Tag Archives: Left Congress alliance

উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটকে সমর্থন করার ডাক দিল নকশালরা

কলকাতা: আসন্ন বিধানসভা উপনির্বাচনে বাম ও গণতান্ত্রিক জোটকে সমর্থন করার আহ্বান জানালো সিপিআইএমএল লিবারেশন। ২৭ ও ২৮ জুন কলকাতার মৌলালি যুব কেন্দ্রে দলের রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

এই বৈঠকে “নির্বাচনোত্তর জাতীয় ও রাজ্য রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা এবং বাংলার বুকে বিজেপি-আরএসএসের ফ্যাসিবাদী আগ্রাসন রুখতে ও তৃণমূল কংগ্রেস সরকারের অপশাসনের বিরুদ্ধে রাজ্য জুড়ে বাম ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে আগামী আন্দোলনের রূপরেখা নিয়ে সার্বিক আলোচনা হয়” বলে দলের তরফে শনিবার এক প্রেস বিবৃতি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে৷ একই সঙ্গে বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও বিরোধিতা করা হয়।

আরও পড়ুন: লোকাল ট্রেনে দুর্ঘটনা হাবড়ায়! অল্পের জন্য রক্ষা… বন্ধ থাকে শিয়ালদহগামী ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

একই সঙ্গে বলা হয়েছে, “আসন্ন বিধানসভা উপনির্বাচনে মাণিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ কেন্দ্রে বিজেপিকে একটিও ভোট নয় ও তৃণমূলের ‘অপশাসনকে’ একটুও ছাড় নয়। এই স্লোগানের ভিত্তিতে সিপিআইএমএল লিবারেশন বাম ও গণতান্ত্রিক প্রার্থীদের সমর্থন জানাচ্ছে।”

এছাড়াও হকার উচ্ছেদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে রাজ্য কমিটির বৈঠকে। এই রকম চলতে থাকলে আগামী দিনে আন্দোলনের পথে হাঁটারও হুমকি দেওয়া হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, “কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে হকার অপসারণে নির্মমভাবে বুলজোজার দিয়ে ধ্বংসলীলা চালিয়ে গরীব মানুষগুলিকে জীবিকা হীন করে তোলা হচ্ছে। আমরা রাজ্য সরকারের এই একতরফা আক্রমনের তীব্র বিরোধিতা করি এবং উপযুক্ত ও দীর্ঘস্থায়ী পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান বন্ধ রাখার দাবি জানাই। একইভাবে কেন্দ্রের এনডিএ সরকার রেল স্টেশন ও সংলগ্ন এলাকাগুলি থেকে হকারদের উচ্ছেদ করে আইআরসিটিসি বা অন্য কর্পোরেট সংস্থাদের ডেকে আনছে এমন কি রেল হকারকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে রেল পুলিশের হত্যার ঘটনা ঘটছে । আমরা কেন্দ্রীয় সরকারের গরীবদের রুটিরুজি ছিনিয়ে নেওয়ায় তীব্র প্রতিবাদ জানাই। উচ্ছেদ চললে রাজ্যের সর্বত্র এর বিরোধিতায় সিপিআইএমএল বিক্ষোভ-প্রতিরোধে সামিল হবে।

অন্যদিকে নিট ও ইউজিসি-নেট পরীক্ষায় ব্যাপকতম দুর্নীতির বিরুদ্ধে জুলাই মাসের প্রথম সপ্তাহে সল্টলেকে ইউজিসি দপ্তরের সামনে ছাত্র সংগঠন আইসা-র পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শিত হবে বলেও এদিন জানানো হয়েছে লিবারেশনের পক্ষ থেকে৷

West Bengal by elections 2024: উপনির্বাচনেও আকচাআকচি, বাগদায় প্রার্থী দিল কংগ্রেস, রায়গঞ্জে বদলা নেবে ফরওয়ার্ড ব্লক?

