Tag Archives: Local Trains

Sealdah Station: প্রতিদিন মোট লোকাল ট্রেনের সংখ্যা কত? সঠিক সময়ে চলুক ট্রেন, দাবি শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের

আবীর ঘোষাল, কলকাতা: আপনি নিশ্চই শহরতলি থেকে কলকাতায় যাতায়াত করেন, আপনার জানা দরকার যে কলকাতা শহরে শিয়ালদহ থেকে ব্যস্ত সময়ে কতগুলি ট্রেন চলাচল করে।

পূর্ব রেলওয়ের শিয়ালদহ স্টেশন, যা ভারতের অন্যতম ব্যস্ত রেলওয়ে কেন্দ্র, প্রতিদিন অসংখ্য লোকাল ট্রেন পরিচালনা করে যা মহানগরীর জীবনযাত্রাকে মসৃণভাবে চালিয়ে যেতে সাহায্য করে।  শিয়ালদহ স্টেশন থেকে প্রতিদিন ৩৫৬টি ট্রেন ছাড়ে এবং ৩৫৪টি ট্রেন আসে, যা হাজার হাজার যাত্রীকে শহরের বাইরে থেকে এবং শহরের মধ্যে যাতায়াত করতে সাহায্য করে চলেছে। এটি কলকাতার দৈনন্দিন পরিবহণের অন্যতম প্রধান শক্তি যা অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং অন্যান্য দৈনিক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা প্রদান করে। বিশেষত পিক আওয়ারের সময় এই স্থানীয় ট্রেনগুলির গুরুত্ব সর্বাধিক। এই বহরটি নিশ্চিত করে যে, কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাত্রা করা যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারে, পাশাপাশি ভিড়ের সমস্যাও কমানো সম্ভব হয়।

আরও পড়ুন- শনি গোচরে শুক্রকে শক্তিশালী করতে এই কয়েকটি প্রতিকার মেনে চলুন, জীবনে সুখ-সমৃদ্ধির কমতি থাকবে না

সকাল ৮:৩০ থেকে ১০:৩০ এর মধ্যে শিয়ালদহ মেইন, শিয়ালদহ নর্থ এবং শিয়ালদহ সাউথ সেকশনে মোট ৫৩টি ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) লোকাল চলাচল করে। শিয়ালদহ নর্থ ও শিয়ালদহ মেইন সেকশনের মধ্যে ৪টি করে ট্রেন রানাঘাট, বনগাঁ, নৈহাটি, ব্যারাকপুর থেকে ছাড়ে , ৩টি করে ট্রেন ডানকুনি থেকে ছাড়ে , ২টি করে ট্রেন হাসনাবাদ, বারাসত, দত্তপুকুর থেকে ছাড়ে এবং ১টি করে ট্রেন কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর সিটি, মধ্যমগ্রাম, শান্তিপুর, গেদে, দমদম ক্যান্টনমেন্ট, হাবরা, লালগোলা (মেমু) থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছায়  । শিয়ালদহ সাউথ সেকশনের মধ্যে  ৪টি করে ট্রেন ক্যানিং থেকে এবং ৩টি করে ট্রেন ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বজবজ থেকে এবং ২টি করে ট্রেন সোনারপুর থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছয় ।

আরও পড়ুন– বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে

বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০-এর মধ্যে  ৫৮ টি ইএমইউ লোকাল শিয়ালদহ থেকে ছেড়ে বিভিন্ন সেকশনে চলাচল করে। শিয়ালদহ নর্থ ও শিয়ালদহ মেইন সেকশন থেকে ০৬টি ট্রেন বনগাঁ, ৪টি ট্রেন নৈহাটি, ৩টি করে ট্রেন  ডানকুনি, কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর সিটি, শান্তিপুর, গেদে, ২টি দত্তপুকুর, ১টি করে ট্রেন রাণাঘাট, হাসনাবাদ, বারাসাত, ব্যারাকপুর ও লালগোলার উদ্দেশ্যে রওনা হয়। শিয়ালদহ সাউথ সেকশন থেকে  ৬টি ট্রেন ক্যানিং, ৫টি ট্রেন বজবজ, ৪টি করে ট্রেন বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং ২টি সোনারপুর ও ১টি করে ট্রেন বি.বি.ডি. ব্যাগ এবং মগরাহাটের উদ্দেশ্যে রওনা হয়।

পূর্ব রেলওয়ের এই বিস্তৃত লোকাল ট্রেন নেটওয়ার্ক শুধু দৈনিক যাত্রীদের প্রয়োজন মেটায় না, বরং সড়ক পরিবহনের উপর চাপ কমিয়ে মহানগরীর সামগ্রিক পরিবহণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Sealdah station: বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম, কবে চালু? ভোগান্তির আশঙ্কা

আগামিকাল, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম৷ এ দিন এমনই জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম৷
আগামিকাল, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম৷ এ দিন এমনই জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম৷
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকেই শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছ৷ আগামিকাল থেকে তার চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হবে৷
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকেই শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছ৷ আগামিকাল থেকে তার চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হবে৷
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুন রবিবার দুপুর ২টো পর্যন্ত এই কাজ চলার কথা৷ ফলে কাজ শেষ হওয়ার আগে ওই প্ল্যাটফর্মগুলি থেকে কোনও ট্রেন যাতায়াত করতে পারবে না৷
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুন রবিবার দুপুর ২টো পর্যন্ত এই কাজ চলার কথা৷ ফলে কাজ শেষ হওয়ার আগে ওই প্ল্যাটফর্মগুলি থেকে কোনও ট্রেন যাতায়াত করতে পারবে না৷
এর ফলে প্রায় ১৪৭টি লোকাল ট্রেনের যাত্রাপথ দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷ ফলে ওই দুটি স্টেশন থেকেই এই ট্রেনগুলি ছাড়বে৷
এর ফলে প্রায় ১৪৭টি লোকাল ট্রেনের যাত্রাপথ দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷ ফলে ওই দুটি স্টেশন থেকেই এই ট্রেনগুলি ছাড়বে৷
ইতিমধ্যেই সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নির্মাণ কাজ শেষ হয়েছে৷ এবার ওই সম্প্রসারিত অংশ বরাবর রেললাইনের বৈদ্যুতিকরণ, ইন্টারলকিং ব্যবস্থার কাজ শরু হবে৷
ইতিমধ্যেই সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নির্মাণ কাজ শেষ হয়েছে৷ এবার ওই সম্প্রসারিত অংশ বরাবর রেললাইনের বৈদ্যুতিকরণ, ইন্টারলকিং ব্যবস্থার কাজ শরু হবে৷
শিয়ালদহের ডিআরএম জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদেহ সব প্ল্যাটফর্ম থেকে ১২ বগির ট্রেন ছাড়তে পারবে৷
শিয়ালদহের ডিআরএম জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদেহ সব প্ল্যাটফর্ম থেকে ১২ বগির ট্রেন ছাড়তে পারবে৷
যাত্রীদের ভোগান্তি কমাতে দমদম স্টেশন থেকে কলকাতার দিকে অতিরিক্ত বাস চালানোর জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে রেলের পক্ষ থেকে৷
যাত্রীদের ভোগান্তি কমাতে দমদম স্টেশন থেকে কলকাতার দিকে অতিরিক্ত বাস চালানোর জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে রেলের পক্ষ থেকে৷

Sealdah Station: যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ মেইন শাখায় সমস্ত ১২ কোচের লোকাল ট্রেন পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা

আবীর ঘোষাল, কলকাতা: শিয়ালদহ মেইন ও নর্থ সেক্শনে সমস্ত EMU লোকালগুলিকে ১২ কোচের করার জন্য শিয়ালদহ মেইনের সাবার্বান প্ল্যাটফর্মগুলি অর্থাৎ ১ থেকে ৫ নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ জোরকদমে এগিয়ে চলেছে।

শিয়ালদহ স্টেশনের ইয়ার্ডের জটিলতা সত্ত্বেও চ্যালেঞ্জগুলি কাটিয়ে, ডেডিকেটেড প্রজেক্ট টিম ২৪X৭ অক্লান্ত পরিশ্রম করে চলেছে যাতে  নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা যায়। নতুন ট্র্যাক, বৈদ্যুতিক লাইন ইত্যাদি স্থাপনের কাজ-সহ এমন একটি বিশাল প্রকল্প সম্পন্ন করার জন্য সুবিন্যস্ত পরিকল্পনা এবং সুস্পষ্ট সমন্বয় গুরুত্বপূর্ণ। এই নতুন লে আউটে ইলেকট্রিক ট্র্যাকশনের বন্দ্যোবস্ত এবং সিগন্যালিং মডিফিকেশনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ধৈর্যসাপেক্ষ ব্যাপার। ট্রেন চলাচল চালু রেখে এ সমস্ত কাজ করা যথেষ্ট চ্যালেঞ্জের ৷ দক্ষ রেলকর্মীরা এই বাধা অতিক্রম করে এগিয়ে চলেছেন।

আরও পড়ুন– র‍্যাঙ্ক তালিকায় দিল্লি এয়ারপোর্টও, বিশ্বের ব্যস্ততম ১০টি বিমানবন্দর কোনগুলি ? জেনে নিন

ভয়ঙ্কর তাপপ্রবাহ সত্ত্বেও প্রজেক্ট টিম বিভিন্ন চ্যালেঞ্জ কাটিয়ে উঠছে এবং ওভারহেড বৈদ্যুতিক তার এবং সিগন্যালিং সরঞ্জামগুলির জন্য নতুন খুঁটি স্থাপন করা হচ্ছে। নিরাপত্তা বৃদ্ধি এবং নতুন পরিকাঠামোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য এই কাজটি নির্ভুলতার সঙ্গে করা হচ্ছে। দিনের যাত্রী চলাচলে ব্যাঘাত কমাতে এবং ধুলো বা দূষণ কমাতে রাতে নির্মাণ কাজ চালানো হচ্ছে ।

