Tag Archives: Sandip Ghosh

Sandip Ghosh RG Kar CBI: প্রাইভেট প্র্যাকটিসে ক্ষান্ত দেননি…! ৫০০/ ৭০০/২০০০ রেট! প্রকাশ্যে এল সন্দীপের আরও ‘বড়’ কীর্তি!

আরজি কর কাণ্ডে পর থেকেই শিরোনামে সন্দীপ ঘোষ। দুর্নীতির একের পর এক নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে সিবিআই তদন্তে। তরুণী চিকিৎসকে ভয়াবহ, নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের কীর্তির হদিশ বেরিয়ে আসছে তদন্তে।
আরজি কর কাণ্ডে পর থেকেই শিরোনামে সন্দীপ ঘোষ। দুর্নীতির একের পর এক নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে সিবিআই তদন্তে। তরুণী চিকিৎসকে ভয়াবহ, নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের কীর্তির হদিশ বেরিয়ে আসছে তদন্তে।
তদন্ত এগোতে জানা যাচ্ছে রীতিমতো প্রাইভেট প্র্যাকটিস চালাতেন এই সরকারি হাসপাতালের অধ্যক্ষ। এবার জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। শুধু প্রাইভেট প্র্যাকটিস করে ক্ষান্ত দেননি সন্দীপ ঘোষ। তদন্তে উঠে আসছে আরও বড় অভিযোগ!
তদন্ত এগোতে জানা যাচ্ছে রীতিমতো প্রাইভেট প্র্যাকটিস চালাতেন এই সরকারি হাসপাতালের অধ্যক্ষ। এবার জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। শুধু প্রাইভেট প্র্যাকটিস করে ক্ষান্ত দেননি সন্দীপ ঘোষ। তদন্তে উঠে আসছে আরও বড় অভিযোগ!
সূত্রের খবর, সন্দীপ ঘোষ শুধু প্রাইভেটে প্র্যাকটিসই করতেন তাই নয়, সঙ্গে প্রাইভেটে অপারেশনও করতেন! আর সেখান থেকে বিপুল টাকা আসত এই সরকারি চিকিৎসক তথা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের। এমনটাই অনুমান সিবিআই এর তদন্তকারী দলের।
সূত্রের খবর, সন্দীপ ঘোষ শুধু প্রাইভেটে প্র্যাকটিসই করতেন তাই নয়, সঙ্গে প্রাইভেটে অপারেশনও করতেন! আর সেখান থেকে বিপুল টাকা আসত এই সরকারি চিকিৎসক তথা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের। এমনটাই অনুমান সিবিআই এর তদন্তকারী দলের।
সূত্র মারফত জানা যাচ্ছে, সন্দীপ ঘোষের প্রাইভেট প্র্যাকটিস মূলত চলত একাধিক মফস্বল - শহর জুড়ে। আর তারও বিভিন্ন জায়গায় ছিল বিভিন্ন রেট। শুধু তাই নয় প্রাইভেটে অপারেশনও করতেন সন্দীপ ঘোষ।
সূত্র মারফত জানা যাচ্ছে, সন্দীপ ঘোষের প্রাইভেট প্র্যাকটিস মূলত চলত একাধিক মফস্বল – শহর জুড়ে। আর তারও বিভিন্ন জায়গায় ছিল বিভিন্ন রেট। শুধু তাই নয় প্রাইভেটে অপারেশনও করতেন সন্দীপ ঘোষ।
এইসব প্রাইভেট প্র্যাকটিস থেকে বিপুল টাকা আসত সন্দীপ ঘোষের। আর তাতেই নাকি ক্রমশ ফুলেফেঁপে ওঠে সন্দীপ ঘোষের সম্পত্তি। অন্তত তেমনটাই ইঙ্গিত সিবিআই তদন্তে।
এইসব প্রাইভেট প্র্যাকটিস থেকে বিপুল টাকা আসত সন্দীপ ঘোষের। আর তাতেই নাকি ক্রমশ ফুলেফেঁপে ওঠে সন্দীপ ঘোষের সম্পত্তি। অন্তত তেমনটাই ইঙ্গিত সিবিআই তদন্তে।
জানা যাচ্ছে, এক এক জায়গায় এক এক রকম ফি (টাকা) নিতেন সন্দীপ ঘোষ। প্রায় ৫০০/ ৭০০ থেকে ২০০০টাকা পর্যন্ত রেট ছিল।
জানা যাচ্ছে, এক এক জায়গায় এক এক রকম ফি (টাকা) নিতেন সন্দীপ ঘোষ। প্রায় ৫০০/ ৭০০ থেকে ২০০০টাকা পর্যন্ত রেট ছিল।
রোগী কোথায় প্রাইভেটে দেখাচ্ছে তার উপর নির্ভর করে টাকা নিতেন সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে জানা যাচ্ছে অধ্যক্ষ থাকার আগে থেকেই সন্দীপের প্রাইভেট প্র্যাক্টিস।
রোগী কোথায় প্রাইভেটে দেখাচ্ছে তার উপর নির্ভর করে টাকা নিতেন সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে জানা যাচ্ছে অধ্যক্ষ থাকার আগে থেকেই সন্দীপের প্রাইভেট প্র্যাক্টিস।
তদন্ত সূত্রে জানা যাচ্ছে, সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস অপারেশনের বিপুল টাকা কোথায় কোথায় কী কাজে ব্যবহার হত সেসব কিছু খতিয়ে দেখছে সিবিআই।
তদন্ত সূত্রে জানা যাচ্ছে, সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস অপারেশনের বিপুল টাকা কোথায় কোথায় কী কাজে ব্যবহার হত সেসব কিছু খতিয়ে দেখছে সিবিআই।
সরকারি হাসপাতালের অধ্যক্ষ হয়ে বছরের পর বছর কীভাবে নাকের ডগায় রমরমিয়ে প্রাইভেট প্রাকটিস চালাচ্ছিলেন সন্দীপ ঘোষ? প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।
সরকারি হাসপাতালের অধ্যক্ষ হয়ে বছরের পর বছর কীভাবে নাকের ডগায় রমরমিয়ে প্রাইভেট প্রাকটিস চালাচ্ছিলেন সন্দীপ ঘোষ? প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।

