Tag Archives: Manoj Tiwari

মন্ত্রী মনোজের মুখেও ‘জাস্টিস ফর আরজি কর’ দাবি, মেয়ের বাবা ঋদ্ধির মন খারাপ

কলকাতা: সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে কালীঘাট ক্লাবের হয়ে সই করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি, ত্রিপুরা থেকে বাংলায় ফিরে আসা ঋদ্ধিমান সাহা ও অনুষ্টুপ মজুমদার।

এই প্রথম বাংলার ৩ তারকা ক্রিকেটার একসঙ্গে কালীঘাটের হয়ে ক্লাব ক্রিকেটে খেলবেন। কেরিয়ারের শুরুতে কাস্টমস ক্লাবে তিনজন একবার খেলেছিলেন।

মনোজ গত বছরই অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বাংলার হয়ে খেলা ছেড়ে এবার হয়েছেন ভিশনের কোচ। তবে ক্লাব ক্রিকেট খেলবেন।

আরও পড়ুন- মুক্তির আগেই দাম ফাঁস! আইফোন ১৬ সিরিজের মডেল কিনতে কত খরচ হবে জানেন?

সিএবি পরিচালিত বেঙ্গল প্র টি-টোয়েন্টি লিগে খেলতে চান। মন্ত্রিত্ব সামলেও ক্রিকেটকে সময় দিতে চান মনোজ। আর বাংলায় ফিরে ঋদ্ধিমানের দাবি, বাংলা ক্রিকেট চ্যাম্পিয়ন করার লক্ষ্যে মাঠে নামতে চান।

অন্যদিকে, অনুষ্টুপ মজুমদার ৪০ বছর বয়সেও ক্রিকেটকে ধ্যান ধ্যান করে এগোচ্ছেন। শেষ মরসুমেও বাংলার বছরের ক্রিকেটার হয়েছে। বাংলাকে রঞ্জি জেতাতে মরিয়া রুকু। এদিন সিএবিতে সই করার পর ক্রিকেটের বিষয়ে কথা বলার পাশাপাশি আরজি কর নিয়ে ক্রিকেটাররা সরব।

ক্রিকেট মাঠে উঠল স্বর, জাস্টিস ফর আরজি কর। ফুটবল মাঠে আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রতিটি ম্যাচেই গ্যালারিতে টিফো ব্যানার তুলে ধরছেন সমর্থকরা। এমনকী ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একযোগে রাস্তায় নেমেছেন, মিছিল করেছেন পারস্পরিক মেঠো বৈরিতা ভুলে।

আরও পড়ুন- স্মার্টফোনে ব্যাক কভার লাগানো ভাল নাকি খারাপ? প্রচুর মানুষ জানেন না

এবার সেই স্বর কলকাতা ক্রিকেটের মাঠে। বাংলার বর্ষসেরা ক্রিকেটার তাঁর মতো করে প্রতিবাদী স্বর তুললেন। এর আগে ঋদ্ধিমান সাহা সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন। শনিবারও আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব হলেন।

রাজ্য সরকারের মন্ত্রী মনোজ তিওয়ারিও বলছেন, সিবিআই এর দিকে তাকিয়ে আছি। দোষীরা শাস্তি পাক সেটাই চাই। চরমতম শাস্তি ঋদ্ধি, মনোজরা।

টার্গেট ২০২৬, বাংলার ক্রিকেটে এবার একসঙ্গে তৃণমূল-বিজেপির বিধায়ক!

কলকাতা: টার্গেট ২০২৬। ভালো ফলের আশায় জোট বাঁধলেন তৃণমূল-বিজেপির বিধায়ক। একসঙ্গে কাজ করে সাফল্য এনে দেওয়ার অঙ্গীকার। বাংলার স্বার্থে একসঙ্গে এক প্রজেক্টে কাজ করবেন তৃণমূলের একজন এবং এবং বিজেপির একজন বিধায়ক।‌

এই পর্যন্ত লেখাটা পড়ে আপনার মনে হতেই পারে, বাংলার রাজনীতির পরিসরে বিজেপি এবং তৃণমূল বিধায়ক একসঙ্গে কাজ করবেন? কী করে সম্ভব?

দলের ঘোষণা ছাড়াই এই সিদ্ধান্ত কী করে নিলেন দুই বিধায়ক? না ঘাবড়ানোর কিছু নেই, খবরটা ঠিক। কিন্তু বিষয়টি আরেকটু স্পষ্ট করে বোঝা দরকার।

আরও পড়ুন- দলে ফিরেছেন সিনিয়ররা, কাদের বসাবেন গম্ভীর? প্রথম ওডিআইতে একাদশে বড় চমক

আসলে দুজন বিধায়ক হলেন তৃণমূলের রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ও আরেকজন বিজেপির ময়নার বিধায়ক অশোক দিন্দ। বিষয়টি আরেকটু স্পষ্ট করে বলা দরকার।

