Tag Archives: Pizza

Viral Pizza: চা নয়, এবার মাটির ভাঁড়ে মিলছে পিৎজা! দাম এত কম যে চমকে যাবেন! রইল ঠিকানা

কোচবিহার: সন্ধে নামলেই ফাস্ট ফুডের দোকানের সামনে জমে যায় ভিড়। তবে বর্তমানে সারাটা দিনই কমবেশি এই পরিস্থিতি চলে বিভিন্ন ক্যাফে রেস্তরাঁগুলিতে। কোচবিহারের এক নতুন ক্যাফে রেস্তরাঁ এক নতুন খাবার নিয়ে এল কোচবিহারে। খাদ্যরসিক বাঙালির অন্যতম একটি প্রিয় খাদ্য হল পিৎজা। অবসরে হোক কিংবা বিকেলে প্রিয়জনের সঙ্গে রেস্টুরেন্টে পিৎজা উপভোগের আনন্দই আলাদা।

আট থেকে আশি সকলের এই পিৎজা দারুণ প্রিয় একটি খাবার। তবে এবার সাধারণ কোনও পিৎজা নয়। কোচবিহার জেলাতেও পাওয়া যাচ্ছে ‘কুলহাদ পিৎজা’। মাত্র ৬০ টাকা মূল্যেই মিলবে আপনার পছন্দের এই খাবার। চোখের সামনেই লোভনীয় পিৎজা বানিয়ে শহরবাসীর মনজয় করছেন এই দোকান।

আরও পড়ুন: ‘সস্তা’র মাছ স্বাদেও হিট…! তবে তেলাপিয়া নিয়ে ‘আশঙ্কাজনক’ দাবি বিশেষজ্ঞের, টাকা বাঁচাতে শরীরের ‘সর্বনাশ’ করছেন না তো!

দোকানের কর্ণধার সুশান্ত গোপ জানান, কোচবিহারে আগে কোথাও কুলহাদ পিৎজা কোথাও পাওয়া যেত না। তবে তাঁরা সর্বপ্রথম দুর্গা পুজোর সময় প্রথম এই খাবারটি। এই পিৎজা খেতে বাচ্চারা খুব পছন্দ করে। তবে এর দাম মাত্র ৬০ টাকা রাখা হয়েছে। তবে শুধু বাচ্চারাই নয়, বড়রাও খেতে পছন্দ করেছেন এই পিৎজা।

প্রতিদিন এই পিৎজার টানে দোকানে রীতিমতো ভিড় লেগেই থাকছে। দোকানে আসা একজন ক্রেতা বিকাশ পিনচা জানান, তিনি প্রায় প্রতিদিন আসেন এই দোকানে এই পিৎজা খেতে। এই পিৎজার স্বাদ একদম অতুলনীয়। এখানে ভেজ কিংবা ননভেজ দুই ধরনের কুলহাদ পিৎজা পাওয়া যায়। দামও খুবই কম।

ক্যাফে রেস্তরাঁর রাধুনী তাপস অধিকারী জানান, তিনি ছোটো থেকেই বহু রেস্তরাঁয় কাজ করেছেন। তাই হঠাৎ করেই তাঁর মাথায় এই পিৎজা বানানোর কথা মাথায় আসে। এছাড়া আগে কোচবিহারে কোথাও এই পিৎজা পাওয়া যেত না। তাই মানুষের আগ্রহ বেশ রয়েছে এই পিৎজার প্রতি। দিনের পর দিন বহু মানুষ এই পিৎজা খেতে ভিড় জমাচ্ছেন তাঁদের দোকানে।

খুব অল্প দিনের মধ্যেই জেলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই বিশেষ কুলহাদ পিৎজা। স্বল্প দামে আকর্ষণীয় এই পিৎজা স্বাদের দিক থেকে অতুলনীয় এটুকু বলাই যায়।

Sarthak Pandit

New Bollywood Movie: পিৎজা নিয়ে ‘ফাইটার’-এর সেটে রীতিমতো হুলুস্থুলু; ছবি পোস্ট করে প্যাটিকে জন্মদিনের শুভেচ্ছা মিন্নির