 

Sandip Ghosh: তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরেও যা করেছেন সন্দীপ, শুনলে শিউরে উঠবেন! দেখুন ভিডিও

Sandip Ghosh : Sandip Ghoshএর আরও কীর্তি! ৯ অগাস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরেও স্বমহিমায় সন্দীপ! হাসপাতালের টেন্ডারে স্বজনপোষণের চেষ্টা R G Karএর প্রাক্তন অধ্যক্ষর। CBI তদন্তে আরও চাঞ্চল্যকর অভিযোগ।

RG Kar Sandip Ghosh: সরকারি হাসপাতালের অধ্যক্ষের লুকিয়ে প্রাইভেট চেম্বার, কত ফি নিতেন জানেন, চমকে দেবে তাঁর চেম্বারের টাইমিং

দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে জুড়ল বারুইপুরের নাম। ‌যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এলাকায়। বারুইপুরের রেলগেট সংলগ্ন এক সেবায়তনে গত কয়েক বছর ধরেই নিয়মিত রোগী দেখতেন প্রাক্তন অধ্যক্ষ। সরকারি হাসপাতালের অধ্যক্ষ হয়ে কীভাবে তিনি বারুইপুরে এসে প্রাইভেট চেম্বার চালাতেন তা নিয়েই প্রশ্ন উঠছে।

কারণ আইন অনুযায়ী তা করা যায় না। ইতিমধ্যেই একাধিক দুর্নীতিতে জড়িয়েছে সন্দীপ ঘোষের নাম। সেই তালিকা আরও বাড়ল। সেবায়তনের চিকিৎসকদের নামের তালিকায় ডঃ সন্দীপ ঘোষের নাম থাকলেও প্রেসক্রিপশনে তিনি ডঃ এস ঘোষ নাম ব্যবহার করতেন। স্থানীয়দের দাবি, প্রকৃত পরিচয় আড়াল করতেই সম্পূর্ণ নাম প্রেসক্রিপশনে লিখতেন না তিনি।

আরও পড়ুন- Indian Railways: আর কোনওভাবে মহিলা হেনস্তা বরদাস্ত নয়, নারী সুরক্ষায় দারুণ কড়া রেল, বেচাল দেখলেই পুড়ে দেওয়া হবে জেলে

সেবায়তনের কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০০৮-২০১০ সাল থেকেই সন্দীপবাবু সেখানে আসতেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঘণ্টা তিনি রোগী দেখতেন। আমরা এখানে বসার জন্য ওঁকে অফার লেটার দিয়েছিলাম। ওঁর কিছু তথ্য জমা দেওয়ার কথা ছিল আমাদের কাছে। কিন্তু তা উনি দেননি। বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর ১৭ নম্বর ওয়ার্ডে রয়েছে এই সেবায়তন। তিনি বলেন, ‘‘আমি নিজেই জানতাম না উনি এখানে আসতেন। আমিও এই ব্যাপারে সেবায়তনের সঙ্গে কথা বলব।’’

তবে ৯ অগাস্ট অর্থাৎ একটি শুক্রবার যখন দুর্ঘটনা ঘটে সেদিনের আগের দিনও তিনি এই বারুইপুরে গিয়েছিলেন৷  আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস খুনের ঘটনার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম সামনে আসায় তড়িঘড়ি বারুইপুরের সেবায়তন কর্তৃপক্ষ চিকিৎসকদের নামের তালিকা থেকে প্রাক্তন অধ্যক্ষের নাম সরিয়ে দেয়। যদিও সেবায়তনে কোনও চিকিৎসক কখন আসেন তার কোনও রেজিস্টার খাতা না থাকায় প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত নিয়মিত এই সেবায়তনে আসতেন সন্দীপবাবু। ৫০০ টাকা ফি নিয়ে রোগী দেখতেন তিনি। তবে অগাস্ট মাসে চেম্বারে এসে ছিলেন কিনা, সেই বিষয়ে মুখে কুলুপ সেবায়তনের।

Suman Saha

Sandip Ghosh : তরুণীর দেহ উদ্ধারের দিনেও স্বমহিমায় সন্দীপ! তথ্য ফাঁস CBIএর

সিবিআই সূত্রে খবর, নিও নেটাল কেয়ার ইউনিটের ইনজেকশন অ্যাম্পিউলের বরাত নিজের লোককে পাইয়ে দিতে শেষ মূহুর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন সন্দীপ ঘোষ। অগাস্টের ৭ তারিখ তৎকালীন এমএসপিভি সঞ্জয় বশিষ্ঠের সই করা টেন্ডার নোটিস ইস্যু হয়। নিও নেটাল কেয়ার ইউনিটের জন্য ইনজেকশন অ্যাম্পিউলের জন্য টেন্ডার ডাকা হয়। জমা দেওয়ার শেষ দিন ছিল ১৪ অগাস্ট ২০২৪। ধর্ষণ ও খুনের ঘটনার পরেও এই বরাত পাইয়ে দিতে বিপ্লব সিংহের মধ্যস্থতায় এক ওষুধ সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছিলেন সন্দীপ, চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। অচলাবস্থার সুযোগ নিয়ে চুপিসারে এই টেন্ডারও নিজের লোককে পাইয়ে দিয়ে মুনাফা পেতে পিছু হঠেনি সন্দীপ, দাবি সিবিআইয়ের।

Sandip Ghosh-RG Kar Case: সর্বনাশ! সন্দীপ ঘোষের ল্যাপটপে এগুলো কী! দেখে মাথায় হাত তদন্তকারীদের, এমন কী মিলল?

