Tag Archives: Prashant Kishor

Prashant Kishor prediction: পাঁচ দফার ভোট শেষ, কত আসন পাবে বিজেপি? ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি যে ক্ষমতায় ফিরছে, এর আগেই তা দাবি করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ এবার তিনি নির্দিষ্ট ভাবে জানিয়ে দিলেন, বিজেপি একক ভাবে কত আসনে জয়ী হতে পারে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা দাবি করছেন, লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৪০০ আসনের বেশি দখল করবে৷ বিজেপি একক ভাবে অন্তত ৩৭০ আসনে জয়ী হবে বলেও দাবি করছেন তারা৷

প্রশান্ত কিশোর অবশ্য এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, বিজেপির ক্ষমতায় ফেরা নিয়ে তাঁর মনে অন্তত কোনও সংশয় নেই৷ কারণ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জনমানসে বড়সড় কোনও ক্ষোভ জমে আছে, এমনটা তিনি মনে করেন না৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে বদলে ফেলতে হবে, এমন কিছু সাধারণ মানুষ ভাবছেন না বলেই মত প্রশান্ত কিশোরের৷

আরও পড়ুন: আজ সন্ধে থেকেই বৃষ্টি শুরু কলকাতায়, চলবে কতদিন? বিপদ এড়াতে সতর্কবার্তাও দিল হাওয়া অফিস

এই যুক্তি দিয়েই তিনি বলেছেন, যদি ৩৭০-এর বদলে বিজেপি ২৭৫ আসন পায়, তাহলে তো নিশ্চয়ই তাদের নেতারা বলবেন না যে তারা সরকার গঠন করবেন না৷ ফলে, ‘বিজেপি ২৭২-এর ম্যাজিক ফিগার পার করছে কি না, সেটা দেখা প্রয়োজন৷ রাজনীতি এবং কথার যুদ্ধ চলতেই থাকবে৷ কিন্তু এনডিএ ক্ষমতায় ফিরবে না, এমন কোনও সম্ভাবনা আমি অন্তত দেখছি না৷’

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক ভাবে ৩০৩টি আসন দখল করেছিল৷ প্রশান্ত কিশোর বলছেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি যে সংখ্যক আসন পেয়েছিল, এবারও একই রকম অথবা তার থেকে সামান্য বেশি আসন পেতে পারে৷”

তবে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে স্বভাবতই বিরোধী শিবিরের নেতাদের মতামত মিলছে না৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি জনসভা থেকেই দাবি করছেন, বিজেপি ক্ষমতায় ফিরছে না৷ দুশো আসন দখল করতেই বিজেপি বেগ পাবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল বলেছেন, এক একটি দফার নির্বাচন শেষ হচ্ছে আর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় ফিরছে না, আগামী ৪ জুন ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসছে৷

Prashant Kishor: এবার কি হারছে বিজেপি? বাংলাতেই বা কত আসন পাবে? ভোটের মাঝেই বিস্ফোরণ প্রশান্ত কিশোরের

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মাঝেই শোরগোল ফেলে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। লোকসভা ভোটের ফলাফল নিয়ে এবার বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। এবার বিজেপি কোন রাজ্যে কত আসন পাবে, সেই নিয়ে বড় আভাস দিলেন পিকে। লোকসভা ভোটে বিজেপির আসন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের দাবি, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে বিজেপির আসন বাড়ছে।

লোকসভা নির্বাচন ২০২৪ শুরু হয়েছিল বিজেপির ‘আব কি বার, ৪০০ পার’ স্লোগান দিয়ে। ইতিমধ্যে ৪ দফা নির্বাচন হয়ে গিয়েছে। ভোট দিয়ে দিয়েছেন প্রায় ৪০০ লোকসভা কেন্দ্রের মানুষ। চার দফাতেই দেখা গিয়েছে, ভোটদানের হার বেশ কম। বিরোধীরা বলছেন, মানুষের মধ্যে মোদিকে ভোট দেওয়ার যে উৎসাহ ২০১৪ বা ২০১৯-এ দেখা গিয়েছিল, তা এবার উধাও। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ ১৯৫ আসনে আটকে যাবে। সত্যিই কি গত কয়েকদিনে এতটা বদলে গিয়েছে ভারতের রাজনৈতিক পরিস্থিতি? কী বলছেন প্রাক্তন ভোটকুশলী তথা রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর?

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার ‘মৃত্যু’ নেই! নামটা জানেন? তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন, ”৪০০ পার করার সম্ভাবনা নেই বিজেপি তথা এনডিএ-র। এটা শুধুমাত্র বিজেপির একটা মনস্তাত্বিক খেলা ছিল। এই স্লোগান দেওয়ার সময়, তারা নিজেরাও জানত ৪০০ পার সম্ভব নয়। তবে, তার মানে এই নয় যে বিজেপি ২০০ আসনে নেমে যাবে। কারণ, উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির আসন সংখ্যা কমার বিশেষ কোনও সম্ভাবনা নেই। তাই, বিজেপির আসন সংখ্যায় কোনও অর্থবহ পতন ঘটবে না। ২০১৯-এর মতোই এই লোকসভা নির্বাচনেও ৩০০ আসনের আশপাশে আসন পাবে বিজেপি। উত্তর ও পশ্চিমে বিজেপির ন্যূনতম ক্ষতির পাশাপাশি পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশে আগের থেকে বেশি আসন পেতে চলেছে বিজেপি।”

প্রশান্ত কিশোর বলেন, “লালু-নীতীশ গত ৩০ বছর ধরে বিহার শাসন করেছেন এবং তারা সবচেয়ে বেশি বিশ্বাস ভাঙার কাজও করেছেন। ৩০ বছরে বিহারের মানুষের দারিদ্র্য কোনওটাই কমেনি, পথচলাও বন্ধ হয়নি। যদি শিক্ষাব্যবস্থার উন্নতি না হয়, অন্যথায় কর্মসংস্থান পাওয়া না যায়, তাহলে আপনি কোন বিশ্বাসের কথা বলছেন? দুর্নীতি ও গুন্ডামির ঊর্ধ্বে উঠতে পারবে না এরা।”

Prashant Kishor prediction for West Bengal: ‘বাংলায় এক নম্বর দল হবে বিজেপি!’ ভোটের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

কলকাতা: গত বিধানসভা নির্বাচনের আগে তিনিই দাবি করেছিলেন, বাংলায় বিজেপি তিন অঙ্কে পৌঁছবে না৷ নিজের সেই ভবিষ্যদ্বাণী মিলিয়েও দিয়েছিলেন ভোটগুরু প্রশান্ত কিশোর৷ সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেই পরিচিত ছিলেন প্রশান্ত৷ এবার লোকসভা নির্বাচনের আগে অবশ্য সেই প্রশান্ত কিশোরই যা দাবি করলেন, তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের রক্তচাপ বাড়তে বাধ্য৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে পিকে দাবি করলেন, আগামী লোকসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে বাংলায় এক নম্বর দল হতে চলেছে বিজেপি৷

শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতেই বিজেপি চমকে দেওয়ার মতো ফল করবে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর৷ বলার অপেক্ষা রাখে না, বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরেই দেশের এই দুই প্রান্তে নিজেদের শক্তিবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে৷ ফলে লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের এই পূর্বাভাস গেরুয়া শিবিরকে যথেষ্টই শক্তি জোগাবে৷

আরও পড়ুন: ‘চার হাজার সাংসদ হবে এনডিএ-র!’ বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস নীতীশ, মঞ্চে হতবাক মোদি

পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে বিজেপির সম্ভাব্য ফল নিয়ে প্রশান্ত কিশোর বলেন, ‘ওড়িশায় বিজেপি নিশ্চিত ভাবে এক নম্বর দল হতে চলেছে৷ অনেকেই শুনে অবাক হতে পারেন, কিন্ত আমার মতে লোকসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি সম্ভবত এক নম্বর দল হিসেবেই উঠে আসবে৷ বিহারে বিজেপি মাত্র ১৭টি আসনে লড়ছে, কিন্তু সেই অনুপাতে আসন প্রাপ্তির নিরিখে বিহারেও বিজেপি এক নম্বর দলই হতে চলেছে৷’

