Tag Archives: Lakshmir Bhander

Mamata Banerjee On Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হলে…’ গর্জে উঠলেন মমতা! বাজপেয়ীর নাম করে মোদিকে তীব্র কটাক্ষ

লাভপুর: তৃতীয় দফা ভোটের আগে প্রচারের শেষ রবিবার। এদিন একদিকে যখন কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর সমর্থনে নদিয়ার সভায় সোচ্চার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই লাভপুরের সভায় চরম কটাক্ষ শোনা গেল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
ঝাঁঝালো ভাষায় একের পর এক আক্রমণ শানিয়েছেন মমতা।

লাভপুরের সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মোদিবাবু আপনার ইচ্ছাপূরণ হবে না। কয়েকটা গদ্দার নিয়ে চলছেন। আপনার যারা দোসর তাদের ছেলে মেয়েদের সম্পত্তি কী করে বাড়ল? সব ক্রিকেট ম্যাচ গুজরাতে কেন হয়? কী উত্তর দেবেন? আপনাদের দেখলে ভয় লাগে। যেন মনে হয় হাঁ করে গিলে খেতে আসছে। আপনাদের সভায় লোক হয় না। চেয়ার থাকে ফাঁকা। আর আমরা এই লু’য়ের মধ্যে ঘুরে ঘুরে ভোটের সভা করছি। সাহস থাকলে জনতার সামনে এসে আপনি কথা বলতেন।”

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে মে মাসে? কড়কড়ে নোট কবে ঢুকবে অ্যাকাউন্টে ? ‘এইভাবে’ Check করে নিন পেমেন্ট স্ট্যাটাস!

এরপরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমোর তীব্র হুঁশিয়ারি, “যত দিন যাচ্ছে মোদির বুক কাঁপছে। বিজেপি ঠকঠক করে কাঁপছে। আর এই এক হয়েছে কমিশন, বিজেপি ওসি, ডিআইজি বদল করতে বলছে, করে দিচ্ছে। হায়রে এটা ইলেকশন কমিশন? তিন জন আছে ওদের কোলের সন্তান। অটল বিহারী বাজপেয়ীর কথা মনে আছে। বলেছিলেন রাজধর্ম পালন কর। আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কখনও এমন রাজনীতি করেননি।”

আরও পড়ুন: আর মাত্র কিছুক্ষণ…! বজবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি কাঁপাবে উত্তরবঙ্গের দুই জেলা, ‘নতুন’ সতর্কতা দক্ষিণবঙ্গে! জানুন লেটেস্ট আপডেট

বিজেপির বিরুদ্ধে তুমুল আক্রমণ হানেন মমতা। তাঁর স্পষ্ট মন্তব্য, ‘‘বিজেপিকে উৎখাত না করে আমি যাব না। যেমন সিপিএমকে উৎখাত করেছিলাম। সব বিজ্ঞাপন নস্যাৎ করে বলছি, সব মিথ্যা। আগের বার বলেছিলেন ২০০ পার। এবার বলছেন দেশে ৪০০ পার। পগার পার হয়ে যাবেন।’’

Lakshmir Bhandar: কোটি কোটি মহিলার জন্য সুখবর! লক্ষ্মীর ভাণ্ডারের ‘বেশি’ টাকা পাচ্ছেন কারা? বড় খবর দিলেন মমতা! আবেদনের খুঁটিনাটি জানুন দ্রুত

