Tag Archives: MP Satabdi Roy

Satabdi Roy: কুমড়োর বীজের উপর শতাব্দী রায়ের ছবি, ভোটজয়ের পরে শুভেচ্ছা ভক্তের

বীরভূম: ভোটজয়ের পরে শুভেচ্ছা জানাতে কুমড়োর বীজের উপর শতাব্দী রায়ের ছবি এঁকে প্রার্থীর হাতে তুলে দিতে চলেছেন এক শিল্পী। তাঁর দাবি, রাজনীতিতে আসার আগে থেকেই তিনি অভিনেত্রী হিসাবে শতাব্দীর অন্ধভক্ত। রাজনীতিতেও এসে তিনি সমান জনপ্রিয়। তাই তাঁর জয়ের শুভেচ্ছা জানাতেই এই উপহার। ছবি আঁকা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর সেই ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন শিল্পী। যা দেখে মুগ্ধ নেটদুনিয়া।

তবে শুধু শতাব্দী নয় এর আগেও বিভিন্ন ঋষি মণীষীদের থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদদের ছবি এঁকেছেন তিনি। কখনও কুমড়োর বীজে উপর, আবার কখনও খেজুরের বীজ অথবা পোস্ত দানার মধ্যে বিভিন্ন ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী।

এবার শতাব্দী চতুর্থবারের জন্য নির্বাচনে লড়াই করছেন এবং চলতি মাসের ৪ তারিখ তিনি লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন। আর জয়লাভের পর শতাব্দীর ভক্ত শুভেচ্ছা জানাতে কুমড়োর বীজের উপর শতাব্দী মুখমণ্ডলী এঁকে তাঁর হাতে তুলে দিতে চলেছেন। রামপুরহাটের বাসিন্দা সেই চিত্রশিল্পী হলেন প্রাণকৃষ্ণ সিমলান্দি।

আরও পড়ুন: ঘরে ঢুকবে বিষাক্ত সাপ! আজই সরান ‘এই’ ৮ গাছ… বর্ষায় বাঁচুন ছোবল থেকে, এক নজরে তালিকা

উল্লেখ্য, তাঁর শিল্পকর্ম দিল্লির পার্লামেন্ট, ন্যাশনাল মিউজিয়াম, রাজভবন ও মহাকরণে প্রদর্শিত হয়েছে। ম্যাজিক বুক অব রেকর্ডস তাঁকে বেস্ট মাইক্রো আর্টিস অ্যাওয়ার্ড দিয়েছে। এর আগে পোস্তর দানার উপর রবীন্দ্রনাথ ঠাকুর, মসুর ডালের উপর মা কালী, মা দুর্গা, চালের উপর প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, কুমড়োর বীজের উপর মা দুর্গা এঁকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রতিকৃতি এঁকেছেন তিনি। এছাড়াও এর আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকেছেন খুব শিগগিরই সেই ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন রামকৃষ্ণ। এর পাশাপাশি তাঁর শিল্পকর্ম শতাব্দী রায়ের হাতে তুলে দিতে চলেছেন। প্রাণকৃষ্ণ বাবু বলেন, ”আমি শতাব্দী রায়ের ভক্ত। তাঁর অভিনীত এমন কোনও সিনেমা নেই যা দেখিনি। ২০০৯ সালে তিনি যখন এই বীরভূমের প্রার্থী হলেন তখন মনে প্রশ্ন জেগেছিল, রাজনীতিতেও কী সমান জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন। পরে দেখলাম, তিনি রাজনীতিতে মানুষের জন্য কাজ করতে এসেছেন।”

সিনেমা জগতের পাশাপাশি রাজনীতিতেও তিনি সমান জনপ্রিয়তা লাভ করেছেন। এবারও তিনি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। সেই জয়ের শুভেচ্ছা জানাতেই জল রং দিয়ে তাঁর ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী। ইতিমধ্যেই শতাব্দী রায়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি প্রাণকৃষ্ণ সিমলান্ডির কাছে তাঁর ছবি হাতে তুলে নেবেন।

সৌভিক রায়

Satabdi Roy: অভিনেত্রী থেকে নেত্রী হওয়া শতাব্দীর এত সম্পত্তি! হলফনামা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য

বীরভূম: বীরভূম লোকসভা কেন্দ্র থেকে পর পর তিনবার জয়যুক্ত হয়ে সংসদে গিয়েছেন সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। এই বার লোকসভা নির্বাচন সামনের মাসে ১৩ তারিখ। চতুর্থ দফায় লোকসভা নির্বাচন বীরভূমে।

এবারও শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের টিকিটে চতুর্থ বারের জন্য সাংসদ হওয়ার পথে পা বাড়িয়েছেন। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তিনি সোমবার মনোনয়নপত্র জমা দেন। তথ্য বলছে তিনবারের এই সাংসদের বিরুদ্ধে কোথাও কোনও রকম মামলা নেই। সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি হলফনামা জমা দেন।

আরও পড়ুন: ‘ক্যাপ্টেন কুল’ থেকে হঠাৎ রুদ্ররূপ! ধোনিকে এভাবে কেউ দেখেনি, ভয়ঙ্কর ভিডিও এল সামনে

