Tag Archives: PSG

Viral Video: পিএসজি -র ম্যাচে মাঠে মেসির নামে হায় হায়! ফ্যানদের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল

#প্যারিস: লিওনেল মেসির  (lionel Messi ) নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই ফ্যানরা হায় হায় বলে চেঁচাতে শুরু করলেন৷ এই ঘটনাই ঘটেছে প্যারিস সেন্ট জার্মেইন বনাম বোর্দো ম্যাচে৷ দলের ফুটবলারদের নাম ঘোষণার সময়েই এই ঘটনা ঘটে৷ এভাবে মেসির (Messi ) নামে হায় হায় করায় প্যারিস সেন্ট জার্মেইন বনাম বোর্দো ম্যাচের ভাইরাল ভিডিও (Viral Video)৷

মেসি গত মরশুমের গরমে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (PSG) যোগ দিয়েছিলেন৷ কিন্তু বিশ্বের অন্যতম এই ধণী ক্লাব মেসির পারফরম্যান্সে যে উচ্চতায় পৌঁছে যাবে ভেবেছিল তা অবশ্য হয়নি৷ সাতবারের ব্যালন ডি অর জয়ী লিও মেসি চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে হেরে যায়৷ যার ফলে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অভিযান খতম হয়ে যায় পিএসজি-র (PSG)৷ এদিনের ম্যাচে খেলা শেষ হয় ৩-১ গোলে৷ ম্যাচের শুরু থেকেই খেলতে নেমেছিলেন লিও মেসি৷

 পিএসজি ফ্যানরা বেশ কিছু ফুটবলারের বিরুদ্ধে রেগে আগুন হয়ে রয়েছে৷ তাঁদের রাগের তোপ মূলত দুই মহাতারকা লিওনেল মেসি এবং নেইমারের বিরুদ্ধে৷ পিএসজি বনাম বোর্দো ম্যাচে মাঠে যখন এই দুজন নামেন তখন ‘বু’ করা হয় কার্যত হায় হায় বলা হয়৷

দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)

 

বুধবারের ম্যাচে পিএসজি -র জার্সিতে একমাত্র গোলটি করেছিলেন কিলিয়ান এমবাপে , তাই তাঁর নামে করতালি ধ্বনি দেওয়া হয়৷ আর বাকিদের নামে হায় হায়ই জোটে৷

আরও পড়ুন – Viral Photos: বউয়ের সিঁথিতে সিঁদুরদান থেকে গায়ে হলুদে মাখামাখি সোহাগ, রাহুল চাহারের বিয়ের অ্যালবাম

এদিকে মেসিকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে দেখে মেসির ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় রেগে আগুন হয়ে যান৷ দেখে নিন কী ভাবে মেসির নাম ঘোষণার পর ফ্যানরা আগুন হয়ে যান৷ ভাইরাল ভিডিও (Viral Video)৷

একজন মন্তব্য করেন, এটা খুবই দুঃখের কী ভাবে কেউ মেসিকে এভাবে অসম্মান করতে পারে৷ আবার কেউ লেখেন সর্বকালীন সেরা প্লেয়ার আপনাদের দলে রয়েছে আর আপনারা জানেন না তাঁকে কিভাবে সম্মান জানাতে হয়৷ আবার একজন লিখেছেন , ডিয়ার পিএসজি ফ্যান (যদি কেউ থাকে), লিওনেল মেসির বাঁ পা তোমাদের ক্লাবের থেকে বড় হয়৷

Lionel Messi Covid 19 Positive: নতুন বছরের দ্বিতীয় দিনেই দুঃসংবাদ, মেসি করোনা পজিটিভ

#প্যারিস: বছরের দ্বিতীয় দিনে দুঃসংবাদ৷ সারা বিশ্বের মেসি (Lionel Messi) ফ্যানদের জন্য এল খারাপ খবর৷ সাত বারের ব্যালন ডি অর (Ballon d’Or) জয়ী লিওনেল মেসি (Lionel Messi) চারজন পজিটিভের (Covid 19 Positive)  মধ্যে অন্যতম৷ প্যারিস সেন্ট জার্মেইনের (Paris Saint-Germain) ৪ জন করোনা ভাইরাস পজিটিভ (Covid 19 Positive) হয়েছেন৷ দলের ফ্রেঞ্চ কাপ গেমের সোমবার রাতের ম্যাচের আগে দলের ফুটবলারদের কোভিড ১৯ পরীক্ষা করা (Lionel Messi Covid 19 Positive) হয়েছিল৷

