Tag Archives: Pro Kabaddi League

Kabaddi Training: খেলার মাধ্যমে জীবন গড়ার ডাক, স্কুলের মেয়েদের কবাডি প্রশিক্ষণ

শিলিগুড়ি: সময়ের সঙ্গে সঙ্গে এখন ছেলেদের পাশাপাশি পাল্লা দিয়ে এগোচ্ছে মেয়েরাও। তা সত্ত্বেও কোথাও কোথাও এখনও ওঠে নাবালিকা বিবাহের অভিযোগ। এছাড়াও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে চলেছে নারী নিগ্রহের ঘটনা। এই সব কিছুর বিরুদ্ধে মেয়েদের শারীরিকভাবে ফিট করে তুলতে এবং সর্বোপরি খেলাধুলোর মাধ্যমে তাদের জীবন গড়ে তুলতে এগিয়ে এল দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থা। স্থানীয় স্কুলের মেয়েদের সম্পূর্ণ নিজ উদ্যোগে কবাডির প্রশিক্ষণ দিচ্ছেন এই সংস্থা। কোচ হিসেবে রয়েছেন জয়দীপ ঘোষ এবং শ্রীমতি বসাক।

আরও পড়ুন: কোভিডে চাকরি হারানো সাপে বর হয়েছে! মহামারীতে সব খাওয়ানো তাপস আজ বিখ্যাত চিত্রশিল্পী

দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থার তরফে এদিন আনুষ্ঠানিকভাবে মহিলা কবাডি প্রশিক্ষণ কেন্দ্র শুরু হল রবীন্দ্রনগর উচ্চতর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। এখন থেকে প্রতি সোম, বুধ এবং শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে দশ বছরের ঊর্ধ্বে যেকোনও উৎসাহী মেয়েদের কবাডি প্রশিক্ষণ দেওয়া হবে। কবাডিতে মহিলাদের আরও উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ। দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেন, ‘মহিলারা আজকের দিনে খেলাধুলোতে এগিয়ে আসছে। সেই কথা মাথায় রেখেই এমন উদ্যোগ। আমাদের ইচ্ছা এই ক্যাম্প থেকেই রাজ্য তথা জাতীয় স্তরের খেলোয়াড় তুলে আনার।’

বর্তমানে ৫০ জন প্রশিক্ষণ নিচ্ছে এই কেন্দ্রে। এখানে প্রশিক্ষণ পেয়ে ভীষণ খুশি মেয়েরা। এই প্রশিক্ষণ মেয়েদের ভবিষ্যৎ জীবন গড়ার কাজে নানানভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

অনির্বাণ রায়

Pro Kabaddi League: দু ম্যাচ হারের পর জয়ে ফিরল বেঙ্গল ওয়ারিয়র্স, মহারাষ্ট্র ডার্বিতে জয় পুনের

#বেঙ্গালুরু: তামিল থালাইভাকে ৩৭-২৮ পয়েন্টে হারানোর পর অবশেষে জয়ের ছন্দে ফিরলো বেঙ্গল ওয়ারিয়র্স। এই মরশুমে বেশ আত্মবিশ্বাসের অভাব ভুগছে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল। মনিন্দর বাদে দলে আর কোনো ভাল রেডার নেই, যার ওপর ভরসা করে দল জিততে পারবে। তবে আবার একার দায়িত্বে তামিল থালাইভার কঠিন রক্ষণকে হার মানিয়ে ম্যাচ জিতিয়ে আনলেন অধিনায়ক মনিন্দর সিং।

আরও পড়ুন – Eric Cantona Qatar World Cup: শ্রমিকদের রক্তের বিনিময়ে আয়োজন করা কাতার বিশ্বকাপ দেখবেন না ক্যান্টোনা 