সেই হলফনামা থেকেই রোজগার, মোট সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।অভিনেত্রী ২০১৮-১৯ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১৪ লক্ষ ৮১ হাজার ৪৪৩ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১১ লক্ষ ৫১ হাজার ৬৯০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৫ লক্ষ ১১ হাজার ৭১০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১১ লক্ষ ৯৩ হাজার ৮৩০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৮ লক্ষ ৩৮ হাজার ৪১০ টাকা।আবার অন্যদিকে শতাব্দী রায়ের স্বামী ২০১৮-১৯ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৫ লক্ষ ৯৯ হাজার ৯৮৯ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৫ লক্ষ ৪১ হাজার ৯৯০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১ লক্ষ ৫৩ হাজার ১০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৬ লক্ষ ৭৬০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৩ লক্ষ ৫৯ হাজার টাকা।

আরও পড়ুন: মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, ৪ দিনের মধ্যে জবাব তলব নির্বাচন কমিশনের

ওই সব বাদ দিয়ে এবার যদি মোট সম্পত্তির দিকে দেখা যায় তাহলে দেখা যাবে বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের মোট ১০ টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, ফিক্সড ডিপোজিট রয়েছে ১২টি, এছাড়াও রয়েছে মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পলিসি, নিজের নামে রয়েছে একটি গাড়ি, রয়েছে বিভিন্ন রকমের সোনা ও অন্যান্য ধাতুর অলংকার, আর এসব মিলিয়ে মোট আস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ৭৬৯.৯৫ টাকা। শতাব্দী রায়ের স্বামীর নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৩ লক্ষ ৭ হাজার ৭৩১.৩৭ টাকা।

শতাব্দী রায় ও তাঁর স্বামীর যৌথভাবে ফ্ল্যাট থাকার পাশাপাশি নিজের নিজের নামেও রয়েছে ফ্ল্যাট এবং জমি। আর এই সমস্ত মিলিয়ে শতাব্দী রায়ের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা এবং তাঁর স্বামীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৭০ লক্ষ টাকা। আবার অন্যদিকে, শতাব্দী রায়ের নামে ২ কোটি ১ লক্ষ ৭১ হাজার ৩৯২ টাকার লোন থাকলেও স্বামীর নামে কোনও লোন নেই। অন্যদিকে, যদি শতাব্দী রায়ের শিক্ষাগত যোগ্যতার দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে তিনি হলফনামায় উল্লেখ করেছেন তিনি কলা বিভাগের স্নাতক পাস।

সৌভিক রায়

Satabdi Roy Net Worth: ৪ ফ্ল্যাট, ৩০ লক্ষের গাড়ি, কোটি কোটি টাকার গয়না… তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ের সম্পত্তি অবাক করবে

কলকাতাঃ চলতি বছর লোকসভা নির্বাচনে ফের লড়ছেন অভিনেত্রী শতাব্দী রায়। আবারও একবার বীরভূম আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন শতাব্দী রায়। ১৩মে চতুর্থ দফায় বীরভূমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ‍্যে, জোড়কদমে প্রচার শুরু হয়ে গেছে। গত, সোমবার হলফনামা জমা দিয়েছেন বীরভূমের জোড়াফুল প্রার্থী। হলফনামা অনুসারে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক এই তারকা সাংসদ।

আরও পড়ুনঃ বাংলা সারেগামাপা-এ বড় বদল! যিশু বা আবীর নয়, এবার রিয়্যালিটি শো-এর সঞ্চালক এই নায়ক-গায়ক!

হলফনামা অনুযায়ী ২০১৮-১৯ অর্থবর্ষে শতাব্দী রায়ের রোজগার ছিল ১৪ লাখ ৮১ হাজার ৪৪৩ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার ছিল ১১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৫ লাখ ১১ হাজার ৭১০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছেন ১১ লাখ ৯৩ হাজার ৮৩০ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে রোজগার করেছেন ৮ লাখ ৩৮ হাজার ৪১০ টাকা। ৩১ মার্চ ২০২৩ তারিখ অনুযায়ী শতাব্দী রায়ের হাতে থাকা নগদের পরিমাণ হল ৬৫ হাজার টাকা।

স্থাবর সম্পত্তির হিসেব- তৃণমূল প্রার্থীর ৩টি ফ্ল্যাট ও স্বামীর সঙ্গে যৌথভাবে আরও একটি ফ্ল্যাটের মালিক তিনি। কলকাতা ছাড়াও বোলপুরেও ফ্ল্যাট রয়েছে তাঁর। শতাব্দীর স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ৫ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা। তবে শতাব্দী রায়ের লোনও রয়েছে। হলফনামা অনুযায়ী শতাব্দী রায়ের মোট লোনের পরিমাণ ২ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা।

অস্থাবর সম্পত্তি হিসেব- শতাব্দী রায়ের ১০টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তা ছাড়াও, ফিক্সড ডিপোজিট রয়েছে ১২টি। মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ রয়েছে তাঁর। এনএসসি রয়েছে ৩৭টি। শতাব্দীর একটি গাড়ি রয়েছে, মূল‍্য ৩০ লাখ ৫৮ হাজার ১১ টাকা। এছাড়াও গয়না যেমব হার, দুল, চুরি, বালা, আঙটি ইত‍্যাদি মিলিয়ে শতাব্দী রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭৩ লাখ ৭২ হাজার ৭৬৯.৯৫ কোটি টাকা।