Tag Archives: Paris Olympics 2024

India House Announcement: প্যারিস অলিম্পিকে ‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করছে রিলায়েন্স ফাউন্ডেশন, ভারতীয় কৃষ্টি-সংস্কৃতি দেখবে গোটা বিশ্ব

মুম্বইঃ প্যারিস অলিম্পিকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে ‘ইন্ডিয়া হাউজ’ তৈরি করল রিলায়েন্স ফাউন্ডেশন। প্রযুক্তির মাধ্যমে এখানে তুলে ধরা হবে দেশের সমৃদ্ধ সংস্কৃতি, খেলাধূলার ঐতিহ্য এবং ভারতের অতীত, বর্তমান এবং রোমাঞ্চকর ভবিষ্যতের কথা।

Reliance Foundation India House Olympics Mrs. Nita M. Ambani
Reliance Foundation India House Olympics Mrs. Nita M. Ambani

প্যারিসের ঐতিহ্যবাহী পার্ক ‘দে লা ভিলেজে’ তৈরি করা হয়েছে এই ইন্ডিয়া হাউজ। পার্কে ইন্ডিয়া হাউজ ছাড়াও নেদারল্যান্ড, কানাডা, ব্রাজিল, ফ্রান্স সহ মোট ১৪টি দেশের কান্ট্রি হাউজ রয়েছে। জানানো হয়েছে, বিশ্বের নামকরা ক্রীড়াবিদ, বিশিষ্ট ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমীদের ইন্ডিয়া হাউজের দরজা সবসময় খোলা থাকবে।

Logo - India House
Logo – India House

আরও পড়ুনঃ সেমিফাইনালের আগে সুখবর! শীঘ্রই শক্তি আরও বাড়তে চলেছে টিম ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

ইন্ডিয়া হাউজ থেকেই ভারতের প্রতিভা, সম্ভাবনা এবং উচ্চাকাঙ্খার আভাস পাবে বিশ্ব। সংস্কৃতি থেকে শুরু করে শিল্প, খেলাধুলা থেকে শুরু করে যোগব্যায়াম, হস্তশিল্প, সঙ্গীত এবং চিরাচরিত ভারতীয় খাবার মিলবে এখানে।

ইন্ডিয়া হাউসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে আইওসি-র সদস্য এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি বলেন, “প্যারিস অলিম্পিক গেমসের আসরে প্রথমবার ইন্ডিয়া হাউজের ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত বোধ করছি। গত বছর ভারতে আইওসি-র অধিবেশন আমাদের অলিম্পিক যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। আমরা ক্রীড়াবিদদের জয় উদযাপন করব। আমাদের গল্প ভাগ করে নেব এবং বিশ্বকে রাঙিয়ে তুলব ভারতীয়তার রঙে”।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা বলেন, “রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে তৈরি ইন্ডিয়া হাউজ প্যারিস অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদ ও অনুরাগীদের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে। গোটা বিশ্ব ভারত সম্পর্কে জানার সুযোগ পাবে। আমি এই উদ্যোগ এবং ভারতীয় অলিম্পিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইওসি সদস্য নীতা আম্বানিকে ধন্যবাদ জানাতে চাই”।

অলিম্পিক গেমসে কান্ট্রি হাউজ তৈরি করে ‘সফট পাওয়ার’ দেখানোই রেওয়াজ। এতদিন এমনটাই করে আসছে বিভিন্ন দেশ। এবার সেই তালিকায় যুক্ত হল ভারতের নাম। ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ও ঐতিহ্যময় চিত্র তুলে ধরার পাশাপাশি বাড়ি থেকে বহু দূরে থাকা ভারতীয় ক্রীড়াবিদদের কাছে ইন্ডিয়া হাউজ প্যারিসের বুকে নিজের বাড়ি হয়ে উঠতে চলেছে।

আইওএ-র মহাসচিব রাজীব মেহতা বলেন, “ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদারিত্বের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নীতা আম্বানিকে ধন্যবাদ জানাই। ভারতীয় ক্রীড়াকে সমর্থন এবং অলিম্পিক আন্দোলনে যোগদানের মাধ্যমে আগামী প্রজন্মের শিশুদের অনুপ্রাণিত করার জন্যও তাঁকে অনেক ধন্যবাদ”।

আরও পড়ুনঃ বিরাট কোহলিকে নিয়ে বড় খবর! সেমিফাইনালে বদলে যাবে ভারতীয় দল, আসছে নতুন তারকা

ইন্ডিয়া হাউজে ভারতীয় ক্রীড়াবিদদের জয়গাথা এবং পদকের প্রদর্শনী থাকবে। ক্রীড়া অনুরাগীদের জন্য আয়োজন করা হবে ওয়াচ পার্টির। এর ফিড দেবে Viacom 18। ইন্ডিয়া হাউজের আরও তথ্য মিলবে ইন্ডিয়া হাউজ ওয়েবসাইট, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে।

Paris Olympics: বাইচুং ভুটিয়ার তুতো ভাই, এবার প্যারিস অলিম্পিকে নজর কাড়বেন, তরুণদীপের কাহিনি জানুন

জলপাইগুড়ি: পরপর দু’বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিমের নামচি বাসিন্দারা। এবার সেখান থেকেই উঠে এল ভারতীয় দলের তীরন্দাজিতে অলিম্পিকে অংশগ্রহণকারী। সিকিমের খ্যাতিমান তীরন্দাজ তরুণদীপ রাই আসন্ন প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪-এ পুরুষদের রিকার্ভ দলে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া মঞ্চে। ভারতের গর্ব এই যুবক। শত প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে লক্ষ্যের পথে অবিচল থেকেছেন, তা প্রশংসার দাবি রাখে বইকি!