একদিন আগে পিএসজি -র পক্ষ থেকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে৷ সেখানেও ছিল লিওনেল মেসি (Lionel Messi)৷  আর তারপরেই লিও মেসি করোনা ভাইরাস পজিটিভ  (Lionel Messi Covid 19 Positive) হয়েছিলেন৷

পিএসজি জানিয়েছে ফুটবলার ছাড়াও করোনা ভাইরাস  পজিটিভ (Covid 19 Positive)  হয়েছেন একজন স্টাফ মেম্বারও৷ শনিবার রাতে একটি বিবৃতিতে এই খবর জানা গেছে৷ প্রাথমিক ভাবে কারোর নাম সরকারিভাবে জানানো না হলেও রবিবার আবার এক বিবৃতিতে জানানো হয়েছে লিওনেল মেসি (Lionel Messi), হুয়ান বার্নেট (Juan Bernat), ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো( Sergio Rico) , এবং ১৯ বছরের মিডফিল্ডার ন্যাথান বিটুমাজালা (Nathan Bitumazala)৷

পিএসজি তৃতীয় টিয়ারের ভ্যানেস খেলছে

আরও পড়ুন – ‘‘এভাবে আমি আর থাকতে পারব না’’- ডুকরে ডুকরে কেঁদে বলছিলেন Ravichandran Ashwin-র স্ত্রী Priti

গত বছরের রানার আপ মোনাকো গত রবিবার একটি দ্বিতীয় টিয়ারের Quevilly-Rouen -১৩ ম্যাচের একটি শিডিউল রয়েছে৷ ১৩ ম্যাচের একটি একটি যা শেষ ১৬ তে পৌঁছতে সাহায্য করবে৷

আরও পড়ুন – Delhi police injured: কুখ্যাত মাদক চোরাচালানকারীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

মোনাকো জানিয়েছে শনিবার করোনা ভাইরাস পজিটিভ হয়েছে তাদের ৭ জন প্লেয়ার৷ তাদের কারোর কোনও খারাপ পরিস্থিতি নেই, তবে সবাইকে আইসোলেট করে রাখা হয়েছে৷

২৬৩ মিনিটের অপেক্ষার শেষ, Messi-র প্রতীক্ষিত গোলে উচ্ছ্বাসে ভাসল Twitter

#কলকাতা : ম‍্যাচের বয়স ৭০ পেরিয়ে গিয়েছে। ম্যান সিটির বিরুদ্ধে ইদ্রিসা গুয়ের গোলে ১-০ এগিয়ে প্যারি সা জা। কিন্তু তাতেও পার্ক দ‍্য প্রিন্সেসে সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসটা নেই! অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ম্যান সিটির মাঝ মাঠ বরাবর বল ধরে সোলো দৌড়। চেষ্টা করেও নাগাল পেলেন না পেপের দলের ডিফেন্ডার লাপোর্তে। বক্সের মাথায় পৌঁছে এমবাপের সঙ্গে ছোট্ট ওয়াল খেলে ফিরতি বলে সোয়ার্ভিং শট। বল জড়িয়ে গেল জালে। স্কোরশিটে জ্বলজ্বল করে উঠল লিওনেল মেসি।

এই মুহূর্তটার জন্যই যেন অপেক্ষা করছিল পার্ক দেস প্রিন্সেস। স্টেডিয়াম জুড়ে শুরু হল শব্দব্রহ্ম। বার্সেলোনা ছাড়ার পর প্রথম গোল এলএম টেনের। পিএসজি-র জার্সিতে শুরু মেসি ম‍্যাজিক। পরিসংখ্যান বলছে, ২৬৩ মিনিটের অপেক্ষার অবসান। চ্যাম্পিয়ন্স লিগে ১২১ তম গোল লিওনেল মেসির। ইংলিশ প্রমিয়ার লিগের দলগুলোর বিরুদ্ধে ৩৫ ম‍্যাচে ২৭ গোলের ঝলমলে রেকর্ডও যে আর্জেন্টাইনের নামের পাশে। চ‍্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি বনাম পিএসজি ম্যাচের সব থেকে বড় প্রাপ্তি মেসির গোলটাই।