শুধু তিনি নন, রান সিংয়ের অনবদ্য রক্ষণ এবং একের পর এক সুপার ট্যাকল বেঙ্গলের ঘরে পয়েন্ট এনে দিয়েছে। অন্যদিকে তামিল থালাইভা শেষ ম্যাচে হরিয়ানা স্টিলার্সকে ৪৫-২৬ এ হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ান্তে ছিল। ম্যাচের শুরু থেকেই বেঙ্গল ওয়ারিয়র্স লিড নিয়ে রেখেছিল। দু পক্ষের অসাধারণ রক্ষণ এবং সুপার ট্যাকল দেখা যাচ্ছিল।

আরও পড়ুন – Rahane and Pujara: ডাহা ব্যর্থ রাহানে এবং পূজারাকে নিয়ে কড়া সিদ্ধান্তের সময় এসেছে বলছেন প্রাক্তনরা

ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই একবার তামিল তালাইভাকে অল আউট করে ৫ পয়েন্টে লিড নিয়ে বেঙ্গল। হাফ টাইম ২০-১৬ তে এগিয়ে থাকে মনিন্দরের বেঙ্গল ওয়ারিয়র্স, এবং তার কাছে থাকে ৮ পয়েন্ট। দ্বিতীয় অর্ধে একটি ডু ওর ডাই রেডে মনিন্দর এবারের সফলতম ডিফেন্ডার সুরজিৎকে পরাস্ত করে পয়েন্ট আনেন। ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে মনিন্দর বিপক্ষকে আরেকবার অল আউট করতে সক্ষম হন।

একজন ডিফেন্ডার সীমারেখার বাইরে চলে যায়, আরেকজনের সঙ্গে হাতে ছোঁয়া লাগে মনিন্দরের। ১১ পয়েন্টে লিড নিয়ে নেয় বেঙ্গল। শেষ অবধি বেঙ্গল ৯ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাচ জেতে ।মনিন্দরের সুপার টেন ছাড়াও রান সিংয়ের পর পর সুপার ট্যাকল ম্যাচ বেঙ্গলের নামে এনে দেয়। তবে হেরে গিয়েও চতুর্থ স্থানে থাকল তামিল থালাইভাস এবং বেঙ্গল ওয়ারিয়র্স টেবিলের নবম স্থানে এল।

দ্বিতীয় ম্যাচে মহারাষ্ট্র ডার্বিতে ২৩-৪২ পয়েন্টে ইউ মুম্বাকে হারাল পুনেরি পল্টন। নিতিন তোমার এবং আসলাম ইনামদারের রেড বিশাল ব্যবধানে ইউ মুম্বাকে হারাতে সাহায্য করে। মুম্বইয়ের রক্ষণ দাড়াতে পারেনি পুনের আক্রমনের কাছে, তাসের ঘরের মতো ভেঙে পরে। ম্যাচে জিতেও টেবিলের ১০ নম্বরে থাকল পুনে।

Pro Kabaddi League Bengal Warriors : তিন ম্যাচে হারের পর জয়পুরকে হারাল বেঙ্গল ওয়ারিয়র্স, জয় পাটনার

#বেঙ্গালুরু: প্রো কবাডি লিগে পরপর দুটো ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল বেঙ্গল ওয়ারিয়র্স। কিন্তু তারপর হঠাৎ করে ছন্দপতন ঘটে বাংলার দলের। গতবারের চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্স কেন প্রশ্ন উঠেছিল। কিন্তু অবশেষে পায়ের তলার মাটি খুঁজে পেল তারা। প্রো কবাডি লিগে ছন্দে ফিরল বেঙ্গল ওয়ারিয়র্স। হারের হ্যাটট্রিকের পর জয়পুর পিঙ্ক প্যান্থার্স’কে ৩১-২৮ ব্যবধানে পরাজিত করল বাংলার ফ্রাঞ্চাইজি কবাডি দলটি।

আরও পড়ুন – BCCI postpones domestic tournament : ভিলেন ওমিক্রন ! পিছিয়ে গেল রঞ্জি সহ একাধিক ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা

বাংলার জয়ের প্রধান দুই কারিগর দলনেতা মনিন্দর সিং এবং মহম্মদ নবিবক্স। এই দুই তারকার যৌথ সংগ্রহ ২৩ পয়েন্ট। এ দিন বাংলার দলটির হয়ে ১৩ পয়েন্ট অর্জন করেন মনিন্দর সিং। বেঙ্গল ওয়ারিয়র্সের আক্রমণের প্রধান ভরসা মনিন্দরের সংগৃহীত ১৩ পয়েন্টের মধ্যে ১১টি টাচ পয়েন্ট। একটি ট্যাকেল এবং একটি বোনাস পয়েন্ট অর্জন করেছেন তিনি।

আরও পড়ুন -IND vs SA Wanderers Test: শার্দুলের সাত উইকেট সত্ত্বেও ওপেনারদের হারিয়ে চিন্তার ভাঁজ ভারতের দ্বিতীয় ইনিংসে

অপরদিকে, ইরানের অলরাউন্ডার মহম্মদ নবিবক্সের অর্জিত দশ পয়েন্টের মধ্যে ছয় পয়েন্ট এসেছে রেইড থেকে। এক পয়েন্ট বোনাস এবং ট্যাকেলে তিন পয়েন্ট অর্জন করেছেন ৩০ বছর বয়সী এই বিদেশি। এছাড়া দুই পয়েন্ট পয়েছেন আবোজার মিঘানি। অপরদিকে, জয়পুর পিঙ্ক প্যান্থার্সের হয়ে গোটা ম্যাচে একমাত্র বেঙ্গল’কে লড়াই দেওয়া চেষ্টা করেছেন স্টার রেডার অর্জুন দেশওয়াল।

অর্জুন ছাড়া কেউই এ পিঙ্ক প্যান্থার্সের জার্সিতে সাফল্যের মুখ দেখেননি। বিশেষ করে ডিফেন্ডারদের ব্যর্থতা ডুবিয়েছে দলকে। জয়পুরের ২৮ পয়েন্টের মধ্যে অর্জুন একাই নিয়েছেন ১৬ পয়েন্ট। এছাড়া দীপক হুডা পাঁচ পয়েন্ট এনে দিয়েছেন দলকে। এই ম্যাচে জয়ের ফলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে জয়পুর আছে ন’নম্বরে।

অপর একটি ম্যাচে পাটনা পাইরেটস নামমাত্র ব্যবধানে পারস্থ করেছে তেলেগু টাইটানস’কে। তেলেগু’র বিরুদ্ধে পাটনা জিতেছে ৩১-৩০ ব্যবধানে। এই ম্যাচে হারের ফলে পাঁচ ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখতে পারল না তেলেগু টাইটানস। লিগ টেবলে তাদের অবস্থান একাদশতম স্থানে। তেলেগু’কে হারিয়ে এই ম্যাতে জয়ের হ্যাটট্রিক করল পাটনা।

৫ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তৃতীয় স্থানে রয়েছে পাটনা। মনিনদর জানিয়েছেন শেষ দুটি ম্যাচে কিছুটা চোট ছিল তার। তাই কিছুটা ব্যথা নিয়ে খেলেছিলেন। কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ। সঙ্গে নবি বক্স এবং দলের বাকিরা গুরুত্ব বুঝতে পেরেছিল পরপর তিনটি ম্যাচ হেরে গিয়ে। লড়াইয়ে থাকতে হলে জিততেই হত তাদের। তাই টিম মিটিং এর নতুন প্রতিজ্ঞা নেওয়া হয় কামব্যাক করার। কোন জায়গায় ভুল হচ্ছে রিপ্লে দেখে বারবার বোঝা যায়।

