Tag Archives: Sandhyarati

Kaushiki Amavasya at Tarapith: হরিদ্বার ও বারাণসীর মতো সন্ধ্যারতির শিখায় কৌশিকী অমাবস্যায় আলোকিত তারাপীঠের দ্বারকার তীর

সৌভিক রায়, বীরভূম: কৌশিকী অমাবস্যা উপলক্ষে সোমবার সাজো সাজো রব ছিল বীরভূমের তারাপীঠে।সোমবার সকাল থেকেই লক্ষাধিক মানুষের ভিড় তারাপীঠ মন্দির চত্বরজুড়ে। নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ করেছিলেন পুলিশ প্রশাসন।এই প্রথম হরিদ্বারের আদলে দ্বারকা নদের পাড়ে হয় সন্ধ্যা আরতি। যা দেখতে ভিড় করেন পুণ্যার্থীরা। সোমবার ভোরে কৌশিকী তিথির শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্রথম পুজো দেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।শনিবার বিকেল থেকেই দূর-দূরান্ত থেকে ভক্ত ও সাধুরা আসতে শুরু করেন।

সোমবার ভোর ৪টেয় মায়ের স্নান, মঙ্গলারতির পর পাঁচ রকম ফল, ছোলা দিয়ে ভোগ নিবেদনের পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় গর্ভগৃহ। এবার সোমবার ভোর ৫টা ৫ মিনিটে শুরু হয় কৌশিকী অমাবস্যা তিথি।মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, মধ্যরাত থেকেই পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন পড়েছে।

মঙ্গলবার সকাল ৬টা ২৯ মিনিট পর্যন্ত এই তিথি ছিল।সোমবার দুপুরে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচরকমের সবজি, শোল মাছ, বলির পাঁঠার মাংস, মিষ্টি ও পায়েস নিবেদন করা হয়।সন্ধ্যারতির পর লুচি, সুজি, মুড়কি দিয়ে ও শীতল ভোগ দেওয়া হয়।এরপর নিশিরাতে মাকে রাজ-রাজেশ্বরী বেশে সাজিয়ে তুলে বিশেষ পুজো হয়। সেই সময় মায়ের কাছে পুজো দিতে ভক্তরা হুড়মুড়িয়ে পড়েন। নিশিরাতে ফের পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচরকম তরকারি, কাতলা, ইলিশ, গলদা চিংড়ি, রুই ও শোল মাছ, বলির পাঁঠার মাংস, মিষ্টি ও পায়েস দিয়ে ভোগ নিবেদন করা হয়।

আরও পড়ুন : বাসায় ফেরা পাখির ডাকের মাঝেই সন্ধ্যারতি, হাতে কয়েক ঘণ্টা সময় থাকলেই ঘুরে যান কলকাতার কাছেই প্রকৃতির কোলে

মন্দির কমিটি সূত্রে খবর দ্বারকা নদীর ২০০ মিটার পাড় বাঁধিয়ে গড়ে তোলা হয়েছে পার্ক।সেই পার্কে আরতির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।সেখান থেকে মন্দির ও শ্মশান দেখা যায়। দিনকয়েক আগে এই পাড়েই আরতির প্রস্তাব দেন জেলাশাসক বিধান রায়।সেই মতো দ্বারকার অপর পাড়ে স্থায়ীভাবে লোহার রেলিং বসিয়ে ঘিরে দেওয়া হয়। যাতে দর্শনার্থীদের ভিড়ের চাপে কেউ দ্বারকা নদে পড়ে না যান। সন্ধ্যায় দেবীর আরতির সঙ্গেই দ্বারকা নদের পাড়ে ঘি দিয়ে ডোবানো সলতের পঞ্চপ্রদীপ হাতে তারাপীঠ এর সেবায়েতরা আরতি করেন।