আরজি কর তদন্ত যত এগোচ্ছে, দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক 'কীর্তি' সামনে আসছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের ল্যাপটপে মিলেছে এমন কিছু, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তদন্তকারীরাও।
আরজি কর তদন্ত যত এগোচ্ছে, দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক ‘কীর্তি’ সামনে আসছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের ল্যাপটপে মিলেছে এমন কিছু, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তদন্তকারীরাও।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপের ল্যাপটপে মিলেছে একাধিক নগ্ন পুরুষের ছবি! প্রসঙ্গত, এরই মধ্যে ২০১৭ সালের হংকংয়ের একটি ঘটনাও সামনে এসেছে। যেখানে সন্দীপ ঘোষ হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালের এক মেল নার্সের শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপের ল্যাপটপে মিলেছে একাধিক নগ্ন পুরুষের ছবি! প্রসঙ্গত, এরই মধ্যে ২০১৭ সালের হংকংয়ের একটি ঘটনাও সামনে এসেছে। যেখানে সন্দীপ ঘোষ হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালের এক মেল নার্সের শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ।
অভিযোগ, ওই পুরুষ নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন, তখন সন্দীপ আচমকা তাঁর চেম্বারে ঢুকে পড়েন। নিতম্বে পর পর বেশ কয়েকটি চাপড় মারেন। এমনকি ওই নার্সের গোপনাঙ্গেও হাত দিতে যান বলে অভিযোগ!
অভিযোগ, ওই পুরুষ নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন, তখন সন্দীপ আচমকা তাঁর চেম্বারে ঢুকে পড়েন। নিতম্বে পর পর বেশ কয়েকটি চাপড় মারেন। এমনকি ওই নার্সের গোপনাঙ্গেও হাত দিতে যান বলে অভিযোগ!
যদিও সেই সময় ব্যাপারটি 'মিস-আন্ডারস্ট্যান্ডিং' বলে দাবি করেছিলেন সন্দীপ ঘোষ। তাঁর দাবি ছিল, তিনি নাকি ব্যথা নিরাময়ের বিশেষ একটি ব্যায়াম ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিলেন।
যদিও সেই সময় ব্যাপারটি ‘মিস-আন্ডারস্ট্যান্ডিং’ বলে দাবি করেছিলেন সন্দীপ ঘোষ। তাঁর দাবি ছিল, তিনি নাকি ব্যথা নিরাময়ের বিশেষ একটি ব্যায়াম ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিলেন।
এবার আরজি কর কাণ্ডের আবহে সন্দীপের ল্যাপটপে একাধিক পুরুষের নগ্ন ছবি মিলেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এই ল্যাপটপটি সন্দীপ ঘোষ তাঁর বেলেঘাটার বাড়ি থেকে সরিয়ে এক আত্মীয়ের বাড়িতে রেখেছিলেন। তবে, পরে সেটিরও খোঁজ মেলে।
এবার আরজি কর কাণ্ডের আবহে সন্দীপের ল্যাপটপে একাধিক পুরুষের নগ্ন ছবি মিলেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এই ল্যাপটপটি সন্দীপ ঘোষ তাঁর বেলেঘাটার বাড়ি থেকে সরিয়ে এক আত্মীয়ের বাড়িতে রেখেছিলেন। তবে, পরে সেটিরও খোঁজ মেলে।
সেই ল্যাপটপের একাধিক ফাইলে যেমন নানান টাকা লেনদেনের সূত্র মিলেছে, তেমনই মিলেছে টেন্ডার সংক্রান্ত ডিজিটাল নথিও।
সেই ল্যাপটপের একাধিক ফাইলে যেমন নানান টাকা লেনদেনের সূত্র মিলেছে, তেমনই মিলেছে টেন্ডার সংক্রান্ত ডিজিটাল নথিও।

Sandip Ghosh: সিবিআই-এর নজরে সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস! সেখান থেকে কত আয় হত সন্দীপের ?

