Tag Archives: Narendrapur

South 24 Parganas News: থানার দখল নিল খুদেরা! তদন্তকারী থেকে ডিউটি অফিসার সব টেবিলেই তাদের দাপট

দক্ষিণ ২৪ পরগনা: ব্যস্ত সময়ে থানার দখল নিলেন খুদেরা। ডিউটি অফিসারের টেবিল থেকে তদন্তকারী অফিসারের টেবিল সব জায়গায় তখন খুদেদের দাপট। তাদের কথা শুনছেন অফিসাররা থেকে আরম্ভ করে অন্যান্য পুলিশ কর্মীরাও। এমনকি থানায় অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষ। এমনই ছবি ধরা পরল নরেন্দ্রপুর থানায়।
একটি বেসরকারি স্কুলের ছোট ছোট শিশুরা এসেছিল নরেন্দ্রপুর থানায়। এইসব শিশুদের জন্য নিজেদের চেয়ার টেবিল ছেড়ে দিয়েছিলেন অফিসাররা। সেই চেয়ার টেবিলে বসেই অফিসারদের কাজকর্ম সম্পর্কে জানলেন তারা। কথাও বললেন অনেকের সঙ্গে। এরই মধ্যে কেউ কেউ একটু অপ্রস্তুত কেউ কেউ আবার একটু ভ্যাবাচ্যাকা। সেই সমস্ত শিশুদের সামলাচ্ছেন পুলিশকর্মীরাই। সারাদিন ব্যস্ততা ও করা ডিউটির মাঝে সে যেন একটু অন্যরকম পাওয়া।

আরও পড়ুন: মর্মান্তিক! রাতে নৌকার উপর থেকে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পুলিশকর্মীদের মুখে তখন হাসি। কেউ আবার কোলে নিয়ে বাচ্চা সামলাচ্ছেন। আবার কারও কারও হাতে চকলেট তুলে দিলেন পুলিশ কাকুরা । থানায় আসতে পেরে তারা যে খুশি জানালেন ছোটরা নিজেরাও। স্কুল সূত্রে জানা গিয়েছে যদিও তারা এই ছোট্ট বয়সে থানায় এসেছিলেন শুধুমাত্র তাদের পড়াশোনার মধ্যে থাকা একটি বিষয়ের “মিল বন্ধু কমিউনিটি হেল্পার”। এর জন্যই শিশুদের থানাতে আনা, ‌যা তাদের পড়ার বই তে পড়াশোনা করে থাকে সেটা হাতে-কলমে শেখা বা সামনাসমনি দেখা।পুলিশদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মনে সাহস যোগানো পুলিশ কিভাবে বিভিন্ন মানুষের পাশে থাকে এবং পুলিশের কি কাজ সেই সমস্ত বিষয়ের উপরে তারা যাতে জানতে পারে সেই কারণে তাদেরকে এই থানাতে আনা হয়েছিল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Accident: এক মুহূর্তে সব শেষ! বাড়ি ফেরা হল না ২ যুবকের, রাস্তায় কাতরাতে-কাতরাতে মৃত্যু

অর্পন মণ্ডল, নরেন্দ্রপুর: বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামরাবাদ পঞ্চায়েতের খুড়িগাছি আশ্রমের কাছে। মৃত দুই যুবকের নাম সাগর কুমার জানা (২১) ও সুজিত পাত্র (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই দুই যুবক সোনারপুরের দিকে যাচ্ছিল, সেই সময় সোনারপুরের দিক থেকে আসা একটি লরি তাদের বাইকে ধাক্কা মারে। যার ফলে সেখানেই ছিটকে পড়ে যায় ওই দুই যুবক। এরপর স্থানীয়রা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই দুই যুবককে উদ্ধার করে সোনারপুরের সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রথমে একজনকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন: বিয়ের আগেই মেয়েরা পাবেন ২৫ হাজার টাকা! বাংলার এই প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ রাজ্য সরকারের

আর একজনের চিকিৎসা চলাকালীন মৃত্যু ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তাদের মধ্যে সাগর কুমার জানার বাড়ি মুকুন্দপুর এলাকায়, আর সুজিত পাত্রের বাড়ি নরেন্দ্রপুরের খুড়িগাছি এলাকায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তাদের বাইকটি। সোমবার মৃত ওই দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা যায়। তবে যেই লরিটি ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়, সেই ঘাতক লরিটির খোঁজেও তল্লাশি শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Cyclone Remal Effects: গাছ উপড়ে কলকাতার এই শহরতলির বড় এলাকা বিদ্যুৎহীন! চরম ভোগান্তি নিত্যযাত্রীদেরও

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনার: রিমল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কামালগাজিতে নরেন্দ্রপুর থানার সামনে গাছ উপড়ে বিপত্তি। বিদ্যু‍ৎবাহী তারের উপর গাছ পড়ে যাওয়ায় কামালগাজি, গ্রিন পার্ক, নরেন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। একাধিক আবাসনের বাসিন্দারা সমস্যায় পড়েছেন। রবিবার রাত্রি দশটার পর থেকে বিদ্যুৎ নেই নরেন্দ্রপুর থানাতেও। ফলে সমস্যায় পড়েছেন থানার পুলিশকর্মীরা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।

ইলেকট্রিসিটি না থাকায় পাম্প না চালায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এই বিস্তীর্ণ অঞ্চলের বহু বাসিন্দাকে। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল ন’টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। রবিবার রাত্রি এগারোটার পর থেকে ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। বিভিন্ন ট্রেনে  আটকে বহু যাত্রী। সকাল ছ’টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা ছিল প্রাথমিকভাবে। শেষ পর্যন্ত সেই সময়সীমা সকাল ন’টা পর্যন্ত বৃদ্ধি পায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী।

আরও পড়ুন : রিমলের জন্য সোমবার বাংলার কোথায় কীরকম বৃষ্টির অ্যালার্ট? জানুন কলকাতার বিভিন্ন অংশে রাতভর বৃষ্টির পরিমাণ

সকাল থেকেই নিত্যযাত্রীরা ভিড় করেছেন বিভিন্ন স্টেশনে। ফলে সমস্যায় পড়েছেন তাঁরাও। দুর্যোগের জেরে আজ জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে। সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে। ব্লক অফিসে শুকনো খাবার, পানীয় জল, গুঁড়ো দুধ, ওষুধ, জামা কাপড় , তার্পোলিন মজুত করা আছে। অন্যদিকে ক্যানিং ,গোসাবা ঝড়খালি, কুলতলি এলাকায় বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে৷ ফলে আতঙ্কের প্রহর কাটছে সুন্দরবনের বাসিন্দাদের।