কলকাতাঃ সদ্যই পঞ্চাশে পা দিলেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। তাঁর জন্মদিনে প্রচুর শুভেচ্ছাবার্তা এসেছে। কিন্তু হৃতিকের জন্মদিনে বোধহয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের কাছ থেকেই এসেছে সবথেকে বড় চমকটা। সহ-অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়ে দারুণ একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যে ছবি আগে কেউই দেখেননি।

আরও পড়ুনঃ ‘সমস্ত যুগেই আমি ভারতীয়’; CNN-News18-এর পুরস্কার বিতরণী মঞ্চে আবেগেপ্রবণ কিং খান

আসলে চলতি মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ফাইটার’। সেখানেই একসঙ্গে দেখা যাবে হৃতিক আর দীপিকাকে। ফলে ছবির প্রচার চলছে জোরকদমে। এদিকে বুধবার অর্থাৎ ১০ জানুয়ারি ছিল অভিনেতার জন্মদিন। আর ওই দিন দীপিকা যে ছবিটি পোস্ট করেছিলেন, সেটি দেখে মনে হচ্ছে যে, ছবিটি ‘ফাইটার’-এর সেটের। যেখানে সকলেই পিৎজা পার্টিতে মেতেছিলেন।

অভিনেত্রীর পোস্ট করা মজাদার ছবিটিতে দেখা যাচ্ছে, দীপিকা এবং হৃতিক একে অপরের হাতের মধ্যে দিয়ে জড়িয়ে পিৎজা খাচ্ছেন। সেই ক্যান্ডিড মুহূর্তটাই ফ্রেমবন্দি করা হয়েছিল। ছবিটি পোস্ট করে দীপিকা লিখেছেন, “আপনি চিরকাল নিজের অন্তরের শিশুটিকে লালন করুন।”

আর ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক্স প্ল্যাটফর্ম এবং রেডিট-এ শেয়ার করা ছবিটিতে প্রচুর প্রতিক্রিয়া জমা হয়েছে। একজন লিখেছেন, “ঠিক এইভাবেই সেলেবদের একে অপরকে শুভেচ্ছাবার্তা দেওয়া উচিত। বিশেষ করে যখন তাঁরা একসঙ্গে কাজ করেছেন। এটা তাই স্বাস্থ্যকর এবং খাঁটি।” অন্য একজনের প্রতিক্রিয়া, “দেখে মনে হচ্ছে সেটে যেন পিৎজা খাওয়ার প্রতিযোগিতা চলছে। সেটের নন-ফিল্টার এই ছবিতে আনন্দের আবহ দেখে সত্যিই ভাল লাগছে।” আর এক নেটিজেন ‘ফাইটার’-এর কথা তুলে লেখেন, “পিৎজার একটি স্লাইস নিয়ে লড়াই। তাঁদের রসায়ন নিয়ে ভক্তরা তো খুব একটা আশাবাদী নন। তবে আমি বাজি ধরে বলতে পারি যে, তাঁদের রসায়ন দুর্দান্ত হতে চলেছে।”

প্রসঙ্গত আসন্ন ‘ফাইটার’ ছবিতে বায়ুসেনা অফিসার প্যাটি এবং মিন্নির ভূমিকায় দেখা যাবে হৃতিক এবং দীপিকাকে। গত বছরের ডিসেম্বরেই এসেছিল ট্রেলার। আর সেখানেই দীপিকা ও হৃতিকের দুর্দান্ত রসায়ন দেখা গিয়েছে। এর পাশাপাশি ওই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়কে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ২৫ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ফাইটার’।

Howrah News: এত ভিড়! এই দোকানের পিৎজার স্বাদ হার মানাচ্ছে নামজাদা কোম্পানিকেও, ক্রেতাদের লম্বা লাইন

হাওড়া: গ্রামের ছোট্ট পিৎজা দোকান স্বাদে হার মানাচ্ছে নামি দামি কোম্পানিদের। এই স্বাদের টানেই প্রত্যন্ত গ্রামের এই দোকানে পিৎজা খেতে ছুটে আসছে ক্রেতা। খাদ্য প্রিয় বাঙালি শুধু মাছ ভাতেই সীমাবদ্ধ নেই।

বাঙালির খাবার তালিকায় জুড়েছে তিব্বত থেকে চাইনিজ তন্দুরি বিরিয়ানি এবং পিৎজা বার্গারের মত বহু খাবার। শহরের পাশাপাশি গ্রামেরও মানুষও এই সমস্ত খাবারে দারুন অভ্যাসে পরিনত করেছে। আসলে এই সমস্ত খাবারের সঙ্গে পরিচিতিটা শপিংয়ে মল বা শহরে কর্মসূত্রে যাবার সুবাদেই শুরু হলেও বর্তমানে এই রকমারি খাবারের টানে মানুষকে ছুটে যেতে হয় শহরে।

আরও পড়ুন: শাহজাহানের রাজত্বকাল, শত বছরের প্রাচীন ইতিহাসের সাক্ষী মুর্শিদাবাদের এই কামান!

তবে বর্তমানে রকমারি এই খাবার খেতে কসরত করতেও পিছুপা হয় না মানুষ। সপ্তাহ ভোর বা মাস জুড়ে কর্মব্যস্ততার মধ্যে একটু স্বস্তি পেতে। কয়েক ঘন্টার বিরতি মানেই বহু মানুষের কাছে পার্কে ঘোরা বা রেস্টুরেন্ট ঢু মারা। তবে হাওড়ার একটি গ্রামে যেন উল্টো পুরান। পিৎজা বার্গার ক্রিসপি ফ্রায়েড চিকেন-সহ বহু খাবারের ঠিকানা এখন পাঁচলার বাগানগোড়া।

ক্রেতাদের কথায় জানা যায়, ‘‘হাতের কাছে পাওয়া যাচ্ছে বলেই যে এই খাবার খাওয়া, তা কিন্তু নয়। আসলে পিৎজা বার্গার চিকেনের আইটেম এখানে এতটাই সুস্বাদু যার টানে এই স্টলে আসা।’’ অর্ডার দিলে মাত্র কয়েক মিনিটেই ক্রেতা পাচ্ছে গরম পিৎজা। এই শীতের সন্ধায় গরম এই খাবারে টানে দূর দূরান্ত থেকে আসছে ক্রেতা।

ক্রেতা প্রণয় মান্না অভিনব নাগ জানালেন, ‘‘পিৎজা বার্গার সঙ্গে স্ন্যাকস খেতে এখন আর যেতে হয়না কলকাতা। তারপর অর্ডার দিলে চোখের সামনে পিৎজা তৈরি হচ্ছে এটা একজন ক্রেতার কাছে অতিরিক্ত পাওনা। দামের দিক থেকেও পকেট ফ্রেন্ডলি এখানের খাবার। একজনের খরচে অনায়াসে দুই তিনজন খাওয়া যায়।’’ এই প্রসঙ্গে বিক্রেতা সৌরভ দেড়িয়া জানান, একজন বিক্রেতা হিসেবে ক্রেতাদের সন্তুষ্টি করতে পেরে দারুণ আনন্দ লাগে।

তবে আরও বেশি করে আনন্দ হয় যখন দেখি অনেক ক্রেতাই শহরের খাবার ছেড়ে এখানে খেতে আসে। একসময় যারা পিৎজা বা এই ধরনের খাবারের সঙ্গে সেভাবে পরিচিত ছিল না তারাও আসছে এখানে। তবে এর শুরুটা মোটেও সহজ ছিল না। জানা যায়, এই দোকানে বিভিন্ন রকমের পিৎজা বার্গার সহ নানা খাবার মেলে। পিৎজা পাওয়া যাচ্ছে মাত্র ৮৫ টাকা থেকে ২১০। ক্রেতাদের কথায় জানা যাচ্ছে, এই পিৎজা হার মানাচ্ছে নামিদামি কোম্পানির পিৎজা কে। এই পিৎজা গ্রামের মানুষের নাগালের মধ্যে।

রাকেশ মাইতি

Pizza Increase Risk of Cancer: পিৎজা-তে লুকিয়ে ভয়ঙ্কর ‘বিষ’! রোজ খেলেই মারাত্মক ক্ষতি, গবেষণায় সামনে এল শিউরে ওঠা তথ্য, সাবধান না হলেই…

 

পিৎজা এমন একটি লোভনীয় খাবার, যা ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়৷ অনেকেই খিদে পেলেই পিৎজা খেতে বড্ড বেশি ভালবাসেন৷ তবে জানেন কি, সুস্বাদু এই পিৎজার মধ্যে লুকিয়ে রয়েছে বিষ, যা শরীরে গিয়ে একাধিক সমস্যার সৃষ্টি করছে৷
পিৎজা এমন একটি লোভনীয় খাবার, যা ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়৷ অনেকেই খিদে পেলেই পিৎজা খেতে বড্ড বেশি ভালবাসেন৷ তবে জানেন কি, সুস্বাদু এই পিৎজার মধ্যে লুকিয়ে রয়েছে বিষ, যা শরীরে গিয়ে একাধিক সমস্যার সৃষ্টি করছে৷
সম্প্রতি নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন কিছু চমকপ্রদ তথ্য,যা শুনলে আপনিও অবাক হবেন৷ গবেষণা অনুসারে, যারা নিয়মিত অতিরিক্ত বেশি পিৎজা বা খাস্তা জিনিস খান তাদের গলা এবং মুখের ক্যানসারের ঝুঁকি ২৫ শতাংশ বেশি থাকে । এই গবেষণায় সাড়ে চার লাখ মানুষের খাবারের প্রবণতা বিশ্লেষণ করা হয়েছিল।
সম্প্রতি নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন কিছু চমকপ্রদ তথ্য,যা শুনলে আপনিও অবাক হবেন৷ গবেষণা অনুসারে, যারা নিয়মিত অতিরিক্ত বেশি পিৎজা বা খাস্তা জিনিস খান তাদের গলা এবং মুখের ক্যানসারের ঝুঁকি ২৫ শতাংশ বেশি থাকে । এই গবেষণায় সাড়ে চার লাখ মানুষের খাবারের প্রবণতা বিশ্লেষণ করা হয়েছিল।
গ্লোবাল ডায়াবেটিস কমিউনিটি গবেষণায় বলেছে যে নিয়মিত ৩৫০ গ্রাম অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করলে মুখ ও গলার ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই অতি প্রক্রিয়াজাত খাবারের মধ্যে পিৎজা  হল অন্যতম সুস্বাদু আইটেম।
গ্লোবাল ডায়াবেটিস কমিউনিটি গবেষণায় বলেছে যে নিয়মিত ৩৫০ গ্রাম অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করলে মুখ ও গলার ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই অতি প্রক্রিয়াজাত খাবারের মধ্যে পিৎজা হল অন্যতম সুস্বাদু আইটেম।
গবেষণায় আরও বলা হয়েছে যে ৩৫০ গ্রাম পিৎজা এক প্যাকেট খাস্তা জিনিসের সমান। অন্যান্য অতি প্রক্রিয়াজাত খাবারের মধ্যে রয়েছে কেক, পানীয়, মিষ্টি এবং অনেক ধরনের ফাস্ট ফুড। এই গবেষণায় সাড়ে চার লাখ মানুষ অন্তর্ভুক্ত ছিল। এসব মানুষের নিয়মিত খাদ্যাভ্যাস লক্ষ্য করে দেখা গেছে,  যারা নিয়মিত পিৎজা খান তাদের মধ্যে মুখ ও গলার ক্যানসারের ঝুঁকি ২৫ শতাংশ পর্যন্ত বেশি।
গবেষণায় আরও বলা হয়েছে যে ৩৫০ গ্রাম পিৎজা এক প্যাকেট খাস্তা জিনিসের সমান। অন্যান্য অতি প্রক্রিয়াজাত খাবারের মধ্যে রয়েছে কেক, পানীয়, মিষ্টি এবং অনেক ধরনের ফাস্ট ফুড। এই গবেষণায় সাড়ে চার লাখ মানুষ অন্তর্ভুক্ত ছিল। এসব মানুষের নিয়মিত খাদ্যাভ্যাস লক্ষ্য করে দেখা গেছে, যারা নিয়মিত পিৎজা খান তাদের মধ্যে মুখ ও গলার ক্যানসারের ঝুঁকি ২৫ শতাংশ পর্যন্ত বেশি।
গবেষণায় আরও দেখা গেছে, তরুণ প্রজন্ম বেশি  করে খায় এই পিৎজা ও প্রক্রিয়াজাত খাবার৷ গবেষণায় আরও প্রকাশ করা হয়েছে যে যারা বেশি আল্ট্রা-প্রসেসড খাবার খান তাদের অ্যালকোহল খাওয়ার প্রবণতা কম ছিল। কিন্তু তারা অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে আরও চর্বি, সোডিয়াম এবং কার্বোহাইড্রেট খান। এই সমস্ত জিনিস অত্যন্ত ক্ষতিকারক শরীরের জন্য।  অতি-প্রক্রিয়াজাত খাবার যত কম গ্রহণ করা হবে, শরীরে ক্যানসার হওয়ার ঝুঁকি তত কম হবে। ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গবেষণায় আরও দেখা গেছে, তরুণ প্রজন্ম বেশি করে খায় এই পিৎজা ও প্রক্রিয়াজাত খাবার৷ গবেষণায় আরও প্রকাশ করা হয়েছে যে যারা বেশি আল্ট্রা-প্রসেসড খাবার খান তাদের অ্যালকোহল খাওয়ার প্রবণতা কম ছিল। কিন্তু তারা অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে আরও চর্বি, সোডিয়াম এবং কার্বোহাইড্রেট খান। এই সমস্ত জিনিস অত্যন্ত ক্ষতিকারক শরীরের জন্য। অতি-প্রক্রিয়াজাত খাবার যত কম গ্রহণ করা হবে, শরীরে ক্যানসার হওয়ার ঝুঁকি তত কম হবে। ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

প্রতি মাসে বিনামূল্যে একটি পিৎজা পাবেন অসমের দম্পতি! কারণ জানলে অবাক হবেন

#অসম: বিয়ে অনেকের কাছেই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’! এবার এই চিরস্থায়িত্বের মেয়াদ কত, কীই বা তার শর্ত তা তো আগে থেকে ঠিক করতে হবে! অসমের এক নবদম্পতি এই চিরস্থায়ী বন্দোবস্তের নিয়ম কানুন, শর্ত, শর্তখেলাপ সব কিছু আগে থেকে লিপিবদ্ধ করে তবে বিয়ের পিঁড়িতে বসলেন। কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়।

বিয়ের দিন একটি অদ্ভুত চুক্তিতে স্বাক্ষর করেন বর-কনে। ২১জুন গাঁটছড়া বাঁধেন ওই দম্পতি। গুয়াহাটির পল্টন বাজারের বছর চব্বিশের কনে শান্তি প্রসাদ তাঁর জীবনের প্রেমিক মিন্টু রাইয়ের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি বিনিময় করেন এবং এর পরেই পাত্রকে চুক্তিপত্রে সই করতে বলেন। সেই চুক্তিপত্রে ছিল নানান দাবি। তাতেই লেখা ছিল মাসে একটা পিৎজার কথা।

 

View this post on Instagram

 

A post shared by Pizza Hut India (@pizzahut_india)

বাস্তবে তা সত্য়ি হয়েছে। তাঁদের স্বপ্নপূরণ হয়েছে এই করওয়া চৌতেই। মাল্টি-ন্যাশনাল রেস্তোরাঁ চেইন পিৎজা হাট ইন্ডিয়া ইনস্টাগ্রামে ঘোষণা করেছে যে তারা পুরো বছরের জন্য মাসে একবার বিনামূল্যে পিজ্জা সরবরাহ করবে ওই দম্পতির জন্য়। তাঁরা তাঁদের চুক্তি থেকে অন্যান্য শর্তাবলী পালন করছে কিনা তা অজানা, তবে পিৎজার বিষয়টা নিশ্চিত করতে চায় পিৎজা কোম্পানি।

 

View this post on Instagram

 

A post shared by ?Shanti Prasad ❤ (@shanti9275)

ফুড চেইন কোম্পানি দম্পতিদের তালিকায় এই ইচ্ছা পূরণ করার জন্য প্রতি মাসে একটি পিৎজার ব্য়বস্থা করতে চায়। দম্পতি ভিডিওর সঙ্গে লেখেন, “আপনার স্বামীর সঙ্গে একটি দীর্ঘ এবং সুখী জীবনের জন্য প্রতি মাসে একটি পিৎজা! আমরা এই চুক্তির জন্য বেঁচে আছি। #শুভকরওয়া চৌথ সমস্ত পিজা-প্রেমী সুখী দম্পতিদের জন্য”।

 

আরও পড়ুন: অনলাইন ডেটিং প্রস্তাবে পা, ইঞ্জিনিয়ারের যা হল, জানলে চমকে যাবেন!

প্রসঙ্গত, এই দম্পতি রেস্তোরাঁয় পিৎজা এবং তাঁদের সময় উপভোগ করেছেন। কর্মীদের সঙ্গে কিছু সেলফিও তুলেছেন। ফটোগুলি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “#পিজালোভারস #কপলগোলস”।

World Pizza Day: বিশ্ব পিৎজা দিবসে কাঁচি দিয়ে পিৎজা কেটে ভাইরাল হলেন এই ব্যক্তি!

#নয়াদিল্লি: পিৎজা দেখে লোভ হবে না এমন মানুষ কমই। চিজ, মেরিনারা সস এবং সুস্বাদু টপিংওয়ালা পিৎজার (World Pizza Day) নাম শুনেই জিভে জল। পিৎজা কাটার সঠিক পদ্ধতি কী? এই নিয়ে পিৎজা প্রেমীরা প্রায়ই তরজায় মাতেন। অনেকেই বলেন পিৎজা কাটার দিয়েই সবচেয়ে সুন্দরভাবে পিৎজা কাটা যায়। অনেকে আবার মনে করেন কাঁটাচামচ এবং ছুরি দিয়েই সবচেয়ে সুবিধাজনকভাবে পিৎজা (World Pizza Day) কাটা যায়। তবে যাইহোক, আজব দেশের আজব রকমের কায়দা। এক ট্যুইটার ব্যবহারকারী সম্প্রতি অতি উদ্ভট কায়দায় পিৎজা কেটে ভাইরাল হয়েছেন। পিৎজা কাটতে কাঁচি ব্যবহার করেছেন ওই নেটিজেন। শুধু তাই না, তার ধারণা, এর আগে যে যে ভাবে পিৎজা কেটেছেন তার থেকে এটি অনেক ভালো পদ্ধতি। দেখুন তার ট্যুইট:

আরও পড়ুন- ২০২২-২৩কে আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে ঘোষণা! দেখে নিন বাজরার পুষ্টিগুণ

ট্যুইটটি ব্যবহারকারী @abidickinson যে পোস্টটি করেছেন তা অল্প সময়েই হাজারে হাজারে লাইকে ভরে গিয়েছে। “কাঁচি দিয়ে পিৎজা কাটছি,” ট্যুইটে লিখেছেন তিনি। নেটিজেনরাও শয়ে শয়ে মন্তব্যে ভরিয়ে দিচ্ছে তার এই পোস্ট৷

আরও পড়ুন- ওজন কমাতে মরিয়া? ভোর থেকে রাত ডায়েটে জুড়ুন এই দক্ষিণ ভারতীয় খাবারগুলি

পিৎজা (World Pizza Day) কাটতে কাঁচি ব্যবহার করার বিষয়ে ট্যুইটার ব্যবহারকারীরা দ্বিধাবিভক্ত। কেউ কেউ কাঁচির এমন ব্যবহার দেখে হতবাক! অন্যরা আবার পিৎজা এবং স্যান্ডউইচ কাটার জন্য কাঁচির ছবি শেয়ার করেছেন। দেখুন নেটিজেনদের প্রতিক্রিয়া:

মজার ব্যাপার হল, ৯ ফেব্রুয়ারি বিশ্ব পিৎজা দিবস (World Pizza Day) হিসেবেও পালিত হয়। পিৎজা খাওয়ার আলাদা দিন হয় না ঠিকই, তবে এই উপলক্ষ্যে নিজেকে একটা পিৎজা ট্রিট দিতেই পারেন।

কাঁচি দিয়ে পিৎজা কাটার অদ্ভুত কৌশল সম্পর্কে আপনার কী মত?