Tag Archives: Medicinal Plants

Medicinal Plants: বীরভূমের এই স্বাস্থ্য কেন্দ্রে গেলেই পাবেন ডবল পরিষেবা! সবটা জানুন

বীরভূম: পশ্চিমবঙ্গের একটি বহুত্ববাদী স্বাস্থ্যসেবা বিতরণ ব্যবস্থা রয়েছে। যেখানে সরকার এবং বেসরকারি ক্ষেত্র মিলে সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামো পরিচালনা করে। পাশাপাশি এই রাজ্যে অ্যালোপাতির পাশাপাশি হোমিওপ্যাথি, আয়ুর্বেদ সহ বিভিন্ন রকম চিকিৎসা সুবিধা উপলব্ধ। সেই তালিকায় আরও আছে সোওয়া-রিগপা, ইউনানি’র মতো ভিন্ন ধরনের চিকিৎসা প্রক্রিয়া।

মূল ধারার চিকিৎসা পদ্ধতির পাশাপাশি বিকল্প ধারাগুলিকেও সমান জায়গা করে দিতে এবার নেওয়া হল উদ্যোগ। আয়ুষ প্রকল্পের অন্তর্ভুক্ত রামপুরহাট-২ ব্লকের বসোয়া-২ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একাধিক ভেষজ ওষুধের গাছ লাগানো হয়েছে। প্রায় ২৫ টি এমন ওষোধি গাছ রোপণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে তুলসি, জোয়ান, থানকুনি, ঘৃতকুমারী, অ্যালোভেরা, নিশিন্দা, বাসক, নিম, পুদিনা ইত্যাদি।

আরও পড়ুন: মাত্র ২০ টাকা কেজি দরে বিক্রি হল আলু! কিনতে ঝাঁপিয়ে পড়ল গোটা শহর

বর্তমানে অনিয়মিত খাওয়া-দাওয়া এবং আবহাওয়া পরিবর্তনের জন্য নিয়মিত নানান ধরনের রোগ ব্যাধি লেগেই আছে আমজনতার। সেই সমস্ত রোগব্যাধি থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করেন অনেকেই। তবে অ্যালোপ্যাথি ওষুধের অতিরিক্ত ব্যবহারে নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তারই বিকল্প হিসেবে ভেষজ পদ্ধতিতে চিকিৎসা হলে অন্য জটিলতা থেকে অনেকটাই মুক্ত থাকা যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের চারিপাশে থাকা এমনই কিছু গাছ দিয়ে খুব সহজেই বেশ কিছু নিয়মিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এই সমস্ত ঔষুধি গাছ রোপন করা হয়েছে।

রামপুরহাট-২ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএম‌ওএইচ জানান, প্রাচীনকালে যে সমস্ত গাছ গাছালি ব্যবহার করে মানুষজন রোগ ব্যাধি থেকে দূরে থাকতেন সেগুলি কালের স্রোতে হারিয়ে যাচ্ছে। এখন সবাই যেকোনও রোগব্যাধি হলেই ডাক্তার দেখিয়ে দামি দামি ওষুধ খেয়ে রোগ সারাচ্ছেন। কিন্তু সেটা ঠিক নয়। তাই সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের পুরনো সরল পদ্ধতিতে চিকিৎসা করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী দিনে ব্লক স্তরে বিভিন্ন জায়গায় এবং হাসপাতালের মধ্যে আরও যে সমস্ত বাগান রয়েছে সেই বাগানগুলিতে অন্যান্য বিভিন্ন এই ধরনের গাছ রোপন করা হবে। মানুষকে সচেতন করতে আলোচনাসভাও আয়োজন করা হবে বলে জানান তিনি।

সৌভিক রায়

Medicinal Plants: বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, সাপ থেকে বাঁচতে চিনে নিন এই গাছকে, এই গাছে সাপের গন্ধ, সাপের বিষ হার মানে এই গাছের কাছে