লক্ষ্মীর ভাণ্ডার শাসকদলের জনপ্রিয় কর্মসূচিগুলির মধ্যে একটি। এবার এই প্রকল্পের অধীনে টাকা বৃদ্ধিতে রাজ্য বাজেটে সারা ফেলে দিয়েছে বাংলা। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বেশি টাকা। নিজেই আজ রাজ্যের মা-বোনেদের পরিসংখ্যান দিয়ে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।
লক্ষ্মীর ভাণ্ডার শাসকদলের জনপ্রিয় কর্মসূচিগুলির মধ্যে একটি। এবার এই প্রকল্পের অধীনে টাকা বৃদ্ধিতে রাজ্য বাজেটে সারা ফেলে দিয়েছে বাংলা। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বেশি টাকা। নিজেই আজ রাজ্যের মা-বোনেদের পরিসংখ্যান দিয়ে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারের মাথাভাঙায় লোকসভা প্রচারের সভা থেকে জানিয়ে দেন ১ কোটিরও বেশি মহিলাদের দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বেশি টাকা। ইতিমধ্যেই সরকারি তহবিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সেই বর্ধিত টাকা বণ্টন শুরু হয়ে গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারের মাথাভাঙায় লোকসভা প্রচারের সভা থেকে জানিয়ে দেন ১ কোটিরও বেশি মহিলাদের দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বেশি টাকা। ইতিমধ্যেই সরকারি তহবিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সেই বর্ধিত টাকা বণ্টন শুরু হয়ে গিয়েছে।
মমতা জানান, "ইতিমধ্যে ১ কোটি ৯৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে বর্ধিত হারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছে। এছাড়া ৬ লক্ষ মহিলা রয়েছেন যাঁদের ৬০ বছর বয়স হয়েছে। তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা অর্থাৎ (লক্ষ্মীর ভান্ডার ২)-তে পরিণত হয়েছে।
মমতা জানান, “ইতিমধ্যে ১ কোটি ৯৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে বর্ধিত হারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছে। এছাড়া ৬ লক্ষ মহিলা রয়েছেন যাঁদের ৬০ বছর বয়স হয়েছে। তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা অর্থাৎ (লক্ষ্মীর ভান্ডার ২)-তে পরিণত হয়েছে।
২০২৪ রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, চলতি অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে।
২০২৪ রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, চলতি অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে।
নতুন ঘোষণার ফলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা স্বরূপ ১০০০ টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে তফসিলি জাতি-উপজাতি ও অনগ্রসর জনজাতির মহিলাদের জন্য ভাতা ২০০ টাকা বাড়িয়ে করা হল ১২০০ টাকা।
নতুন ঘোষণার ফলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা স্বরূপ ১০০০ টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে তফসিলি জাতি-উপজাতি ও অনগ্রসর জনজাতির মহিলাদের জন্য ভাতা ২০০ টাকা বাড়িয়ে করা হল ১২০০ টাকা।
পয়লা এপ্রিল থেকেই এই বর্ধিত টাকা পাওয়া শুরু হয়েছে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকায় একদিন পরে অর্থাৎ ২ রা এপ্রিল থেকেই টাকা ঢুকতে শুরু করেছে প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
পয়লা এপ্রিল থেকেই এই বর্ধিত টাকা পাওয়া শুরু হয়েছে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকায় একদিন পরে অর্থাৎ ২ রা এপ্রিল থেকেই টাকা ঢুকতে শুরু করেছে প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার মহিলাদের মনে বড় জায়গা করে নিতে চাইছে শাসক দল। সরকারি এই প্রকল্প নিয়ে এমনিতেই মহিলাদের মধ্যে উৎসাহ শুরু থেকেই।
লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার মহিলাদের মনে বড় জায়গা করে নিতে চাইছে শাসক দল। সরকারি এই প্রকল্প নিয়ে এমনিতেই মহিলাদের মধ্যে উৎসাহ শুরু থেকেই।
এবার টাকা বাড়ানোর ফলে খুশির হাওয়া বাংলার ঘরে ঘরে। রাতারাতি টাকা ডবল হয়ে যাওয়ার ফলে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি, আরও বহু সংখ্যক মহিলা উপকৃত হতে চলেছেন বলেই দাবি মুখ্যমন্ত্রীর।
এবার টাকা বাড়ানোর ফলে খুশির হাওয়া বাংলার ঘরে ঘরে। রাতারাতি টাকা ডবল হয়ে যাওয়ার ফলে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি, আরও বহু সংখ্যক মহিলা উপকৃত হতে চলেছেন বলেই দাবি মুখ্যমন্ত্রীর।
আপনি কী জানেন কী ভাবে পেতে পারেন এই প্রকল্পের সুবিধা? কী ভাবে করবেন এই প্রকল্পে আবেদন? কী ভাবে জানবেন আপনি যোগ্য কিনা? সঠিক নিয়ম ও শর্ত এখনও জানা না থাকলে এই প্রতিবেদনটি ভাল করে পড়ুন।
আপনি কী জানেন কী ভাবে পেতে পারেন এই প্রকল্পের সুবিধা? কী ভাবে করবেন এই প্রকল্পে আবেদন? কী ভাবে জানবেন আপনি যোগ্য কিনা? সঠিক নিয়ম ও শর্ত এখনও জানা না থাকলে এই প্রতিবেদনটি ভাল করে পড়ুন।
কোথায় আবেদন করবেন : এবার থেকে মহিলাদের আর লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য দুয়ারে সরকার শিবিরের জন্য অপেক্ষা করতে হবে না। সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে।
কোথায় আবেদন করবেন : এবার থেকে মহিলাদের আর লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য দুয়ারে সরকার শিবিরের জন্য অপেক্ষা করতে হবে না। সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে।
গ্রামাঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পৌরসভা এলাকার বাসিন্দারা মহকুমাশাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করবেন।
গ্রামাঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পৌরসভা এলাকার বাসিন্দারা মহকুমাশাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করবেন।
আর কলকাতা পুরনিগমের অন্তর্গত বাসিন্দারা কেএমসি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভূক্ত করার আবেদন করতে হবে। তবে, এরই আগের মতই দুয়ারে সরকার শিবিরেও আবেদন করার সুযোগ থাকবে। তাই আর দেরি করবেন না। নাম এখনও নথিভুক্ত না হয়ে থাকলে সরকারি সুবিধা পেতে ঝটপট করে ফেলুন রেজিস্ট্রেশন।
আর কলকাতা পুরনিগমের অন্তর্গত বাসিন্দারা কেএমসি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভূক্ত করার আবেদন করতে হবে। তবে, এরই আগের মতই দুয়ারে সরকার শিবিরেও আবেদন করার সুযোগ থাকবে। তাই আর দেরি করবেন না। নাম এখনও নথিভুক্ত না হয়ে থাকলে সরকারি সুবিধা পেতে ঝটপট করে ফেলুন রেজিস্ট্রেশন।

Lakhsmir Bhandar Scheme: এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে বেশি টাকা, আপনি পাচ্ছেন তো? দেখুন

বাংলার ঘরে ঘরে মহিলাদের জন্য সুখবর। আগেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছিল। রাজ্যের বাজেটের দিনই লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। যাঁরা এই প্রকল্পে ৫০০ টাকা করে পেতেন তাঁরা এবার থেকে পাবেন ১০০০ টাকা। পাশাপাশি যাঁরা ১০০০ টাকা করে পেতেন, তাঁরা পেতে চলেছেন ১২০০ টাকা। সরকারি ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকে এই বর্ধিত টাকার সুবিধা পাবেন উপভোক্তারা।