সরকারি চিকিৎসক। আরজি করের অধ্যক্ষ। তারপরেও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস। অভিযোগ সন্দীপ ঘোষ একাধিক জায়গায় রোগী দেখতেন। সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস এখন সিবিআই স্ক্যানারে। তিনি কোথায় কত রোগী দেখতেন। কত টাকা ফিজ নিতেন। এইসব বিষয়ে নথি সংগ্রহর কাজ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁরা জানতে চাইছেন, প্রাইভেট প্র্যাকটিস থেকে সন্দীপের কত আয় হত।
সরকারি চিকিৎসক। আরজি করের অধ্যক্ষ। তারপরেও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস। অভিযোগ সন্দীপ ঘোষ একাধিক জায়গায় রোগী দেখতেন। সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস এখন সিবিআই স্ক্যানারে। তিনি কোথায় কত রোগী দেখতেন। কত টাকা ফিজ নিতেন। এইসব বিষয়ে নথি সংগ্রহর কাজ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁরা জানতে চাইছেন, প্রাইভেট প্র্যাকটিস থেকে সন্দীপের কত আয় হত।
সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এও অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক এবং আরজি করের অধ্যক্ষ হয়েও তিনি একাধিক জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করতেন। সিবিআইয়ের নজরে সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস। কেন্দ্রীয় গোয়েন্দারা খোঁজ করছেন, কোথায় কোথায় প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ? একেকটি চেম্বারে কতজন রোগী দেখতেন? রোগীদের থেকে কত টাকা ফিজ নিতেন? প্রাইইভেট প্র্যাকটিস থেকে মাসে কত টাকা রোজগার হত ? এ সব বিষয়ে নথি সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে সিবিআই। অভিযোগ, সন্দীপ ঘোষ প্রেসক্রিপশনে নিজের নাম লিখতেন না। প্রেসক্রিপশনে শুধু লেখা থাকত ডক্টর এস ঘোষ ৷
সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এও অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক এবং আরজি করের অধ্যক্ষ হয়েও তিনি একাধিক জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করতেন। সিবিআইয়ের নজরে সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস। কেন্দ্রীয় গোয়েন্দারা খোঁজ করছেন, কোথায় কোথায় প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ? একেকটি চেম্বারে কতজন রোগী দেখতেন? রোগীদের থেকে কত টাকা ফিজ নিতেন? প্রাইইভেট প্র্যাকটিস থেকে মাসে কত টাকা রোজগার হত ? এ সব বিষয়ে নথি সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে সিবিআই। অভিযোগ, সন্দীপ ঘোষ প্রেসক্রিপশনে নিজের নাম লিখতেন না। প্রেসক্রিপশনে শুধু লেখা থাকত ডক্টর এস ঘোষ ৷
প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর লেখা বাধ্যতামূলক। কিন্তু, সন্দীপের প্রেসক্রিপশনে তা থাকত না বলেই অভিযোগ ৷ নিজের পিঠ বাঁচাতেই কি এ ভাবে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ। খতিয়ে দেখছে সিবিআই। ইতিমধ্যেই তারা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে নথি সংগ্রহ করেছে। গত সোমবার এই ক্লিনিকের খবর দেখানো হয়। নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ।
প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর লেখা বাধ্যতামূলক। কিন্তু, সন্দীপের প্রেসক্রিপশনে তা থাকত না বলেই অভিযোগ ৷ নিজের পিঠ বাঁচাতেই কি এ ভাবে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ। খতিয়ে দেখছে সিবিআই। ইতিমধ্যেই তারা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে নথি সংগ্রহ করেছে। গত সোমবার এই ক্লিনিকের খবর দেখানো হয়। নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ।
এই প্রেসক্রিপশনেই স্পষ্ট, ৮ অগাস্ট অর্থাৎ, চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনও বারুইপুরের ক্লিনিকে রোগী দেখেন সন্দীপ ঘোষ। সিবিআইয়েরও দাবি, দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। শুধু তাই নয়, গত কয়েক মাসে বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে বারুইপুরের স্টেশন লাগোয়া এলাকায়।
এই প্রেসক্রিপশনেই স্পষ্ট, ৮ অগাস্ট অর্থাৎ, চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনও বারুইপুরের ক্লিনিকে রোগী দেখেন সন্দীপ ঘোষ। সিবিআইয়েরও দাবি, দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। শুধু তাই নয়, গত কয়েক মাসে বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে বারুইপুরের স্টেশন লাগোয়া এলাকায়।
এই এলাকাতেই সন্দীপ নিয়মিত রোগী দেখতেন বলে অভিযোগ। এও অভিযোগ, সন্দীপ ঘোষ বারাসাতেও প্রাইভেট প্র্যাকটিস করতেন। এরকম বেআইনিভাবে প্রাইভেট প্র্যাকটিস করে সন্দীপ কত টাকা রোজগার করতেন, সেটাই জানতে চাইছে সিবিআই।
এই এলাকাতেই সন্দীপ নিয়মিত রোগী দেখতেন বলে অভিযোগ। এও অভিযোগ, সন্দীপ ঘোষ বারাসাতেও প্রাইভেট প্র্যাকটিস করতেন। এরকম বেআইনিভাবে প্রাইভেট প্র্যাকটিস করে সন্দীপ কত টাকা রোজগার করতেন, সেটাই জানতে চাইছে সিবিআই।

Sandip Ghosh: শুধু টাকা পয়সার নয়ছয় সিদ্ধহস্ত নন, সন্দীপের কেলোর কীর্তিতে এবার পুরুষের শ্লীলতাহানি! পরতে পরতে খুলছে RG Kar- প্রাক্তন অধ্যক্ষের নক্কারজনক কাজের তালিকা

