Tag Archives: Poila Boishakh

Naba Barsha: নতুন বছরকে স্বাগত জানাতে রাস্তা ভরে উঠল আলপনায়, কলকাতায় নয়, কোথায় বলুন তো?

নতুনের আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন আসানসোলের মহিশিলা এলাকার বাসিন্দারা। নতুনকে স্বাগত জানাতে নিলেন অভিনব পন্থা।
নতুনের আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন আসানসোলের মহিশিলা এলাকার বাসিন্দারা। নতুনকে স্বাগত জানাতে নিলেন অভিনব পন্থা।
স্ট্রিট আর্টের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হল। রাতভর স্থানীয় যুবক যুবতীরা রাস্তায় আঁকলেন বৈশাখের ছবি।
স্ট্রিট আর্টের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হল। রাতভর স্থানীয় যুবক যুবতীরা রাস্তায় আঁকলেন বৈশাখের ছবি।
স্থানীয় এলাকার মানুষজন বলছেন, বাঙালির রীতি ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে আলপনা। তাই রাস্তায় একপ্রকার আলপনা দিয়ে বাংলার নতুন বছরকে তারা স্বাগত জানিয়েছেন।
স্থানীয় এলাকার মানুষজন বলছেন, বাঙালির রীতি ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে আলপনা। তাই রাস্তায় একপ্রকার আলপনা দিয়ে বাংলার নতুন বছরকে তারা স্বাগত জানিয়েছেন।
নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। স্থানীয় অনেকে উদ্যোগ নিয়ে বাংলা গানের সঙ্গে কোমর দুলিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন।
নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। স্থানীয় অনেকে উদ্যোগ নিয়ে বাংলা গানের সঙ্গে কোমর দুলিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন।
মহিশিলা এলাকার বাসিন্দাদের এই উদ্যোগ দেখে সাধুবাদ জানিয়েছেন শহরের মানুষ। তারা বলছেন, বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই ধরনের উদ্যোগ বড় প্রয়োজন।
মহিশিলা এলাকার বাসিন্দাদের এই উদ্যোগ দেখে সাধুবাদ জানিয়েছেন শহরের মানুষ। তারা বলছেন, বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই ধরনের উদ্যোগ বড় প্রয়োজন।

Naba Barsha Food: নববর্ষ নতুন সাজে সকলে আমন্ত্রণ জানাচ্ছে ভূতের রাজা!

গন্ধরাজ ঘোল। টকডাল। শুক্তো। পোস্ত। এই গরমে কী খাবেন সেটা ভূতের রাজার ওপর ছেড়ে দিন। এখন থেকে খাদ্য রসিক মানুষদের জন্য ভূতের রাজা তার বর দিতে চলে এসেছে হাতিবাগানে।
গন্ধরাজ ঘোল। টকডাল। শুক্তো। পোস্ত। এই গরমে কী খাবেন সেটা ভূতের রাজার ওপর ছেড়ে দিন। এখন থেকে খাদ্য রসিক মানুষদের জন্য ভূতের রাজা তার বর দিতে চলে এসেছে হাতিবাগানে।
গত ৭ই এপ্রিল, রবিবার মধ্যাহ্নভোজনের মাধ্যমে এগারো নম্বর আউটলেট উদ্বোধন হয় নটী বিনোদিনী সরণীতে ঠিক স্টার থিয়েটারের পাশের গলি। উদ্বোধনে উপস্থিত ছিলেন ভোজনরসিক অম্বরিশ ভট্টাচার্য, মীর আফসার আলি, অভিনেত্রী অলিভিয়া সরকার, পায়েল সরকার, রূপসা মুখোপাধ্যায়, গায়ক ও উপস্থাপক সুমন মৈত্র
গত ৭ই এপ্রিল, রবিবার মধ্যাহ্নভোজনের মাধ্যমে এগারো নম্বর আউটলেট উদ্বোধন হয় নটী বিনোদিনী সরণীতে ঠিক স্টার থিয়েটারের পাশের গলি। উদ্বোধনে উপস্থিত ছিলেন ভোজনরসিক অম্বরিশ ভট্টাচার্য, মীর আফসার আলি, অভিনেত্রী অলিভিয়া সরকার, পায়েল সরকার, রূপসা মুখোপাধ্যায়, গায়ক ও উপস্থাপক সুমন মৈত্র
এছাড়া টলি জগতের আরও একাংশ উপস্থিত ছিলেন ভূতের রাজা দিল বরের নতুন আউলেট খোলার অনুষ্ঠানে৷ পয়লা বৈশাখের আগে এভাবে নতুন যাত্রা শুরু করে দিল কলকাতার এই রেস্তোরাঁ৷
এছাড়া টলি জগতের আরও একাংশ উপস্থিত ছিলেন ভূতের রাজা দিল বরের নতুন আউলেট খোলার অনুষ্ঠানে৷ পয়লা বৈশাখের আগে এভাবে নতুন যাত্রা শুরু করে দিল কলকাতার এই রেস্তোরাঁ৷
ভূতের রাজার রাজা (মালিক) রাজীব বাবু বলেন, “আবহাওয়া আর ভোটের পারদ যখন আপনাকে অস্বস্তিতে ফেলছে। তখন আপনার জন্য ভূতের রাজা গন্ধরাজ ঘোল, টকডাল, শুক্তো ও পোস্ত দিয়ে স্বস্তি দেবে।”
ভূতের রাজার রাজা (মালিক) রাজীব বাবু বলেন, “আবহাওয়া আর ভোটের পারদ যখন আপনাকে অস্বস্তিতে ফেলছে। তখন আপনার জন্য ভূতের রাজা গন্ধরাজ ঘোল, টকডাল, শুক্তো ও পোস্ত দিয়ে স্বস্তি দেবে।”
এছাড়াও শুন্ডী রাজার থালি, হীরক রাজার থালি, হল্লা রাজার থালি, গুপীর থালি , বাঘার থালি পাবেন ভূতের রাজায় পা দিলে। বৈশাখের প্রাক্কাল থেকেই ভূতের রাজার নতুন বর বৈশাখী থালিও পাবেন এই আউটলেটে।
এছাড়াও শুন্ডী রাজার থালি, হীরক রাজার থালি, হল্লা রাজার থালি, গুপীর থালি , বাঘার থালি পাবেন ভূতের রাজায় পা দিলে। বৈশাখের প্রাক্কাল থেকেই ভূতের রাজার নতুন বর বৈশাখী থালিও পাবেন এই আউটলেটে।

Poila Boishakh 2024 Digha Trip : পয়লা বৈশাখ বা গরমের ছুটি, দিঘা বেড়ানোর মজা এবার দ্বিগুণ! বিরাট পদক্ষেপ প্রশাসনের

দিঘা: শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই দিঘায় পর্যটকের ঢেউ বাঁধ ভাঙছে। শেষ কয়েক বছরে দিঘায় পর্যটকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে প্রতি ঋতুতে। দিঘায় পর্যটকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সতর্ক প্রশাসন। এ বার গরমের ছুটিতে দিঘা এলে নিশ্চিন্তে উপভোগ করুন বিভিন্ন ওয়াটার রাইডের মজা। দিঘার নানা ধরনের ওয়াটার রাইডগুলির সুরক্ষা নিয়ে কড়া নজরদারি রাখছে প্রশাসন। দিঘার ওয়াটার রাইড ব্যবস্থা খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে প্রশাসন।

দিঘাকে পর্যটকদের কাছে আরও সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলতে একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। মেরিন ড্রাইভ থেকে জগন্নাথ মন্দির, যা চকচকে সি বিচ একাধিক পার্ক পর্যটকের মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। বর্তমানে দিগার ব্র্যান্ড ভ্যালু অনেকটাই আন্তর্জাতিক মানের।

আরও পড়ুনঃ গরমে বাড়ির তুলসি গাছ দু-দিন পর পরই শুকিয়ে ‌যাচ্ছে? ২ মিনিটেই মুশকিল আসান! সবুজ পাতায় ভরবে গাছ

অন্যান্য সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রের মতো দিঘাতেও নানান ধরনের ওয়াটার রাইডের অ্যাডভেঞ্চার উপভোগ করছে পর্যটকেরা। দিঘায় মূলত স্পিডবোট, প্যারাসুট, প্যাডেল বোটিং প্রভৃতি ওয়াটার রাইড রয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ওয়াটার রাইডগুলি পরিচালনা করে। দিঘায় স্পিডবোটই বেশি জনপ্রিয়। উত্তাল সমুদ্রের বুক চিরে তীব্র বেগে ছুটে চলে স্পিডবোট। দিঘায় সমুদ্র স্নানের পাশাপাশি স্পিডবোট চেপে সমুদ্রে পাড়ি দেওয়ার মজা উপভোগ করেন বহু পর্যটকরা।

ওয়াটার রাইড অ্যাডভেঞ্চারের মজা নিতে গিয়ে অনেক সময় পর্যটকেরা বিভিন্ন বিষয়ে উদ্বিগ্ন থাকে। মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হন পর্যটকরা। পাশাপাশি উপযুক্ত লাইসেন্স ছাড়া দিঘা সমুদ্রে বিভিন্ন ওয়াটার রাইড চালানো হয় বলে অভিযোগ। সমুদ্র স্নানের সময়ে কখনও সরাসরি ধাক্কা লেগে, কখনও পাখার ধাক্কায় জখম হন পর্যটকরা। যদিও দুর্ঘটনার পর দায় কেউ নিতে চায় না। কিছু সংস্থা লাইসেন্স নিয়ে ওয়াটার রাইড চালায়।

আরও পড়ুনঃ ১৪ নাকি ১৫ এপ্রিল? এ বছর পয়লা বৈশাখ আদৌ কবে? কবে রয়েছে রাজ্যে সরকারি ছুটি? জানুন

তবে কিছু সংস্থা রয়েছে, যাদের কাছে কোনও লাইসেন্স নেই বলে অভিযোগ। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, লাইসেন্স ছাড়া এই ব্যবসা যাতে কেউ না করতে পারে, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব রকম সুরক্ষা ও নিয়ম মেনে দিঘায় ওয়াটার রাইড চলছে কিনা তাতে করা নজরদারি দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের।

দিঘা শংকরপুর ইউনিয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য বলেন, ‘দিঘার ওয়াটার রাইড নিয়ে অনেক ধরনের অভিযোগ উঠেছিল। সব কিছু খতিয়ে দেখা হয়। ওয়াটার রাইড নিয়ে পর্যটকদের বিশেষ আগ্রহ রয়েছে। তাই এদিকে নজর দেওয়া হচ্ছে। নিয়ম-কানুন ও সুরক্ষা মেনে ওয়াটাররাইড চলছে কিনা সে বিষয়ে নজরদারি চলছে।’ ওয়াটার রাইড যাবতীয় নিয়ম মানা হচ্ছে কিনা বা পর্যটকদের সুরক্ষায় কোনও খামতি থাকছে কিনা, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর। দুর্ঘটনা এড়ানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং কোনওভাবেই যাতে কেউ লাইসেন্স ছাড়া ওয়াটার রাইডের ব্যবসা না চালায় তা নিশ্চিত করেছ প্রশাসন।

সৈকত শী