাগাদ ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর বাবার নাম প্রদীপ নাগার। জানা গিয়েছে, প্রদীপ নাগার স্ত্রী ও দুই কন‍্যা সন্তানকে সঙ্গে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।

সেখানেই প্রদীপ নাগার ও তাঁর স্ত্রী এবং বড় মেয়ে গাড়ি থেকে নেমে বিয়ে বাড়িতে চলে যান। সকলেই গাড়ি থেকে নেমে গিয়েছে ভেবে গাড়ি লক করে দেন প্রদীপ। কিন্তু গাড়িতে থেকে যায় ছোট মেয়ে।

আরও পড়ুন: সায়নী ঘোষকে ঘিরে চাঞ্চল্য, প্রচারের সময়ই ঘটল বড় ঘটনা! দৌড়ে এলেন কর্মীরা

বিয়ের অনুষ্ঠানে কিছুক্ষণ কাটানোর পর বাবা মা বুঝতে পারেন সঙ্গে আসেনি তাঁদের ছোট মেয়ে। এরপরেই ছোট মেয়েকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। প্রায় ২ ঘণ্টা পর গাড়ির মধ‍্যে অচেতন অবস্থায় পাওয়া যায় শিশুকে। স্থানীয় চিকিত্‍সা কেন্দ্রে তাকে চিকিত্‍সার জন‍্য নিয়ে হলে চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর বাবা-মা ময়নাতদন্ত করতে অস্বীকার করেছে এবং পুলিশ মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে।

Knowledge Story: বলুন তো, দেশের কোন শহরে কোনও ট্রাফিক সিগন্যাল নেই? আরও এক কারণে এ শহর বিখ্যাত

রাস্তায় চলতে গেলেই আমাদের ট্রাফিকের সম্মুখীন হতেই হয়। আর এই ট্রাফিকে সাধারণত তিন রঙের সিগন্যাল থাকে – লাল, হলুদ এবং সবুজ। এখানে লাল রঙের অর্থ হল গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে। হলুদ রঙের অর্থ হল সতর্কতা জারি করে এবং সবুজ রঙের অর্থ গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়।
রাস্তায় চলতে গেলেই আমাদের ট্রাফিকের সম্মুখীন হতেই হয়। আর এই ট্রাফিকে সাধারণত তিন রঙের সিগন্যাল থাকে – লাল, হলুদ এবং সবুজ। এখানে লাল রঙের অর্থ হল গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে। হলুদ রঙের অর্থ হল সতর্কতা জারি করে এবং সবুজ রঙের অর্থ গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়।
ভারতের কোটা শহর সারা দেশে কোচিং সিটি নামে বিখ্যাত। দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে এখানকার কোচিং ইনস্টিটিউটগুলিতে আসে।
ভারতের কোটা শহর সারা দেশে কোচিং সিটি নামে বিখ্যাত। দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে এখানকার কোচিং ইনস্টিটিউটগুলিতে আসে।
কিন্তু, কোচিং এবং ছাত্র-ছাত্রীদের ছাড়া, সমগ্র বিশ্বে কোটার আরেকটি পরিচয় রয়েছে। কোটা হল সমগ্র বিশ্বের দ্বিতীয় শহর যেখানে একটি ট্রাফিক সিগন্যালও নেই। ভুটানের রাজধানী থিম্পুর পরে, কোটা বিশ্বের দ্বিতীয় শহর যা ট্রাফিক সিগন্যাল মুক্ত।
কিন্তু, কোচিং এবং ছাত্র-ছাত্রীদের ছাড়া, সমগ্র বিশ্বে কোটার আরেকটি পরিচয় রয়েছে। কোটা হল সমগ্র বিশ্বের দ্বিতীয় শহর যেখানে একটি ট্রাফিক সিগন্যালও নেই। ভুটানের রাজধানী থিম্পুর পরে, কোটা বিশ্বের দ্বিতীয় শহর যা ট্রাফিক সিগন্যাল মুক্ত।
কয়েক বছর ধরে কোটা শহরে ঘণ্টার পর ঘণ্টা যানজট ছিল। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে, কোটা ইউআইটি ছোট ডাইভারশন তৈরি করেছে এবং রাস্তাগুলি প্রশস্ত করেছে। এছাড়া রুটগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ট্রাফিক লাইটের প্রয়োজন না হয়।
কয়েক বছর ধরে কোটা শহরে ঘণ্টার পর ঘণ্টা যানজট ছিল। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে, কোটা ইউআইটি ছোট ডাইভারশন তৈরি করেছে এবং রাস্তাগুলি প্রশস্ত করেছে। এছাড়া রুটগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ট্রাফিক লাইটের প্রয়োজন না হয়।
তবে শহরের অনেক জায়গায় এখনও যানজট রয়েছে। কিন্তু, এসব জায়গায় রাস্তা প্রশস্ত করার কাজ করছে কোটা ইউআইটি। এখন কোটায় ট্রাফিক ফ্রি সিগন্যালের কারণে নির্বিচারে যানবাহন চলতে দেখা যায়।
তবে শহরের অনেক জায়গায় এখনও যানজট রয়েছে। কিন্তু, এসব জায়গায় রাস্তা প্রশস্ত করার কাজ করছে কোটা ইউআইটি। এখন কোটায় ট্রাফিক ফ্রি সিগন্যালের কারণে নির্বিচারে যানবাহন চলতে দেখা যায়।
আগে কোটার ঘণ্টাঘর মোড়ে বেশি সময় লাগত। এখানে ট্রাফিক লাইটের কারণে জ্যামও বেশি হত। তবে ঘণ্টাঘর মোড়, কোটদী মোড়, এরোড্রোম মোড়, গোবড়িয়া স্টেপওয়েল মোড়, অনন্তপুরা মোড় ইত্যাদি স্থান থেকে ট্রাফিক লাইট সম্পূর্ণ অপসারণ করা হয়েছে।
আগে কোটার ঘণ্টাঘর মোড়ে বেশি সময় লাগত। এখানে ট্রাফিক লাইটের কারণে জ্যামও বেশি হত। তবে ঘণ্টাঘর মোড়, কোটদী মোড়, এরোড্রোম মোড়, গোবড়িয়া স্টেপওয়েল মোড়, অনন্তপুরা মোড় ইত্যাদি স্থান থেকে ট্রাফিক লাইট সম্পূর্ণ অপসারণ করা হয়েছে।
কোটাকে পরিষ্কার এবং সুন্দর করার জন্য UIT আরও উন্নয়নমূলক কাজ করছে।
কোটাকে পরিষ্কার এবং সুন্দর করার জন্য UIT আরও উন্নয়নমূলক কাজ করছে।

