Tag Archives: Protest Rally

Reclaim the Night: রাত দখল করতে পথে মহিলাদের জনস্রোত, হাল ফেরাতে কী কী বললেন তাঁরা?

উত্তর ২৪ পরগনা: এমন প্রতিবাদ এর আগে হয়ত দেখেনি কেউ। মহিলাদের উপর নৃশংস অত্যাচার, খুন ও ধর্ষণের মতো ঘটনা অতীতে ঘটলেও, আরজি কর কাণ্ড যেন টলিয়ে দিয়েছে নারীর স্বাধীনতা ও নিরাপত্তার ভিতকে। এরই প্রতিবাদে এক নতুন ইতিহাসের সাক্ষী থাকল রাজ্য।

বুধবার মধ্যরাতে কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে নারী শক্তির দখলে চলে গেল রাজপথ। আরজি কর কাণ্ডে দোষীদের চরম শাস্তির দাবির পাশাপাশি নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি নিয়ে মধ্যরাতে মিছিল করলেন মহিলারা। সেই মিছিলে সহযোগী হিসেবে পুরুষরাও যোগ দেন। জেলার সর্বত্রই দেখা গেল মহিলাদের ‘উই ওয়ান্ট জাস্টিস’স্লোগানে মুখরিত হতে। উত্তর ২৪ পরগনার নিউ টাউন থেকে শুরু করে দমদম, মধ্যমগ্রাম, বারাসত, হাবরা, অশোকনগর, গোবরডাঙা, বনগাঁ, সোদপুর, ব্যারাকপুর, পানিহাটি, বেলঘড়িয়া সহ জেলার প্রতিটি জায়গায় মহিলাদের রাজপথে নেমে প্রতিবাদের শামিল হতে দেখা গিয়েছে।

আর‌ও পড়ুন: বাড়ি থেকে শুরু করে রিসর্ট, হাতির হানায় লণ্ডভণ্ড মাদারিহাট

কিন্তু এটাই কি শেষ? একদিনের এই গর্জনে পর কি আর হবে না মহিলাদের উপর অত্যাচার! ধর্ষণ বা মহিলাদের উপর অত্যাচারের এই ব্যাধি সারাতে আদৌ কি কোন‌ও উপায় আছে? বিভিন্ন স্কুলগুলিতে সেক্স এডুকেশন চালু করলে কি কিছুটা হলেও বদলাতে পারে মহিলাদের প্রতি সমাজের এমন কুরুচিকর দৃষ্টিভঙ্গি? এই প্রসঙ্গে কী বললেন রাত দখল করতে রাজপথে নামা বিভিন্ন বয়সের মহিলারা?

শিক্ষিকা থেকে গৃহবধূ, মা থেকে দিদিদের মুখে ফুটে উঠল ঠিক কেমন সমাজ আশা করছেন তার বর্ণনা। কীভাবে আগামী প্রজন্মের ছেলেমেয়েদের শিক্ষা দিলে এই ধরনের ব্যাধি সমাজ থেকে কিছুটা হলেও নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন তাঁরা, সেটাও বিস্তারিত জানান। নির্যাতিতা তরুণীর উপর যে নৃশংসতা রাজ্যবাসী দেখেছে, তা যেন আর কোন‌ও মহিলাকে দেখতে না হয় সেই লক্ষ্যেই সমাজের দৃষ্টিভঙ্গি বদলের ডাক শোনা গেল এদিনের নারী শক্তিদের গলায়।

রুদ্রনারায়ণ রায়

Reclaim the Night: মধ্যরাতে নারীদের রাজপথ দখল, মশাল হতে আলোর পথ দেখালেন মহিলারা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজপথে রাত জাগল গোটা বাংলা। ৭৮তম স্বাধীনতা দিবসের রাতে রাজপথ দখল করে সেই স্বপ্ন পূরণের নিশ্চয়তা খুঁজলেন নারীরা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজপথে রাত জাগল গোটা বাংলা। ৭৮তম স্বাধীনতা দিবসের রাতে রাজপথ দখল করে সেই স্বপ্ন পূরণের নিশ্চয়তা খুঁজলেন নারীরা।
শিলিগুড়িতে স্লোগান উঠল 'উই ওয়ান্ট জাস্টিস'। দেখিয়ে দিল রাস্তা কারোর একার নয়। অবাধ বিচরণের অধিকার সকলের, রাতের অন্ধকারে তারাও নিরাপদে বাড়ি ফিরতে চায়।
শিলিগুড়িতে স্লোগান উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’। দেখিয়ে দিল রাস্তা কারোর একার নয়। অবাধ বিচরণের অধিকার সকলের, রাতের অন্ধকারে তারাও নিরাপদে বাড়ি ফিরতে চায়।
এই শহরে প্রথম প্রতিবাদের ডাক দিয়েছিলেন এলাকার মহিলা চিকিৎসকরা। তাদের ডাকে শুধু চিকিৎসকরাই নন, মিছিলে সামিল হলেন কলেজ পড়ুয়া থেকে শিক্ষক, চাকরিজীবী, সমাজকর্মী সকলেই।
এই শহরে প্রথম প্রতিবাদের ডাক দিয়েছিলেন এলাকার মহিলা চিকিৎসকরা। তাদের ডাকে শুধু চিকিৎসকরাই নন, মিছিলে সামিল হলেন কলেজ পড়ুয়া থেকে শিক্ষক, চাকরিজীবী, সমাজকর্মী সকলেই।
শয়ে শয়ে মোবাইল ফোনের ফ্লাশ লাইট জ্বলে উঠেছিল প্রতিবাদীদের হাতে। আলোর পথ দেখাতে শিলিগুড়ির পথে নেমেছিলেন মহিলারাও। মিছিলে পা মিলিয়েছেন অনেক বয়স্ক মহিলা।
শয়ে শয়ে মোবাইল ফোনের ফ্লাশ লাইট জ্বলে উঠেছিল প্রতিবাদীদের হাতে। আলোর পথ দেখাতে শিলিগুড়ির পথে নেমেছিলেন মহিলারাও। মিছিলে পা মিলিয়েছেন অনেক বয়স্ক মহিলা।
শিলিগুড়ি শহর তো বটেই, পাশাপাশি খড়িবাড়ি, ফাঁসিদেওয়া, বাগডোগরা, শিব মন্দির এবং ইসলামপুরের পথে নামলেন মহিলারা। তাদের পাশে দেখা গিয়েছে পুরুষদেরও।
শিলিগুড়ি শহর তো বটেই, পাশাপাশি খড়িবাড়ি, ফাঁসিদেওয়া, বাগডোগরা, শিব মন্দির এবং ইসলামপুরের পথে নামলেন মহিলারা। তাদের পাশে দেখা গিয়েছে পুরুষদেরও।

Reclaim the Night: আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঝড় তীব্র গতিতে আছড়ে পড়ল গ্রামে গ্রামে, মধ্যরাতে যা হল…

পুরুলিয়া: আরজি কর হাসপাতালের মধ্যে চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও নারী নিরাপত্তার দাবিতে মধ্যরাতে মিছিলে মিছিলে উত্তাল হল বাংলা। এই ইস্যুতে গোটা রাজ্যের সঙ্গে তোলপাড় হয়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন অংশ। শহরাঞ্চলের পাশাপাশি বাদ গেল না প্রান্তিক রঘুনাথপুরের মত এলাকাও।‌

এমনিতেই পুরুলিয়া পশ্চিমবঙ্গের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির একটি। কিন্তু এই ইস্যুতে নারীদের নেতৃত্বে পুরুলিয়া শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ও গ্রামগুলিতেও পথে নামল মানুষজন। আরামের ঘুম শিকেয় তুলে মিছলে হাঁটলেন নারী থেকে পুরুষ সকলে। প্রান্তিক জেলা পুরুলিয়া শহর ও রঘুনাথপুর মহকুমায় প্রতিবাদে নামতে দেখা যায় দলমত নির্বিশেষে সকলকে।

আর‌ও পড়ুন: কন্যাশ্রী দিবসের মধ্যরাতে নারীদের দখলে রাজপথ, উঠল এই দাবি…

বুধবার সন্ধেয় প্রথমে রঘুনাথপুর মহকুমায় র‍্যালি হয়। রঘুনাথপুর ক্ষুদিরাম চক থেকে এই র‍্যালি শুরু হয়ে নতুন বাসস্ট্যান্ড হয়ে পুনরায় রঘুনাথপুর ক্ষুদিরামচকে এসে শেষ করে। রঘুনাথপুরের শহরবাসী ও রঘুনাথপুরের আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এই মিছিলে যোগদান করেন। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক সহ কয়েক হাজার মানুষ এই র‍্যালিতে পা মেলান। ‌একইভাবে পুরুলিয়া স্টেশন থেকে রাতে র‍্যালি শুরু হয়ে রথতলা, মধ্যবাজার, চকবাজার হয়ে পোস্ট অফিস মোড়ে শেষ হয়।‌ কয়েক হাজার মানুষ এই র‍্যালিতে পা মেলান।

এই বিষয়ে মিছিলে অংশ নেওয়া মহিলারা বলেন, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র কোথাও মেয়েদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কোথায় যাবে। কোথায় তারা সুরক্ষিত। অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন তাঁরা।

সেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছে গোটা রাজ্য। আরজি করের সেই নারকীয় কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে বিক্ষোভে নেমেছেন মহিলারা। তাঁদের সঙ্গ দিয়েছেন পুরুষরা। কলকাতা শহর থেকে গ্রাম সর্বত্র একই চিত্র। প্রতিবাদের ঝড় উঠল প্রান্তিক জেলা পুরুলিয়াতেও।

শর্মিষ্ঠা ব্যানার্জি