আমাদের চারপাশে এমন অনেক ওষধি গাছ রয়েছে, যা আমাদের নানা রোগ-ব্যধী থেকে দূরে রাখতে পারে। তেমনই একটি উপকারী ওষধি গাছ হল সর্পগন্ধা। এটি অনেক ধরনের রোগের চিকিৎসায় কার্যকর। এর অনন্য গন্ধের (সাপের মতো) কারণে এর নামকরণ করা হয়েছে 'সর্পগন্ধা।' এই সুগন্ধি গাছের অনেক উপকার! সাপের কামড় প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগের ক্ষেত্রেও কাজে লাগে।
আমাদের চারপাশে এমন অনেক ওষধি গাছ রয়েছে, যা আমাদের নানা রোগ-ব্যধী থেকে দূরে রাখতে পারে। তেমনই একটি উপকারী ওষধি গাছ হল সর্পগন্ধা। এটি অনেক ধরনের রোগের চিকিৎসায় কার্যকর। এর অনন্য গন্ধের (সাপের মতো) কারণে এর নামকরণ করা হয়েছে ‘সর্পগন্ধা।’ এই সুগন্ধি গাছের অনেক উপকার! সাপের কামড় প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগের ক্ষেত্রেও কাজে লাগে।
আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি উভয় ক্ষেত্রেই সাপের কামড়ের খুব কম চিকিৎসা আছে। সর্পগন্ধা একটি আয়ুর্বেদিক ওষুধ যা শুধুমাত্র সাপের কামড়ের জন্যই কার্যকর নয়, এর অন্য অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে।
আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি উভয় ক্ষেত্রেই সাপের কামড়ের খুব কম চিকিৎসা আছে। সর্পগন্ধা একটি আয়ুর্বেদিক ওষুধ যা শুধুমাত্র সাপের কামড়ের জন্যই কার্যকর নয়, এর অন্য অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে।
এই গাছের ডালে গোলাপি ফুল ফোটে, যা ছোট ছোট মটর-আকারের ফল দেয়, যাতে ছোট বীজ থাকে। সর্পগন্ধা ঐতিহাসিকভাবে ঔষধি তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন কাল থেকেই বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধ তৈরিতে এর ব্যবহার করা হয়।

এই গাছের ডালে গোলাপি ফুল ফোটে, যা ছোট ছোট মটর-আকারের ফল দেয়, যাতে ছোট বীজ থাকে। সর্পগন্ধা ঐতিহাসিকভাবে ঔষধি তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন কাল থেকেই বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধ তৈরিতে এর ব্যবহার করা হয়।
ড. রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ঔষধি উদ্ভিদ বিভাগে কর্মরত বিশেষজ্ঞ ড. দীনেশ রায় জানিয়েছেন, সর্পগন্ধা একটি বহুবর্ষজীবী উদ্ভিদ যার উচ্চতা ৩ থেকে ৫ ফুট হয়। এতে সুন্দর-সুন্দর ফুলের দেখা পাওয়া যায়।
ড. রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ঔষধি উদ্ভিদ বিভাগে কর্মরত বিশেষজ্ঞ ড. দীনেশ রায় জানিয়েছেন, সর্পগন্ধা একটি বহুবর্ষজীবী উদ্ভিদ যার উচ্চতা ৩ থেকে ৫ ফুট হয়। এতে সুন্দর-সুন্দর ফুলের দেখা পাওয়া যায়।
ড. দীনেশ রায় বলেন, সর্পগন্ধা মূলের গুঁড়ো মূলত উচ্চ রক্তচাপ এবং সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি মানসিক ভারসাম্যহীনতা এবং হাইপোকন্ড্রিয়ার মতো রোগের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়।
ড. দীনেশ রায় বলেন, সর্পগন্ধা মূলের গুঁড়ো মূলত উচ্চ রক্তচাপ এবং সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি মানসিক ভারসাম্যহীনতা এবং হাইপোকন্ড্রিয়ার মতো রোগের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়।
আজকাল, চর্মরোগ এবং স্ত্রীরোগ সংক্রান্ত রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হচ্ছে সর্পগন্ধা। এটি হার্টের কার্যকারিতা নিয়ন্ত্রণে এবং শিশুদের ঘুমের ক্ষেত্রেও সহায়ক। ডায়রিয়া, কলেরা, মাথাব্যথা এবং অনেক ধরনের জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয় সর্পগন্ধা।
আজকাল, চর্মরোগ এবং স্ত্রীরোগ সংক্রান্ত রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হচ্ছে সর্পগন্ধা। এটি হার্টের কার্যকারিতা নিয়ন্ত্রণে এবং শিশুদের ঘুমের ক্ষেত্রেও সহায়ক। ডায়রিয়া, কলেরা, মাথাব্যথা এবং অনেক ধরনের জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয় সর্পগন্ধা।
তবে, নিজে থেকে শারীরিক সমস্যায় এর প্রয়োগ না করাই উচিত হবে। এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ গ্রহণ বাঞ্ছনীয়, তিনিই কেবল রোগ অনুসারে সর্পগন্ধা সেবনের পদ্ধতি নির্ণয় করতে পারবেন।

তবে, নিজে থেকে শারীরিক সমস্যায় এর প্রয়োগ না করাই উচিত হবে। এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ গ্রহণ বাঞ্ছনীয়, তিনিই কেবল রোগ অনুসারে সর্পগন্ধা সেবনের পদ্ধতি নির্ণয় করতে পারবেন।