আরও পড়ুন – World Heart Day: ডায়েটে আনুন এই খাবারগুলি, বিন্দাস থাকবে Heart

ম‍্যাচে ২-০ হারলেও পেপ গুয়ারদিওলার দল সমানে সমানে টক্কর দিয়েছে মেসি-নেইমার-এমবাপদের বিরুদ্ধে। ব্যক্তিগত নৈপুণ্যে বারবার ঝলসে উঠলেন রিয়াদ মাহরেজ। দু-দুবার বল ধাক্কা খেলো ক্রসবারে। স্টার্লিং, ডে ব্রুইন, রুবেনরা পিএসজি-র গোলের লকগেটটাই যা খুলতে পারলেন না! গুয়ার্দিওলার দল ফুটবলের বাকি সব বিভাগেই টেক্কা দিল পিএসজিকে। পেপ গুয়ারদিওলা নিজের পুরনো ছাত্রকে নিয়ে খুশি৷

ফুটবল দেবতা হয়তো চেয়েছিলেন, নতুন দলের জার্সিতে মেসির প্রথম গোলের রাতটা পার্ক দেস প্রিন্সেসে পিএসজি সমর্থকদের সেলিব্রেশনের জন‍্যই রাখা থাকুক। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি বনাম পিএসজি ম্যাচটাও স্মরণীয় হয়ে থাকবে এলএম টেনের ঝকঝকে গোলটার জন্যই।

আরও পড়ুন – ভোর পাঁচটায় উঠে ‘এই’ মহিলা ক্রিকেটারের সঙ্গে দেখা করেছিলেন Virat, বিয়ের আগের মুচমুচে Gossip

এদিনের মেসির পারফরম্যান্সের পরেই ট্যুইটারে ওঠে মেসি ঝড়৷

চ্যাম্পিয়ন্স লিগের অন‍্য ম্যাচে শেরিফ এফসির বিরুদ্ধে  ২-১ গোলে অঘটনের হার রিয়াল মাদ্রিদের। মো সালা ও রবার্তো ফিরমিনোর জোড়া গোলে পোর্তোকে ৫-১ উড়িয়ে দিল লিভারপুল। শেষ মিনিটের পেনাল্টিতে সুয়ারেজের করা গোলে মিলানকে ২-১ হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ।

PARADIP GHOSH

PSG-র জার্সিতে প্রথম গোল Lionel Messi-র, দেখুন দারুণ গোলের Viral Video

#প্যারিস: লিওনেল মেসি (Lionel Messi) পিএসজি-র (PSG) জার্সিতে মরশুমের প্রথম গোল করলেন৷ ম্যানচেস্টের সিটির (Manchester City) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) গ্রুপ পর্বের ম্যাচে গোল পেলেন এলএম টেন৷ ম্যাচের ৭৪ মিনিটে ডেডলক ভাঙেন মেসি৷ পেপ গুয়ারদিওলার ম্যানচেস্টার সিটিকে এদিন ২-০ গোলে হারাল প্যারিস সেন্ট জার্মেইন৷

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে  (Champions League)  নিজেদের গ্রুপে এক নম্বরে পিএসজি  (PSG) ৷ এদিকে এই গ্রুপে রয়েছে ক্লাব বারগি, যারা হারাল আরবি লেইপজিগ৷

মেসি (Lionel Messi) ও কাইলিয়ান এমব্যাপে -র জুটিতে এদিন পিএসজি  (PSG)  ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ দাপট দেখায়৷ ম্যানচেস্টার সিটি-র মাঝমাঠের বড় ফাঁক থেকে মেসি কাউন্টার অ্যাটাকে ৭৪ মিনিটে গোল করে দেন৷