মনোজ তিওয়ারি এবং অশোক দিন্দা দুজনেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রাজনৈতিক আঙিনায় আসার আগে দুজনের প্রথম পরিচয় ক্রিকেটার। দুই বন্ধু ভিন্ন রাজনীতির দলে নাম লেখালেও বাংলা ক্রিকেটের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে বছরের পর বছর লড়াই করেছেন।

দুজনেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বাংলা ক্রিকেটের স্বার্থে দুজনকেই একসঙ্গে ব্যবহার করছে সিএবি। ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনার জন্য যে প্রজেক্ট রয়েছে অর্থাৎ vision ২০২৬।

সেখানেই এই দুজন একসঙ্গে কাজ করছেন। ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রয়েছেন মনোজ তিওয়ারি। বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করলেন অশোক দিন্দা। যদিও ভেঙ্কটেশ প্রসাদকে আনা হয়েছে বোলিং ডিপার্টমেন্টের প্রধান করে।‌

আরও পড়ুন- অলিম্পিক্সে হকিতে প্রথম হার ভারতের, শেষ ষোলোর রাস্তা হল কঠিন

ভেঙ্কটেশনের সহকারী হিসেবে কাজ করবেন অশোক দিন্দা। বৃহস্পতিবার থেকেই অনুশীলনে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক। যদিও এর মধ্যে রাজনীতির কোনও বিষয়ই আনতে নারাজ কেউই।

অশোক দিন্দার দাবি, বাংলায় অনেক প্রতিভা রয়েছে তাদেরকে তুলে আনার কাজটাই করব। মনোজ আমি দীর্ঘদিনের বন্ধু-সতীর্থ। এক আবাসনে থাকিও। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা।‌ খেলার মাঠে তার কোনও প্রভাবই নেই।‌

সিএবি কর্তা হিসেবে পদে বসার পর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়‌ ভিশন ২০-২০ প্রজেক্ট চালু করেন। সেখান থেকে একাধিক ক্রিকেটার উঠে এসেছিল। সেই তালিকায় মুকেশ কুমারের মতো বর্তমান ভারতীয় দলের প্লেয়াররাও রয়েছেন।

সময়ের অভাবে গত বছর এই প্রজেক্ট বন্ধ হয় এক বছরের জন্য। তবে চলতি বছর থেকে ফের চালু হয় এই প্রজেক্ট।‌ ভেঙ্কটেশ প্রসাদ ছাড়াও বর্তমানে এই প্রজেক্টে কাজ করছেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নরেন্দ্র হিরয়ানি। বাংলা সিনিয়র ক্রিকেট দলের সাপ্লাই লাইন তৈরি করতে এই প্রজেক্ট। আর এই প্রজেক্ট এই জোট বাঁধলেন তৃণমূল এবং বিজেপি বিধায়ক।

Lok Sabha Election 2024: তৃণমূলের তারকা প্রার্থীর প্রচারে আরও এক তারকা! প্রচার মঞ্চেই তীব্র ক্ষোভ প্রকাশ প্রাক্তন ক্রিকেটারের

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বিশ্বকাপ জয়ী দলের এই প্রাক্তন ক্রিকেটার প্রচার চালাচ্ছেন লাগাতার। আর সেই তারকা প্রার্থীর হয়ে দুর্গাপুরে প্রচার সারলেন আরও এক প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। দুর্গাপুর গ্যারেজ মোড় এলাকায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে একটি জনসভা করেছেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার।

আরও পড়ুনঃ ৪ ফ্ল্যাট, ৩০ লক্ষের গাড়ি, কোটি কোটি টাকার গয়না… তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ের সম্পত্তি অবাক করবে

প্রচার মঞ্চ থেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি। নিজের ক্রিকেট জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন এই জনসভা থেকে। মনোজ তিওয়ারির অভিযোগ, তিনি ভাল খেলার পরেও তাকে দল থেকে বাইরে রাখা হয়েছিল। একাধিক ম্যাচে তাকে খেলার সুযোগ দেওয়া হয়নি। যে কারণে নিজের ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় তার নষ্ট হয়েছে। ক্রিকেট জীবনে রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর প্রচার মঞ্চ থেকে মনোজ তিওয়ারি ক্রিকেটে রাজনীতির অভিযোগ তুলেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বর্তমানে যারা ভারতীয় ক্রিকেট দলের স্তম্ভ, একটা সময় তাঁদের অনেককে তিনি নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির শিকার হয়ে তাঁর ক্রিকেট জীবন নষ্ট হয়েছে। তারপরেই তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।

উল্লেখ্য, আগামী ১৩ মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ মাঠে-ঘাটে নেমে প্রচার চালাচ্ছেন। আর তৃণমূলের সেই তারকা প্রার্থীর হয়ে প্রচার চালালেন মনোজ তিওয়ারি। বিশ্বকাপ জয়ী ক্রিকেট দোলের সদস্য কীর্তি আজাদের হয়ে প্রচারে এসে ঝড় তুললেন বাংলার প্রাক্তন এই ক্রিকেটার।

নয়ন ঘোষ