Tag Archives: nh10

Landslide near NH 10: পুজোয় সিকিম নাকি দার্জিলিং, ফের হুড়মুড়িয়ে নামল ধস, পাহাড়ের সঙ্গে সমতলের যোগাযোগ বিচ্ছিন্ন

জলপাইগুড়ি: আবারও পাহাড়ের লাইফ লাইন সিকিম শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ! সেতিঝোড়ায় রাস্তা ধসের কারণে বন্ধ ১০ নং জাতীয় সড়ক।
জলপাইগুড়ি: আবারও পাহাড়ের লাইফ লাইন সিকিম শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ! সেতিঝোড়ায় রাস্তা ধসের কারণে বন্ধ ১০ নং জাতীয় সড়ক।
পুজোতে পাহাড়ে ঘুরতে যাবেন একটু আলাদা মজা, তার মধ্যে যদি হয় সিকিম তাহলে তার কথাই নেই বরফের দেশের এক কথায়! একটু সাবধান হয়ে যাবেন দশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যখন তখন নেমে যাচ্ছে ধস ‌।
পুজোতে পাহাড়ে ঘুরতে যাবেন একটু আলাদা মজা, তার মধ্যে যদি হয় সিকিম তাহলে তার কথাই নেই বরফের দেশের এক কথায়! একটু সাবধান হয়ে যাবেন দশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যখন তখন নেমে যাচ্ছে ধস ‌।
সেই কারণেই মাঝেমধ্যেই যাতায়াতে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যায় পড়ছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার মানুষদের।
সেই কারণেই মাঝেমধ্যেই যাতায়াতে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যায় পড়ছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার মানুষদের।
সেতিঝোড়ায় রাস্তা ধস পরে ১০ নং জাতীয় সড়ক সমস্ত ধরণের যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রমণকারীদের বিলম্ব এড়াতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প পথ খোঁজার পরামর্শ দেওয়া হয়।
সেতিঝোড়ায় রাস্তা ধস পরে ১০ নং জাতীয় সড়ক সমস্ত ধরণের যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রমণকারীদের বিলম্ব এড়াতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প পথ খোঁজার পরামর্শ দেওয়া হয়।
প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে এই পূর্ত দফতর আধিকারিক সহ পুলিশ প্রশাসনের তরফ থেকে ঘুর পদে যানবাহন চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। লাভা রাস্তায় দিয়ে সমস্ত যানবাহনকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিম। Input- Surajit Dey
প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে এই পূর্ত দফতর আধিকারিক সহ পুলিশ প্রশাসনের তরফ থেকে ঘুর পদে যানবাহন চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। লাভা রাস্তায় দিয়ে সমস্ত যানবাহনকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিম। Input- Surajit Dey

Sikkim News: ট্যুরিস্টদের জন্য ধামাকা খবর, এক মাসের বেশি বন্ধ থাকার পর খুলে গেল এই হাইওয়ে

শিলিগুড়ি: প্রায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর খুলে গেল শিলিগুড়ি-সিকিম জাতীয় ১০ নম্বর জাতীয় সড়ক। মাঝে একবার খোলা হলেও পরদিনই তা আবার নতুন করে ধস নেমে বন্ধ হয়ে যায়।
শিলিগুড়ি: প্রায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর খুলে গেল শিলিগুড়ি-সিকিম জাতীয় ১০ নম্বর জাতীয় সড়ক। মাঝে একবার খোলা হলেও পরদিনই তা আবার নতুন করে ধস নেমে বন্ধ হয়ে যায়।
অবশেষে দীর্ঘদিন পর ফের খুলে দেওয়া হল সিকিমের লাইফলাইন এই সড়ক। আপাতত দুর্যোগের প্রকোপ কমেছে। ফলে পরিস্থিতি নতুন করে ধস নামার সম্ভাবনাও কম। এই পরিস্থিতিতে পুজোর আগে স্বাভাবিক হবে বলে আশাবাদী ট্যুরিজম সার্কিট।
অবশেষে দীর্ঘদিন পর ফের খুলে দেওয়া হল সিকিমের লাইফলাইন এই সড়ক। আপাতত দুর্যোগের প্রকোপ কমেছে। ফলে পরিস্থিতি নতুন করে ধস নামার সম্ভাবনাও কম। এই পরিস্থিতিতে পুজোর আগে স্বাভাবিক হবে বলে আশাবাদী ট্যুরিজম সার্কিট।
রংপো চেকপোস্ট থেকে মেল্লিবাজার, চিত্রে, রবিঝোরা, তিস্তা বাজার, ২৯ মাইল হয়ে কালিম্পং জেলা সীমানা পর্যন্ত গোটা রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েনের পরামর্শও দেওয়া হয়েছে। সমস্ত বড় যানবাহন ঘুরপথে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।তবে চালু হলেও আপাতত ছোট গাড়িকেই অনুমতি দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন।
রংপো চেকপোস্ট থেকে মেল্লিবাজার, চিত্রে, রবিঝোরা, তিস্তা বাজার, ২৯ মাইল হয়ে কালিম্পং জেলা সীমানা পর্যন্ত গোটা রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েনের পরামর্শও দেওয়া হয়েছে। সমস্ত বড় যানবাহন ঘুরপথে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।তবে চালু হলেও আপাতত ছোট গাড়িকেই অনুমতি দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন।
কালিম্পং-এর জেলা ম্যাজিস্ট্রেট, বালাসুব্রামানিয়ান টি ১০ নম্বর জাতীয় সড়ক এবং কালিম্পং জেলার অভ্যন্তরীণ রাস্তাগুলিতে যানবাহন চলাচল সীমিত এবং অন্য দিকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করেছেন।
কালিম্পং-এর জেলা ম্যাজিস্ট্রেট, বালাসুব্রামানিয়ান টি ১০ নম্বর জাতীয় সড়ক এবং কালিম্পং জেলার অভ্যন্তরীণ রাস্তাগুলিতে যানবাহন চলাচল সীমিত এবং অন্য দিকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করেছেন।

 

১০ নম্বর জাতীয় সড়ক হয়ে সেতি ঝোরা থেকে রংপু পর্যন্ত সমস্ত ভারী যানবাহন চলাচল সীমিত থাকবে । গোরুবাথান পান্ডারা থেকে রেশি এবং কালিম্পং সহ নির্দিষ্ট রুট থেকে ৮ টনের বেশি যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। রাবি ঝোরা থেকে তিস্তা বাজার পর্যন্ত SH-12 রাস্তা ভাঙ্গার কারণে ভারী যানবাহনের জন্য বন্ধ রয়েছে।
১০ নম্বর জাতীয় সড়ক হয়ে সেতি ঝোরা থেকে রংপু পর্যন্ত সমস্ত ভারী যানবাহন চলাচল সীমিত থাকবে । গোরুবাথান পান্ডারা থেকে রেশি এবং কালিম্পং সহ নির্দিষ্ট রুট থেকে ৮ টনের বেশি যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। রাবি ঝোরা থেকে তিস্তা বাজার পর্যন্ত SH-12 রাস্তা ভাঙ্গার কারণে ভারী যানবাহনের জন্য বন্ধ রয়েছে।
ছোট যানবাহন এবং মিনিবাসগুলি (৩২টি আসন পর্যন্ত) ১০ নম্বর জাতীয় সড়ক এ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রমণ করতে পারে। ছোট যানবাহন কালিম্পং থেকে SH-12 হয়ে দার্জিলিং যেতে পারে। সিকিম যাওয়ার পথে ৩২ আসনের উপরে পণ্যবাহী যান এবং বাসগুলিকে অবশ্যই রেশি-পেডং-আলগারাহ-লাভা-গোরুবাথান রুটে যেতে হবে।
ছোট যানবাহন এবং মিনিবাসগুলি (৩২টি আসন পর্যন্ত) ১০ নম্বর জাতীয় সড়ক এ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রমণ করতে পারে। ছোট যানবাহন কালিম্পং থেকে SH-12 হয়ে দার্জিলিং যেতে পারে। সিকিম যাওয়ার পথে ৩২ আসনের উপরে পণ্যবাহী যান এবং বাসগুলিকে অবশ্যই রেশি-পেডং-আলগারাহ-লাভা-গোরুবাথান রুটে যেতে হবে।
কালিম্পং টাউনের পথে ৮ টন পর্যন্ত ভারী যানবাহনগুলি রাত ৯ টা থেকে সকাল ৬ টার মধ্যে আলগারাহ থেকে কালিম্পং পর্যন্ত যেতে পারে। Input- Anirban Roy
কালিম্পং টাউনের পথে ৮ টন পর্যন্ত ভারী যানবাহনগুলি রাত ৯ টা থেকে সকাল ৬ টার মধ্যে আলগারাহ থেকে কালিম্পং পর্যন্ত যেতে পারে। Input- Anirban Roy