আরও পড়ুন – IPL 2021 Points Table: একই দিনে KKR ও MI -র জয়, বদলে গেল পয়েন্ট টেবলের ছক

এমব্যাপে পিএসজি (PSG) জার্সিতে মেসির (Lionel Messi) প্রথম গোলে সহযোগিতা করেন৷ আর্জেন্টাইন তারকার পিএসজি জার্সিতে এটা প্রথম গোল৷ দেখুন সেই গোল৷

প্যারিস সেন্ট জার্মেইনের (PSG)  জার্সিতে এটি চতুর্থ ম্যাচ ছিল৷ গত মাসে রেমিসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে গত মাসে  অভিষেক ঘটান৷ এই ম্যাচে প্রথম একাদশের বিকল্প হিসেবে নেমেছিলেন৷

আরও পড়ুন – TMC in Tripura: আমবাসায় এবার দলীয় কার্যালয় খুলল তৃণমূল কংগ্রেস

ঘরের মাঠে লিঁও-র বিরুদ্ধে তিনি অভিষেক করেন৷ সংবাদমাধ্যমকে এদিনের ম্যাচে জয়ের পর লিওনেল মেসি (Lionel Messi) জানিয়েছেন, ‘‘আমি খুশি আমি গোল করেছি৷’’

তিনি আরও বলেন, ‘‘ আমি সাম্প্রতিক খেলায় খেলতে পারিনি৷ এই মাঠে এটা আমার দ্বিতীয় গোল৷ আমি নতুন দলের সঙ্গে মানিয়ে নিচ্ছি৷  আমরা যত এগোবে তত আমাদের মধ্যে যোগাযোগ বাড়বে৷ আমাদের একসঙ্গে বড় হয়ে উঠতে হবে৷ আমাদের সেরাটা দিয়ে যেতে হবে৷ ’’

তিনি আরও বলেছেন, ‘‘ওরা খুব শক্তিশালী প্রতিপক্ষ ৷  আমাদের এই ম্যাচ জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল৷ কারণ প্রথম ম্যাচে Brugge -র বিরুদ্ধে ড্র হয়েছে ম্যাচ৷ আমি মাঠেনেমে খেলতে চাইছিলাম আমি খুব বেশি খেলিনি৷ আমার নতুন সতীর্থদের সঙ্গে আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছি দলের সঙ্গেও৷ আজকে একটা গুরুত্বপূর্ণ দিন৷ ’’

Lionel Messi: প্রতীক্ষার অবসান, নেইমারের পরিবর্তে মাঠে মেসি, PSG-র জার্সিতে অভিষেক আর্জেন্টাইন সুপারস্টারের

Photo Courtesy: PSG/Twitter Handle

প্যারিস: বার্সা ছাড়ার পর কবে মাঠে নামবেন মেসি? পিএসজির Paris Saint Germain) হয়ে লিওনেল মেসি কবে খেলবেন? এই প্রশ্নগুলি বারবার উঁকি দিচ্ছিল বিশ্ব ফুটবলে। পিএসজির জার্সি গায়ে লিওনেল মেসি (Lionel Messi) মাঠে মাতাবেন সেই দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। প্যারিসের ক্লাবের ভক্তদের মধ্যে উৎসাহ ছিল দ্বিগুণ।

আরও পড়ুন- মহারাজা তোমারে সেলাম… মাঠের পাশাপাশি ক্যামেরার সামনেও সাবলীল সৌরভ

মেসি খেলতে পারেন সেই সম্ভাবনায় দুই ম্যাচ আগে থেকেই টিকিট কেনার জন্য হুড়োহুড়ি পুড়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে। পিএসজির দ্বিতীয় ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায় মেসির খেলার সম্ভাবনায়। অথচ ওই ম্যাচের দলেই ছিলেন না মেসি। তাই সর্মথকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। তবে রেইমসের (Reims) বিপক্ষে পিএসজির প্রাথমিক দলে ছিলেন মেসি। তাই সর্মথকরা একপ্রকার ধরেই নিয়েছিলেন এই ম্যাচে পিএসজির নীল জার্সিতে প্রথমবার মাঠে নামতে চলেছেন এলএমটেন। সেই কারণে এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। ম্যাচের আগে পিএসজির কোচ সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন। তবে পুরো ম্যাচে মেসি যে খেলবেন না তা জানাই ছিল। কিছুক্ষণের জন্য হলেও মেসিকে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। প্রতীক্ষার অবসান ঘটে দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে।

আরও পড়ুন– সরে দাঁড়ালেন মন্ত্রী মনোজ, বাংলার হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে না খেলার সিদ্ধান্ত, পাখির চোখ রঞ্জি ট্রফি

লিগ ওয়ানে রেইমসের ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর মাঠে নামেন মেসি। নেইমারের পরিবর্ত হিসেবে নামেন তিনি। মাঠে নামার আগে যখন সাইডলাইনে ওয়ার্ম আপ করছিলেন মেসি তখনই গোটা স্টেডিয়াম মেসি মেসি ধ্বনিতে স্বাগত জানাতে শুরু করেন। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত সেই ধ্বনি উচ্চারিত হয় পিএসজি সমর্থকদের মুখে। বিপক্ষ সমর্থকরাও উঠে দাড়িয়ে হাততালি দিতে থাকেন। শেষ পর্যন্ত এমবাপের করা জোড়া গোলে জয় পায় পিএসজি। ম্যাাজিক গোল পাননি মেসি। তবে পায়ে বল নিলেই উৎসাহ দ্বিগুণ হয়ে যাচ্ছিল‌। নতুন জার্সিতে অনেকটাই সাবলীল দেখায় মেসিকে। ম্যাচ শেষে বিপক্ষ দলের ফুটবলারদের মেসির সঙ্গে ছবি তুলতে দেখা যায়। এদিন ম্যাচেরই শুধু নয়, বিশ্ব ফুটবলের সব আলো যেন কেড়ে নিয়েছিলেন মেসি। অতিরিক্ত ৬ মিনিট সহ মাত্র ৩১ মিনিট মেসি খেললেও সব কিছু জুড়েই ছিল মেসি বন্দনা। সব দেখে নিঃসন্দেহে বলা যায় ফরাসি লিগ এদিন অন্য মাত্রা পেল মেসির অভিষেকে।

ঈরন রায় বর্মন

Messi Paris: প্যারিস বিমানবন্দরে লাল গালিচায় অভ্যর্থনা লিওনেল মেসিকে

#প্যারিস: শেষ পর্যন্ত অসম্ভব জিনিস সম্ভব হল। সূর্য যেমন পশ্চিম দিক থেকে উঠতে পারে না, লিওনেল মেসি তেমনই বার্সেলোনা ছাড়তে পারেন, বিশ্বাস করা অসম্ভব ছিল। কিন্তু পরিস্থিতির পরিবর্তন আজ সেই অসম্ভব সম্ভব হয়েছে। দক্ষিণ গোলার্ধের জাদুকর আজ পা রাখেন প্যারিসে। ফ্রান্সের প্যারিসে পৌঁছলেন লিওনেল মেসি। পিএসজির সঙ্গে চুক্তি করতে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিচ্ছেন বিশ্বসেরা ফুটবলার মেসি। মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছটায় প্যারিসে পৌঁছেছেন মেসি।

এর আগে বিকেল পাঁচটার দিকে পরিবারকে নিয়ে বার্সেলোনা ছাড়েন আর্জেন্টাইন তারকা। দিনভর গুঞ্জন ও সম্ভাবনার নানান খবরের পর মেসির যোগ দেওয়ার খবর জানিয়ে দেয় পিএসজি। ১৩ সেকেন্ডের ভিডিওতে মেসির আগমন ও চুক্তি স্বাক্ষরের সব ইঙ্গিত স্পষ্ট। সেই সঙ্গে তার জেতা ছয় ব্যালন ডি’অরের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে ভিডিওতে। আছে পার্ক দেস প্রিন্সেসে তার আগমন ও পিএসজির ড্রেসিং রুমের ছায়াচিত্র।

মঙ্গলবার পিএসজি কর্তৃপক্ষ এক টুইটে জানান, ‘মেসি প্যারিস সেন্ট জার্মেইনের নতুন খেলোয়াড়।’ ক্লাবটি আরও জানায়, ১০ নম্বর জার্সি পাচ্ছেন না মেসি। এদিকে, মেসিকে বরণ করতে ক্লাবটির সামনে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মেসিকে দেখতে প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন পিএসজি সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ চিৎকারে বিমানবন্দর এলাকা মাতিয়ে তোলেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ভিডিও। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লাল গালিচাও বিছানো হয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান। আজ মঙ্গলবার ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকল। আজই দু বছরের চুক্তিতে পিএসজি ক্লাবে চুক্তি স্বাক্ষর করতে করবেন লিওনেল মেসি। ৩৫ মিলিয়ন ইউরো বার্ষিক চুক্তি। পরে এক বছর বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ২০২৪ জুন পর্যন্ত প্যারিসেই থাকতে পারেন আর্জেন্টাইন তারকা। আজ সন্ধ্যার দিকে ঘোষণা করা হল। মেডিকাল হলেই সরকারি ঘোষণা করা হবে।

Messi PSG official : দু বছরের চুক্তিতে রেকর্ড অর্থে আজই পিএসজি- তে সই মেসির

#বার্সেলোনা: সব জল্পনা-কল্পনার অবসান। আজ মঙ্গলবার ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকতে চলেছে। আজই দু বছরের চুক্তিতে পিএসজি ক্লাবে চুক্তি স্বাক্ষর করতে চলেছেন লিওনেল মেসি। ৩৫ মিলিয়ন ইউরো বার্ষিক চুক্তি। পরে এক বছর বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ২০২৪ জুন পর্যন্ত প্যারিসেই থাকতে পারেন আর্জেন্টাইন তারকা। আজ সন্ধ্যার দিকে সম্ভবত ঘোষণা করা হবে।

 রবিবার লিওনেল মেসি ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিদায় বলে দিয়েছিলেন বার্সেলোনাকে। যদিও বিদায় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কান্নাজড়িত কণ্ঠেই বলেছিলেন, তিনি চাননি চলে যেতে। থাকতে চেয়েছিলেন। সব কিছুই ঠিক ছিল; কিন্তু শেষ মুহূর্তে লা লিগা কর্তৃপক্ষই বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের বিধি-নিষেধের কারণে সব ভেস্তে গেল। এমন একটি মুহূর্তের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না মেসি।

তবে মেসি পিএসজিতে যাক, এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না বার্সেলোনা কর্মকর্তারা। তারা চান না মেসি অন্য কোনো ক্লাবে যোগ দিক। পিএসজিতে তো নয়ই। এ জন্য ইউরোপিয়ন কমিশনের কোর্ট অব অ্যাপিলের কাছে রীতিমত মামলা দায়ের করে বসে আছেন তারা। সেখান থেকেই তারা জানতে পারছে, ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র যে নিয়ম রয়েছে, সে কারণে পিএসজিও হয়তো বা মেসিকে দলে নিতে পারবে না।  ৫৪ শতাংশ অনুপাত নিয়েও বার্সেলোনা যেখানে মেসিকে ধরে রাখতে পারছে না, পিএসজি কী করে পারে সেই মেসিকে আকাশচুম্বী বেতন দিয়ে দলে নিতে?

অভিযোগ দায়ের করার পর বার্সেলোনার সেই সদস্য এখন আশায় আছে বার্সেনোলা যে কারণে পারেনি, পিএসজিও ঠিক একই কারণে মেসিকে দলভূক্ত করতে ব্যর্থ হবে। তার গুরুতর অভিযোগ হচ্ছে, প্যারিসের ক্লাবটি অতিরিক্ত ব্যায়ের কারণে প্রতিদ্বন্দ্বীতা ধ্বংস হয়ে গেছে। এবারের মরশুমে ইউরোপের বাতাসে টাকা উড়াচ্ছে পিএসজি। আগেই তারা জর্জিনিও উইজনালডাম, সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জিয়ানলুইজি ডোনারুম্মার মতো খেলোয়াড়দের দলে টেনেছে।

আগে থেকেই দলে রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে, মার্কো ভেরাত্তি, মাউরো ইকার্দি, মার্কুইনহোস, অ্যাঞ্জেল ডি মারিয়ারা তো আছেনই। এবার মেসি যোগ দিলে পিএসজির শক্তি এক কথায় অন্য মাত্রায় পৌঁছোবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবর জানার পর বার্সেলোনা ক্লাবের নিন্দায় মুখর ফুটবল সমর্থকরা।

গত কুড়ি বছর ধরে যে ফুটবলার তাঁদের জন্য সবকিছু উজাড় করে দিয়েছে, আজ তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত করতে ক্যাটালান ক্লাবের এমন ব্যবহার অত্যন্ত নিন্দনীয় মনে করছে সকলে। কিন্তু শেষপর্যন্ত বার্সেলোনার প্রচেষ্টা সফল হল না। মেসির নতুন ঠিকানা প্যারিস।প্রেমের শহরে ফুটবল পাগলদের নতুন প্রেমে ফেলতে যাচ্ছেন ফুটবল জাদুকর।

নেইমার থাকছেন পিএসজি-তেই, সঙ্গে পাবেন কি মেসিকে!

#নয়াদিল্লি: বার্সেলোনা (Barcelona) ফ্যানদের আশায় জল৷ এ মরশুম তো নয়ই ২০২৫ অবধি পিএসজি-র (PSG) জার্সিতেই খেলবেন নেইমার (Neymar) ৷ এ মরশুমের ট্রান্সফার উইন্ডোর সময় জোর গুঞ্জন ছিল এবার হয়ত নিজের পুরনো দলে ফিরতে পারেন তিনি৷ ফরাসি লিগের এক নম্বর দলের সঙ্গে নিজের চুক্তি বাড়াতে আগ্রহী হয়েছেন৷ আর তারই ফলশ্রুতি হল ব্রাজিলীয় (Brazil) তারকা ক্যাটালন জায়েন্টে ফেরত না গিয়ে প্যারিস সেন্ট জার্মেইনেই খেলবেন৷

ন্যু ক্যাম্পে নেইমারের যাওয়া নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই কথা চলছিল৷ কিন্তু নেইমার ফরাসি দলেই তাঁর ভবিষ্যত সিল করে নিলেন৷ ২৯ বছরের নেইমার যে ডিল সাইন করেছেন তাতে ২০২৫ অবধি তিনি সেখানে খেলবেন৷ ৩৩ বছর বয়স অবধি তাঁর এই জার্সিতে খেলার কথা৷

 

পিএসজি তে থাকা নেইমার যা বলেছেন, ‘‘ আমি  প্যারিস সেন্ট জার্মেইনে (Paris Saint-Germain)-র সঙ্গে নিজের সম্পর্ক জারি রাখতে পেরে খুব খুশি৷ আমি প্যারিসে ভালো আছি৷ এই দলের সঙ্গী হতে পেরে খুশি৷ আমাদের কোচ দারুণ৷ এই ক্লাবের ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে৷ এটা থেকেই আমি বিশ্বাস করি আমাদের জন্য আরও বড় প্রজেক্ট রয়েছে৷ আমি এখন একজন ব্যক্তি হিসেবে বড় হয়ে উঠতে সাহায্য করেছে৷ আমি তাই এখানে চুক্তি বাড়াতে পেরে খুশি, আশা করি আরও অনেক ট্রফি জিততে পারব৷ ’’

এদিকে পিএসজি নাকি জোরকদমে লিওনেল মেসিকে (Lionel Messi) সই করানোর চেষ্টা করছে৷ কারণ এ মরশুমে তিনি ফ্রি প্লেয়ার হচ্ছেন ৷ তবে বার্সা আশাবাদী তারা তাদের অধিনায়ককে ধরে রাখতে পারবে৷

নেইমারকে পাওয়ার জন্য এ মরশুমে বার্সা দারুণ চেষ্টা করেছিল৷ তাদের নিজেদের অ্যাটাকিং ফোর্সের নিয়মিত মেমফিস ডিপে, সার্জেই অ্যাগুয়েরো, আর্লিং হ্যালান্ডের সঙ্গে৷