তবে এই পথ কি এতটাই সহজ ছিল? ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারিতে জন্ম তরুণদীপের। খুড়তুতো ভাই ভারতের বিখ্যাত ফুটবলার ভাইচুং ভুটিয়া। ভাইচুং ভুটিয়ার এমন সাফল্য সিকিমকে ভারতের ক্রীড়ার মানচিত্রে স্থান দিয়েছে তা বলাই বাহুল্য। স্বাভাবিকভাবেই তরুণদীপের পরিবার ক্রীড়ার ক্ষেত্রে বেশ উৎসাহী বরাবরই। বাদ সাধে প্রাকৃতিক বিপর্যয়। প্রায় প্রত্যেক বছর বর্ষায় সিকিমের উপর নেমে আসে বিপর্যয়। গত দু’বছর প্রাকৃতিক বিপর্যয়ের কড়াল গ্রাসে রীতিমতো বিধ্বস্ত সিকিম পাহাড়। কিন্তু তার মধ্যেও নিজের লক্ষ্য পূরণ করতে থেমে থাকেননি তরুণদীপ।

আরও পড়ুনAwareness: দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতার পাঠ স্কুলে স্কুলে, পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলায়!

তীরন্দাজি রপ্ত করে গিয়েছেন নিজের মত করে।২০০৩ সাল থেকে শুরু হয় তার সাফল্য অর্জন। সেবার নিউইয়র্কে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করে তরুণদীপ। এরপর আর ফিরে তাকাতে হয়নি। তরুণদীপের প্রথম বড় ব্যক্তিগত জয় আসে ২০০৪ সালে যখন তিনি ব্যাংককে এশিয়ান গ্র্যান্ড প্রিক্সে তার প্রথম স্বর্ণপদক জিতেছিলেন।

তীরন্দাজিতে তরুণদীপ রাইয়ের যাত্রাপথ তার নিষ্ঠা ও দক্ষতার প্রমাণ দেয় প্রতি পদে। তিনি সিকিম এবং সারা ভারতের এক অনুপ্রেরণা। ইতিমধ্যেই তার সাফল্যের মুকুটে আরও একটি পালক এই গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিক ২০২৪। তীরন্দাজিতে তার আরও একটি দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অপেক্ষারত গোটা ভারতবাসী।

সুরজিৎ দে

Lionel Messi: খারাপ খবর আর্জেন্টিনা ফ্যানেদের জন্য! বড় প্রতিযোগিতায় না খেলার সিদ্ধান্ত মেসির, জানুন বিস্তারিত

২১ জুন থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে কোপা আমেরিকা ২০২৪-এর। প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বজয়ী দল আর্জেন্টিনা। ইতিমধ্যেই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। কিন্তু কোপা আমেরিকার শুরুর আবহেই সামনে এল একটি বড় খবর। যা মন ভেঙে দিয়েছে বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টিনা ও মেসি ভক্তদের।

কোপা আমেরিকার পরই রয়েছে অলিম্পিক্স। জুলাই মাসে ফ্রান্সে শুরু হবে প্যারিস অলিম্পিক্স ২০২৪। সেখানে এবার গোল্ড জয়ের অন্যতম দাবিদার আর্জেন্টিনা। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল অলিম্পিক্সে দেশের হয়ে মাঠে নামতে পারেন লিওনেল মেসি। কিন্তু এবার মেসি নিজেই জানিয়ে দিলেন, অলিম্পিক্সে খেলবেন না তিনি। এই বয়সে এসে পরপর দুটি প্রতিযোগিতা খেলা সম্ভব নয় বলেই জানিয়েছেন লিও।

অলিম্পিক্সে এর আগে ২০০৮ সালে গোল্ড জিতেছিলে মেসি। অলিম্পিক্সে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা বলেও জানিয়েছেন আর্জেন্টিনার সিনিয়র দলের অধিনায়ক। কিন্তু নিজের খেলার প্রসঙ্গে তিনি বলেন,”কোপার মাঝে অলিম্পিক্স নিয়ে ভাবা কঠিন। টানা দু’তিন মাস তা হলে ক্লাবের হয়ে খেলা হবে না। আর সেই সঙ্গে আমার বয়স বাড়ছে। এখন আর এতগুলো প্রতিযোগিতা খেলা সম্ভব হয় না। আমাকে বেছে খেলতে হবে। পর পর দু’টি প্রতিযোগিতা খেলা সম্ভব নয়।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বদলে গেল হিসেব? টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতের ৩ প্রতিপক্ষ কারা? রয়েছে বড় চমক

প্রসঙ্গত, ২১ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা ২০২৪। প্রথম দিনই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপায় মেসির নেতৃত্বেই খেলবে নীল-সাদা ব্রিগেড। একইসঙ্গে এই কোপার পর ফুটবলকে বিদায় জানাতে চলেছে ডি মারিয়া। ফলে শেষবারের মত মেসি-ডি মারিয়া জুটিকে দেখতে গোটা ফুটবল বিশ্ব।