Tag Archives: Paralympic Games Paris 2024

Paralympic Games Paris 2024: একের পর এক পদক ভারতের ঝোলায়, রুপো মণীষের, ব্রোঞ্জ জিতে ইতিহাস প্রীতি পালের, রইল ভিডিও

নয়াদিল্লি:  ভারতের ঝোলায় এল প্যারালিম্পিক্সের চতুর্থ পদক৷ ভারতীয় প্যারাশ্যুটার মণীষ নরওয়াল ভারতের হয়ে রুপো জিতলেন৷ মণীষ পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল (SH1) ক্যাটাগরিতে রুপো জিতলেন৷

৩০ অগাস্ট ভারত সন্ধ্যা পর্যন্ত চারটি পদক জিতেছে৷ এর আগে উত্তরপ্রদেশের মজফরনগরের মেয়ে মহিলাদের ১০০ মিটার T35 রেসে ব্রোঞ্জ জেতেন, এর আগে কোনও ভারতীয় মহিলা অ্যাথলিট, প্যারালিম্পিক্সে পদক জেতেননি৷ এদিন তিনি নিজের সেরা সময় করে দৌড়ে ১৪.২১ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতেন৷

রইল তাঁর দৌড়ের ভিডিও

 

ভারতের তারকা প্যারাশ্যুটার অবনী লেখারা প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ সোনার পদক জিতেছেন। টানা দ্বিতীয়বার মতো প্যারালিম্পিকে স্বর্ণপদক জিতেছেন অবনী। অবনী মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল (SH1) বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন একই ইভেন্টে, ভারতের অন্য প্যারাশ্যুটার মোনা আগরওয়াল ব্রোঞ্জ  পান৷

মোনা ফাইনালে ২২৮.৭ স্কোর নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং অবনী প্যারালিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন। ফাইনালে অবনী স্কোর করেছিলেন ২৪৯.৭। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিকেও স্বর্ণপদক জিতেছিলেন অবনি।

আরও পড়ুন – September Horoscope: এই মাসেই হবে কেল্লাফতে, সকলকে টেক্কা দিয়ে টাকায়-টাকা আপনি, ভাসবেন সুখ সাগরে

অবনী ৬২৫.৮ স্কোর নিয়ে ফাইনালে পৌঁছে যান

টোকিও প্যারালিম্পিক্সের স্বর্ণপদক জয়ী ভারতীয় শ্যুটার অবনী লেখারা মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালের (SH1) যোগ্যতা অর্জনপর্বে দ্বিতীয় হয়ে ফাইনালে পৌঁছেছিলেন৷  গত এক বছর ধরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় প্যারাশ্যুটার মোনা আগরওয়ালও পঞ্চম স্থান অর্জন করেছিলেন৷  খেতাব রক্ষার লড়াইতে নামা গতবারের চ্যাম্পিয়ন অবনী ৬২৫.৮ স্কোর করেছিলেন এবং ইরিনা শেটনিকের পিছনে ছিল। ইরিনা প্যারালিম্পিক কোয়ালিফিকেশন রাউন্ডে ৬২৭.৫ স্কোর নিয়ে নতুন রেকর্ড গড়েন।

—- Polls module would be displayed here —-

যোগ্যতায় মোনা আগরওয়ালের স্কোর ছিল ৬২৩.১।
দুইবারের বিশ্বকাপের স্বর্ণপদক জয়ী মোনা আগরওয়াল, নিজের প্রথম প্যারালিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করে ৬২৩.১ স্কোর করেছিলেন। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিকে SH1 বিভাগে সোনা জেতার পর অবনী দেশের সবচেয়ে সেলিব্রেটেড প্যারাঅ্যাথলিট হন। তিনি টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা এবং ৫০ মিটার রাইফেল তৃতীয়  হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

SH1 বিভাগ সম্পর্কে জানুন
শ্যুটিং-এর SH1 ক্যাটাগরিতে এমন শ্যুটাররা থাকেন  যাঁরা হাতে এবং পিঠের নিচের অংশে গুরুতর আঘাত পাওয়ার পর হুইলচেয়ার ব্যবহার করেন। অবনীও সেই ক্যাটাগরিতেই পরেন৷ শ্যুটিং-এ, SH1 ক্যাটাগরিতে এমন শ্যুটার রয়েছে যারা তাদের হাত, শরীরের অংশ, পায়ের নড়াচড়াকে প্রভাবিত করে বা তাঁদের হাতে বা পায়ে বিকৃতি থাকে৷

Paralympic Games Paris 2024: ভারতের ঘরে এল প্রথম সোনা, অবনী জিতলেন সোনা, একই ইভেন্টে ব্রোঞ্জ মোনার

নয়াদিল্লি: ভারতের তারকা প্যারাশ্যুটার অবনী লেখারা প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ সোনার পদক জিতেছেন। টানা দ্বিতীয়বার মতো প্যারালিম্পিকে স্বর্ণপদক জিতেছেন অবনী। অবনী মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল (SH1) বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন একই ইভেন্টে, ভারতের অন্য প্যারাশ্যুটার মোনা আগরওয়াল ব্রোঞ্জ  পান৷

মোনা ফাইনালে ২২৮.৭ স্কোর নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং অবনী প্যারালিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন। ফাইনালে অবনী স্কোর করেছিলেন ২৪৯.৭। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিকেও স্বর্ণপদক জিতেছিলেন অবনি।

আরও পড়ুন – September Horoscope: এই মাসেই হবে কেল্লাফতে, সকলকে টেক্কা দিয়ে টাকায়-টাকা আপনি, ভাসবেন সুখ সাগরে

অবনী ৬২৫.৮ স্কোর নিয়ে ফাইনালে পৌঁছে যান

টোকিও প্যারালিম্পিক্সের স্বর্ণপদক জয়ী ভারতীয় শ্যুটার অবনী লেখারা মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালের (SH1) যোগ্যতা অর্জনপর্বে দ্বিতীয় হয়ে ফাইনালে পৌঁছেছিলেন৷  গত এক বছর ধরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় প্যারাশ্যুটার মোনা আগরওয়ালও পঞ্চম স্থান অর্জন করেছিলেন৷  খেতাব রক্ষার লড়াইতে নামা গতবারের চ্যাম্পিয়ন অবনী ৬২৫.৮ স্কোর করেছিলেন এবং ইরিনা শেটনিকের পিছনে ছিল। ইরিনা প্যারালিম্পিক কোয়ালিফিকেশন রাউন্ডে ৬২৭.৫ স্কোর নিয়ে নতুন রেকর্ড গড়েন।

—- Polls module would be displayed here —-

যোগ্যতায় মোনা আগরওয়ালের স্কোর ছিল ৬২৩.১।
দুইবারের বিশ্বকাপের স্বর্ণপদক জয়ী মোনা আগরওয়াল, নিজের প্রথম প্যারালিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করে ৬২৩.১ স্কোর করেছিলেন। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিকে SH1 বিভাগে সোনা জেতার পর অবনী দেশের সবচেয়ে সেলিব্রেটেড প্যারাঅ্যাথলিট হন। তিনি টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা এবং ৫০ মিটার রাইফেল তৃতীয়  হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

SH1 বিভাগ সম্পর্কে জানুন
শ্যুটিং-এর SH1 ক্যাটাগরিতে এমন শ্যুটাররা থাকেন  যাঁরা হাতে এবং পিঠের নিচের অংশে গুরুতর আঘাত পাওয়ার পর হুইলচেয়ার ব্যবহার করেন। অবনীও সেই ক্যাটাগরিতেই পরেন৷ শ্যুটিং-এ, SH1 ক্যাটাগরিতে এমন শ্যুটার রয়েছে যারা তাদের হাত, শরীরের অংশ, পায়ের নড়াচড়াকে প্রভাবিত করে বা তাঁদের হাতে বা পায়ে বিকৃতি থাকে৷

Who is Sheetal Devi: না নেই ওর দু হাতই নেই! মনের শক্তি অসীম, পা দিয়েই তিরন্দাজি, প্যারালিম্পিক্সে পদকের স্বপ্ন দেখানো শীতলের শিক্ষা কোথায়

