Tag Archives: Nifty

TMC on Share market: শেয়ার বাজার নিয়ে কংগ্রেসের সুরেই আক্রমণ তৃণমূলের, তদন্তের দাবি দলীয় সাংসদের

নয়াদিল্লি: শেয়ার বাজার নিয়ে কংগ্রেসের সুরেই সুর মেলাল তৃণমূল। শেয়ার বাজারে বড় কেলেঙ্কারি হয়েছে এই নিয়ে তদন্তের দাবি জানিয়ে সেবিকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেট গোখলে।

এর আগেই শেয়ার বাজারে বড়সড় কেলেঙ্কারি হয়েছে এমনই দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই নিয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর বিরুদ্ধে তদন্তের দাবিও জানিয়েছেন রাহুল গান্ধী। এ বার সেই সুরেই সুর মেলাল তৃণমূল।

আরও পড়ুন: ক্ষমতায় ফিরেই কল্পতরু মোদি সরকার, বিরাট ঘোষণা! বাংলার জন্য বরাদ্দ কত?

১ জুন সন্ধেবেলা শেষ দফার নির্বাচনের পরে প্রকাশিত হতে শুরু করে বিভিন্ন এক্সিট পোলের ফল। সে ফল অনুযায়ী অধিকাংশ এক্সিট পোলেই দাবি করা হয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার। সেই অনুযায়ী ৩ জুন শেয়ার বাজার খোলার পরেই হু হু করে উঠতে শুরু করে শেয়ার

বাজারের দর। বহু মানুষ সেই অনুযায়ী শেয়ারে বিনিয়োগও করেন। কিন্তু পরে দেখা যায়, ৪ জুন অর্থাৎ ভোটের ফলাফলের দিন হুড়মুড় করে ধস নামে শেয়ারবাজারে, বহু মানুষ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হন।

আরও পড়ুন: বড় বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক

সেই নিয়ে এবার সেবির কাছে চিঠি পাঠিয়ে তদন্তের দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। রাহুল আগে জানিয়েছিলেন, এটা একটা বড়সড় কেলেঙ্কারি। তাই যৌথ সংসদীয় কমিটি গড়ে এই ঘটনার তদন্ত করা উচিত। যদিও প্রথম থেকেই কেলেঙ্কারির দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “লোকসভা নির্বাচনে হারের ধাক্কা সামলাতে না পেরে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছেন রাহুল”।