Pro Kabaddi League: মঙ্গলবার প্রো কবাডিতে দাপটে জিতল পাটনা পাইরেটস এবং হরিয়ানা

#বেঙ্গালুরু: মঙ্গলবারের প্রো কবাডি লিগের প্রথম ম্যাচে ২৬-৩৮ পয়েন্টে পুনেকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিল পাটনা। প্রথম অর্ধে সমান পয়েন্ট ছিল দুই দলই, ১৪-১৪। রেইড থেকে বেশি পয়েন্ট তুলেছিল পুনে। কিন্তু ওই দুই পয়েন্টের ব্যবধান পাটনা মিটিয়ে নিয়েছিল অতিরিক্ত পয়েন্ট থেকে। কিন্তু দ্বিতীয় অর্ধ শুরু হতেই ম্যাচ জুড়ে দেখা যায় পাটনা পাইরেটসকে প্রভুত্ব দেখাতে।

আরও পড়ুন – Mohammed Shami 200 wickets: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগুন ঝরিয়ে ২০০ উইকেটের ক্লাবে মহম্মদ শামি

অর্ধ শুরু হতেই একটি অল আউট রেইড করে ১৫-১৯ এ এগিয়ে যায় পাটনা। তার পর মোটামুটি অনেকক্ষণ ভদ্রস্থ ব্যবধান রাখার পরে, আর ম্যাচ ধরে রাখতে পারল না পুনে। ২০-২৩ এ এগিয়ে থাকার পর পাটনা একের পর এক সুপার রেইড এবং সুপার ট্যাকল করে নিজেদের লিড প্রচুর পরিমাণে বাড়িয়ে নেয়। ২১-৩৫ অবধি নিজেদের ব্যবধান এগিয়ে নিয়ে যায় পাটনা।

আরও পড়ুন – Gavaskar and Sachin on KL Rahul : কে এল রাহুলকে ব্যাটিং করতে দেখা চোখের পক্ষে আরামদায়ক, বলছেন গাভাসকার, সচিন

পুনের সুনীলকে হলুদ কার্ড দেওয়া হয় সংকেতের জার্সি টেনে ট্যাকল করার জন্য। এরপর আর ম্যাচে ফেরার ক্ষমতা ছিল না পুনেরি পল্টনের। পাটনার সচিন তার একটি সুপার ১০ পূর্ণ করেন। দিনের দ্বিতীয় ম্যাচে হরিয়ানা স্টিলার্স হারিয়ে দিল তেলুগু টাইটানসকে। টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচে ৩৯-৩৭ ফলে জিতল হরিয়ানা।

প্রথম অর্ধে হরিয়ানা স্টিলার্স ২৩-১৯ পয়েন্টে এগিয়েছিল। দ্বিতীয় অর্ধে তেলেগু টাইটানস ম্যাচে ফেরার চেষ্টা করলে ব্যর্থ হয় তারা। হরিয়ানার হয়ে ১২ পয়েন্ট নেন অলরাউন্ডার মিতু। এছাড়া রোহিত গুলিয়া ৮ পয়েন্ট অর্জন করেন।অন্যদিকে তেলেগু টাইটানস এর হয়ে ২৩ মিনিটে অঙ্কিত বেনিওয়ালকে নামানোর পর থেকেই ম্যাচে আসতে আসতে ফিরতে শুরু করে তারা।

অঙ্কিত ৯ পয়েন্ট অর্জন করেন। এছাড়াও সিদ্ধার্থ দেশাই শুরুতে পয়েন্ট নিয়ে ম্যাচে টিকিয়ে রাখে তেলেগু দলকে। এই ম্যাচে জয়ের ফলে হরিয়ানা উঠে এল ৮ নম্বর স্থানে। অন্যদিকে ম্যাচে হেরে তেলেগু লিগ টেবিলে নেমে ১১নম্বর স্থান ধরে রাখল।

Pro Kabaddi 2021: প্রো কাবাডি লিগের প্রথম দিনেই জয় পেল বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ মুম্বা

#নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় প্রো কবাডি লিগ (Pro Kabaddi League)। প্রথম দিনেই ছিল আকর্ষণীয় সব ম্যাচ। প্রো কবাডি লিগের প্রথম দিনেই বেঙ্গল ওয়ারিয়র্স (Bengal Warriors) পরদীপ নারওয়ালের (Pardeep Narwal) ইউপি যোদ্ধাকে (UP Yodddha) ৩৮-৩৩ পয়েন্টে হারিয়ে দিয়েছে। একই সঙ্গে প্রো কবাডি লিগের প্রথম দিনে ইউ মুম্বা (U Mumba) ৪৬-৩০ পয়েন্টে হারিয়ে দিয়েছে বেঙ্গালুরু বুলসকে (Bengaluru Bulls)। এছাড়া প্রো কবাডি লিগের প্রথম দিনে ৪০-৪০ পয়েন্টে ড্র হয়েছে তেলুগু টাইটানস (Telugu Titans) এবং তামিল থালাইবাজের (Tamil Thalaivas) ম্যাচ। এই সব রুদ্ধশ্বাস ম্যাচের ফলে প্রথম দিন থেকেই জমে উঠেছে প্রো কবাডি লিগ ২০২১-২২ (Pro Kabaddi 2021)।

আরও পড়ুন-প্যারাসেলিং করতে গিয়ে দুর্ঘটনা, বোটের দড়ি ছিঁড়ে ১০০ মিটার উঁচু থেকে জলে পড়লেন দুই মহিলা!

এই বারের প্রো কবাডি লিগের ম্যাচ হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। প্রথম দিনেই ছিল তিনটি বড় ম্যাচ। প্রথম খেলায় ইউ মুম্বা ৪৬-৩০ পয়েন্টে হারিয়ে দিয়েছে বেঙ্গালুরু বুলসকে (PKL 2021-22, Pro Kabaddi League Score)। ইউ মুম্বার তরফে স্টার প্লেয়ার ছিলেন অভিষেক সিং (Abhishek Singh), যিনি নিজেই ১৯ পয়েন্ট সংগ্রহ করেছেন। এছাড়া বেঙ্গালুরু বুলস দলের জন্য চন্দ্রন রঞ্জিত (Chandran Ranjit) নিজে সংগ্রহ করেন ১৩ পয়েন্ট।

প্রো কবাডি লিগের দ্বিতীয় ম্যাচ তেলুগু টাইটানস এবং তামিল থালাইবাজের মধ্যে ড্র হয়েছে। তেলুগু টাইটানস শেষ পর্যন্ত ভালো পারফর্ম করে ৪০-৪০ পয়েন্টে ড্র করে নিজের হার বাঁচিয়েছে। তামিল থালাইবাজের প্লেয়ার এবং ম্যাচের স্টার প্লেয়ার মনজিৎ চিল্লর (Manjeet Chhillar) নিজেই সংগ্রহ করেছেন ১২ পয়েন্ট। কিন্তু তাঁর এই পারফরম্যান্স তামিল থালাইবাজকে ম্যাচ জেতাতে পারেনি।

প্রো কবাডি লিগের তৃতীয় ম্যাচে বেঙ্গল ওয়ারিয়র্স ইউপি যোদ্ধাকে হারিয়ে দিয়েছে। লিগের স্টার প্লেয়ার, যিনি নিজেই প্রায় ১০০০ পয়েন্ট সংগ্রহ করেছেন তাঁর দলের জন্য, সেই পরদীপ নারওয়ালের দল ইউপি যোদ্ধাকে ৩৮-৩৩ পয়েন্টে হারিয়ে দিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউপি যোদ্ধার ম্যাচ দিয়েই টুর্নামেন্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে।

আরও পড়ুন-সিনিয়র অফিসারের কোলে বসে অশ্লীল নাচ মহিলা পুলিশকর্মীর! তুমুল ভাইরাল ভিডিও

প্রো কবাডি লিগ ২০২১-২২ প্রথম দিনেই দারুণ জমে উঠেছে। প্রথম দিনের তিনটি খেলা থেকেই বোঝা যাচ্ছে যে এ বারের এই লিগ আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। টুর্নামেন্টের প্রথম দিনে বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ মুম্বা দল জিতে এই লিগকে আরও জমিয়ে দিয়েছে। প্রো কবাডি লিগের প্রথম দিনের তিনটি খেলা থেকেই নজর কেড়েছেন বেশ কিছু প্রতিভাময় খেলোয়াড়। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিষেক সিং, মনজিৎ চিল্লর এবং মহম্মদ ইসমাইল নবিবক্সের (Mohammad Esmaeil Nabibakhsh) মতো খেলোয়াড়।

Pro Kabaddi time table and schedule: জানেন তো প্রো কাবাডি লিগের পুরো সূচি এবং খেলার সময় ? দেখে নিন

#বেঙ্গালুরু: ভিভো প্রো কাবাডি লিগ সিজন -৮ (Pro Kabbadi season 8 full schedule) আগামী ২২ শে ডিসেম্বর থেকে উদ্যান নগরী বেঙ্গালুরুতে শুরু হচ্ছে। সরকারের জারি করা কোভিড বিধি মেনে একটি ভেনুতেই দর্শকশূন্য স্টেডিয়ামে সিজন ৮ এর কাবাডি লিগ আয়োজিত হচ্ছে। খেলোয়াড়রা যাতে পুরোপুরি সুরক্ষিত থাকেন সেজন্য জৈব সুরক্ষা বলয়ের পাশাপাশি কোভিড পরীক্ষার (Covid safety measures) উপরও এবার জোর দেওয়া হবে বলে লিগ আয়োজকদের তরফে জানানো হয়েছে। করোনার কারণেই গতবছর প্রো কাবাডি লিগ আয়োজন করা হয়নি।সপ্তম সিজনে অংশগ্রহণকারী ১২ টি (12 teams) দলই এবারেও অংশগ্রহণ করছে।

আরও পড়ুন – Pat Cummins: অজি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার ক্যাপ্টেন, টেস্ট দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স

গত সিজনের বিজয়ী বেঙ্গল ওয়ারিয়ার্সের (Bengal Warriors) উপর বাংলার কাবাডিপ্রেমীদের প্রত্যাশা বেড়ে গেছে। সিজন ৮ এও তারা সেরার দৌড়ে থাকবে তা বলাই বাহুল্য। গত সিজনের বিজয়ী দলের প্রধান সদস্যদের তারা ধরে রেখেই এবার মাঠে নামছে ওয়ারিয়ার্স। গতবারের অধিনায়ক ও মুখ্য রেডার মনিন্দার সিং, গতবারের ফাইনালের সর্বোচ্চ স্কোরার ইরানের অলরাউন্ডার ইসমাইল নবিবক্স, রক্ষণে রিঙ্কু নারওয়াল, রেডার রবীন্দ্র রমেশ কুমায়েতকে এবারও দলে রয়েছেন।

তিনবারের বিজয়ী দল পাটনা পাইরেটস (Patna Pirates) এবার অনেক নতুন মুখদের নিয়ে দল সাজিয়েছে। রেডার অংশ শক্তিশালী হলেও, রক্ষনে নতুন যুবকদের উপর ভরসা করছে দল। সচিন তানওয়ার, প্রশান্ত কুমার রায়কে রেডার হিসেবে এবছর নিলামে তারা বহু অর্থ খরচ করে কিনেছে। চারজন বিশ্বমানের রেডার এই দলে রয়েছে। অলরাউন্ড দক্ষতার জন্য ইরানের খেলোয়াড় চিয়ানেকে এবারের নিলামে সর্বোচ্চ অর্থ দিয়ে কিনেছে পাইরেটস।

ষষ্ঠ সিজনের চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোর বুলস (Bengaluru Bulls) এর আক্রমণভাগ রক্ষণের তুলনায় ভারী। পবন শেরাওয়াত, চন্দ্রণ রঞ্জিত ও দীপক নারওয়াল তাদের রেডার হিসেবে থাকছে, রক্ষণ তরুণ খেলোয়াড়দের হাতে।

প্রো কাবাডি লিগ সূচি

  • ২২ ডিসেম্বর

১. বেঙ্গালুরু বুলস বনাম ইউ মুম্বা (সন্ধ্যা ৭:৩০)

২. তেলেগু টাইটানস বনাম তামিল থালাইভাস ( রাত ৮:৩০)

৩. বেঙ্গল ওয়ারিয়রস বনাম ইউ পি যোদ্ধা ( রাত ৯:৩০)

  • ২৩ ডিসেম্বর

১. গুজরাত জায়েন্টস বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার ( সন্ধ্যা ৭:৩০)

২. দাবাং দিল্লি বনাম পুনেরি পাল্টান ( রাত ৮:৩০)

৩ . হরিয়ানা স্টিলার বনাম পাটনা পাইরেটস ( রাত ৯:৩০)

  • ২৪ ডিসেম্বর

১. ইউ মুম্বা বনাম দাবাং দিল্লি ( সন্ধ্যা ৭:৩০)

২. তামিল থালাইভাস বনাম বেঙ্গালুরু বুলস ( রাত ৮:৩০)

 ৩. বেঙ্গল ওয়ারিয়রস বনাম গুজরাত জায়ান্টস ( রাত ৯:৩০)

  • ২৫ ডিসেম্বর

১. পাটনা পাইরেটস বনাম ইউ পি যোদ্ধা ( সন্ধ্যা ৭:৩০)

২. পুণেরি পাল্টান বনাম তেলেগু টাইটানস ( রাত ৮:৩০)

৩. জয়পুর পিঙ্ক প্যান্থার বনাম হরিয়ানা স্টিলার ( রাত ৯:৩০)

  • ২৬ ডিসেম্বর

১. গুজরাত জায়ান্টস বনাম দাবাং দিল্লি ( সন্ধ্যা ৭:৩০)

২.  বেঙ্গালুরু বুলস বনাম বেঙ্গল ওয়ারিয়রস ( রাত ৮:৩০)

  • ২৭ ডিসেম্বর

১. তামিল থালাইভাস বনাম ইউ মুম্বা ( সন্ধ্যা ৭:৩০)

২.  ইউ পি যোদ্ধা বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার ( রাত ৮:৩০)

  • ২৮ ডিসেম্বর

১. পুনেরি পাল্টান বনাম পটনা পাইরেটস (সন্ধ্যা ৭:৩০)

২. তেলেগু টাইটান্স বনাম হরিয়ানা স্টিলার ( রাত ৮:৩০)

  • ২৯ ডিসেম্বর

১. দাবাং দিল্লি বনাম বেঙ্গল ওয়ারিয়রস ( সন্ধ্যা ৭:৩০)

২. ইউ পি যোদ্ধা বনাম গুজরাত জায়ান্ট ( রাত ৮:৩০)

  • ৩০ ডিসেম্বর

১. জয়পুর পিঙ্ক প্যান্থার বনাম ইউ মুম্বা ( সন্ধ্যা ৭:৩০)
২. হরিয়ানা স্টিলার বনাম বেঙ্গালুরু বুলস ( রাত ৮:৩০)

  • ৩১ ডিসেম্বর

১. তামিল থালাইভাস বনাম পুনেরি পাল্টান ( সন্ধ্যা ৭:৩০)

 ২. পাটনা পাইরেটস বনাম বেঙ্গল ওয়ারিয়রস ( রাত ৮:৩০)

প্রো কবাডি লিগের শীর্ষ পাঁচ দামি ভারতীয় খেলোয়াড়

প্রদীপ নারওয়াল (১ কোটি, ৬৫ লাখ), সিদ্ধার্থ দেশাই ( ১ কোটি ৩০ লাখ), অর্জুন দেশওয়াল (৯৬ লাখ), মনজিত (৯৬ লাখ), সচিন (৯২ লাখ)

সেরা পাঁচ বিদেশি তারকা

আবোজার মোহাজের (৩১ লাখ), জ্যাং কুন লি (২০ লাখ), মহম্মদরেজ শিয়ানে (৩০ লাখ), মহসিন জাফরি (১২ লাখ ৮০ হাজার), হাদি অশতোরাক ( ২০ লাখ)