শীতল দেবী ১০ জানুয়ারি ২০০৭ জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় জন্মেছে৷  ১৬ বছরের এই কিশোরা ফোকোমেলিয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত হয়েই জন্মেছিল৷ এই রোগের কারণেই মেয়েটি যখন জন্মেছিল তার দুটি হাতই ছিল না৷
শীতল দেবী ১০ জানুয়ারি ২০০৭ জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় জন্মেছে৷  ১৬ বছরের এই কিশোরা ফোকোমেলিয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত হয়েই জন্মেছিল৷ এই রোগের কারণেই মেয়েটি যখন জন্মেছিল তার দুটি হাতই ছিল না৷
২০১৯ এ বদলে যায় শীতলের জীবন৷ দুই হাত ছাড়া জীবনের লড়াই কাটিয়ে নিয়ে যাচ্ছিল এই মেয়েটি৷  এই কিশোরী কিশতওয়ারে একটি যুব অনুষ্ঠানে যোগ দিয়েছিল, সেইখানে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নজরে পড়ে৷  এরপর সেনাবাহিনী কিশোরীকে জীবনের আরও কাছাকাছি ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহয়তার হাত বাড়িয়ে দেয়৷ তাঁর  শিক্ষাক্ষেত্রে  সমর্থন করতে এগিয়ে আসে৷  চিকিৎসা ক্ষেত্রেও সহায়তা প্রদান করে সেনাবাহিনী৷
২০১৯ এ বদলে যায় শীতলের জীবন৷ দুই হাত ছাড়া জীবনের লড়াই কাটিয়ে নিয়ে যাচ্ছিল এই মেয়েটি৷  এই কিশোরী কিশতওয়ারে একটি যুব অনুষ্ঠানে যোগ দিয়েছিল, সেইখানে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নজরে পড়ে৷  এরপর সেনাবাহিনী কিশোরীকে জীবনের আরও কাছাকাছি ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহয়তার হাত বাড়িয়ে দেয়৷ তাঁর  শিক্ষাক্ষেত্রে  সমর্থন করতে এগিয়ে আসে৷  চিকিৎসা ক্ষেত্রেও সহায়তা প্রদান করে সেনাবাহিনী৷
ভারতীয় সেনাবাহিনী দ্বারা আয়োজিত যুব অনুষ্ঠানে, সেনা প্রশিক্ষক অভিলাষ চৌধুরী এবং কুলদীপ ওয়াধওয়ান মেয়েটির আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়ে যান৷ তারা শীতলকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে প্রশিক্ষকরা মেয়েটিকে কৃত্রিম সামগ্রী অর্থাৎ আর্টিফিশিয়াল লিম্ব দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন৷ কিন্তু চিকিৎসকরা বলেছিলেন যে তাঁর ক্ষেত্রে প্রস্থেটিক লিম্ব বা আর্টিফিশিয়াল লিম্ব সম্ভব নয়। শীতলা  কোচদের অবাক করে দিয়েছিলেন, সে দেখিয়ে দিয়েছিল যে সে পা ব্যবহার করতে পছন্দ করে৷ পা ব্যবহার করে গাছে উঠতে পারত ছোট শীতল৷
ভারতীয় সেনাবাহিনী দ্বারা আয়োজিত যুব অনুষ্ঠানে, সেনা প্রশিক্ষক অভিলাষ চৌধুরী এবং কুলদীপ ওয়াধওয়ান মেয়েটির আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়ে যান৷ তারা শীতলকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে প্রশিক্ষকরা মেয়েটিকে কৃত্রিম সামগ্রী অর্থাৎ আর্টিফিশিয়াল লিম্ব দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন৷ কিন্তু চিকিৎসকরা বলেছিলেন যে তাঁর ক্ষেত্রে প্রস্থেটিক লিম্ব বা আর্টিফিশিয়াল লিম্ব সম্ভব নয়। শীতলা  কোচদের অবাক করে দিয়েছিলেন, সে দেখিয়ে দিয়েছিল যে সে পা ব্যবহার করতে পছন্দ করে৷ পা ব্যবহার করে গাছে উঠতে পারত ছোট শীতল৷

 

শীতলের আগে তিরন্দাজির প্রশিক্ষকরা কখনও উপরের অঙ্গবিহীন কোনও কাউকে তিরন্দাজির প্রশিক্ষণ দেননি। প্রশিক্ষকরা শীতলকে শিক্ষা দেওয়ার জন্য গবেষণা করে ম্যাট স্টুটজম্যান সম্বন্ধে জানেন৷  যিনি বাহুবিহীন ছিলেন এবং তিরন্দাজির জন্য নিজের পা ব্যবহার করতেন। এই ঘটনা প্রশিক্ষকদেরও আত্মবিশ্বাস বাড়ায়৷
শীতলের আগে তিরন্দাজির প্রশিক্ষকরা কখনও উপরের অঙ্গবিহীন কোনও কাউকে তিরন্দাজির প্রশিক্ষণ দেননি। প্রশিক্ষকরা শীতলকে শিক্ষা দেওয়ার জন্য গবেষণা করে ম্যাট স্টুটজম্যান সম্বন্ধে জানেন৷  যিনি বাহুবিহীন ছিলেন এবং তিরন্দাজির জন্য নিজের পা ব্যবহার করতেন। এই ঘটনা প্রশিক্ষকদেরও আত্মবিশ্বাস বাড়ায়৷
 প্রশিক্ষণের  মাত্র ১১ মাসের মধ্যে, শীতল দেবী  ২০২২ এশিয়ান প্যারা গেমসে মহিলাদের কম্পাউন্ড বোতে অংশগ্রহণ করেছিল৷  সেখানে ভারতের হয়ে  দুটি সোনার মেডেল জিতেছিল সে৷
প্রশিক্ষণের  মাত্র ১১ মাসের মধ্যে, শীতল দেবী  ২০২২ এশিয়ান প্যারা গেমসে মহিলাদের কম্পাউন্ড বোতে অংশগ্রহণ করেছিল৷  সেখানে ভারতের হয়ে  দুটি সোনার মেডেল জিতেছিল সে৷
দেবী মহিলাদের ডাবল কম্পাউন্ডে রুপো এবং মিক্সড এবং মহিলাদের ব্যক্তিগত  ইভেন্টে ২ টি সোনা পেয়েছিল৷ শীতল দেবীই প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক প্যারা-আর্চারি চ্যাম্পিয়ন যার উপরের অঙ্গ অর্থাৎ দুটি হাতই নেই৷
দেবী মহিলাদের ডাবল কম্পাউন্ডে রুপো এবং মিক্সড এবং মহিলাদের ব্যক্তিগত  ইভেন্টে ২ টি সোনা পেয়েছিল৷ শীতল দেবীই প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক প্যারা-আর্চারি চ্যাম্পিয়ন যার উপরের অঙ্গ অর্থাৎ দুটি হাতই নেই৷
এশিয়ান প্যারা গেমস একাধিক সাফল্যের পর তাঁকে  অর্জুন পুরস্কার দেওয়া হয়৷  ২০২৩- র পারফরম্যান্সের ভিত্তিতে৷  রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে জানুয়ারির ২০২৪ তে সেই সম্মান গ্রহণ করেন জম্মু-কাশ্মীরের এই প্রতিভাশালী কিশোরী৷
এশিয়ান প্যারা গেমস একাধিক সাফল্যের পর তাঁকে  অর্জুন পুরস্কার দেওয়া হয়৷  ২০২৩- র পারফরম্যান্সের ভিত্তিতে৷  রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে জানুয়ারির ২০২৪ তে সেই সম্মান গ্রহণ করেন জম্মু-কাশ্মীরের এই প্রতিভাশালী কিশোরী৷

Paralympic Games Paris 2024: নেই ২টি হাত, পা দিয়েই লক্ষ্যভেদ, প্যারালিম্পিক্সে রেকর্ড ভারতের শীতল দেবীর

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এর প্রথম দিনেই বিশ্বরেকর্ড গড়লেন প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ ভারতীয় অ্যাথলিট শীতল দেবী। তিরন্দাজিতে নিজের ব্যক্তিগত রেকর্ডও ভাঙেন শীতল।
প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এর প্রথম দিনেই বিশ্বরেকর্ড গড়লেন প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ ভারতীয় অ্যাথলিট শীতল দেবী। তিরন্দাজিতে নিজের ব্যক্তিগত রেকর্ডও ভাঙেন শীতল।
এই মুহূর্তে বিশ্বে দুই হাতহীন একমাত্র তিরন্দাজ শীতল দেবী। পা দিয়ে তির ছুড়ে প্যারালিম্পিক্সের কোয়ালিফাই রাউন্ডে ৭২০-র মধ্যে ৭০৩ করে রেকর্ড গড়েন তিনি। যদিও দ্বিতীয় হিসেবে শেষ ষোলোয় পৌছান শীতল।
এই মুহূর্তে বিশ্বে দুই হাতহীন একমাত্র তিরন্দাজ শীতল দেবী। পা দিয়ে তির ছুড়ে প্যারালিম্পিক্সের কোয়ালিফাই রাউন্ডে ৭২০-র মধ্যে ৭০৩ করে রেকর্ড গড়েন তিনি। যদিও দ্বিতীয় হিসেবে শেষ ষোলোয় পৌছান শীতল।
প্যারিসের লে ইনভালদিস এরেনায় তুরস্কের ওজনুর কিওরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ভারতীয় তিরন্দাজের। মেয়েদের কমপাউন্ড ওপেন র‍্যাঙ্কিং রাউন্ডে অনেকক্ষণ এগিয়েও ছিলেন শীতল দেবী।
প্যারিসের লে ইনভালদিস এরেনায় তুরস্কের ওজনুর কিওরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ভারতীয় তিরন্দাজের। মেয়েদের কমপাউন্ড ওপেন র‍্যাঙ্কিং রাউন্ডে অনেকক্ষণ এগিয়েও ছিলেন শীতল দেবী।
যদিও রেকর্ড বেশি সময় ধরে রাখতে পারেননি শীতল দেবী। বছর ১৭-র ভারতীয় অ্যাথলিটের থেকে শেষ পর্যন্ত ১ পয়েন্ট বেশি স্কোর  শীর্ষস্থান পান ওজনুর।  যদিও এটি শীতল দেবীর ব্যক্তিগত রেকর্ড।
যদিও রেকর্ড বেশি সময় ধরে রাখতে পারেননি শীতল দেবী। বছর ১৭-র ভারতীয় অ্যাথলিটের থেকে শেষ পর্যন্ত ১ পয়েন্ট বেশি স্কোর শীর্ষস্থান পান ওজনুর। যদিও এটি শীতল দেবীর ব্যক্তিগত রেকর্ড।
ইচ্ছে ও জেদ থাকলে সবকিছুই সম্ভব তা দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লক্ষ্যভেদ করে বুঝিয়ে দিয়েছেন শীতল দেবী। প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। আশায় বুক বাঁধছে দেশবাসীও।
ইচ্ছে ও জেদ থাকলে সবকিছুই সম্ভব তা দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লক্ষ্যভেদ করে বুঝিয়ে দিয়েছেন শীতল দেবী। প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। আশায় বুক বাঁধছে দেশবাসীও।

Paralympic Games Paris 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের মেয়ের কামাল পারফরম্যান্স, এক পয়েন্টের জন্যে বিশ্বরেকর্ড হাতছাড়া হলেও মূলপর্বে মেডেলের স্বপ্ন শীতল দেবীর

প্যারিস:  প্যারালিম্পিক্সে ইতিহাস তৈরি করলেন ভারতীয় অ্যাথলিট শীতল দেবী। তিরন্দাজির যোগ্যতা অর্জন পর্বের রাউন্ডে ৭০৩ পয়েন্ট স্কোর করে শীতল শুধু তাঁর সেরা পারফরম্যান্সই দেননি, তিনি নতুন বিশ্বরেকর্ডও  করে রাখলেন। শীতল দেবী প্রথম রাউন্ডে ৫৯, ৫৯, ৫৮, ৫৬, ৫৯, ৫৭ স্কোর করেছিলেন এবং দ্বিতীয়ার্ধে তিনি ৬০, ৫৭, ৬০, ৫৯, ৬০, ৫৯ স্কোর করেছিলেন। এখন তাঁর চোখ প্যারালিম্পিক্সে ভারতের হয়ে সোনা জেতার দিকে।

১৬ বছর বয়সী শীতল দেবী, তাঁর দুটি হাতই নেই৷ তাই দু’হাত ছাড়াই তিরন্দাজি করেন তিনি৷  মহিলাদের ব্যক্তিগত যৌগ তিরন্দাজির যোগ্যতায় সম্ভাব্য ৭২০-র মধ্যে ৭০৩ পয়েন্ট পেয়েছেন। এর মাধ্যমে তিনি ৬৯৮ পয়েন্টের আগের বিশ্ব রেকর্ডটি ভেঙে দেন। তবে তাঁ রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি। টার্কিয়ের কিউরি গির্ডি আরও এক পয়েন্ট বেশি করে শীতলের বিশ্বরেকর্ড ভেঙে দেন৷

—- Polls module would be displayed here —-

আরও পড়ুন – Bollywood Superhit Songs: ফুলশয্যার রাত নিয়ে তৈরি বলিউডের সুপারহিট এই গান! ২৬ বছর পেরোলেও আজও একইরকম আবেদনে ভরা

শীতলের পরের ম্যাচ রবিবার
সামগ্রিক র‌্যাঙ্কিং রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন শীতল দেবী। তিনি পরের রাউন্ড অর্থাৎ নকআউট পর্বের ছাড় পেয়েছেন এবং এখন তিনি ৩১ অগাস্ট রাত ৯ টায় কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবেন। এই অনুষ্ঠানে ভারতের সরিতাও অংশ নিচ্ছেন। কোয়ালিফিকেশন রাউন্ডে তিনি ৬৮২ স্কোর করেছিলেন। নবম স্থানে ছিলেন সরিতা। প্রি-কোয়ার্টার ফাইনালে উঠতে শুক্রবার খেলবেন সরিতা।

8 ব্যাডমিন্টন খেলোয়াড় জিতেছে
প্যারিস প্যারালিম্পিকে এবার ভারত এপর্যন্ত প্যারালিম্পিক্সের সবচেয়ে বড় দল পাঠিয়েছে, যার মধ্যে মোট ৮৪ জন খেলোয়াড় রয়েছে। শীতল দেবী ছাড়াও, অনেক ভারতীয় খেলোয়াড় বৃহস্পতিবার ভাল পারফরম্যান্স করেছিল এবং পদক রাউন্ডে এগিয়ে গেছেন।

ব্যাডমিন্টনে জিতেছেন ৮ ভারতীয় খেলোয়াড়। ভারতীয় প্যারা শাটলার সুহাস ইয়াথিরাজ (SL4), সুকান্ত কদম (SL4), তরুণ (SL4), নীতিশ কুমার (SL3), পলক কোহলি (SL4), তুলসীমতি মুরুগেশান (SU5), মণীষা রামাদোস (SU5) এবং নিত্য শ্রী (SU5)। SH6) প্রথম রাউন্ডের ম্যাচগুলি জিতেছেন।

SL4-এ অংশগ্রহণ করেন সেই অ্যাথলিটরা যাঁদের নীচের অঙ্গে দুর্বলতা রয়েছে এবং যাঁদের হাঁটা বা দৌড়ানোর সময় সামাণ্য ভারসাম্যের সমস্যা রয়েছে। SL3 খেলোয়াড়দের শরীরের একটি অংশে বিকৃতি থাকে। SU5 খেলোয়াড়দের শরীরের উপরের অংশে বিকৃতি রয়েছে। SH 6 ক্যাটাগরি বামন খেলোয়াড়দের জন্য।

শুক্রবারই প্রথম পদক পেতে পারে ভারত
শুক্রবার প্যারালিম্পিক গেমসে পদক ইভেন্টে ভারতের অন্তত ৫ জন অ্যাথলিট খেলতে নামবেন৷ ভারতীয় খেলোয়াড়রা প্রত্যাশা অনুসারে পারফর্ম করলে, শুক্রবার পদক তালিকায় ভারতের খাতা খুলবে।

Paralympic Games Paris 2024: অলিম্পিক্সের পর এবার প্যারালিম্পিক্সের মজা, কোথায় নজর রাখবেন, সবেচেয়ে বড় দল পাঠাল ভারত

নয়াদিল্লি: প্যারালিম্পিক্সের খেলা শুরু হয়ে গেল৷  রীতি মেনেই অলিম্পিক্স ভ্যেনুতে এবার শুরু হল প্যারালিম্পিক্সের খেলাগুলি৷ Viacom18  জানিয়েছে যে JioCinema প্যারালিম্পিক গেমস প্যারিস ২০২৪ খেলা দেখাবে৷ যা ২৮  অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও, Sports18 টিভি নেটওয়ার্ক ১২ দিনের ইভেন্টের প্রতিদিনের হাইলাইটসও দেখাবে৷

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে এবারের প্যারিস অলিম্পিক্সে লিনিয়ার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে ভারতে অলিম্পিকের জন্য Viacom18-র সর্বকালের সর্বোচ্চ ভিউয়ারশিপ হয়েছিল৷ ১৫০০ কোটি মিনিটের বেশি ভিউ টাইম এবং সবরকম প্ল্যাটফর্মে ১৭ কোটিরও বেশি দর্শক দেখেছিল৷ প্রেস রিলিজ অনুসারে, JioCinema প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের জন্য দুটি একই সময়ের ফিড জুড়ে সেরা অ্যাকশন অফার করবে৷  দর্শকদের মার্কি ইভেন্টের জন্যে এই চ্যানেলে নজর রাখতে হবে৷

আরও পড়ুন – Kanchajungha Photos: আকাশ বা মন, কোথাও কালো মেঘ জমতে দেবেন না, রইল চকচকে কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে ফটো

“ভারতে প্যারালিম্পিক আমাদের ক্রীড়াবিদদের পদক বিজয়ী কৃতিত্বের সঙ্গে প্রাধান্য পেয়েছে,” ভায়াকম ১৮ স্পোর্টসের মার্কেটিং প্রধান দময়ন্ত সিং একটি বিবৃতিতে বলেছেন৷

—- Polls module would be displayed here —-

 

ভারত এবারের প্যারালিম্পিক গেমসে ৮৪ জন প্যারা-অ্যাথলিট সহ নিজেদের বৃহত্তম দল পাঠিয়েছে। ১২ ডিসিপ্লিনে অংশগ্রহণকারী, ভারতের ৪ জন প্যারা-অ্যাথলিট রয়েছে যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে প্যারিসে যাচ্ছেন৷ এঁরা হলেন সুমিত আন্তিল (পুরুষদের জ্যাভলিন থ্রো F64), কৃষ্ণ নগর (পুরুষদের ব্যাডমিন্টন একক SH6), মনীশ নারওয়াল (পুরুষদের শুটিং 50 মিটার পিস্তল SH1), এবং অবনী লেখারা (মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং স্ট্যান্ডিং SH1)।

ভারতীয় দলে বিশ্বের এক নম্বর মহিলা একক SH6 খেলোয়াড় নিথ্যা শ্রী সুমাথি সিভানও রয়েছে৷ এই সংস্করণে প্রথমবারের মতো প্যারালিম্পিকে SH6 ইভেন্টটি অনুষ্ঠিত হবে। টোকিও 2020 ছিল ভারতের সবচেয়ে সফল প্যারালিম্পিক, যেখানে ভারতীয় অ্যাথলিটরা পাঁচটি সোনা, আটটি রুপো, এবং ৬টি ব্রোঞ্জ সহ রেকর্ড ১৯টি পদক পেয়েছিল। লেখারা প্যারালিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট ছিলেন৷