Tag Archives: Paris Olympics 2024

Paris Olympics 2024-Mirabai Chanu: ভারোত্তোলনেও পদক এল না ভারতের, চতুর্থ স্থানে শেষ করলেন মীরাবাঈ চানু

আরও একটা স্বপ্নভঙ্গ অলিম্পিক্সে। আরও একবার চতুর্থ। টোকিও অলিম্পিক্সে রূপো জয়ী মীরাবাঈ চানু চতুর্থ হলেন প্যারিসে। Photo: AFP
আরও একটা স্বপ্নভঙ্গ অলিম্পিক্সে। আরও একবার চতুর্থ। টোকিও অলিম্পিক্সে রূপো জয়ী মীরাবাঈ চানু চতুর্থ হলেন প্যারিসে। Photo: AFP
প্যারিস অলিম্পিক্সে আবার ব্যর্থতা। আরও একবার চতুর্থ ভারতীয় অ্যাথলিট। এই নিয়ে ছ'টি ইভেন্টে ভারতীয়েরা চতুর্থ স্থানে শেষ করলেন। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে চতুর্থ হলেন মীরাবাঈ চানু। মোট ১৯৯ কেজি ওজন তুললেন তিনি। Photo: AP
প্যারিস অলিম্পিক্সে আবার ব্যর্থতা। আরও একবার চতুর্থ ভারতীয় অ্যাথলিট। এই নিয়ে ছ’টি ইভেন্টে ভারতীয়েরা চতুর্থ স্থানে শেষ করলেন। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে চতুর্থ হলেন মীরাবাঈ চানু। মোট ১৯৯ কেজি ওজন তুললেন তিনি। Photo: AP
গত টোকিও অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক দিয়েছিলেন তিনি। ৪৯ কেজিতে জিতেছিলেন রুপো। তবে প্যারিসে ব্রোঞ্জজয়ীর থেকে ১ কেজি ওজন কম তুললেন তিনি। Photo: AP
গত টোকিও অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক দিয়েছিলেন তিনি। ৪৯ কেজিতে জিতেছিলেন রুপো। তবে প্যারিসে ব্রোঞ্জজয়ীর থেকে ১ কেজি ওজন কম তুললেন তিনি। Photo: AP
প্রথমে স্ন্যাচে মীরাবাঈ চানু তোলেন ৮৮ কেজি। চোট সারিয়ে ফেরা চানু এই পর্বে প্রত্যাশিত সাফল্যে পাননি। ফলে কিছুটা পিছিয়ে পড়েন। Photo: AP
প্রথমে স্ন্যাচে মীরাবাঈ চানু তোলেন ৮৮ কেজি। চোট সারিয়ে ফেরা চানু এই পর্বে প্রত্যাশিত সাফল্যে পাননি। ফলে কিছুটা পিছিয়ে পড়েন। Photo: AP
ক্লিন অ্যান্ড জার্কে শক্তিশালী মীরাবাঈ চানু ব্যবধান মুছতে পারলেন না। ১১১ কেজির বেশি তুলতে পারলেন না ভারতীয় ভারোত্তোলক। থাইল্যান্ডের খামবাওয়ে দ্বিতীয় পর্বে ১১২ কেজি তোলার পাশাপাশি মোট ২০০ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পেলেন। তাঁর থেকে ১ কেজি কম ওজন তোলায় চতুর্থ স্থানে শেষ করলেন চানু। এ বারের গেমসে চানু ছিলেন ভারতের একমাত্র ভারোত্তোলক।
ক্লিন অ্যান্ড জার্কে শক্তিশালী মীরাবাঈ চানু ব্যবধান মুছতে পারলেন না। ১১১ কেজির বেশি তুলতে পারলেন না ভারতীয় ভারোত্তোলক। থাইল্যান্ডের খামবাওয়ে দ্বিতীয় পর্বে ১১২ কেজি তোলার পাশাপাশি মোট ২০০ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পেলেন। তাঁর থেকে ১ কেজি কম ওজন তোলায় চতুর্থ স্থানে শেষ করলেন চানু। এ বারের গেমসে চানু ছিলেন ভারতের একমাত্র ভারোত্তোলক।

Antim Panghal: ভারতের কুস্তিতে আরও একটি বিতর্ক ! শৃঙ্খলাভঙ্গের দায়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে অন্তিমকে

ভারতের কুস্তিতে আরও একটি বিতর্ক। প্রি-কোয়ার্টার ফাইনালে হারের পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে কুস্তিগির অন্তিম পাঙ্ঘালের বিরুদ্ধে। তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। Photo: AP
ভারতের কুস্তিতে আরও একটি বিতর্ক। প্রি-কোয়ার্টার ফাইনালে হারের পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে কুস্তিগির অন্তিম পাঙ্ঘালের বিরুদ্ধে। তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। Photo: AP
হারের পরে গেমস ভিলেজ ছেড়ে অন্তিম পাঙ্ঘাল চলে গিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর পরিচয়পত্র ব্যবহার করে গেমস ভিলেজে ঢুকতে গিয়ে আটক হয়েছেন অন্তিমের বোন। Photo: AFP
হারের পরে গেমস ভিলেজ ছেড়ে অন্তিম পাঙ্ঘাল চলে গিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর পরিচয়পত্র ব্যবহার করে গেমস ভিলেজে ঢুকতে গিয়ে আটক হয়েছেন অন্তিমের বোন। Photo: AFP
মহিলাদের ৫৩ কেজি বিভাগে নেমেছিলেন অন্তিম। প্রি-কোয়ার্টার ফাইনালে ০-১০ পয়েন্টে হেরে বাদ যান তিনি। তার পরে নাকি আর গেমস ভিলেজে ফেরেননি অন্তিম। তাঁর কোচ ও বোন নিশা একটি হোটেলে রয়েছেন। সেখানেই যান অন্তিম।
মহিলাদের ৫৩ কেজি বিভাগে নেমেছিলেন অন্তিম। প্রি-কোয়ার্টার ফাইনালে ০-১০ পয়েন্টে হেরে বাদ যান তিনি। তার পরে নাকি আর গেমস ভিলেজে ফেরেননি অন্তিম। তাঁর কোচ ও বোন নিশা একটি হোটেলে রয়েছেন। সেখানেই যান অন্তিম।
সন্ধ্যায় অনুশীলনেও যাননি তিনি। পরে গেমস ভিলেজ থেকে তাঁর জিনিসপত্র ফেরত নিয়ে যেতে বোনকে পাঠান তিনি। বোনের হাতে নিজের পরিচয়পত্র দেন।
সন্ধ্যায় অনুশীলনেও যাননি তিনি। পরে গেমস ভিলেজ থেকে তাঁর জিনিসপত্র ফেরত নিয়ে যেতে বোনকে পাঠান তিনি। বোনের হাতে নিজের পরিচয়পত্র দেন।
গেমস ভিলেজে ঢোকার সময় প্যারিস পুলিশ নিশাকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরে বিষয়টি জানা যায়। তাঁর পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে।‌
গেমস ভিলেজে ঢোকার সময় প্যারিস পুলিশ নিশাকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরে বিষয়টি জানা যায়। তাঁর পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে।‌

‘It is a part of game’ সব আশা চরম কালো দুঃস্বপ্নে পরিণত, সারাদিনের শেষে মুখ খুলে এই কথাটুকুই বললেন ভিনেশ

'It is a part of game'- অর্থাৎ এটা খেলার অঙ্গ,  এই কয়েকটি শব্দই বলতে পারলেন ভিনেশ ফোগট৷ প্যারিসের ভোর থেকে  আজ দেশে এল দুসংবাদ৷ মঙ্গলবার রাতে যখন গোটা দেশ আনন্দে মাতোয়ারা যে অলিম্পিক্সের মঞ্চ থেকে আরও একটা পদক আসছেই তখনই এল দুঃসংবাদ৷ ওজন বেশি হওয়ার জেরে তিনি অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন তিনি৷ Photo- AFP 
‘It is a part of game’- অর্থাৎ এটা খেলার অঙ্গ,  এই কয়েকটি শব্দই বলতে পারলেন ভিনেশ ফোগট৷ প্যারিসের ভোর থেকে  আজ দেশে এল দুসংবাদ৷ মঙ্গলবার রাতে যখন গোটা দেশ আনন্দে মাতোয়ারা যে অলিম্পিক্সের মঞ্চ থেকে আরও একটা পদক আসছেই তখনই এল দুঃসংবাদ৷ ওজন বেশি হওয়ার জেরে তিনি অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন তিনি৷ Photo- AFP
মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগ থেকে তিনি যোগ্যতা হারিয়ে ফেললেন৷ পাশাপাশি কুস্তির তালিকায় একদম শেষে থেকে গেলেন ভারতীয় এই কুস্তিগির৷
মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগ থেকে তিনি যোগ্যতা হারিয়ে ফেললেন৷ পাশাপাশি কুস্তির তালিকায় একদম শেষে থেকে গেলেন ভারতীয় এই কুস্তিগির৷
যদিও এটি ফোগাটের প্রচেষ্টার অভাবের জন্য ছিল না, যিনি দ্বিতীয় ওয়েট-ইন-এ কাট করার জন্য গত রাতের পুরোটা জুড়ে অতিরিক্ত ওজন কমানোর জন্য একটি তীব্র ব্যায়াম এবং রুটিনে প্রবেশ করেছিলেন।
যদিও এটি ফোগাটের প্রচেষ্টার অভাবের জন্য ছিল না, যিনি দ্বিতীয় ওয়েট-ইন-এ কাট করার জন্য গত রাতের পুরোটা জুড়ে অতিরিক্ত ওজন কমানোর জন্য একটি তীব্র ব্যায়াম এবং রুটিনে প্রবেশ করেছিলেন।
ঘণ্টার পর ঘণ্টা তীব্র শারীরিক ব্যায়াম, তারপরে নিজেকে ডিহাইড্রেট করা এবং এমনকি আরও ওজন কমানোর জন্য নিজের চুল কেটে ফেলা, ফোগাট এই সবই করেছিলেন।
ঘণ্টার পর ঘণ্টা তীব্র শারীরিক ব্যায়াম, তারপরে নিজেকে ডিহাইড্রেট করা এবং এমনকি আরও ওজন কমানোর জন্য নিজের চুল কেটে ফেলা, ফোগাট এই সবই করেছিলেন।
ভারতীয় কন্টিনজেন্টের চিফ মেডিক্যাল অফিসার ডক্টর  দিনেশ পারদিওয়ালার চেয়ে ফোগাট তার লড়াইকে বাঁচানোর জন্য যে বিপুল প্রচেষ্টা চালিয়েছিলেন সে সম্পর্কে আর কেউ জানে না।
ভারতীয় কন্টিনজেন্টের চিফ মেডিক্যাল অফিসার ডক্টর  দিনেশ পারদিওয়ালার চেয়ে ফোগাট তার লড়াইকে বাঁচানোর জন্য যে বিপুল প্রচেষ্টা চালিয়েছিলেন সে সম্পর্কে আর কেউ জানে না।
“আমরা সেই ওজন কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। যখন সে আর ঘামতে পারছিল না, তখন আমাদেরকে তার চুল কেটে ফেলার মতো কিছু কঠোর ব্যবস্থাও নিতে হয়েছিল…যদি আমাদের আরও কয়েক ঘণ্টা থাকত আমরা সেই ১০০ গ্রাম কমানোর সময় পেতে পারতাম, কিন্তু আমাদের কাছে সেই সময় ছিল না,"  ডক্টর পারদিওয়ালা বলেছেন।
“আমরা সেই ওজন কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। যখন সে আর ঘামতে পারছিল না, তখন আমাদেরকে তার চুল কেটে ফেলার মতো কিছু কঠোর ব্যবস্থাও নিতে হয়েছিল…যদি আমাদের আরও কয়েক ঘণ্টা থাকত আমরা সেই ১০০ গ্রাম কমানোর সময় পেতে পারতাম, কিন্তু আমাদের কাছে সেই সময় ছিল না,”  ডক্টর পারদিওয়ালা বলেছেন।

Nita Ambani – Manu Bhaker: অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকেরকে সংবর্ধনা দিলেন নীতা আম্বানি

প্যারিস: মনু ভাকেরের সৌজন্যেই অলিম্পিক্সে দুটো পদক জিতেছে ভারত। অল্পের জন্য অলিম্পিক্সে হ্যাটট্রিক করার সুযোগ হাতছাড়া হয়েছে। তাতে কী? ক্রীড়াপ্রেমীরা যেন নতুন আইকন খুঁজে পেয়েছেন। মঙ্গলবার ইন্ডিয়া হাউজে অলিম্পিক্সের পদকজয়ীদের সংবর্ধনা দেন আইওসির সদস্য এবং রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি।

এই অনুষ্ঠানে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকেরকে বিশেষ ভাবে প্রশংসিত করেন। গত বারের টোকিও অলিম্পিক্সে পিস্তলে সমস্যার জন্য ভাল কিছু করতে পারেননি মনু, এবার দুটো ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু।

আরও পড়ুন: জানতেন ওজন বেশি! ভয়ে ছিলেন ভিনেশ, সারা রাত যা যা করলেন, ভাবতে পারবেন না…

মনু ভাকের প্রসঙ্গে বলতে গিয়ে নীতা আম্বানি বলেন, “টোকিও গেমসের পরে, মনু বলেছিলেন যে তিনি আমাদের প্রাচীন গ্রন্থ ভগবত গীতার বাণী অনুসরণ করেছিলেন যা আমাদের শেখায় ‘আপনার সেরাটা করুন এবং বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন।’ এবং দেখুন তিনি কী করে দেখালেন। তিন বছর পরে, তিনি কেবল তার নিজের নয়, দেশের ভাগ্যও বদলে দিলেন”।

আরও পড়ুন: তারকেশ্বর গেলে সোনায় সোহাগা! বাড়ছে ৮ জোড়া ট্রেন, দাঁড়াতে হবে না টিকিটের লাইনেও

প্রসঙ্গত, প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে একটি অলিম্পিক্সে জোড়া পদক জিতে নজির গড়েছেন মনু। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল এবং মিক্সড টিম এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু।

‘খেলা, পদকের বাইরেও খেলাধূলা আমাদের চেতনার উদযাপন’, বললেন নীতা আম্বানি

প্যারিস: প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগট। ফাইনাল ম্যাচের ঠিক আগে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

কুস্তির ৫০ কেজি ওজন বিভাগের ফাইনালে নামতেন ভিনেশ ফোগট। ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ১৫০ গ্রাম বেশি ছিল। তাই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। ভিনেশ চিটকে যাওয়ায় অলিম্পিকে বড় ধাক্কা খেয়েছে ভারত।

—- Polls module would be displayed here —-

মঙ্গলবার অলিম্পিকে ভারতের ক্রীড়াবিদদের জন্য একটি দুর্দান্ত দিন ছিল। নীরজ চোপড়া এবং ভিনেশ ফোগাট সকালে অবিস্মরণীয় পারফরম্যান্স করেন। সন্ধেয় ইন্ডিয়া হাউসে উদযাপন চলতে থাকে।

আরও পড়ুন- ছিলেন ৫৩ কেজিতে, নামলেন ৫০ কেজিতে! কার ভুলে ভিনেশ বাদ? বড় খবর

উপস্থিত ক্রীড়াবিদদের মধ্যে একাধিক পদক বিজয়ী শ্যুটার মনু ভাকের এবং ব্রোঞ্জ পদক বিজয়ী শ্যুটার স্বপ্নিল কুসলে ছিলেন। তাঁদের আইওসি সদস্য এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন শ্রীমতি নীতা আম্বানি সংবর্ধনা দেন। নীতা আম্বানি এদিন মনুকে বলেন, “গত সপ্তাহে প্যারিসে, হরিয়ানার একটি গ্রামের ২২ বছর বয়সী মেয়ে ইতিহাস সৃষ্টি করেছে। তুমি আমাদের গর্বিত করেছো। তোমার আবেগ, অধ্যবসায়, কঠোর পরিশ্রমকে কুর্ণিশ।”

ক্রীড়াবিদদের সাথে কথা বলার সময় নীতা আম্বানি বলেন, “আজ আমাদের বেশিরভাগ ক্রীড়াবিদ এখানে আছেন। গেমসের ফলাফল যাই হোক না কেন, আমরা তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে উদযাপন করব! তোমাদের প্রতিভা, কঠোর পরিশ্রম, মূল্যবোধ উদযাপন করতে আমরা আজ এখানে জড়ো হয়েছি!”

আরও পড়ুন- ভিনেশ বাতিল, IOA সভাপতি পিটি ঊষাকে ফোন প্রধানমন্ত্রীর! কী হবে এবার?

নীতা আম্বানি আরও বলেন, প্রতিটি ক্রীড়াবিদকে নিয়ে আমরা গর্বিত। এই গেমস আমাদের উদযাপন করা উচিত। তিনি বলেন, “মেডেল এবং রেকর্ডের বাইরে খেলাধুলা হল মানুষের চেতনা, চরিত্রের, কঠোর পরিশ্রমের উদযাপন। সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করার পর কখনও হাল ছেড়ে না দেওয়ার উদযাপন! আমাদের প্রত্যেক ক্রীড়াবিদ প্যারিসে সেই চেতনা দেখিয়েছেন। আজ আমরা তোমাদের সবাইকে নিয়ে উদযাপন করছি, টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন তোমরা!

Paris Olympics 2024: ভারতীয় অ্যাথলিটদের নিয়ে আনন্দে ভাসলেন নীতা অম্বানি, ইন্ডিয়া হাউসে বিশাল সম্বর্ধনা

প্যারিস: আইওসি সদস্য, রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি ফ্রান্সে অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদদের লড়াকু প্রচেষ্টাকে সম্মান জানাতে  আয়োজিত অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন৷ মঙ্গলবার প্যারিসের ইন্ডিয়া হাউসে এই অনুষ্ঠানে মূল আয়োজকের ভূমিকায় ছিলেন নীতা আম্বানি৷

নীতা আম্বানি, যিনি ভারতে অলিম্পিক্স মুভমেন্টের  সামনের সারিতে ছিলেন, এদিন তিনি দারুণ ভাল পারফর্ম করা  অংশগ্রহণকারীদের জন্য নিজের আনন্দ-আবেগ ধরে রাখতে পারছিলেন না৷  কারণ তিনি লড় ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছিলেন৷ এই ক্রীড়াবিদ যাঁরা হয়ত পদকের লড়াই পর্যন্ত পৌঁছতে পারেননি কিন্তু গ্রেটেস্ট শো অন আর্থে যাঁরা ভারতীয় তেরঙ্গার প্রতিনিধিত্ব করেছিলেন।

আরও পড়ুন – Vinesh Phogat Update: IOA-র কাছে আবেদন করছে ভারত, ভিনেশকে খেলাতে মরিয়া প্রচেষ্টা দেশের

ইতিহাস সৃষ্টিকারী শ্যুটার, ডাবল পদক বিজয়ী মনু ভাকর এবং স্বপ্নিল কুসলেরাও ছিলেন এদিনের এই বিশেষ আনন্দ অনুষ্ঠানে৷ নীতা আম্বানি বিজয়ীদের অভিনন্দন জানান এবং দেশকে সম্মান এনে দেওয়ার জন্য অ্যাথলিটদের ভূয়সী প্রশংসা করেন৷

ঋষভ পন্থের জীবন বাঁচিয়েছিলেন, সেই ডাক্তারও ভিনেশের জন্য কিছু করতে পারলেন না!

কলকাতা: প্যারিস অলিম্পিক্সে বুধবার সকালে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য দুঃসংবাদ। যাঁকে সম্ভাব্য সোনা জয়ী হিসেবে বিবেচনা করা হয়েছিল, তাঁকে ফাইনালের জন্য অযোগ্য ঘোষণা করা হল।

দেশবাসী ভিনেশের কাছ থেকে সোনার আশা করেছিল। কিন্তু হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় তিনি ফাইনালের জন্য অযোগ্য হয়ে গেলেন। প্যারিস অলিম্পিক্সের মহিলা কুস্তির ৫০ কেজি সোনার মেডেল ম্যাচে ভিনেশ আমেরিকার অ্যান হিলডেব্র্যান্ডের মুখোমুখি হয়েছিলেন।

আরও পড়ুন- ছিলেন ৫৩ কেজিতে, নামলেন ৫০ কেজিতে! কার ভুলে ভিনেশ বাদ? বড় খবর

মঙ্গলবার সকালে প্রথম লড়াইয়ের আগে ভিনেশের ওজন ছিল ৪৯.৯০ কেজি। এর পর প্রথম ম্যাচে অংশ নেওয়ার অনুমতি পান তিনি। একই দিনে টানা তিনটি বাউট খেলে ফাইনালে ওঠেন তিনি।

