Tag Archives: Lynching

North 24 Parganas News: সাঁড়াশি দিয়ে গোপনাঙ্গ ছিঁড়ে নেওয়ার চেষ্টা! গণপিটুনি কাণ্ডে গ্রেফতার জয়ন্ত সিং-এর আরেক শাগরেদ

উওর ২৪ পরগনা: হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর৷ এমনকি, সাঁড়াশি দিয়ে গোপনাঙ্গ ছিঁড়ে নেওয়ার চেষ্টা! আড়িয়াদহের বীভৎস সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা৷ গণপিটুনির ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই জয়ন্ত সিং নামের একজনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী অফিসারেরা৷ সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হল জয়ন্তর আরও এক শাগরেদ৷

সূত্রের খবর, কোনও একটি চুরির ঘটনায় এক কিশোরকে প্রথমে ক্লাবে তুলে নিয়ে আসে জয়ন্ত সিং-এর দলবল। অভিযোগ, এরপর ক্লাবের ভিতরে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়৷ তারপর সাঁড়াশি দিয়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করা হয় তার গোপনাঙ্গ। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই (ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি লোকাল ১৮ এর তরফে) রীতিমতো শিউরে ওঠেন মানুষজন।

আরও পড়ুন: সবজি বেচছেন জেলাশাসক! দৃশ্য দেখে থমকে গেল বর্ধমান…হঠাৎ কী কারণ?

এখন প্রশ্ন আরও এমন কত কু-কীর্তি কাণ্ড ঘটিয়েছে জয়ন্ত ও তার শাগরেদরা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ইতিমধ্যেই জয়ন্ত ও তার শাগরেদদের সঙ্গে নাম জড়িয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের।

ভাইরাল হকি স্টিক দিয়ে গণপিটুনির ভিডিও দেখে চিহ্নিত করে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জয়ন্ত সিং রয়েছে জেল হেফাজতে। এবার আরও একটি ভাইরাল ভিডিও ঘিরে তদন্তে নেমে গ্রেফতার করা হল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের আরেক শাগরেদকে। ওই কিশোরের গোপন অঙ্গ সাঁড়াশি দিয়ে ছিড়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে প্রসেনজিৎ দাস ওরফে লাল্টুকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ।

আরও পড়ুন: থালায় খিচুড়ি ঢালতেই…ইস! এটা কী? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই মিড ডে মিল খেয়ে বমি উঠে এল অনেকের

জয়ন্ত সিং-এর শাগরেদ ছিল এই প্রসেনজিৎ ওরফে লাল্টু। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

রাজনৈতিক ছত্রছায়ায় এলাকার এই দুষ্কৃতীদের যে দাপাদাপি বেড়েছিল, পরপর ঘটা এই ঘটনাগুলিতে যেন তারই প্রমাণ হিসেবে উঠে আসছে বলে মনে করছেন স্থানীয়রা। ধৃতকে এদিন ব্যারাকপুর আদালতে পেশ করানো হয়৷ পুলিশি হেফাজত চায় বেলঘরিয়া থানা৷

Rudra Narayan Roy

পিটিয়ে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা বউবাজারের হস্টেলে? দেখুন ভিডিও

বউবাজারে গণপিটুনি কাণ্ডে হস্টেলের ১৪ জন আবাসিককে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে ১২ জন ছাত্র, দু জন প্রাক্তন পড়ুয়া রয়েছে৷ মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গতকালই এই ১৪ জনকে আটক করেছিল পুলিশ৷ ইরশাদ আলম নামে বছর ৩৭-এর ওই যুবককে গতকাল বউবাজারের ওই হস্টেলের ভিতরে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ এসেছে পুলিশের হাতে৷ যা থেকে যুবককে পিটিয়ে হত্যার সম্ভাবনাই ক্রমশ দৃঢ় হচ্ছে৷

Salt Lake lynching: বউবাজারের পর সল্টলেক, চোর সন্দেহে পিটিয়ে খুন যুবক! ধৃত বাংলাদেশী সহ ৩

সল্টলেক: বউবাজার গণপিটুনি কাণ্ডের পর চব্বিশ ঘণ্টাও কাটল না৷ ফের মোবাইল চোর সন্দেহে সল্টলেকে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ৷ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ মৃত তরুণের নাম প্রসেন মণ্ডল (২২)৷ এ দিন ভোরে এই ঘটনা ঘটেছে সল্টেলেকেরই পোলেনহাট এলাকায়৷