আরও পড়ুন– ‘কবে খুইয়েছো ভার্জিনিটি?’ প্রশ্ন করে পুত্রকে রীতিমতো বেকায়দায় ফেললেন মালাইকা! এরপর আরহান যা করলেন…

যাত্রীদের অসুবিধা কমানোর জন্য, দিনের বেলায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে প্ল্যাটফর্ম ১, ২, ৩ এবং ৪-এর কাছে অতিরিক্ত অস্থায়ী অ্যাক্সেস রুট খোলা হয়েছে। প্রতি রাতেই রেলসেবা নিবৃত্তির পরেই পূর্বরেলের কর্মীরা কোমর বেঁধে কাজে নেমে পড়ছেন ৷ কারণ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথম ট্রেন চলার আগেই কাজ শেষ করতে হবে ৷ যাতে যাত্রীদের কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না হয়।

শিয়ালদহের সমস্ত সংশ্লিষ্ট বিভাগই প্রত্যেকে প্রত্যেকের বিভাগীয় কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চলতে বদ্ধপরিকর . যাতে খুব শীঘ্রই শিয়ালদহ মেইন এবং নর্থ এর সমস্ত লোকাল ট্রেনই ১২ বগির করে তোলা যায়। প্রকল্পটি শিয়ালদহে সামগ্রিক পরিচালন নমনীয়তা এবং যাত্রীদের সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

Trains Cancelled in Sealdah : ১০০-র কাছাকাছি ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়, সোমবার চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের, বাড়ি থেকে বেরনোর আগে সাবধান!

আগামী সোমবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে প্রায় ১০০-টির বেশি ট্রেন৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে দোলের দিন  অর্থাৎ ২৫ মার্চ যাত্রীর সংখ্যা অত্যন্ত কম থাকে৷ সেই কারণেই বাতিল করা হয় একাধিক ট্রেন৷
আগামী সোমবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে প্রায় ১০০-টির বেশি ট্রেন৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে দোলের দিন অর্থাৎ ২৫ মার্চ যাত্রীর সংখ্যা অত্যন্ত কম থাকে৷ সেই কারণেই বাতিল করা হয় একাধিক ট্রেন৷
প্রতিবারের মতো এবারেও দোলের দিন শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে৷ বিশেষত, সকালের দিকের ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে৷
প্রতিবারের মতো এবারেও দোলের দিন শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে৷ বিশেষত, সকালের দিকের ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে৷
দোলের দিন বাড়ি থেকে বেরনোর আগে সাবধান৷  কারণ এই দিন রাস্তায় বেরলে চরম ভোগান্তি হতে পারে৷ তাই বাড়ি থেকে বাইরে বেরনোর আগে ট্রেনের তালিকা  অবশ্যই দেখে নিন৷
দোলের দিন বাড়ি থেকে বেরনোর আগে সাবধান৷ কারণ এই দিন রাস্তায় বেরলে চরম ভোগান্তি হতে পারে৷ তাই বাড়ি থেকে বাইরে বেরনোর আগে ট্রেনের তালিকা অবশ্যই দেখে নিন৷
কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেই বাতিল হয়েছে তা না জানলে চরম সমস্যায় পড়তে পারেন৷ যেমন-  শিয়ালদহ-শান্তিপুর লোকাল, শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল, শিয়ালদহ-রানাঘাট লোকাল, , শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদহ-নৈহাটি লোকাল, শিয়ালদহ-বর্ধমান লোকালের মতো ট্রেন বাতিল রয়েছে।
কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেই বাতিল হয়েছে তা না জানলে চরম সমস্যায় পড়তে পারেন৷ যেমন- শিয়ালদহ-শান্তিপুর লোকাল, শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল, শিয়ালদহ-রানাঘাট লোকাল, , শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদহ-নৈহাটি লোকাল, শিয়ালদহ-বর্ধমান লোকালের মতো ট্রেন বাতিল রয়েছে।
২৫ মার্চ দোলের দিন বিশেষ করে সোমবার মেন লাইন,  সেন্ট্রাল শাখা, সার্কুলার রেল, সিসিআর লাইন, শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে।
২৫ মার্চ দোলের দিন বিশেষ করে সোমবার মেন লাইন, সেন্ট্রাল শাখা, সার্কুলার রেল, সিসিআর লাইন, শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে।
গত সপ্তাহের শেষ ও এই সপ্তাহের শুরুতে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য প্রায় ৫২ ঘন্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল৷ যার কারণে শিয়ালদহ মেন এবং শিয়ালদহ বনগাঁ শাখায়  ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল৷ যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা৷
গত সপ্তাহের শেষ ও এই সপ্তাহের শুরুতে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য প্রায় ৫২ ঘন্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল৷ যার কারণে শিয়ালদহ মেন এবং শিয়ালদহ বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল৷ যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা৷