: সবে স্বমহিমায় আসেননি সন্দীপ ঘোষ৷  আরজি করের চিকিৎসক মৃত্যুর ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একাধিক আর্থিক তছনছ সহ দুর্নীতির নানা পর্বের সন্ধান পাওয়া যাচ্ছে৷ কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে অসংখ্য বাড়ি৷ তবে এতেই শেষ নয়,  শ্লীলতাহানির অভিযোগে তিনি হংকংয়ে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের হয়৷
: সবে স্বমহিমায় আসেননি সন্দীপ ঘোষ৷  আরজি করের চিকিৎসক মৃত্যুর ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একাধিক আর্থিক তছনছ সহ দুর্নীতির নানা পর্বের সন্ধান পাওয়া যাচ্ছে৷ কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে অসংখ্য বাড়ি৷ তবে এতেই শেষ নয়,  শ্লীলতাহানির অভিযোগে তিনি হংকংয়ে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের হয়৷
ঘোষ শ্লীলতাহানি মামলায় হংকংয়ে বিচারের মুখোমুখি হন এবং পরে খালাস পান। সাউথ চায়না মর্নিং পোস্ট দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, সন্দীপ ঘোষের নামটি একজন ভারতীয় অর্থোপেডিক চিকিৎসকের সঙ্গে এক হয়েছে৷  ২০১৭ সালে হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালের (ইয়াউ মা তি) পুরুষ নার্সের শ্লীলতাহানি করেছিলেন৷
ঘোষ শ্লীলতাহানি মামলায় হংকংয়ে বিচারের মুখোমুখি হন এবং পরে খালাস পান। সাউথ চায়না মর্নিং পোস্ট দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, সন্দীপ ঘোষের নামটি একজন ভারতীয় অর্থোপেডিক চিকিৎসকের সঙ্গে এক হয়েছে৷  ২০১৭ সালে হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালের (ইয়াউ মা তি) পুরুষ নার্সের শ্লীলতাহানি করেছিলেন৷
একটি আদালতে হাজির হয়েছিলেন এই অভিযোগে যে তিনি কুইন এলিজাবেথ হাসপাতালে (ইয়াউ মা তি হাসপাতাল) একজন নার্সিং ছাত্রকে শ্লীলতাহানি করেছিলেন৷
একটি আদালতে হাজির হয়েছিলেন এই অভিযোগে যে তিনি কুইন এলিজাবেথ হাসপাতালে (ইয়াউ মা তি হাসপাতাল) একজন নার্সিং ছাত্রকে শ্লীলতাহানি করেছিলেন৷
প্রতিবেদনে জানানো হয়েছে একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে হংকংয়ে গিয়েছিলেন সন্দীপ৷  প্রোগ্রামটি একটি আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থা দ্বারা আয়োজিত হয়েছিল৷ এই এক্সচেঞ্জ প্রোগ্রামে যাতে উন্নয়নশীল দেশগুলির ডাক্তাররা হংকং এবং সিঙ্গাপুরের মতো আরও উন্নত অর্থনীতির হাসপাতালে শিখতে পারে তার ব্যবস্থা করা হয়৷
প্রতিবেদনে জানানো হয়েছে একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে হংকংয়ে গিয়েছিলেন সন্দীপ৷  প্রোগ্রামটি একটি আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থা দ্বারা আয়োজিত হয়েছিল৷ এই এক্সচেঞ্জ প্রোগ্রামে যাতে উন্নয়নশীল দেশগুলির ডাক্তাররা হংকং এবং সিঙ্গাপুরের মতো আরও উন্নত অর্থনীতির হাসপাতালে শিখতে পারে তার ব্যবস্থা করা হয়৷
সেখানে নিজের শিক্ষার মানকে উন্নত করার বদলে নিজে এক পুরুষ নার্সের শ্লীলতাহানিতে জড়িয়ে পড়েন সন্দীপ ঘোষ৷ অভিযোগকারী নার্সিং ছাত্র জানিয়েছিল, ‘‘ আমার নিতম্বে চাপ দিল এবং আমার গোপনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করল৷’’
সেখানে নিজের শিক্ষার মানকে উন্নত করার বদলে নিজে এক পুরুষ নার্সের শ্লীলতাহানিতে জড়িয়ে পড়েন সন্দীপ ঘোষ৷ অভিযোগকারী নার্সিং ছাত্র জানিয়েছিল, ‘‘ আমার নিতম্বে চাপ দিল এবং আমার গোপনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করল৷’’
২০১৭ সালে, বিচার চলাকালীন, পুরুষ নার্সিং ছাত্র আদালতকে বলেছিল যে ‘ভারতীয় ডাক্তার’,  ঘোষ, তাঁর নিতম্বে দু থেকে তিনবার থাপ্পড় মেরেছিলেন এবং দু'জনের চেঞ্জিং রুমে থাকাকালীন তার যৌনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করেছিলেন।
২০১৭ সালে, বিচার চলাকালীন, পুরুষ নার্সিং ছাত্র আদালতকে বলেছিল যে ‘ভারতীয় ডাক্তার’,  ঘোষ, তাঁর নিতম্বে দু থেকে তিনবার থাপ্পড় মেরেছিলেন এবং দু’জনের চেঞ্জিং রুমে থাকাকালীন তার যৌনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করেছিলেন।
ঘোষ, যার নাম এসসিএমপি রিপোর্টে রয়েছে, বলেছেন যে তিনি কেবল তার বিচ্ছিন্ন কাঁধ ঠিক করতে সাহায্য করার জন্য ছাত্রের হাত ধরেছিলেন। তিনি সাক্ষ্য দিয়েছেন যে পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি কারণ তিনি দুর্ঘটনাক্রমে নার্সের নিতম্ব স্পর্শ করেছিলেন।
ঘোষ, যার নাম এসসিএমপি রিপোর্টে রয়েছে, বলেছেন যে তিনি কেবল তার বিচ্ছিন্ন কাঁধ ঠিক করতে সাহায্য করার জন্য ছাত্রের হাত ধরেছিলেন। তিনি সাক্ষ্য দিয়েছেন যে পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি কারণ তিনি দুর্ঘটনাক্রমে নার্সের নিতম্ব স্পর্শ করেছিলেন।
SCMP রিপোর্ট অনুসার ঘোষ নামের ডাক্তার ডিসলোকেট হওয়া হাড় সেট করতে সাহায্য করছিলেন৷ তাঁর দাবি ছিল পুরোটাই ভুল বোঝাবুঝি এবং নিতম্ব স্পর্শ করাটাও একেবারেই অনিচ্ছাকৃত৷
SCMP রিপোর্ট অনুসার ঘোষ নামের ডাক্তার ডিসলোকেট হওয়া হাড় সেট করতে সাহায্য করছিলেন৷ তাঁর দাবি ছিল পুরোটাই ভুল বোঝাবুঝি এবং নিতম্ব স্পর্শ করাটাও একেবারেই অনিচ্ছাকৃত৷
এসসিএমপি মেডিকেল সেক্টরের একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে যে তিনি শুধুমাত্র ইয়াউ মা তে হাসপাতালে অল্প সময়ের জন্য  কাজ করেছেন। সংবাদপত্রকে যে সূত্র খবর দেয় তারা জানায়,  "মামলার কারণে, হাসপাতাল তাঁর পোস্টিং বন্ধ করে দেয় এবং তাই তিনি আসলে মাত্র কয়েক দিনের জন্য সেখানে কাজ করেছিলেন৷’’
এসসিএমপি মেডিকেল সেক্টরের একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে যে তিনি শুধুমাত্র ইয়াউ মা তে হাসপাতালে অল্প সময়ের জন্য  কাজ করেছেন। সংবাদপত্রকে যে সূত্র খবর দেয় তারা জানায়,  “মামলার কারণে, হাসপাতাল তাঁর পোস্টিং বন্ধ করে দেয় এবং তাই তিনি আসলে মাত্র কয়েক দিনের জন্য সেখানে কাজ করেছিলেন৷’’
দ্য পোস্ট এবং নিউজ  ১৮ কেউই তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি যে ঘোষ অশ্লীল হামলার ঘটনায় জড়িত সে এই সন্দীপ ঘোষই কিনা৷  কিন্তু, SCMP 2017 থেকে বিচারের বিষয়ে বিস্তারিত সংবাদ প্রতিবেদন করেছে।
দ্য পোস্ট এবং নিউজ  ১৮ কেউই তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি যে ঘোষ অশ্লীল হামলার ঘটনায় জড়িত সে এই সন্দীপ ঘোষই কিনা৷  কিন্তু, SCMP 2017 থেকে বিচারের বিষয়ে বিস্তারিত সংবাদ প্রতিবেদন করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে ঘোষকে অশ্লীল হামলার একটি অভিযোগে খালাস দেওয়া হয়েছে। কিন্তু মামলা শেষ হওয়ার আগে তিনি নিজের দায়িত্ব পাওয়া কাজে ফিরতে পারেননি৷ অন্যদিকে ট্রায়াল শেষ হওয়ার পর কাজের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গিয়েছিল৷
প্রতিবেদনে বলা হয়েছে যে ঘোষকে অশ্লীল হামলার একটি অভিযোগে খালাস দেওয়া হয়েছে। কিন্তু মামলা শেষ হওয়ার আগে তিনি নিজের দায়িত্ব পাওয়া কাজে ফিরতে পারেননি৷ অন্যদিকে ট্রায়াল শেষ হওয়ার পর কাজের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গিয়েছিল৷
সাত বছর আগে, প্রাক্তন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষ একজন নার্সিং ছাত্রের সাথে একটি ভুল বোঝাবুঝির কারণে হংকংয়ে গভীর সমস্যায় পড়েছিলেন যা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিল।
সাত বছর আগে, প্রাক্তন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষ একজন নার্সিং ছাত্রের সাথে একটি ভুল বোঝাবুঝির কারণে হংকংয়ে গভীর সমস্যায় পড়েছিলেন যা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিল।