জানা গিয়েছে, এ দিন ভোরে সল্টলেকের করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, এক ব্যক্তি মৃত অবস্থায় একজন তরুণকে হাসপাতালে নিয়ে এসেছে৷ ওই ব্যক্তিকে আটকেও রাখে হাসপাতাল কর্তৃপক্ষ৷ খবর পেয়ে ওই বেসরকারি হাসপাতালে পৌঁছয় ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ৷

আরও পড়ুন: হস্টেলে উদ্ধার ব্যাট-লাঠি, মুছে ফেলা হয় সিসিটিভি ফুটেজ! বউবাজার গণপিটুনি কাণ্ডে ধৃত ১৪

জিজ্ঞাসাবাদ করায় মৃত যুবকের সঙ্গে থাকা ব্যক্তি স্বীকার করে নেন এ দিন সকালে তিনি, তাঁর ছেলে এবং আরও একজন মিলে মোবাইল চুরির সন্দেহে ওই যুবককে বেধড়ক মারধর করে৷ মারধরের জেরে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসে ওই অভিযুক্ত৷

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ এবং অভিযুক্ত প্রত্যেকেই পোলেনহাট এলাকার বাসিন্দা৷ ধৃতদের নাম তপন সরকার, হরসিত সরকার এবং শ্রীদাম মণ্ডল৷ ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিকও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ ধৃতদের আজই আদালতে তোলা হবে৷

Boubazar lynching: হস্টেলে উদ্ধার ব্যাট-লাঠি, মুছে ফেলা হয় সিসিটিভি ফুটেজ! বউবাজার গণপিটুনি কাণ্ডে ধৃত ১৪

কলকাতা: বউবাজারে গণপিটুনি কাণ্ডে হস্টেলের ১৪ জন আবাসিককে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে ১২ জন ছাত্র, দু জন প্রাক্তন পড়ুয়া রয়েছে৷ মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গতকালই এই ১৪ জনকে আটক করেছিল পুলিশ৷

ইরশাদ আলম নামে বছর ৩৭-এর ওই যুবককে গতকাল বউবাজারের ওই হস্টেলের ভিতরে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ এসেছে পুলিশের হাতে৷ যা থেকে যুবককে পিটিয়ে হত্যার সম্ভাবনাই ক্রমশ দৃঢ় হচ্ছে৷

আরও পড়ুন: আকাশ কালো করে ঝেঁপে আসছে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত! কলকাতা ছাড়াও সতর্কতা দুই জেলায়

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই হস্টেলে সিসিটিভি ক্যামেরার নজরদারি রয়েছে৷ সেই ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা দেখেন, গতকাল যে সময়ে ওই যুবককে হস্টেলের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ, সেই সময়ের সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, হস্টেলের ভিতর থেকে ছটি ব্যাট এবং একটি ছোট লাঠি উদ্ধার করেছে পুলিশ৷ সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷

অভিযোগ, ওই যুবককে মারধর করা হচ্ছে বলে খবর পেয়ে যখন গতকাল পুলিশ ওই হস্টেলে পৌঁছয়, তখনও দীর্ঘক্ষণ পুলিশকে হস্টেলের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷ শেষ পর্যন্ত ওই যুবককে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তাঁর৷

ওই যুবকের পরিবারেরও অভিযোগ, হস্টেলের ভিতরে নিয়ে গিয়ে ওই যুবককে উইকেট, ব্যাট দিয়ে মারধর করা হয়৷ আজ ওই যুবকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার কথা৷ সেই রিপোর্টেই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে৷ গত বৃহস্পতিবার বউবাজারের নির্মল চন্দ্র স্ট্রিট এলাকার ওই হস্টেল থেকে একটি মোবাইল চুরি হয়৷ ইরশাদ সেই মোবাইল চুরি করেছে সন্দেহে গতকাল হস্টেলের ভিতরে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ চাঁদনি চক এলাকার একটি গ্যারেজে কাজ করত সে৷ ধৃতদের আজ আদালতে পেশ করা হবে৷ এই ঘটনায় প্রায় এক দশক আগে এনআরএস হাসপাতালের হস্টেলের কোরপান শাহ নামে এক যুবককে পিটিয়ে হত্যার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই