Tag Archives: north bengal news

সব পড়ুন সর্বশেষ উত্তরবঙ্গের খবর (North Bengal News) এখানে

বানরহাটে হাতির তাণ্ডব! ঘরে ঢুকে খেল নাড়ু

বানরহাটে ২ নম্বর কলোনিতে হাতির তাণ্ডব। ঘরের ভিতের ঢুকে তাণ্ডব চালাল হাতি। মরাঘাট জঙ্গল থেকে একপাল হাতি লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয় একজনের বাড়িতে ঢুকে পড়ে একটি হাতি। সেসময় বাড়িতে নারু বানান হচ্ছিল। হাতি দেখে বাড়ি ছেড়ে পালান সকলে। বাড়িতে ঢুকে সব নাড়ু খেয়ে নেয় হাতি। এরপর মজুত রাখা চাল-ডাল খেয়ে নেয় হাতি। বেরনোর রাস্তা না পেয়ে ঘরের মধ্যেই তাণ্ডব চালায়। পরে বন দফতর গিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরায়।

Real Panchayat Story: পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলে সিনেমায় অভিনয়!

গ্রামে পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলে অভিনয় জগতে পা রাখলেন কমল পাখরিন।আলিপুরদুয়ারের জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি।

Mamata Banerjee North Bengal: ‘পাহাড়ি মেয়ে’র বিয়েতে মমতা, বন্দ্যোপাধ্যায় পরিবারের ঠিকানা এখন কার্শিয়াং!

কলকাতা: উত্তরবঙ্গ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। তারই সঙ্গে কার্শিয়াঙে রয়েছে ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে। পাহাড়ের মেয়ের সঙ্গে বিয়ে করছেন আবেশ। সেখানে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ৬ দিনের জন্য উত্তরবঙ্গে যাচ্ছি। ১২ তারিখ ফিরব। আমি পাহাড়কে ভালবাসি। সকলকে ভালবাসি। একটা বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ের সঙ্গে। ৯ তারিখ হাসিমারা হয়ে আলিপুরদুয়ার, বানারহাট করে উত্তরকন্যা ফিরব।’ এরই সঙ্গে ভুয়ো জব কার্ডের অভিযোগে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ডের অভিযোগ আছে উত্তরপ্রদেশে। তাহলে কী ব্যবস্থা নিয়েছে? তাও টাকা পেয়েছে ওরা। আমরা টাকা পেয়েছি? তাও ওরা টাকা পাচ্ছে এটা ঠিক নয়।’

আরও পড়ুন: দেশজুড়ে একের পর এক তরুণ-তরুণীর হার্ট অ্যাটাকে মৃত্যু, চমকে ওঠা তথ্য প্রকাশ্যে! বড় পদক্ষেপ কেন্দ্রের

সোমবার বিধানসভায় গতকালের ভিনরাজ্যের ভোট নিয়ে মন্তব্যের মাঝেই পাহাড় সফরের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি পাহাড়ে যাচ্ছি। আমি সাধারণত বাড়ির অনুষ্ঠানে থাকি না। অনেকে ভাবে পাহাড় আইসোলেটেড। আমার ভাইপো ডাক্তার, সে বিয়ে করছে কার্শিয়ংয়ে। সেখানে বরকর্তা ফিরহাদ হাকিম। এটাই সোনার বাংলা। পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক গড়তে আমি যাচ্ছি।’

আরও পড়ুন: শীতকালে মাথায় দলা দলা খুশকি দূর করার ওস্তাদ, সহজলভ্য এই পাতাটি চেনেন? খুবই পরিচিত

মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। বন্দ্যোপাধ্যায় পরিবার সূত্রে জানা গিয়েছে, কলেজের সহপাঠী দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর। তবে শহরের কোথাও বসেছে না বিয়ের আসর। আবেশের বিয়ে হবে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে। কারণ পাত্রী দীক্ষা কার্শিয়াংয়ের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা কার্শিয়াং যাবেন বলে জানা গিয়েছে। তবে কলকাতার ইকো পার্কে ঝাঁ চকচকে রিসেপশন হবে বলে জানা গিয়েছে।

অনুপ চক্রবর্তী

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

North Dinajpur News: কুলিক পাখিরালয় ‌যাচ্ছেন? সাবধান! খোয়াতে পারেন সঙ্গের জিনিস

উত্তর দিনাজপুর: এবার রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে এলেই পর্যটকদের থাকতে হবে সতর্ক। নাহলে ঘটে যেতে পারে বিপদ। কুলিকে ছুটির দিন সময় কাটাতে এলে আপনার মূল্যবান সোনার চেন,  টাকা পয়সা, মোবাইল এবারে বাড়িতেই রেখে আসুন। নইলেই কুলিকের জঙ্গলে নিমেষেই গায়েব হয়ে যেতে পারে সমস্ত কিছু।

রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসের সামনেই রাস্তায় বেড়ে যাচ্ছে মাদকাসক্তদের দৌরাত্ম। কুলিকের চারপাশে ঘন জঙ্গলে সন্ধে গড়িয়ে এলেই চুরি ছিনতাই এর মত ঘটনা ঘটছে প্রায় দিনই। নেশার জন্য টাকা জোগাড় করতেই চুরি-ছিন্তাইয়ের মতো অপরাধমূলক কাজ বেড়ে চলছে বলে অভিযোগ। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারাও।

আরও পড়ুন: কালো পোশাকে তৃণমূলের অবস্থানে, তাও বিধায়কের নাম অভিযোগপত্রে! তুঙ্গে শোরগোল

তাদের অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে রায়গঞ্জ শহর পেরোলেই কুলিক নদীর উপর সেতু রয়েছে। আর ঠিক তার পাশেই অবস্থিত এই পক্ষী নিবাস। ঘর থেকে সামান্য দূরত্বে এই এলাকায় জাতীয় সড়কের দুই পাশে ঘন জঙ্গল থাকায় সন্ধে গড়িয়ে এলেই অপরাধ বাড়ছে। শহর এবং আশেপাশের এলাকা থেকে আসা মাদকাসক্তরা কুলিক ফরেস্টের জায়গায় সকাল থেকে ঘাঁটি গাড়ছে বলে অভিযোগ। জাতীয় সড়ক লাগোয়া বস্তির বাসিন্দারা নেশাখোরদের অত্যাচারে আতঙ্কিত হয়ে পড়েছেন।

সমস্যা মেটাতে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আলোর ব্যবস্থা করা হয়েছিল। শোনা যাচ্ছে সেই আলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য মনু মণ্ডল জানান, এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি দেওয়া হলেও অন্ধকারাচ্ছন্ন এলাকায় তাদের ধরতে পারা সম্ভব হয়ে ওঠে না।