Tag Archives: Room Interior

Wine Bottle Decoration: মদ্যপানের পর বোতল ফেলে দেন‍? ভুলেও ওই কাজ করবেন না, বোতল দিয়ে সাজিয়ে তুলুন ঘর

উত্তর দিনাজপুর: আপনার ঘর হোক কিংবা অফিস, এই জিনিসটা দিয়ে সহজেই তা নতুন রূপে সাজিয়ে তুলুন। ফেলে দেওয়া জিনিসকেই একটু অদলবদল করে সুন্দরভাবে সাজাতে পারবেন আপনার অফিস বা গৃহকোণ।

ওয়াইন খেয়ে সেই বোতল বেশিরভাগই ফেলে দেন। কিন্তু তা না করে এই বোতলকে ঘর সাজানোর সামগ্রী হিসেবে ব্যবহার করুন। ঘর সাজানোর জন্য হোক কিংবা কাউকে উপহার দেওয়ার জন্য, ফেলে দেওয়া এই ওয়াইনের বোতল করবে বাজিমাত। ফেলে দেওয়া মদের বোতল সংগ্রহ করে তা দিয়ে খুব সুন্দর করে ঘর সাজানোর সামগ্রী তৈরি করে চলছেন রায়গঞ্জের নেতাজি পল্লির বাসিন্দা শুভ্র শঙ্কর রায়। মদের বোতলে পাট ও ফেব্রিকের কারুকার্য দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন একের পর এক ঘর সাজানোর অপরূপ সামগ্রী।

আর‌ও পড়ুন: ভাঙন প্রতিরোধে বাজেটে প্রাপ্তি শূন্য! মুর্শিদাবাদের যন্ত্রণা মন ছুঁল না অর্থমন্ত্রীর

শিল্পী শুভ্র শঙ্কর রায় জানান, প্রথমে মদের বোতল কিংবা সসের বোতল সংগ্রহ করেন। এরপর সেই বোতলটিকে সাবান জল দিয়ে পরিষ্কার করেন। পরবর্তী ধাপে সেই বোতলে প্রাইমার বা পেন্টিং দিয়ে কারুকার্য করে তাতে পাটের স্ট্রিং বেঁধে নিয়ে তার উপর বিভিন্ন নকশা বা ডিজাইন করেন। এই কাঁচের বোতলের পেন্টিং ডিজাইন এক একটি মোমবাতি স্ট্যান্ড, কিংবা ফুলদানি স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

শুভ্রবাবু জানান, এই বোতলগুলো কারুকার্য করতে তাঁর এক থেকে দুই দিন সময় লাগে। এই বোতলগুলো ১০০ থেকে ১৫০ টাকা দামে তিনি বিক্রি করেন। বরাবরই আলাদা কিছু করতে পছন্দ করেন রায়গঞ্জের এই শিল্পী। কখনও নিউজ পেপার দিয়ে নতুন কিছু, কখনও আবার মদের বোতলকে অন্যরকমভাবে কারুকার্য করে ঘর সাজানোর ক্ষেত্রে ব্যবহার করেন তিনি।

পিয়া গুপ্তা

Home Decoration: আফতাব দিয়ে ঘর সাজাবেন? ট্যাঁকে জোর থাকলেই রাজার ধন ঠাঁই পাবে বাড়িতে

আলিপুরদুয়ার: কমবেশি সকলেই ঘর সাজাতে ভালবাসেন। অনেকের আবার পুরনো জিনিস দিয়ে ঘর সাজানোর প্রতি ঝোঁক থাকে। অ্যান্টিক আসবাবপত্রের আকর্ষণ অন্যরকম। তা দিয়ে সুন্দর করে ঘর সাজিয়ে তোলেন অনেকে। সৌন্দর্য প্রেমী জেলার মানুষের সামনে এবার দারুন সুযোগ।

আর‌ও পড়ুন: তমলুকে আন্তর্জাতিক দাবার আসর

আলিপুরদুয়ারে বিক্রি হচ্ছে পুরোনো দিনের নানান জিনিস। সেগুলো অনেকেই ঘর সাজানোর জন‍্য কিনে নিয়ে যাচ্ছেন। রয়েছে আফতাব, ছোট কামান, কাঠের দোলনা সহ নানান জিনিস। ব‍্যবসায়ীদের থেকে জানা গিয়েছে, এগুলি উত্তরপ্রদেশের সাহারনপুর থেকে নিয়ে আসা হয়েছে। যে জিনিসগুলি রয়েছে সেগুলি রাজ আমলের। ঘর সাজাতে পুরনো দিনের জিনিস নেওয়ার প্রতি ঝোঁক বেড়েছে ৩০% ক্রেতাদের মধ‍্যে। তাঁরা এসে খোঁজ করছেন এই জিনিসগুলির।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ব্যবসায়ীরা জানিয়েছেন, এই জিনিসগুলো সংগ্রহ করে শিলিগুড়িতে রাখা হয়। পাঁচ পার্টনার মিলে এই ব্যবসা করছেন। শিলিগুড়ি থেকেই জিনিসগুলি নিয়ে বিভিন্ন জেলায় বিক্রি করেন তাঁরা। বিশেষ করে মেলাগুলিতে বিক্রি করে মেলে প্রচুর লাভ। আফতাব ও কাঠের দোলনার দাম সবচাইতে বেশি। ৬০ হাজার টাকা থেকে শুরু হয়।

অনন্যা দে