Sandip Ghosh RG Kar Case: হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার পরও ভয়ঙ্কর কাজে মেতেছিলেন সন্দীপ! CBI-এর হাতে শিউরে ওঠা তথ্য

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড়। হাসপাতালে দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। হাসপাতালে এমন ভয়াবহ ঘটনা ঘটার পরেও সন্দীপ দমে যাননি।

সিবিআই সূত্রে খবর, নিও নেটাল কেয়ার ইউনিটের ইনজেকশন অ্যাম্পিউলের বরাত নিজের লোককে পাইয়ে দিতে শেষ মূহুর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন সন্দীপ ঘোষ। অগাস্টের ৭ তারিখ তৎকালীন এমএসপিভি সঞ্জয় বশিষ্ঠের সই করা টেন্ডার নোটিস ইস্যু হয়। নিও নেটাল কেয়ার ইউনিটের জন্য ইনজেকশন অ্যাম্পিউলের জন্য টেন্ডার ডাকা হয়। জমা দেওয়ার শেষ দিন ছিল ১৪ অগাস্ট ২০২৪।

আরও পড়ুন: শরীরে ক্যালসিয়ামের অভাব হলে এই ‘একটি’ ক্ষতি হবেই! লক্ষণ জেনে সতর্কতা নিন

ধর্ষণ ও খুনের ঘটনার পরেও এই বরাত পাইয়ে দিতে বিপ্লব সিংহের মধ্যস্থতায় এক ওষুধ সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছিলেন সন্দীপ, চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। অচলাবস্থার সুযোগ নিয়ে চুপিসারে এই টেন্ডারও নিজের লোককে পাইয়ে দিয়ে মুনাফা পেতে পিছু হঠেনি সন্দীপ, দাবি সিবিআইয়ের।

আরও পড়ুন: তৃতীয় বার সেরা বিদ্যালয় পুরস্কার পেল বাংলার এই স্কুল, মন ভাল করা খবরটি মিস করবেন না!