শুধু পূর্ব ভারত নয়, দক্ষিণ ভারতেও বিজেপির ফলাফল নিয়ে দারুণ আশাবাদী প্রশান্ত কিশোর৷ পিকে বলেন, ‘তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপি ভোটের হার উল্লেখযোগ্য ভাবে বাড়বে৷ আমি আসন সংখ্যার কথা নির্দিষ্ট করে বলতে পারব না৷ তবে তামিলনাড়ুতে বিজেপির আসন সংখ্যা দুই অঙ্কে পৌঁছবেই৷ তেলঙ্গানাতেও বিজেপি এক না হলে দু নম্বর দল হিসেবে উঠে আসবে৷ যা খুবই বড় বিষয় হতে চলেছে৷’

তবে পূর্ব এবং দক্ষিণ ভারতে বিজেপির দুর্দান্ত ফলের ভবিষ্যদ্বাণী করলেও লোকসভায় বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ৩৭০ ছাড়াবে না বলেই দাবি করেছেন প্রশান্ত কিশোর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনে ৩৭০-এর বেশি আসনে জয়ী হবে বিজেপি৷

একই সঙ্গে পিকে দাবি করেছেন, হিন্দি বলয় এবং পশ্চিম ভারতেও নিজেদের দুর্গ অটুট রাখবে বিজেপি৷ ওই অঞ্চলগুলিতে যদি কংগ্রেস ১০০-র বেশি আসন জয়ে সক্ষম হয়, তাহলেই বিরোধী পক্ষ বিজেপিকে কিছুটা চাপে ফেলতে সক্ষম হবে বলে মত পিকে-র৷ যদিও সেই সম্ভাবনা কার্যত নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি৷ একই সঙ্গে প্রশান্ত কিশোরের পূর্বাভাস, অন্ধ্রপ্রদেশে এবার আর ক্ষমতায় ফিরতে পারবেন না জগন্মোহন রেড্ডি৷ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সঙ্গেই এবার অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও হচ্ছে৷

‘দিল্লিবাসী ইভিএম-এর বোতাম ভালবেসেই টিপুন, জোরদার ধাক্কা ধীরেই লাগে’, অমিত শাহকে পাল্টা জবাব প্রশান্ত কিশোরের

#নয়াদিল্লি: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ আন্দোলনকে তীব্র কটাক্ষ করে অমিত শাহের মন্তব্যের পাল্টা জবাব প্রশান্ত কিশোরের ৷ দিল্লির মিউনিসিপ্যাল নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অর্থাৎ কৌশলবিদ হিসেব কাজ করছেন প্রশান্ত কিশোর ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের কটাক্ষের উত্তরে পিকে বলেন, ‘৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভালবেসেই ইভিএম-এর বোতাম টেপা উচিত ৷ দেশের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি-ঐক্য বজায় রাখতে বিজেপিকে বার্তা দিন ৷ জোরদার ধাক্কা আস্তেই লাগে ৷’

দিল্লির বাবরপুরের নির্বাচনী কেন্দ্রের জনসভা থেকে অমিত শাহ বলেন, দিল্লি নির্বাচনে বিজেপির ঝুলিতে ভোট দিলেই শাহিনবাগের মতো দেশের একাধিক সমস্যার সমাধান করা সম্ভব হবে ৷ তাঁর মন্তব্য,‘আপনার ভোট পেলে একমাত্র বিজেপি প্রার্থীই আপনার দেশকে সুরক্ষিত করতে পারে এবং শাহিনবাগের মতো হাজারও জাতীয় সমস্যার সমাধান করতে পারে ৷’ এখানেই শেষ নয়, দিল্লিবাসীদের অমিত শাহের আহবান, ‘৮ তারিখ নিজের সমস্ত রাগ নিয়ে জোরে ইভিএম-এর বোতাম টিপুন ৷ যাতে সেই কারেন্ট শাহিনবাগে পৌঁছায় ৷’ সেই বক্তব্যের প্রত্যুত্তরেই এমন উত্তর প্রশান্ত কিশোরের ৷