Tag Archives: Panihati

BJP Leader Arrest: লজ্জা, লজ্জা, লজ্জা…! কলকাতার উপকণ্ঠে বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতন! কাঠগড়ায় বিজেপি নেতা

পানিহাটি: পানিহাটিতে ভয়ঙ্কর কাণ্ড! বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি সেই নেতাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছে যায় ঘোলা থানার পুলিশ। কিছুক্ষণেই মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, পানিহাটি নাটাগর এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে ওই বিজেপি নেতা। আর বাড়িতে নিয়ে এসে তারপর থেকে সারারাত ধরে চলে যৌন নির্যাতন। ভোরবেলা মেয়েটি কোনওমতে বাড়ি থেকে পালিয়ে এলাকার বাসিন্দাদের তার কুকীর্তির কথা জানায়। তারপর এলাকার বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে ওই বিজেপি নেতাকে।

আরও পড়ুনঃ ফুসফুস নয়, অন্ত্রেও হতে পারে টিবি! শরীরে এই ৫ সামান্য লক্ষণ দেখলে সাবধান…! মৃত্যু পর্যন্ত ঘটতে পারে

আরও পড়ুনঃ টেন্টে রাত্রিযাপন! পাহাড়-নদী-জঙ্গলের মধ্যে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা, পুজোয় ঘুরে আসুন

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বিজেপি নেতা এলাকা থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। রাস্তায় ফেলে ব্যাপক গণপিটুনি দেওয়া হয় তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।

সুবীর দে

North 24 Parganas News: বদলাবে পানিহাটির পৌর পরিষেবার বেহাল দশার ছবি! আশায় বুক বাঁধছে এলাকাবাসী

উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরেই পানিহাটি পৌরসভা এলাকার বেহাল নানা পরিষেবা। আর সেই বেহাল পরিস্থিতি কাটাতেই ইতিমধ্যেই বৈঠক সেরেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু এরপরও কি বদলাবে পরিস্থিতি নাকি আগের মতোই চলবে বেহাল দশা! তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ জন। ময়লা আবর্জনা থেকে, রাস্তাঘাট পানীয় জলসহ একাধিক বিষয়ে বেহাল অবস্থা নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয় পুরসভায়। বৈঠকে পুরমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, মহকুমা শাসক সৌরভ বারিক, পুরপ্রধান মলয় রায়-সহ সমস্ত কাউন্সিলর ও অধিকারিকগণ।

আরও পড়ুন: মরশুমি মিষ্টি আমের স্বাদ এবার পোলাওতে! বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন নতুন ধরনের পোলাও

বৈঠকে পুরমন্ত্রী বলেন, পানিহাটির ময়লা আবর্জনা কলকাতা কার্পোরেশন সংগ্রহ করে ধাবার মাঠে ফেলছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের কাজ শুরু না হওয়া পর্যন্ত এভাবেই জঞ্জাল অপসারণ করা হবে। কে এম ডি এ-র উদ্যগে রাস্তাঘাট মেরামতি করা হবে। জমাজল আপাতত পাম্প বসিয়ে নিষ্কাশন করা হবে। যতদিন না পর্যন্ত পাম্পিং হাউস তৈরি হচ্ছে। নতুন জল প্রকল্পের কাজ চলছে। পানীয় জলের সমস্যা মেটাতে ডিপ টিউবওয়েল বসানো হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পুরসভাকে তিন কোটি টাকা বরাদ্দ করা হবে।

আরও পড়ুন:  নেই স্টেশন মাস্টার, টিকিট ঘরও! বহু ইতিহাসের সাক্ষী এই স্টেশন চেনেন বাংলার সবাই, নাম জানেন?

প্রসঙ্গত, ছয় মাস ধরে পুরসভায় বোর্ড মিটিং হচ্ছে না। এপ্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরবর্তী সপ্তাহে বোর্ড মিটিং হবে। বোর্ড মিটিং না করলে পুরসভা ভেঙে যায়। কিন্তু তিনি সেটা কখনই চান না। মন্ত্রীর এই আশ্বাসের পরই আসার আলো দেখতে শুরু করেছে বিস্তীর্ণ এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দা নিমাই বেরা জানান, দীর্ঘদিন ধরে এমনই বেহাল পরিস্থিতি গোটা এলাকার। তবে শুনেছি মন্ত্রী সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন। এখন দেখা যাক কত দিনে বদলায় এই যন্ত্রণা। পুর পরিষেবার বেহাল দসার চিত্র এবার বদলায় কিনা পানিহাটিতে, এখন সেদিকেই তাকিয়ে পৌর অঞ্চলের মানুষজন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy