Tag Archives: Paris Olympics 2024

Vinesh Phogat Hospitalized: একের পর এক খারাপ খবর প্যারিস থেকে, হাসপাতালে গেলেন ভিনেশ

: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে৷ কপালের প্রবল মারপ্যাঁচে এক রাতে স্বর্গ থেকে পড়ে স্বপ্নভঙ্গ হল ভিনেশের৷
: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে৷ কপালের প্রবল মারপ্যাঁচে এক রাতে স্বর্গ থেকে পড়ে স্বপ্নভঙ্গ হল ভিনেশের৷
বুধবারই প্যারিসে যখন সকাল তখন সেখান থেকে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য যোগ্যতা হারিয়েছেন ভিনেশ ফোগট৷
বুধবারই প্যারিসে যখন সকাল তখন সেখান থেকে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য যোগ্যতা হারিয়েছেন ভিনেশ ফোগট৷
ভিনেশ আগের দিনই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিক্সের কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন৷ তিনি আজ সোনার মেডেলের লড়াইতে নামতেন৷
ভিনেশ আগের দিনই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিক্সের কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন৷ তিনি আজ সোনার মেডেলের লড়াইতে নামতেন৷
মারাত্মক ক্ষতি ভারতের, মারাত্মক ক্ষতি ভিনেশ ফোগটের৷ ৫০ কেজি ওজন বিভাগে নাকি তিনি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন রয়েছে৷ তাঁর ওজন নির্দিষ্ট কোটার থেকে ১০০ গ্রামেরও কিছু গ্রাম কম ওজন বৃদ্ধি হয়েছে৷
মারাত্মক ক্ষতি ভারতের, মারাত্মক ক্ষতি ভিনেশ ফোগটের৷ ৫০ কেজি ওজন বিভাগে নাকি তিনি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন রয়েছে৷ তাঁর ওজন নির্দিষ্ট কোটার থেকে ১০০ গ্রামেরও কিছু গ্রাম কম ওজন বৃদ্ধি হয়েছে৷
ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷
ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷
৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷
৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷
তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে যান ভিনেশ৷
তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে যান ভিনেশ৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের পর ভারতের কুস্তিগির ভিনেশ ফোগট আর খেলতে পারবেন না৷ কারণ তাঁর ওজন নির্ধারিত ক্যাটাগরির চেয়ে বেশি৷ সারারাত চেষ্টা করেও তাঁর ওজন কমানো যায়নি৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের পর ভারতের কুস্তিগির ভিনেশ ফোগট আর খেলতে পারবেন না৷ কারণ তাঁর ওজন নির্ধারিত ক্যাটাগরির চেয়ে বেশি৷ সারারাত চেষ্টা করেও তাঁর ওজন কমানো যায়নি৷
এর ফলে তিনি আজকের ফাইনালে খেলতে পারবেন না৷ এদিকে এরই সঙ্গে জানিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে কোনও বিবৃতি দেবে না৷
এর ফলে তিনি আজকের ফাইনালে খেলতে পারবেন না৷ এদিকে এরই সঙ্গে জানিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে কোনও বিবৃতি দেবে না৷
পাশাপাশি তাঁদের দাবি এই মুহূর্তে ভিনেশ ফোগটকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে ব্যতিব্যস্ত করেন৷
পাশাপাশি তাঁদের দাবি এই মুহূর্তে ভিনেশ ফোগটকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে ব্যতিব্যস্ত করেন৷

 

Vinesh Phogat: অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ, ফাইনালে নামতেই পারবেন না ফোগট! দেখুন ভিডিও

অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ কিন্তু নির্ধারিত ৫০ কেজি সামান্য কয়েক গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ফোগট৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন৷ দুরন্ত ফর্মে থেকে বিশ্বের এক নম্বর কুস্তিগীরকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ভিনেশ৷ রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ ফোগটের স্বপ্নভঙ্গের পরই তাঁকে সান্ত্বনা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

ভিনেশ কেন বাদ? অলিম্পিক্সে ওজন মাপায় গণ্ডগোল! কোচ জানালেন ‘আসল কথা’

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগট। ফাইনাল ম্যাচের ঠিক আগে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

কুস্তির ৫০ কেজি ওজন বিভাগের ফাইনালে নামতেন ভিনেশ ফোগট। ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ৫০ গ্রাম বেশি ছিল। তাই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। ভিনেশ চিটকে যাওয়ায় অলিম্পিকে বড় ধাক্কা খেয়েছে ভারত।

আরও পড়ুন- Paris Olympics 2024: অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশকে, হঠাৎ কী ঘটল

রেসলিং কোচ ডক্টর সুশীল রাজপুত বলেছেন, এটা সম্ভব নয়, কারণ ওজন সবার সামনেই ছিল। অন্যান্য খেলোয়াড় ও কোচরাও সেখানে থাকেন। তবে পুরানো নিয়ম থাকলে ভিনেশ ফোগট একেবারেই আউট হতেন না। ভারতের একটি পদক নিশ্চিত ছিল।

ডাঃ সুশীল রাজপুত বলেছেন, গত অলিম্পিক্স পর্যন্ত সমস্ত কুস্তি ম্যাচ একই দিনে অনুষ্ঠিত হয়েছিল। একই দিনে খুব ভোরে ওজন করা হত। সহজ কথায়, আগে একবার ওজন করা হত এবং ম্যাচগুলি একই দিনে শেষ হত। এবার কুস্তির ম্যাচগুলি দুদিনে অনুষ্ঠিত হচ্ছে। ২ দিনেই ওজন আলাদা।

—- Polls module would be displayed here —-

ভিনেশ ফোগাট ৬ জুলাই প্রি-কোয়ার্টার, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন। প্রথম ম্যাচে অলিম্পিক্স চ্যাম্পিয়ন, দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং তৃতীয় ম্যাচে প্যান আমেরিকান চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন।

আরও পড়ুন- ‘তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!’ ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি

ফাইনাল ম্যাচ ৬ই জুলাই অনুষ্ঠিত হয়নি। এটি ৭ জুলাই নির্ধারিত হয়েছিল। ৭ জুলাই ম্যাচের জন্য আজ সকালে পুনরায় ওজন করা হয়েছিল, যাতে ফোগটের ওজন বেশি হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষার সাথে ফোনে এই পুরো বিষয়টি নিয়ে কথা বলেছেন। তাঁকে সমস্ত বিকল্প নিয়ে খোঁজ নিতে বলা হয়েছে। ভারত  ফোগটের ব্যাপার নিয়ে প্যারিস অলিম্পিক্স কমিটির কাছে প্রতিবাদ করতে পারে।

Paris Olympics 2024: এই মুহূর্তে ভিনেশকে কোনও প্রশ্ন না করতে আবেদন ভারতীয় অ্যাথলেটিক্সে, যেভাবে স্বপ্ন পরিণত হল দুঃস্বপ্নে

মারাত্মক ক্ষতি ভারতের, মারাত্মক ক্ষতি ভিনেশ ফোগটের৷ ৫০ কেজি ওজন বিভাগে নাকি তিনি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন রয়েছে৷ তাঁর ওজন নির্দিষ্ট কোটার থেকে ১০০ গ্রামেরও কিছু গ্রাম কম ওজন বৃদ্ধি হয়েছে৷
মারাত্মক ক্ষতি ভারতের, মারাত্মক ক্ষতি ভিনেশ ফোগটের৷ ৫০ কেজি ওজন বিভাগে নাকি তিনি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন রয়েছে৷ তাঁর ওজন নির্দিষ্ট কোটার থেকে ১০০ গ্রামেরও কিছু গ্রাম কম ওজন বৃদ্ধি হয়েছে৷
ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷
ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷
৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷
৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷
তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে যান ভিনেশ৷
তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে যান ভিনেশ৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের পর ভারতের কুস্তিগির ভিনেশ ফোগট আর খেলতে পারবেন না৷ কারণ তাঁর ওজন নির্ধারিত ক্যাটাগরির চেয়ে বেশি৷ সারারাত চেষ্টা করেও তাঁর ওজন কমানো যায়নি৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের পর ভারতের কুস্তিগির ভিনেশ ফোগট আর খেলতে পারবেন না৷ কারণ তাঁর ওজন নির্ধারিত ক্যাটাগরির চেয়ে বেশি৷ সারারাত চেষ্টা করেও তাঁর ওজন কমানো যায়নি৷
এর ফলে তিনি আজকের ফাইনালে খেলতে পারবেন না৷ এদিকে এরই সঙ্গে জানিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে কোনও বিবৃতি দেবে না৷
এর ফলে তিনি আজকের ফাইনালে খেলতে পারবেন না৷ এদিকে এরই সঙ্গে জানিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে কোনও বিবৃতি দেবে না৷
পাশাপাশি তাঁদের দাবি এই মুহূর্তে ভিনেশ ফোগটকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে ব্যতিব্যস্ত করেন৷
পাশাপাশি তাঁদের দাবি এই মুহূর্তে ভিনেশ ফোগটকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে ব্যতিব্যস্ত করেন৷

 

Narendra Modi on Vinesh Phogat: ‘তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!’ ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি

নয়াদিল্লি: ওজন বেশি থাকার অভিযোগে কুস্তিগীর ভিনেশ ফোগট অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের পোস্টে মোদি ভিনেশকে দেশের গর্ব বলে দাবি করার পাশাপাশি প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন৷

অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ কিন্তু কিছুক্ষণ আগেই খবর আসে, নির্ধারিত ৫০ কেজি সামান্য কয়েক গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ফোগট৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন৷

আরও পড়ুন: অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশকে, হঠাৎ কী ঘটল, চরম চাঞ্চল্য

ভিনেশ ফোগটের স্বপ্নভঙ্গের এই খবর আসার পরই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন৷ তুমি ভারতের গর্ব এবং প্রত্যেক ভারতবাসীর কাছে অনুপ্রেরণা৷ আজকের এই ধাক্কা যন্ত্রণাদায়ক৷ যে হতাশা আমায় গ্রাস করেছে তা ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পেলে ভাল হত৷ তবে একই সঙ্গে আমি জানি একইসঙ্গে আমি জানি, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিমূর্তি তুমি। চিরদিন তোমার প্রকৃতি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া৷ আরও শক্তিশালী হয়ে ফিরে এসো৷ আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি৷’

প্রসঙ্গত উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ও বিজেপি নেতা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন ভিনেশ৷ সেই সময়, মোদি বিরোধী স্লোগানও দিয়েছিলেন তিনি৷ এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেকথা মনেও করিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত৷

Paris Olympics 2024: অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশকে, হঠাৎ কী ঘটল, চরম চাঞ্চল্য

প্যারিস: ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷

৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷

 

 

তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে গেল৷

Kangana Ranaut on Vinesh Phogat: ‘মোদি-বিরোধী স্লোগান দিয়েছিলেন’, ভিনেশ অলিম্পিক্সে ইতিহাস গড়তেই মুখ খুললেন কঙ্গনা!

প্যারিস: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে ঐতিহাসিক জয় পেয়েছেন ভিনেশ ফোগট। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। কিউবার ইয়ুসনেলিস গুজম্যান লোপেজকে ৫-০ ব্যবধানে হারিয়ে দুর্ধর্ষ জয় পেয়েছেন ভিনেশ ফোগট। আর এর ফলে তিনিই হয়ে উঠেছেন প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর, যিনি অলিম্পিক্স কুস্তির ফাইনালে পৌঁছতে পেরেছেন।

ভিনেশ ফোগটের এই কৃতিত্বের প্রশংসা করে ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘ভারতের প্রথম স্বর্ণ পদকের জন্য অধীর অপেক্ষায়…’ এক সময় ভিনেশ ফোগট প্রতিবাদ আন্দোলনে অংশ নিয়েছিলেন। যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও স্লোগান দিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকে দেশের প্রতিনিধিত্ব করার এবং সেরা প্রশিক্ষণ, কোচ এবং সুযোগসুবিধা পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আর মহান নেতার প্রতীক।”

আরও পড়ুন: শক্ত হাতে রাশ ধরতে পারবেন বাংলাদেশের? নোবেলজয়ী ইউনুসের সামনে কঠিন চ্যালেঞ্জ

ফাইনাল পর্যন্ত ভিনেশ ফোগটের সফরটা অসাধারণের তুলনায় কিছু কম নয়। ১৬ নম্বর রাউন্ডে বিশ্বসেরা এবং গতবারের চ্যাম্পিয়ন জাপানের ইয়ুয়ি সুসাকিকে হারিয়ে জয়ের পথ প্রশস্ত করেছিলেন ভারতীয় এই তারকা কুস্তিগীর। প্রসঙ্গত টোকিও ২০২০ অলিম্পিকসের সময় থেকেই একবারের জন্যও হারানো যায়নি এই সুসাকিকে। তবে ঐতিহাসিক ভাবে তাঁকে হারিয়ে এগিয়ে গিয়েছেন ভিনেশ ফোগট। এরপর তিনি কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছেন ইউক্রেনের ওকসানা লিভাচের। কম ব্যবধানে তাঁকে হারিয়ে জয়ের পথে এগিয়েছেন ভিনেশ।

তাঁকে কেন্দ্র করে তৈরি সাম্প্রতিক বিতর্ক সত্ত্বেও প্যারিস অলিম্পিক্সে ভিনেশ ফোগটের দুর্ধর্ষ পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে। কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন ভিনেশ ফোগট। এই নিয়ে সেই সময় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে কুস্তির ময়দানে নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি। সুসাকিকে হারিয়ে তিনি তাৎপর্যপূর্ণ ভাবে জয়ী হয়েছেন। কারণ আন্তর্জাতিক ময়দানে ওই জাপানি চ্যাম্পিয়ন প্রথম বারের জন্য পরাজিত হয়েছেন। আর এখান থেকেই ভিনেশ ফোগটের ক্ষমতা এবং কঠোর অধ্যবসায়ের পরিচয় মেলে।

এখানেই শেষ নয়, ফোগটের এই জয় ব্যক্তিগত হলেও তা ভারতীয় কুস্তির জন্য মাইলফলকও বটে! তাঁর এই কৃতিত্বে এখন নতুন করে আশায় বুক বাঁধছেন দেশবাসীরা। আপাতত ফাইনালে অবতীর্ণ হবেন তিনি। ফলে তাঁর সোনা জয় দেখার জন্যই মুখিয়ে রয়েছে গোটা দেশ।

Manu Bhaker Returns Home: এয়ারপোর্টে তুমুল উদ্দীপনা, শিঙায় দেওয়া হচ্ছে ফুঁ, বাজছে নাগারা, ঘরে ফিরলেন ইতিহাস তৈরি করা মনু

প্যারিস: বিমান বন্দরের বাইরে দারুণ উন্মাদনা৷ অলিম্পিক্সের মঞ্চে নতুন ইতিহাস তৈরি করে দেশে ফিরছেন মনু ভাকর৷ প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ ভারতের ডাবল ব্রোঞ্জ পদক বিজয়ী, ৭ অগাস্ট (বুধবার) দিল্লিতে ফিরলেন৷ অলিম্পিক গেমসের একক সংস্করণে একাধিক পদক জয়ী একমাত্র ভারতীয়র এক ঝলক দেখতে আগ্রহী ছিলেন বিমানবন্দর কর্মী, মিডিয়া এবং ফ্যানরা৷

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভারতীয় শুটারকে উষ্ণ অভ্যর্থনায় দেশে বরণ করে নেওয়া হয়৷

দেখুন ভাইরাল ভিডিও

 

—- Polls module would be displayed here —-

 

দিল্লি বিমানবন্দরে তাঁর মেয়েকে অভ্যর্থনা জানাতে মনুর  বাবা-মা  উপস্থিত ছিলেন, এছাড়াও ছিলেন অন্যান্য আত্মীয়স্বজন, শৈশবের কোচ সবাই তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করেছিলেন।

আরও পড়ুন – Train News: ট্রেনের সিটে সে কী কাণ্ড! টিটিই এসে সিটে বসা যাত্রীকে যখন জিজ্ঞাসা করলেন, পাশের যাত্রী মুখ খুলতেই সর্বনাশ

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভাকের ব্রোঞ্জের সঙ্গে ভারতের মেডেলের তালিকার প্রথম মেডেলটি এনে দেন৷ তালিকার সূচনা করেছিলেন, তিনি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে দেশকে কৃতিত্বের সঙ্গে একটি ব্রোঞ্জ যোগ করেছিলেন যেখানে তিনি সরবজোৎ সিংকে অংশীদার করেছিলেন।

২২ বছর বয়সী এই শ্যুটার প্যারিস একটি অভূতপূর্ব তৃতীয় পদক জেতার জন্য লাইনে ছিলেন এবং এমনকি মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন কিন্তু এই পডিয়াম ফিনিশ থেকে অল্পের জন্য মিস করেছিলেন, চতুর্থ স্থান অর্জন করেছিলেন।

ইতিমধ্যে, মনু ভাকের প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতের পতাকাবাহী হিসাবে নামকরণ করা হয়েছে৷ তিনি ভারতের মাটিতে পা রাখলেও এবার  ১১ অগাস্ট ফের প্যারিসে ফিরে যাবেন অলিম্পিক্সের ক্লোজিং সেরিমনিতে অংশ নিতে৷

প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ  এখনও পর্যন্ত ভারত তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে এবং তিনটিই শ্যুটিংয়ে এসেছে। এছাড়াও, ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিক ২০২৪ এ দেশের প্রথম মহিলা কুস্তিগির হয়ে অলিম্পিক গেমসের ফাইনালে পৌঁছে দেশকে রুপোর পদক নিশ্চিত করেছেন।

ভারত ২০০৮ সাল থেকে অলিম্পিক গেমসের প্রতিটি সংস্করণে একটি পদক জিততে সক্ষম হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

যাইহোক, ভারত মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ফোগাটের কাছ থেকে সোনার প্রত্যাশা করবে৷

Vinesh Phogat: যন্তরে মন্তরে পুলিশদের বিরুদ্ধে লড়াই থেকে অলিম্পিক্সের মেডেল, হরিয়ানার হ্যারিকেন এই ফোগট, জানেন কোন বাড়ির মেয়ে

‘ফাইট কোনি ফাইট’ মতি নন্দীর এই লাইন প্রজন্মের পর প্রজন্মকে লড়াই করার জন্য মোটিভেট করে, ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট এই লাইন পড়েছেন কিনা জানা নেই, কিন্তু তিনি যা করেন তাতে এই লাইনটা তাঁর জীবনের একেবারে মূল মোটো তা নিয়ে কারো মনে কোনও সন্দেহের অবকাশ নেই৷
‘ফাইট কোনি ফাইট’ মতি নন্দীর এই লাইন প্রজন্মের পর প্রজন্মকে লড়াই করার জন্য মোটিভেট করে, ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট এই লাইন পড়েছেন কিনা জানা নেই, কিন্তু তিনি যা করেন তাতে এই লাইনটা তাঁর জীবনের একেবারে মূল মোটো তা নিয়ে কারো মনে কোনও সন্দেহের অবকাশ নেই৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা বৃজভূষণের বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের মারাত্মক অভিযোগের বিরুদ্ধে যে কুস্তিগিররা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ভিনেশ ফোগট৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা বৃজভূষণের বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের মারাত্মক অভিযোগের বিরুদ্ধে যে কুস্তিগিররা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ভিনেশ ফোগট৷
আর মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক নিশ্চিত করল ভারত। নিজের পারফরম্যান্স দিয়ে সেই মেডেল নিশ্চিত করলেন ভিনেশ ফোগট৷ এরই সঙ্গে ভারতীয় মহিলা কুস্তিতে নতুন ইতিহাস রচনা করলেন ভিনেশ ফোগট।
আর মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক নিশ্চিত করল ভারত। নিজের পারফরম্যান্স দিয়ে সেই মেডেল নিশ্চিত করলেন ভিনেশ ফোগট৷ এরই সঙ্গে ভারতীয় মহিলা কুস্তিতে নতুন ইতিহাস রচনা করলেন ভিনেশ ফোগট।
দীর্ঘ দিনের পরিশ্রম এবার ফল দিল, স্বপ্নপূরণ হল ভারতীয় মহিলা কুস্তিগীরের। বিগত ২টি অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভিনেশের। তবে হার না মেনে প্যারিসে নিজের লক্ষ্যপূরণ করলেন তিনি। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে একপ্রকার কোনও সুযোগই দেননি ভিনেশ। ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে জাস্ট উড়িয়ে দিয়ে  ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন৷
দীর্ঘ দিনের পরিশ্রম এবার ফল দিল, স্বপ্নপূরণ হল ভারতীয় মহিলা কুস্তিগীরের। বিগত ২টি অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভিনেশের। তবে হার না মেনে প্যারিসে নিজের লক্ষ্যপূরণ করলেন তিনি। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে একপ্রকার কোনও সুযোগই দেননি ভিনেশ। ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে জাস্ট উড়িয়ে দিয়ে  ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন৷
এদিনের সেমিফাইনালের জয় ফোগাটের জন্য অন্তত রুপোর পদক নিশ্চিত করেছে, তবে বিশিষ্ট ভারতীয় কুস্তিগীর ফাইনালে সোনার লক্ষ্যেই নামবেনষ  থাকবেন।
এদিনের সেমিফাইনালের জয় ফোগাটের জন্য অন্তত রুপোর পদক নিশ্চিত করেছে, তবে বিশিষ্ট ভারতীয় কুস্তিগীর ফাইনালে সোনার লক্ষ্যেই নামবেনষ  থাকবেন।
এর আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন ইউই সুসাকিকে রাউন্ড অফ সিক্সটিনে পরাজিত করেন। পরে তিনি সেমিফাইনালে ইউক্রেনীয় কুস্তিগিরকে পরাজিত করেন।
এর আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন ইউই সুসাকিকে রাউন্ড অফ সিক্সটিনে পরাজিত করেন। পরে তিনি সেমিফাইনালে ইউক্রেনীয় কুস্তিগিরকে পরাজিত করেন।
ফোগাট, হরিয়ানার একজন ২৯ বছরের কুস্তিগির, তিনি কেরিয়ারের বিভিন্ন সময়ে  উত্তাল খারাপ সময়ের বিরুদ্ধে লড়াই করেছেন। ২০২৩ সালে, তিনি জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ করে ৪০ দিনের জন্য নয়াদিল্লির ফুটপাতে কঠোর অবস্থা সহ্য করেছিলেন৷ পুলিশি অত্যাচারেরও শিকার হন তিনি৷  হাঁটুর অস্ত্রোপচার সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন।
ফোগাট, হরিয়ানার একজন ২৯ বছরের কুস্তিগির, তিনি কেরিয়ারের বিভিন্ন সময়ে  উত্তাল খারাপ সময়ের বিরুদ্ধে লড়াই করেছেন। ২০২৩ সালে, তিনি জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ করে ৪০ দিনের জন্য নয়াদিল্লির ফুটপাতে কঠোর অবস্থা সহ্য করেছিলেন৷ পুলিশি অত্যাচারেরও শিকার হন তিনি৷  হাঁটুর অস্ত্রোপচার সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন।
ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং অন্যান্য বেশ কিছু বিখ্যাত কুস্তিগীররা ১৮ জানুয়ারি নতুন দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছিল তৎকালীন WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এই ধরণের অশান্ত পরিস্থিতির মতোই ভিনেশ ফোগাট ভারতীয় কুস্তিতে ধারাবাহিকভাবে ইতিহাস তৈরি করেছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ এবং এশিয়ান গেমস উভয়েই সোনার মেডেল জিতেছেন।  তিনি তাঁর ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে একাধিক পদক অর্জন করেছেন।
ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং অন্যান্য বেশ কিছু বিখ্যাত কুস্তিগীররা ১৮ জানুয়ারি নতুন দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছিল তৎকালীন WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এই ধরণের অশান্ত পরিস্থিতির মতোই ভিনেশ ফোগাট ভারতীয় কুস্তিতে ধারাবাহিকভাবে ইতিহাস তৈরি করেছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ এবং এশিয়ান গেমস উভয়েই সোনার মেডেল জিতেছেন।  তিনি তাঁর ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে একাধিক পদক অর্জন করেছেন।
২৫ অগাস্ট, ১৯৯৪ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন, ভিনেশ ফোগাট কুস্তি ঐতিহ্যের পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা রাজপাল ফোগাট এবং তার কাজিন, গীতা এবং ববিতা ফোগাট, সকলেই ভারতীয় কুস্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
২৫ অগাস্ট, ১৯৯৪ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন, ভিনেশ ফোগাট কুস্তি ঐতিহ্যের পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা রাজপাল ফোগাট এবং তার কাজিন, গীতা এবং ববিতা ফোগাট, সকলেই ভারতীয় কুস্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।২৫ অগাস্ট, ১৯৯৪ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন, ভিনেশ ফোগাট কুস্তি ঐতিহ্যের পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা রাজপাল ফোগাট এবং তার কাজিন, গীতা এবং ববিতা ফোগাট, সকলেই ভারতীয় কুস্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ফোগাট পরিবারের গল্প, যা বলিউড ফিল্ম 'দঙ্গল'-দেখানো হয়েছিল৷  সামাজিক রীতিনীতি ভাঙার এবং কুস্তিতে মহিলাদের অংশগ্রহণের প্রচার করার জন্য তাদের সংকল্পকে প্রতিফলিত করে।
ফোগাট পরিবারের গল্প, যা বলিউড ফিল্ম ‘দঙ্গল’-দেখানো হয়েছিল৷  সামাজিক রীতিনীতি ভাঙার এবং কুস্তিতে মহিলাদের অংশগ্রহণের প্রচার করার জন্য তাদের সংকল্পকে প্রতিফলিত করে।

Indian Hockey Team: কাটল না ৪৪ বছরের খরা! হকির সেমিতে হার ভারতের, সুযোগ ব্রোঞ্জ জয়ের

প্যারিস: কাটল না ৪৪ বছরের খরা। ১৯৮০ সালে শেষবার অলিম্পিক্স হকিতে ফাইনাল খেলেছিল ভারত। শেষ গোল্ড জয়ও সেইবার। তারপর থেকে ভারতীয় হকি দলের ফাইনাল খেলার স্বপ্ন অধরা থেকে গেল এবারও। সেমিফাইনালে জার্মানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলে হারতে হল ভারতীয় হকি দলকে। টোকিও-র মতই প্যারিসে এবার ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে হরমনপ্রীতদের সামনে।

এদিন সেমফাইনালে শুরুটা ভালই করেছিল ভরত। ম্যাচের ৭ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছে হকি টিম ইন্ডিয়া। পোনাল্টি কর্ণার থেকে গোল করে দেশকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। গোল হজম করার পরও আক্রমণের চাপ বাড়াতে থাকে জার্মানি। যার ফলে বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি। পেনাল্টি কর্ণার থেকেই গোল করে জার্মানিকে সমতায় ফেরান গঞ্জালো পেইলাট।

দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই দাপট দেখাতে থাকে জার্মান দল। তবে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন ললিত উপাধ্যায়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে ক্রিস্টোফাল রুহের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর গোল শোধ করার জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে ভারত। তৃতীয় কোয়ার্টারেই সুখজিত সিংয়ের গোলে ম্যাচে সমতায় ফেরে ভারত।

আরও পড়ুনঃ Vinesh Phogat: ইতিহাস গড়ে অলিম্পিক্সের ফাইনালে ভিনেশ ফোগট, পদক নিশ্চিত ভারতের

চতুর্থ কোয়ার্টারের দুই দলের লড়াই অন্য মাত্রায় পৌছায়। তবে রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে ভারত ও জার্মানি। ম্যাচ শেষ হতে তখন বাকি মিনিট সাতেক। অনেকেই ধরে নিয়েছিল ম্যাচ পেনাল্টি শুটআউটের দিকেই গড়াচ্ছে। কিন্তু সেই সময় সুখজিত সিংয়ের গোলে ম্যাচে সমতা এগিয়ে যায় জার্মানরা। শেষ কয়েক মিনিট মরিয়া চেষ্টা করলেও আর গোলের মুখ খুলতে পারেনি ভারত।