সেমিফাইনালে জেতার পর ভিনেশের ওজন হঠাৎ করে প্রায় ৫২.৭ কেজি হয়ে যায়। এর পরই ভিনেশের ওজন কমাতে প্রখ্যাত চিকিৎসক দিনেশ পারদিওয়ালার সাহায্য নেওয়া হয়। তাও কোনও লাভ হয়নি।

ভিনেশ ফোগটের ওজন কীভাবে কমানো যায় তা নিয়ে সবাই চিন্তিত ছিলেন। ফাইনালের আগের রাতে ঘুমোতে পারেননি ভিনেশ। গগন নারাং, প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দলের শেফ ডি মিশন, দিনশ পারদিওয়ালা, ভিনেশের স্বামী, ফিজিও, মেডিকেল স্টাফ এবং আইওএ কর্মকর্তারা ওজন কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হতে পারেননি।

ভিনেশ ভারতের প্রথম মহিলা কুস্তিগীর যিনি অলিম্পিক্সে কুস্তির ফাইনালে উঠেছিলেন। ডঃ দিনশ পারদিওয়ালা সম্প্রতি টিম ইন্ডিয়ার উইকেটকিপার ঋষভ পন্তের অস্ত্রোপচার করেছিলেন।

তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, জসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার চিকিৎসাও করেছেন। তিনি একজন স্পোর্টস অর্থোপেডিক সার্জন। তিনি ২২ বছর ধরে এই ক্ষেত্রে কাজ করছেন।

আরও পড়ুন- ভিনেশ বাতিল, IOA সভাপতি পিটি ঊষাকে ফোন প্রধানমন্ত্রীর! কী হবে এবার?

পারদিওয়ালা মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক। পারদিওয়ালা ২০০৯ সালে ISAKOS জন জয়েস পুরস্কারেও সম্মানিত হয়েছেন। আর্থ্রোস্কোপিক সার্জারিতে অসামান্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

Sports Minister on Vinesh Phogat: ‘সকাল ৭.১৫, ৭.৩০-এ দু বার মাপা হয় ওজন!’ কী ঘটল প্যারিসে, লোকসভায় জানালেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি: ভিনেশ ফোগট কাণ্ডে সংসদে বিবৃতি দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ বেশি ওজনের জন্য ভিনেশ ফোগটের অলিম্পিক্সে স্বপ্নভঙ্গের পর ঘটনাক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ সংসদ চত্বরে বিক্ষোভও দেখান তাঁরা৷ যদিও ক্রীড়ামন্ত্রী এ দিন সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন, ভিনেশের কাণ্ডে ইতিমধ্যেই আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের কাছে প্রতিবাদ জানিয়েছে ভারত৷ বিষয়টি নিয়ে ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পি টি ঊষার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

পাশাপাশি, অলিম্পিক্সে ভিনেশের সাফল্যের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে আর্থিক সাহায্য সহ সবরকম ভাবে পাশে থেকেছে, এ দিন সংসদে দাঁড়িয়ে সেকথাও মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী৷ এ দিন অলিম্পিক্স থেকে ভিনেশের বাতিল হয়ে যাওয়ার খবর আসতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় কুস্তিগীরকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী৷

সংসদে এ দিন ক্রীড়ামন্ত্রী বলেন, ‘পঞ্চাশ কেজি বিভাগে একশো গ্রাম বেশি ওজন হওয়ায় ভিনেশ ফোগটকে প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল করা হয়েছে৷ আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক বিভাগের প্রতিযোগীদের প্রতিদিন সকালে দু বার ওজন মাপা হয়৷ কোনও প্রতিযোগী যদি দু বার মধ্যে একবারও ওজন মাপার প্রক্রিয়ায় অংশ না নেন অথবা তাঁর ওজন নির্ধারিত সীমার বেশি হয়, তাহলে সেই ক্রীড়াবিদকে বাতিল করা হয় অথবা র‍্যাঙ্ক ছাড়াই তাঁর জায়গা সবার শেষে হয়৷’

