Tag Archives: Mentally Challenged

Malda News: মানসিক ভারসাম্যহীন তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার পড়শি

সেবক দেবশর্মা,লিপেশ লালা, মালদহ: ফের ধর্ষণের অভিযোগ মালদহের হবিবপুরে। মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ।

আরও পড়ুন- তিরিশেই বয়সের ছাপ মুখে? এই ১ সবজি নিংড়ে নেবে বার্ধক্য! ঝকঝকে ত্বকে ফিরবে আত্মবিশ্বাস

যুবতীর আত্মীয়রা জানান, ওই যুবতীর বাবা আগেই মারা গিয়েছেন। যুবতীর দাদা ভিন রাজ্যে কাজ করে। যুবতীর মা মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

আরও পড়ুন- ৭ বছরের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগে উত্তপ্ত এলাকা! চলল ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের

বাড়িতে ফিরে মেয়ের মুখ থেকে সবটা শোনেন মা। এর পরই হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ৪৮ ঘণ্টার মধ্যে একই এলাকায় দুটি ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

South 24 Parganas News: চিকিৎসক ও হ্যাম রেডিওর উদ্যোগে ডায়মন্ড হারবার থেকে বাড়ি ফিরবে ঋতুপর্ণা 

ডায়মন্ড হারবার: চিকিৎসক ও হ্যাম রেডিওর উদ্যোগে ডায়মন্ড হারবার থেকে বাড়ি ফিরবে ঋতুপর্ণা সর্দার। অস্থির এক সময়ের মধ্যে চিকিৎসকদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। সূত্রের খবর, চলতি বছরে জুনের শেষ সপ্তাহে ডায়মন্ড হারবার রেল ষ্টেশনে রেল পুলিশ জখম ও অচৈতণ্য অবস্থায় এক বছর পঁচিশের তরুণীকে উদ্ধার করে। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

সেখানে দীর্ঘ দেড় মাস ডাক্তার এবং নার্সদের সেবায় সুস্থ হয়ে ওঠে ওই তরুণী। কিন্তু সুস্থ হয়ে ওঠার পর রোগী তার নিজের বাড়ির ঠিকানা বলতেই পারছিল না। পরে ডায়মন্ড হারবার গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মহাশ্বেতা বেরা ফোন করেন হ্যাম রেডিওকে। সেখান থেকে তরুণীর বাড়ি খুঁজে বের করা হয়। জানা যায় ১৪ বছর ধরে মানসিক ভারসাম্যহীন হীন ছিলেন ওই তরুণী। এখন অনেকটাই সুস্থ তিনি। মঙ্গলবার হাসপাতাল থেকে ওই তরুণীকে বাড়িতে নিয়ে যাবে তার পরিবারের লোকজন।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন প্রাণীর জিভের রং কালো হয়? কারণ জানলে চমকে যাবেন

যদিও এই কাজ সহজ ছিল না বলে জানিয়েছেন হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। তিনি জানিয়েছেন,”এই ঘটনার কথা পরিবারের লোকজনদের জানানো হলে প্রথমে ওই তরুণীকে বাড়িতে ফেরাতে অস্বীকার করে পরিবারের লোকজন। পরে দেগঙ্গার বিডিও সাহেবের হস্তক্ষেপে সবকিছু ঠিক হয়।” এই ঘটনায় তরুণীকে সুস্থ করে তোলা থেকে শুরু করে বাড়িতে ফেরৎ পাঠানোর জন্য চিকিৎসকদের ভূমিকার ভূয়সী প্রসংশা করছেন সকলে।

নবাব মল্লিক

North 24 Parganas News: পাহাড়ের মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরাল সুন্দরবন

বসিরহাট: পাহাড়ের যুবককে ঘরে ফেরাল সুন্দরবন। দীর্ঘ কয়েকদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর ২০ এর মানসিক ভারসাম্যহীন যুবক কৃষ্ণা বল। কিন্তু পথ ভুলে গিয়ে আর ঘরে ফেরা হয়নি। এভাবে পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে হাজির হয় উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জের বরুণহাট এলাকায়।

বেশ কয়েকদিন ধরেই ওই যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে স্থানীয় মানুষজন। এরপর এলাকার বেশ কয়েকজন ওই ব্যক্তির থাকা খাওয়ার ব্যবস্থা করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাড়ি কার্শিয়াং-এর মাটোকো মায়া গ্রামে। এরপর ওই ব্যক্তিকে নিয়ে হিঙ্গলগঞ্জের বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষের কাছে নিয়ে যাওয়ার পর যোগাযোগ করা হয় হ্যাম রেডিও’র সঙ্গে।

অবশেষে হ্যাম রেডিও’র প্রচেষ্টায় দার্জিলিং জেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে, তাদের মাধ্যমে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ও ভিডিও কলের মধ্যমে কথা বলেন। এদিন দার্জিলিং থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জ এলে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ KKR On Gautam Gambhir: টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর গম্ভীরকে নিয়ে মুখ খুলল কেকেআর! কী জানাল নাইট ম্যানেজমেন্ট

স্বাভাবিকভাবে বহুদিন পর পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে খুশি সকলেই।উল্লেখ্য আহ্লাদী ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত ঘোষের উদ্যোগে এখনওপর্যন্ত ১৮৩ জন নিখোঁজ মানষিক ভারসাম্যহীন ব্যাক্তিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

জুলফিকার মোল্যা