Tag Archives: Mohua Moitra

Krishnanagar Lok Sabha Election Result 2024: দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়

কৃষ্ণনগরঃ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। প্রায় ৬০ হাজার তিনি পরাজিত করেন তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী অমৃতা রায়কে। সকাল থেকে কৃষ্ণনগর লোকসভার গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপি প্রার্থী অমৃতা রায় একসঙ্গে দেখা যায়। একসঙ্গে ছবিও তোলেন তাঁরা।

আরও পড়ুনঃ আসানসোলে জয়ী শত্রুঘ্ন সিনহা ! বর্ধমান-দুর্গাপুরে পরাজিত দিলীপ ঘোষ, কৃষ্ণনগরে জিতলেন মহুয়া মৈত্রও

ভোটের আগেই নানারকম জটিলতার মুখে পড়তে হয়েছিল মহুয়াকে। প্রথমে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। সাংঘাতিক অভিযোগ তুলে তাঁকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেয় লোকসভার এথিক্স কমিটি। তবে, লড়াই জারি ছিল তৃণমূল সাংসদের।

প্রথমদিকে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় এগিয়ে থাকলেও ধীরে ধীরে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। এরপর থেকে যথেষ্টই ব্যবধানে ফেলে দিয়েছেন তিনি রাজমাতাকে।  প্রায় ৬০ হাজার তিনি পরাজিত করেন তাঁর নিকটবর্তী প্রার্থী বিজেপি প্রার্থী অমৃতা রায়কে।

২০১৯-এর পর আবারও জয়লাভ মহুয়া মৈত্রের। রীতিমতো তৃণমূলের টেন্টে সবুজ আবীর লাগিয়ে তাঁরা সেলিব্রেশন করছেন। টেন্টে উপস্থিত রয়েছেন তৃণমূলের নদিয়া জেলার শীর্ষসারির নেতা-নেত্রী থেকে শুরু করে অসংখ্য ছোট-বড় কর্মী সমর্থকেরাও।

Mohua Moitra: তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল CBI

নয়াদিল্লি: তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের উপর চাপ আরও বাড়ল৷ প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সেই পথেই হাঁটল সিবিআই৷ এবার সিবিআই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল৷

মহুয়ার বিরুদ্ধে এমনিতেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল সিবিআই৷ এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইয়ের এই পদক্ষেপ নিঃসন্দেহে ভোট প্রচারে অস্ত্র করবে বিজেপি৷

সূত্রের খবর, লিখিত নির্দেশে সিবিআইকে ছ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে লোকপাল৷ পাশাপাশি, তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত লোকপালের কাছে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷

শিল্পপতি হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগ করেছিলেন৷ সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংসদের এথিক্স কমিটি৷ সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷

নিশিকান্ত দুবে নিজেও মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের কথা জানিয়েছেন৷ বিজেপি সাংসদ লিখেছেন, ‘সত্যের জয় হল৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল৷ প্রমাণিত হল যে তৃণমূলের প্রাক্তন সাংসদ হিরানন্দানির সঙ্গে মিলে দেশের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন৷’