আরও পড়ুন: IOA-র কাছে আবেদন করছে ভারত, ভিনেশ খেলাতে মরিয়া প্রচেষ্টা দেশের

প্যারিসের ঘটনাক্রম বিশদে তুলে ধরে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘প্যারিসের স্থানীয় সময় সকাল ৭.১৫ এবং ৭.৩০ মিনিটে আজ দু বার ভিনেশ ফোগটের ওজন মাপা হয়৷ ভিনেশের ওজন ৫০ কেজি ১০০ গ্রাম আসে৷ এই কারণে ভিনেশকে অলিম্পিক্স থেকে বাতিল করে দেওয়া হয়৷ আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে৷ প্রধানমন্ত্রী নিজেও প্যারিসে থাকা ভারতীয় অলিম্পিক্স ফেডারেশনের প্রধান পি টি ঊষার সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ করতে বলেছেন৷’

এর পরেই ক্রীড়ামন্ত্রী জানান, অলিম্পিক্সে ভিনেশের সাফল্যের জন্য ভারত সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হয়েছে৷ ভিনেশের জন্য হাঙ্গেরির বিখ্যাত কোচকে আনার ব্যবস্থা করা হয়েছে৷ এ ছাড়াও সর্বক্ষণের স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, ফিজিওর মতো ব্যক্তিগত প্রশিক্ষক এবং টিম রাখতে প্রয়োজনীয় আর্থিক সাহায্যও করেছে ভারত সরকার৷ ভিনেশের অলিম্পিক্স প্রস্তুতির জন্য কেন্দ্রীয় সরকার ৭০ লক্ষ ৪৫ হাজার টাকারও বেশি খরচ করেছে৷

Vinesh Phogat Update: IOA-র কাছে আবেদন করছে ভারত, ভিনেশকে খেলাতে মরিয়া প্রচেষ্টা দেশের

:  ভারতের  ভিনেশ ফোগটের কেসটি নিয়ে আইওসি-র কাছে আবেদন করছে৷ আইওসি-র প্রটোকল মেনে ভিনেশের কেসটির জন্য আপিল করা হয়েছে৷ ভারতীয় কুস্তিগির ৫০ কেজির মহিলা ফ্রি স্টাইল বিভাগে ডিসকোয়ালিফাই হয়ে যান৷ তাঁর আজই সোনার মেডেলের ম্যাচের জন্য নামার কথা ছিল৷ আজ সকালেই কুস্তি ফাইনালের আগে তাঁর ওজন করা হলে তিনি ওভারওয়েট হন৷
:  ভারতের  ভিনেশ ফোগটের কেসটি নিয়ে আইওসি-র কাছে আবেদন করছে৷ আইওসি-র প্রটোকল মেনে ভিনেশের কেসটির জন্য আপিল করা হয়েছে৷ ভারতীয় কুস্তিগির ৫০ কেজির মহিলা ফ্রি স্টাইল বিভাগে ডিসকোয়ালিফাই হয়ে যান৷ তাঁর আজই সোনার মেডেলের ম্যাচের জন্য নামার কথা ছিল৷ আজ সকালেই কুস্তি ফাইনালের আগে তাঁর ওজন করা হলে তিনি ওভারওয়েট হন৷
ভিনেশ ইতিহাস তৈরি করেন মঙ্গলবার রাতে৷ তিনি সেমিফাইনালে জেতার পরেই ফাইনালে চলে যান এবং তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে  ফাইনালের টিকিট পেয়েছিলেন৷ বুধবার সকালের আগে সারা দেশ খুশি ছিল অলিম্পিক্সের মঞ্চ থেকে নিশ্চিতভাবে আরও একটি পদক আসছে৷ কারণ ভারত রুপো অন্তত পেতেনই৷
ভিনেশ ইতিহাস তৈরি করেন মঙ্গলবার রাতে৷ তিনি সেমিফাইনালে জেতার পরেই ফাইনালে চলে যান এবং তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে  ফাইনালের টিকিট পেয়েছিলেন৷ বুধবার সকালের আগে সারা দেশ খুশি ছিল অলিম্পিক্সের মঞ্চ থেকে নিশ্চিতভাবে আরও একটি পদক আসছে৷ কারণ ভারত রুপো অন্তত পেতেনই৷
আইওসি আবেদন করেছে যেন কেউ ভিনেশ ফোগটের প্রাইভেসি যেন অতিক্রম না করা হয়৷ নিজের এটা তৃতীয় অলিম্পিক্স খেলছেন ভিনেশ ফোগট৷
আইওসি আবেদন করেছে যেন কেউ ভিনেশ ফোগটের প্রাইভেসি যেন অতিক্রম না করা হয়৷ নিজের এটা তৃতীয় অলিম্পিক্স খেলছেন ভিনেশ ফোগট৷
তিনি ওভারওয়েট হওয়ার কারণে এই কুস্তির লড়াইয়ের তালিকায় একদম শেষ স্থানে থেকে লড়াই করছেন৷
তিনি ওভারওয়েট হওয়ার কারণে এই কুস্তির লড়াইয়ের তালিকায় একদম শেষ স্থানে থেকে লড়াই করছেন৷
: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে৷ কপালের প্রবল মারপ্যাঁচে এক রাতে স্বর্গ থেকে পড়ে স্বপ্নভঙ্গ হল ভিনেশের৷
: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে৷ কপালের প্রবল মারপ্যাঁচে এক রাতে স্বর্গ থেকে পড়ে স্বপ্নভঙ্গ হল ভিনেশের৷
বুধবারই প্যারিসে যখন সকাল তখন সেখান থেকে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য যোগ্যতা হারিয়েছেন ভিনেশ ফোগট৷
বুধবারই প্যারিসে যখন সকাল তখন সেখান থেকে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য যোগ্যতা হারিয়েছেন ভিনেশ ফোগট৷

ছিলেন ৫৩ কেজিতে, নামলেন ৫০ কেজিতে! কার ভুলে ভিনেশ বাদ? বড় খবর

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগট। ফাইনাল ম্যাচের ঠিক আগে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

কুস্তির ৫০ কেজি ওজন বিভাগের ফাইনালে নামতেন ভিনেশ ফোগট। ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ১৫০ গ্রাম বেশি ছিল। তাই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। ভিনেশ চিটকে যাওয়ায় অলিম্পিকে বড় ধাক্কা খেয়েছে ভারত।

আরও পড়ুন- ‘তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!’ ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি

কুস্তি সংস্থার গোঁয়ার্তুমির ফলই কি পেলেন ভিনেশ? নিজের ক্যাটেগরিতে না নেমে ওজন কমিয়ে ৫০ কেজি বিভাগে নামতে হয়েছিল ভিনেশকে। অলিম্পিক এর আগে ভিনেশকে জানিয়ে দেওয়া হয়েছিল, ৫৩ কেজি বিভাগে অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন অন্তিম পাংহাল।

অন্তিম যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন। ভিনেশ ফোগটকেও যোগ্যতা অর্জনের পরীক্ষা দিতে হবে। ভিশন সেই কারণে ওজন কমিয়ে ৫০ কেজি বিভাগে খেলতে নামেন। ভারতের যে কোটা ছিল, সেটা থেকেই যোগ্যতা অর্জন করেন।

হাঁটুতে মারাত্মক চোট ছিল ভিনেশের। যে কারণে তাঁর কেরিয়ার নিয়েই উঠে গিয়েছিল প্রশ্ন। অস্ত্রোপচার করানো ছাড়া সেই সময় আর কোনও উপায় ছিল না। কিন্তু অস্ত্রোপচার করানো মানে ফিরে আসতে সময় লাগবে। অলিম্পিক্সে নামা নিয়ে প্রশ্ন আরও জোরাল হয়ে পড়বে।

—- Polls module would be displayed here —-

শেষ পর্যন্ত অস্ত্রোপচারের পথেই হাঁটেন ভিনেশ। চিকিৎসক ছিলেন ডাক্তার দীনশ পার্ডিওয়ালা। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থকে যিনি কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন।

আরও পড়ুন- ভিনেশ কেন বাদ? অলিম্পিক্সে ওজন মাপায় গণ্ডগোল! কোচ জানালেন ‘আসল কথা’

কুস্তির কোচ দাবি করেছেন, গত অলিম্পিক্স পর্যন্ত সমস্ত কুস্তি ম্যাচ একই দিনে অনুষ্ঠিত হয়েছিল। একই দিনে খুব ভোরে ওজন করা হত। সহজ কথায়, আগে একবার ওজন করা হত এবং ম্যাচগুলি একই দিনে শেষ হত। এবার কুস্তির ম্যাচগুলি দুদিনে অনুষ্ঠিত হচ্ছে। ২ দিনেই ওজন আলাদা।