Student Death News: টানা ৯ দিন ধরে নিখোঁজ থাকার পরে উদ্ধার হল কোটার আইআইটি-জেইই পরীক্ষার্থীর দেহ

কোটাঃ প্রায় ৯ দিন ধরে নিখোঁজ ছিল বছর ষোলোর আইআইটি-জেইই পরীক্ষার্থী। রীতিমতো চিরুনি তল্লাশির পরে অবশেষে রাজস্থানের চম্বল উপত্যকা থেকে উদ্ধার হল কোটার ওই পড়ুয়ার দেহ। সোমবার এই কথা জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ সুখবর বিমানযাত্রীদের জন‍্য! ১০-৩০ মিনিটের মধ্যে দিতে হবে লাগেজ, নয়া নিয়ম বিসিএসের

সংবাদমাধ্যমের, প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, গত ১১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল রচিত সোন্ধিয়া। আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা জেইই পরীক্ষার্থী রচিত রাজস্থানের কোটায় পড়াশোনা করছিল। একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে যে, রচিতকে শেষ বার গারাদিয়া মহাদেব মন্দিরের নিকটবর্তী এক জঙ্গলে প্রবেশ করতে দেখা গিয়েছিল। পরীক্ষার কথা বলে হোস্টেল থেকে বেরিয়েছিল সে। পুলিশ জানিয়েছে, চম্বল উপত্যকার দুর্গম এবং বিচ্ছিন্ন এলাকা থেকে রচিতের দেহ উদ্ধার হয়েছে।

এদিকে প্রায় এক সপ্তাহ ধরে ছেলের খোঁজ না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন রচিতের মা-বাবা। ছেলের পোস্টার বানিয়ে চারিদিকে ছড়িয়ে দেন তাঁরা, যাতে তাড়াতাড়ি রচিতের খোঁজ পাওয়া সম্ভব হয়। এমনকী শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের দ্বারস্থও হয়েছিল ওই ছাত্রের পরিবার। এই ঘটনায় মন্ত্রীর হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন তাঁরা।

এখানেই শেষ নয়, গত সপ্তাহ থেকে নিখোঁজ কোটার আরও এক পড়ুয়া। যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। গত ২ বছর ধরে কোটার ইন্দ্র বিহারের হোস্টেলে থাকছিলেন জেইই পরীক্ষার্থী পীযূষ কাপাসিয়া। গত ১৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ তিনি। এমনিতে পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুর কারণে বারবার খবরের শিরোনামে উঠে আসছে রাজস্থানের কোটা।

সম্প্রতি নিজের পিজি-র ঘরে আত্মহত্যা করেছিলেন কোটার কোচিং সেন্টারের ১৮ বছর বয়সী এক ছাত্র। জানা গিয়েছে যে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, শুভ চৌধুরী নামে ওই ছাত্র ঝাড়খণ্ডের বাসিন্দা। দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পাওয়ার জন্য কোটায় প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমনকী ২ বছর ধরে সেখানেই ছিলেন। চলতি বছর কোটায় এটা ছিল চতুর্থ আত্মহত্যার ঘটনা।