Tag Archives: Mango Farming Business

Mango: বাজার কাঁপাচ্ছে জর্দালু আম, যেমন স্বাদ-তেমন গন্ধ! আপনি খেয়েছেন?

আপনি কখনও ভাগলপুরের সুস্বাদু জর্দালু আম খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু একটা সুস্বাদু আম খাওয়া থেকে বঞ্চিত থেকে গেলেন। এই আম শুধু বিহারেই নয় আন্তর্জাতিক স্তরেও অতি পরিচিত।
আপনি কখনও ভাগলপুরের সুস্বাদু জর্দালু আম খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু একটা সুস্বাদু আম খাওয়া থেকে বঞ্চিত থেকে গেলেন। এই আম শুধু বিহারেই নয় আন্তর্জাতিক স্তরেও অতি পরিচিত।
এই আমের গন্ধ এবং স্বাদ অন্যান্য সমস্ত আমকে হার মানাবে। দেশ-বিদেশের বহু মানুষ ভাগলপুরকে এই জর্দালু আমের জন্যই চেনেন। ডাক বিভাগের সাহায্যে আলাদা আলাদা রাজ্যে এই আম বিক্রি করা হয়।
এই আমের গন্ধ এবং স্বাদ অন্যান্য সমস্ত আমকে হার মানাবে। দেশ-বিদেশের বহু মানুষ ভাগলপুরকে এই জর্দালু আমের জন্যই চেনেন। ডাক বিভাগের সাহায্যে আলাদা আলাদা রাজ্যে এই আম বিক্রি করা হয়।
জানা যায় বিহারের ম্যাংগো ম্যান নামে পরিচিত অশোক কুমার চৌধুরী সর্বপ্রথম এই জর্দালু আমের চাষ শুরু করেছিলেন। পরবর্তীতে এই আম বিহারে জিআই স্বীকৃতি পায়।
জানা যায় বিহারের ম্যাংগো ম্যান নামে পরিচিত অশোক কুমার চৌধুরী সর্বপ্রথম এই জর্দালু আমের চাষ শুরু করেছিলেন। পরবর্তীতে এই আম বিহারে জিআই স্বীকৃতি পায়।
তবে শুধু বিহারেই নয় এবার উত্তর দিনাজপুরেও পেয়ে যাবেন বিখ্যাত এই জর্দালু আম। উত্তর দিনাজপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরীক্ষামূলক ভাবে চাষ করা হচ্ছে বিখ্যাত এই জর্দালু আম।
তবে শুধু বিহারেই নয় এবার উত্তর দিনাজপুরেও পেয়ে যাবেন বিখ্যাত এই জর্দালু আম। উত্তর দিনাজপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরীক্ষামূলক ভাবে চাষ করা হচ্ছে বিখ্যাত এই জর্দালু আম।
উত্তরবঙ্গ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ধনঞ্জয় মণ্ডল জানান, বছরখানেক আগেই বিহার থেকে সাত থেকে ১০টি এই জর্দালু আমের চারা নিয়ে এসে পরীক্ষামূলক ভাবে চাষ শুরু করা হয়। এবারে এই জর্দালু আমের ভালই ফলন হয়েছে বলে জানান ধনঞ্জয় বাবু।
উত্তরবঙ্গ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ধনঞ্জয় মণ্ডল জানান, বছরখানেক আগেই বিহার থেকে সাত থেকে ১০টি এই জর্দালু আমের চারা নিয়ে এসে পরীক্ষামূলক ভাবে চাষ শুরু করা হয়। এবারে এই জর্দালু আমের ভালই ফলন হয়েছে বলে জানান ধনঞ্জয় বাবু।
এই আম চাষে সফল হলে আগামী বছর উত্তর দিনাজপুরের কৃষকদেরও জর্দালু আম চাষে আগ্রহ বাড়ানো হবে বলে কৃষি দফতর সূত্রে জানা যায় । জানা যায় এই আমের গুণগতমান অত্যন্ত ভাল। অধিক মাত্রায় এই আম খাওয়া হলেও কোনও প্রকার সমস্যা দেখা যায় না শরীরে। খুব সহজভাবে এই আম হজম হয়ে যায়। (পিয়া গুপ্তা)
এই আম চাষে সফল হলে আগামী বছর উত্তর দিনাজপুরের কৃষকদেরও জর্দালু আম চাষে আগ্রহ বাড়ানো হবে বলে কৃষি দফতর সূত্রে জানা যায় । জানা যায় এই আমের গুণগতমান অত্যন্ত ভাল। অধিক মাত্রায় এই আম খাওয়া হলেও কোনও প্রকার সমস্যা দেখা যায় না শরীরে। খুব সহজভাবে এই আম হজম হয়ে যায়। (পিয়া গুপ্তা)

Mango Farming : অবিশ্বাস্য আম! একটি আমের ওজনই এত কেজি! গন্ধে ম ম করবে চারদিক, ফলেছে ছাদের গাছে?

জলপাইগুড়ি: বাজারে গেলেই আমের সুগন্ধ মন কাড়ে আর এদিকে নজর কাড়ছে বিশালাকৃতির অবিশ্বাস্য আম! একটি আমের ওজনই প্রায় দু কেজি! অবাক করা এই আমেরই দেখা মিলছে শহর জলপাইগুড়িতে। বর্তমানে বাড়ির ছাদে অনেককেই বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজি চাষ করতে দেখা যায়।

বাগানের স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজর কাড়ে বটে! সেরকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের ছাদবাগানেই এখন চোখে পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আম চাষ। তবে মিয়াজাকি-সহ অন্যান্য প্রজাতির আম চাষ করা ট্রেন্ড হলেও শহরের দিনবাজার সংলগ্ন বসন্ত সিং-এর বাড়িতে চাষ হচ্ছে এমন এক আমের যার প্রতিটির ওজন চমকে দেওয়ার মতো।

আরও পড়ুন: বলুন তো কোন মাছ জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে, আবার ডাঙায় চলাফেরা করে?

এই আম গাছটি থাইল্যান্ডের প্রজাতির আম গাছ। গাছে বেশি ফলন হয় না। তবে, যে ক’টা আম ফলে তা দশটি সাধারণ আম গাছের সমান। কোনও একটি বড় গাছ যদি সঠিকভাবে ভাল ফলন দেয় তা হলে সেই গাছে ৫-৬ টি আম ধরবে যার ওজন প্রায় ১০ থেকে ১২ কেজি।

জানা গিয়েছে, শহরের বাসিন্দা বসন্ত বাবুর বরাবরই ছাদে বিভিন্ন চাষ করার শখ। গত দু’বছর ধরে থাইল্যান্ডের প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রায় দু বছর ধরে তাদের বাড়ির মানুষ এই গাছের আমের স্বাদ গ্রহণ করছেন। আমটির আরও একটি বিশেষত্ব হল এই আমটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে।

আরও পড়ুন: বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

বাংলার সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্নধরনের এই আম স্বচক্ষে দেখতে বসন্ত বাবুর বাড়িতে ভীড় করেন বহু প্রতিবেশী। এছাড়াও তার বাড়ির ছাদে ছেয়ে রয়েছে অন্য আরও নামিদামি প্রজাতির আমের গাছ। বলাই বাহুল্য, ছাদ বাগান জুড়েই তার এখন নজর কাড়া আম বাগান।

সুরজিৎ দে