কলকাতা: সদ্য লোকসভা নির্বাচনে ফের শূন্য পেয়ে মুখ থুবড়ে পড়েছে বামেরা। কোনও মতে একটি আসন নিয়ে সবেধন নীলমণি কংগ্রেস। তবে বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আকচাআকচি কিছুতেই মিটছে না কংগ্রেসের।

রাজ্যে চারটি বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছেড়ে বাকি তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট। বাগদা কেন্দ্রটি দেওয়া হয় ফরওয়ার্ড ব্লককে। ওই কেন্দ্রে প্রাক্তন বিধায়ক কমলাক্ষী বিশ্বাসের পুত্র গৌরাদিত্য বিশ্বাসকে প্রার্থী করে দল। কিছুদিন পরে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। রায়গঞ্জের পাশাপাশি বাগদাতেও প্রার্থী দিয়ে দেয় তারা। আর এতেই চটে লাল ফরওয়ার্ড ব্লক।

আরও পড়ুন: লোকসভা ভোটেও কেন কাটল না শূন্যের গেরো? জেলার রিপোর্টে চিন্তা বাড়ল সিপিএমের

ইতিমধ্যেই রায়গঞ্জে বাগদার প্রতিশোধ নেওয়ার জন্য ঘুঁটি সাজাচ্ছে বামেদের এই শরিক দলটি। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, “কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। বাগদায় তৃণমূল, বিজেপির মতোই কংগ্রেস আমাদের প্রতিদ্বন্দ্বী। সবার বিরুদ্ধেই সমান ভাবে লড়াই করে আমরা জিতব। আর রায়গঞ্জে কংগ্রেসের সমর্থনে আমরা মাঠে নামছি না। বাকিটা কী করা হবে জেলা নেতৃত্ব ঠিক করবে।”

আলিমুদ্দিন স্ট্রিটে গত শুক্রবার বামফ্রন্টের বৈঠকে ঠিক হয়, কলকাতার মানিকতলা আসনে সিপিএমের রাজীব মজুমদার এবং নদিয়ার রানাঘাট দক্ষিণ (সংরক্ষিত) আসনে অরিন্দম বিশ্বাস প্রার্থী হচ্ছেন। উত্তর ২৪ পরগণার বাগদা (সংরক্ষিত) আসনে এ বার উপনির্বাচনে প্রার্থী বাম শরিক ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাস। বিধানসভা উপনির্বাচনের জন্য এআইসিসি-র তরফে মঙ্গলবার প্রার্থী ঘোষণা করা হয়েছে। রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি ও ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। বাগদায় প্রার্থী অশোক হালদার। তিনি পেশায় শিক্ষক, ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন।

বামফ্রন্টের তরফে বাগদায় আগেই প্রার্থী হিসেবে ফ ব-র প্রাক্তন বিধায়ক গোরাদিত্য বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের আনুষ্ঠানিক ঘোষণার ফলে বাগদাকে ঘিরে জোটে জোট ঘণীভূত হল। উল্লেখ্য বাগদা বিধানসভা যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই বনগাঁতেও এ বার কংগ্রেসের প্রার্থী ছিল। সেই কারণেই এই আসনটি নিজেদের হাতেই কংগ্রেস রাখতে চায় বলে দলীয় সূত্রে খবর। আর এই ঘটনায় উপনির্বাচনে সদ্যসমাপ্ত লোকসভা ভোটে কোচবিহার ও পুরুলিয়ার ছায়া এসে পড়েছে বলে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

কোচবিহারে যেমন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর অনুরোধ সত্ত্বেও কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করেনি, তেমনই পুরুলিয়ায় বামফ্রন্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেরা লড়েছিল ফ ব। এর প্রভাব পড়েছিল অন্যত্রও। কলকাতা উত্তরে কংগ্রেস প্রার্থীর প্রচারে বামফ্রন্টের অন্য শরিকেরা থাকলেও ফ ব নামেনি। তারই পুনরাবৃত্তি হতে চলেছে রায়গঞ্জে৷

West Bengal by elections 2024: শূন্যের গেরো চলছেই, তবু কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা! উপনির্বাচনে কোথায় কার প্রার্থী?

কলকাতা: লোকসভা নির্বাচনে এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন রফা করেও শূন্যের গেরো কাটেনি বামেদের৷ বরং একটি আসনে জিতে কোনওক্রমে অলিখিত জোটের মানরক্ষা করেছে কংগ্রেস৷ তার পরেও অবশ্য কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা৷ আগামী মাসে রাজ্যের চারটি আসনের উপনির্বাচনেও বাম-কংগ্রেস আসন সমঝোতা বজায় থাকছে৷

আগামী ১০ জুলাই রাজ্যের চারটি কেন্দ্র মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ বামফ্রন্ট সূত্রে খবর, এই চারটি আসনের মধ্যে রায়গঞ্জ কেন্দ্রটি ছাড়া হচ্ছে কংগ্রেসকে৷ বাকি তিন কেন্দ্রের মধ্যে মধ্যে দুটিতে লড়বে সিপিআইএম৷ একটি আসন ছাড়া হবে বাম শরিক ফরওয়ার্ড ব্লককে৷

আরও পড়ুন: অধীরকে হারিয়ে সাংসদ হয়েছেন, নিজের রাজ্যেই বিরাট ফ্যাসাদে ইউসুফ পাঠান! অভিযোগ মারাত্মক

সিপিএম সূত্রে খবর, মানিকতলা কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী রাজীব মজুমদার৷ রানাঘাট দক্ষিণ কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী হতে পারেন অরিন্দম বিশ্বাস৷ বাগদা কেন্দ্রটি শরিক দল ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে৷ ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হতে পারেন গৌরাদিত্য বিশ্বাস৷

এই চার কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল৷ চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামিকাল বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ যে চার কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে মানিকতলা বাদে তিনটি কেন্দ্রই ছিল বিজেপির দখলে৷ লোকসভা নির্বাচনেও রাজ্যে বিপর্যয়ের পর উপনির্বাচনে বামেরা উল্লেখযোগ্য কোনও ফল করতে পারে কি না, সেদিকেই এখন নজর বাম কর্মী সমর্থকদের৷

CPIM: প্রচারে উড়বে লাল ঝান্ডা, ইভিএমে হাতই ভরসা এই জেলার বাম কর্মীদের!

মালদহ: নেই কোনও প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনে মালদহের দুটি আসনের মধ্যে একটিতেও বামফ্রন্টের কোনও প্রার্থী নেই। এবার কোনও ভোট পড়বেনা সিপিআইএম বা বামফ্রন্টের কোনও চিহ্নে।

তাহলে কর্মী সমর্থকরা কোন চিহ্নে ভোট দেবেন? মালদহ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে কর্মী সমর্থকদের জানানো হয়েছে, এবার লোকসভা নির্বাচনে বামপন্থীরা ভোট দেবেন কংগ্রেস চিহ্ন।

আরও পড়ুন: বহরমপুরে হারলে রাজনীতি ছাড়বেন, মমতাকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা অধীরের

কারণ রাজ্যজুড়ে ৪২ টি আসনের কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের আসন রফা নিয়ে আলোচনা চলছে।  মালদহের দুটি আসনের মধ্যে একটিতেও সিপিআইএম বা বামফ্রন্টের কোনও  প্রার্থী দেওয়া হয়নি।আসন্ন লোকসভা নির্বাচনে মালদহের দুটি আসনের মধ্যে একটিতেও বামফ্রন্টের কোন প্রার্থী না থাকায় হতাশ কর্মী সমর্থকরা। তবে জেলা নেতৃত্ব দাবি করছে, তাদের কর্মী সমর্থকরা কংগ্রেসকেই সমর্থন করবে। এই নিয়ে দুই দলের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতেই এই আসন রফা দুই দলের মধ্যে।

মালদহ জেলায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে তাদের এই জোট কোণঠাসা করতে পারবে বলে মনে করছেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। মালদহ জেলা সিপিআইএমের সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘রাজ্যের ৪২টি আসনের মধ্যে কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের আসন রফা হয়েছে। মালদহের দুটি আসনে কংগ্রেস প্রার্থী দিচ্ছে আমরা তাদেরকে সমর্থন করছি। আমাদের দলীয় কর্মী সমর্থকরা সিপিআইএমের ঝান্ডা হাতেই কংগ্রেসের হয়ে ভোট প্রচার করবে। সিপিআইএমের ঝান্ডা নিয়ে কর্মী সমর্থকেরা কংগ্রেসের হয়ে ভোট প্রচার করবে মালদহের দুটি কেন্দ্রে।’

হরষিত সিংহ