Tag Archives: Mango Price

Mango Traders: অম্বুবাচীতে আমের দাম আকাশ ছোঁয়া, অল্প কিনে নিয়ম রক্ষা ক্রেতাদের

পুরুলিয়া: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার হল অম্বুবাচী পালন। টানা চার দিন চলে অম্বুবাচী। ‌ এই সময় সব দেবী মূর্তি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। মাতৃ আরাধনা বন্ধ থাকে সর্বত্র। মনে করা হয় এই তিথিতে রজঃস্বলা হন দেবীরা। অম্বুবাচীর এই উৎসবে হিন্দু বিধবা মহিলারা বেশ কিছু আচার, নিয়ম পালন করে থাকেন।

বিধবা মহিলারা এই সময় তিন দিন ধরে ব্রত পালন করেন। অম্বুবাচীর এই সময় আমের ব্যাপক চাহিদা থাকে। ‌কারণ অম্বুবাচী উপলক্ষে আম খাওয়াটা নিয়ম। ‌তাই প্রতি বছরই এই সময়টাতে আমের বিক্রি অনেকখানি বেড়ে যায়। তবে এবছর আমের ফলন কম হওয়ায় অম্বুবাচীর সময় চাহিদা বাড়ার প্রভাবে বর্তমানে পুরুলিয়ায় আমের দাম কার্যত আকাশ ছুঁয়েছে। ‌

আর‌ও পড়ুন: নোংরা আবর্জনা ও জল-কাদায় অস্তিত্ব সঙ্কটে রাজ আমলের দেওয়ানহাট

আর তাতেই টান পড়ছে মধ্যবিত্তের পকেটে। তাই আম কিনতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিক্রি কম হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরাও। ‌ভাল লাভের পরিবর্তে ক্ষতি সামলাতেই হিমশিম খাচ্ছেন তাঁরা।

এই বিষয়ে এক ক্রেতা বলেন, আমের দাম অনেকখানি বেড়ে গিয়েছে। তাই যেখানে ২-৩ কেজি আম কেনা হত তার বদলে অল্প পরিমাণ আম কিনে কোন‌ওরকমে নিয়ম রক্ষা করছেন ক্রেতারা। এর ফলে সামগ্রিকভাবে বিক্রি মার খাচ্ছে।

সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম অসমের মা কামাক্ষ্যার মন্দির। প্রতিবছর অম্বুবাচীর সময় এখানে বহু ভক্তের সমাগম হয়। তবে শুধু কামাক্ষ্যাই নয়, বাংলার বিভিন্ন মাতৃ মন্দিরগুলিতে এই সময় মাতৃ আরাধনা বন্ধ থাকে। জেলা পুরুলিয়াতেও এই পুজোর যথেষ্ট মাহাত্ম্য রয়েছে।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Mango Price: জামাইষষ্ঠীতে বাজারে আমের দাম কত হবে জানেন? কেনা যাবে তো? জানুন

গরমের মরশুমের অনেকটাই অতিক্রম হয়েছে। তবে এখনও পর্যন্ত বাজারে পর্যাপ্ত পরিমাণে আমের যোগান দেখতে পাওয়া যাচ্ছে না। মূলত এই কারণেই আমের দাম হয়ে রয়েছে বেশ অনেকটাই বেশি। সামনেই আসন্ন জামাইষষ্ঠী। বিশেষ এই পার্বণের দিনে ফল হিসেবে আমের গুরুত্ব অনেকটাই বেড়ে ওঠে। তাইতো বাজারে ইতিমধ্যেই আমের যোগান বাড়তে শুরু করেছে