এই টেন্ডার সম্পর্কে খোঁজ নিচ্ছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসারেরা। ইতিমধ্যে সঞ্জয় বশিষ্ঠকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমান এমএসভিপির সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের থেকেও খোঁজ নিচ্ছে সিবিআই। সিবিআইয়ের দাবি, ঘটনার পর এই টেন্ডার ক্লোজ করে দেওয়া উচিত ছিল। ক্লোজ না করে নেক্সাস চালিয়ে গিয়েছেন সন্দীপ।

অমিত সরকার

Sandip Ghosh-CBI: আরজি কর কাণ্ডে মোড় ঘোরানো ঘটনা! ৩ ডাক্তারি পড়ুয়াকে ডাকল সিবিআই, প্রত্যেকেই সন্দীপ ‘ঘনিষ্ঠ’! কী জানে ওরা?

কলকাতা: আরজি কর কাণ্ডে নয়া মোড়। এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিন ডাক্তারি পড়ুয়াকে তলব করল সিবিআই। ওই ডাক্তারি পড়ুয়ারা হলেন আশিষ পাণ্ডে (হাউস স্টাফ, পেডিয়াট্রিক মেডিসিন), নির্জন বাগচি (ইন্ট্রার্ন), শরিফ হাসান (ইন্ট্রার্ন)। সেই তলব অনুসারে, সিজিওতে আজই যেতে বলা হয়েছিল তিন জুনিয়র চিকিৎসককে। সেই অনুযায়ী, বুধবার ওই চার জন উপস্থিত হলেন সিজিও কমপ্লেক্সে। চার জনেরই বয়ান রেকর্ড করবে সিবিআই।

এদিকে, সিবিআই সূত্রে খবর, আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনার পরেও দমে যাননি সন্দীপ ঘোষ। NeoNatal care unit-এর ইনজেকশন অ্যাম্পিউলের বরাত নিজের লোককে পাইয়ে দিতে শেষ মূহুর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন সন্দীপ। অগাস্টের ৭ তারিখ তৎকালীন এমএসপিভি সঞ্জয় বশিষ্ঠের সই করা টেন্ডার নোটিশ ইস্যু হয়। নিউ নেটাল কেয়ার ইউনিটের জন্য ইনজেকশন অ্যাম্পিউলের জন্য টেন্ডার ডাকা হয়। জমা দেওয়ার শেষ দিন ছিল ১৪ অগাস্ট।

আরও পড়ুন: অবশেষে আলোচনায় রাজি হলেন জুনিয়র ডাক্তাররা, তবে মানতে হবে একাধিক শর্ত

ধর্ষণ ও খুনের ঘটনার পরেও এই বরাত পাইয়ে দিতে বিপ্লব সিংয়ের মধ্যস্থতায় এক ওষুধ সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছিলেন সন্দীপ। এমনই দাবি সিবিআইয়ের। অচলাবস্থার সুযোগ নিয়ে চুপিসারে এই টেন্ডারও নিজের লোককে পাইয়ে দিয়ে মুনাফা পেতে পিছু হঠেননি সন্দীপ।

এই টেন্ডার সম্পর্কে খোঁজ নিচ্ছে সিবিআই। ইতিমধ্যে সঞ্জয় বশিষ্ঠকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমান এমএসভিপির থেকেও খোঁজ নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, ঘটনার পর এই টেন্ডার ক্লোজ করে দেওয়া উচিত ছিল। ক্লোজ না করে নেক্সাস চালিয়ে গিয়েছেন সন্দীপ।

Dhankuber Sandip Ghosh: রোজই নতুন সম্পত্তির খোঁজ, সন্দীপ যেখানে অধ্যক্ষ সেই RG Kar-ই সহকারি অধ্যাপিকা তাঁর স্ত্রী, দু’জন মিলে যা সম্পত্তি করেছেন ধন কুবেররাও চমকে যাবে

: আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হিসেব সামনে চলে আসছে৷ ইডি-র তদন্তে তাঁর যে লিস্ট পাওয়া যাচ্ছে তাতে তিনি কার্যত ধনকুবের ৷ কলকাতা মামলায় দুর্নীতির তদন্তকারী ইডি জানিয়েছে, তল্লাশির সময় সন্দীপ ঘোষের বাড়ি থেকে বহু সম্পত্তির নথি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তাঁর কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে।
: আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হিসেব সামনে চলে আসছে৷ ইডি-র তদন্তে তাঁর যে লিস্ট পাওয়া যাচ্ছে তাতে তিনি কার্যত ধনকুবের ৷ কলকাতা মামলায় দুর্নীতির তদন্তকারী ইডি জানিয়েছে, তল্লাশির সময় সন্দীপ ঘোষের বাড়ি থেকে বহু সম্পত্তির নথি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তাঁর কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে।
ইডি-র তরফে জানানো হয়েছে, কলকাতার বিত্তশালী এলাকায় তাঁর একটি বা দুটি নয় তিনটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। মুর্শিদাবাদে একটি ফ্ল্যাট তাঁর নামে। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের স্ত্রী ডক্টর সঙ্গীতা ঘোষের নামে কলকাতায় ২টি ফ্ল্যাট ও একটি  ফার্ম হাউস রয়েছে।
ইডি-র তরফে জানানো হয়েছে, কলকাতার বিত্তশালী এলাকায় তাঁর একটি বা দুটি নয় তিনটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। মুর্শিদাবাদে একটি ফ্ল্যাট তাঁর নামে। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের স্ত্রী ডক্টর সঙ্গীতা ঘোষের নামে কলকাতায় ২টি ফ্ল্যাট ও একটি  ফার্ম হাউস রয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার জানিয়েছে আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী -র যে সম্পত্তি রয়েছে তাতে রাজ্য সরকারের স্বীকৃতি সহ সঠিক ডকুমেন্ট নেই৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার জানিয়েছে আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী -র যে সম্পত্তি রয়েছে তাতে রাজ্য সরকারের স্বীকৃতি সহ সঠিক ডকুমেন্ট নেই৷
ইডি- মঙ্গলবার জানিয়েছে প্রায় অর্ধেক ডজনেরও বেশি সম্পত্তি রয়েছে সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে৷ এই সম্পত্তির কয়েকটি তাঁদের আত্মীয় ও পরিচিতর নামে৷ কলকাতারই ৭ টি লোকেশনে সম্পত্তি৷
ইডি- মঙ্গলবার জানিয়েছে প্রায় অর্ধেক ডজনেরও বেশি সম্পত্তি রয়েছে সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে৷ এই সম্পত্তির কয়েকটি তাঁদের আত্মীয় ও পরিচিতর নামে৷ কলকাতারই ৭ টি লোকেশনে সম্পত্তি৷
আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির তদন্ত করছে ইডি। তদন্তকারী সংস্থার মতে, ডঃ সন্দীপ ঘোষ যখন আরজি কর কলেজে অধ্যক্ষ পদে ছিলেন, তাঁর স্ত্রী একই মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর বাড়িতে অভিযান চালানো হলে কোটি টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে৷
আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির তদন্ত করছে ইডি। তদন্তকারী সংস্থার মতে, ডঃ সন্দীপ ঘোষ যখন আরজি কর কলেজে অধ্যক্ষ পদে ছিলেন, তাঁর স্ত্রী একই মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর বাড়িতে অভিযান চালানো হলে কোটি টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে৷
এদিকে তদন্তকারী সংস্থা একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে এনেছে৷  ডঃ সন্দীপ ঘোষ তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষকে ২০২১ সালে সম্পত্তি কেনার অনুমতি দিয়েছিলেন। এরপর থেকে তিনি নিজেও অনেক সম্পত্তি কিনেছেন। তল্লাশির সময়, সন্দীপ ঘোষ সম্পর্কিত আরও অনেক অপরাধমূলক নথি এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণে স্পষ্ট বোঝা যায়, দুর্নীতির মাধ্যমে সংগ্রহ করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে।
এদিকে তদন্তকারী সংস্থা একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে এনেছে৷  ডঃ সন্দীপ ঘোষ তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষকে ২০২১ সালে সম্পত্তি কেনার অনুমতি দিয়েছিলেন। এরপর থেকে তিনি নিজেও অনেক সম্পত্তি কিনেছেন। তল্লাশির সময়, সন্দীপ ঘোষ সম্পর্কিত আরও অনেক অপরাধমূলক নথি এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণে স্পষ্ট বোঝা যায়, দুর্নীতির মাধ্যমে সংগ্রহ করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে।
সরকারি সিলমোহর যুক্ত কাগজ ছাড়াই দুটি সম্পত্তি কিনেছেনতল্লাশির সময় জানা যায়, রাজ্য সরকারের আধিকারিকদের অনুমতি ছাড়াই ডঃ সঙ্গীতা ঘোষ দুটি সম্পত্তি কিনেছেন। ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ চেয়েছেন। তদন্তে অনেক বাড়ির লোকেশন পাওয়া গেছে।
সরকারি সিলমোহর যুক্ত কাগজ ছাড়াই দুটি সম্পত্তি কিনেছেন
তল্লাশির সময় জানা যায়, রাজ্য সরকারের আধিকারিকদের অনুমতি ছাড়াই ডঃ সঙ্গীতা ঘোষ দুটি সম্পত্তি কিনেছেন। ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ চেয়েছেন। তদন্তে অনেক বাড়ির লোকেশন পাওয়া গেছে।
সঙ্গীতা ঘোষ নিজেই ইডি অফিসারদের কাছে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়েছেন। শুধু তাই নয়, দীপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়া হয়েছে সিবিআই অফিসে। সূত্রের খবর, আগামী দিনে ইডি সঙ্গীতা ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।
সঙ্গীতা ঘোষ নিজেই ইডি অফিসারদের কাছে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়েছেন। শুধু তাই নয়, দীপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়া হয়েছে সিবিআই অফিসে। সূত্রের খবর, আগামী দিনে ইডি সঙ্গীতা ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।
অনুমোদন ছাড়া লোক নিয়োগএর আগে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তদন্তকারী সংস্থা সন্দীপের বিরুদ্ধে বহু অভিযোগ পেয়েছে। সিবিআই আরও দাবি করেছে যে ২০২২-২৩ সালে ৮৪ জন এমবিবিএস হাউস স্টাফকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল।নিয়োগ কমিটির অনুমোদন ছাড়াই ওই সময়ে লোক নিয়োগ করা হয়েছে। লাইসেন্স ছাড়াই ৩টি কোম্পানিকে টেন্ডার দেন সন্দীপ ঘোষ। বিনিময়ে বিপুল কমিশন আদায় করেন। এসব অভিযোগের জেরে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে।
অনুমোদন ছাড়া লোক নিয়োগ
এর আগে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তদন্তকারী সংস্থা সন্দীপের বিরুদ্ধে বহু অভিযোগ পেয়েছে। সিবিআই আরও দাবি করেছে যে ২০২২-২৩ সালে ৮৪ জন এমবিবিএস হাউস স্টাফকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল।নিয়োগ কমিটির অনুমোদন ছাড়াই ওই সময়ে লোক নিয়োগ করা হয়েছে। লাইসেন্স ছাড়াই ৩টি কোম্পানিকে টেন্ডার দেন সন্দীপ ঘোষ। বিনিময়ে বিপুল কমিশন আদায় করেন। এসব অভিযোগের জেরে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে।