Tag Archives: Sandip Ghosh

Sandip Ghosh: ‘অভিযুক্ত ঠিক করবে না, তদন্ত কীভাবে চলবে!’ সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের আবেদন

কলকাতা: সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের পিটিশন। বৃহস্পতিবার আরজি কর কাণ্ডের শুনানি না হলেও শুক্রবার সন্দীপ ঘোষের পিটিশনের উপর শুনানি হয়। ভার্চুয়ালি সেই শুনানিতে যোগ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আর সন্দীপ ঘোষের শুনানিতেই প্রধান বিচারপতি বলেন, ”আমরা আছি নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয় সেটা দেখার জন্য। সিবিআইকে তদন্ত করতে দিন। আমরা রিপোর্ট চেয়েছি। একজন অভিযুক্ত কখনও ঠিক করে দিতে পারে না, কীভাবে তদন্ত চলবে।” আর্থিক দুর্নীতির তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সিবিআইকে।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে সিবিআই। তদন্ত সূত্রেই গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতিতে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। এই মামলায় রক্ষাকবচের আবেদনও করেছিলেন। ঘটনাচক্রে, সেই মামলাতেই সোমবার রাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। সুপ্রিম কোর্টে সন্দীপের দায়ের করা মামলার শুনানি হল শুক্রবার। আর সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: সাতসকালে সন্দীপের বাড়িতে ইডি! আরজি কর দুর্নীতি মামলায় আরও ‘তিন’ বাড়িতে ইডি হানা! কে কে?

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ইডিকে দিয়ে তদন্ত করাতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ এবং বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজির অভিযোগও এনেছিলেন তিনি। ইডি তদন্তের আর্জির প্রেক্ষিতে গত ২৩ অগস্ট হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পর্যবেক্ষণ ছিল, একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময়সাপেক্ষ হতে পারে। তাই মূল ঘটনার সঙ্গে ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তও সিবিআই করবে বলে জানিয়েছিল উচ্চ আদালত। আদালতের নির্দেশের পরই এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয় সন্দীপকে।

এদিকে, আরজি কর দুর্নীতি মামলায় এদিনই ময়দানে নেমেছে ইডি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় এবার তল্লাশির জন্য শুক্রবার সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডির টিম। এছাড়াও আরও নানান জায়গায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

RG Kar Sandip Ghosh Wife: মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথা আঁচলে ঢাকা…! ইডিকে তালা খুলে দিয়েই বিস্ফোরক সন্দীপের স্ত্রী! কী বললেন সঙ্গীতা?

কলকাতা: ৩ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে ঢুকলেন ইডির তদন্তকারী দল। সকাল সকাল ইডির টিম পৌঁছলেও বাড়ির বিরাট কালো গেটে ঝুলছিল বড়সড় তালা। এরপর লম্বা সময় অপেক্ষা করতে হয় ইডির টিমকে। গাড়িতেই অপেক্ষা করছিলেন তদন্তকারী অফিসাররা। বাড়ির গেটের বাইরে মোতায়েন ছিল সিআরপিএফ। অবশেষে চাবি নিয়ে আসেন সন্দীপ ঘোষের স্ত্রী। ইডিকে গেট খুলে দেন সঙ্গীতা ঘোষ।

মুখে মাস্ক পরে, শাড়ির আঁচলে মাথা পুরো ঢেকে, চোখ ঢাকা সানগ্লাস পরে আসেন সন্দীপের স্ত্রী। সাংবাদিকদের বারংবার প্রশ্নের মুখে ফেটে পড়েন সঙ্গীতা। স্পষ্ট বলেন, “সব মিথ্যা! প্রমাণ হওয়ার আগে কাউকে ভিলেন বানিয়ে দেবেন না।” বার বার বলতে থাকেন, “সম্পূর্ণ মিথ্যা। কাগজ কিছু পাওয়া যায়নি। কিছু পাবেও না। আমার স্বামী কিছু করেননি।”

আরও পড়ুন: সেপ্টেম্বরে ‘নতুন’ ছুটি ঘোষণা নবান্নের…! এইমাসে ফের ‘লং উইকেন্ড’? দেখুন তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা!

প্রসঙ্গত, আরজি কর দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই ময়দানে ইডি। সাতসকালে ইডির বাহিনী পৌঁছে যায় সন্দীপ ঘোষের বাড়ি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বাড়িতে এদিন সকাল ৬ঃ২৫ মিনিটে পৌঁছয় ইডি টিম। এই সময়ে বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে গাড়িতে বসে অপেক্ষা করতে শুরু করেন। যদিও বাহিনী মোতায়েন ছিল বাড়ির বাইরে।

শুক্রবার হাওড়ার বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও হানা চালায় ইডি। আরজি কর দুর্নীতি মামলায় বিপ্লব সিং এখন সিবিআই হেফাজতে রযেছেন। আর জি কর আর্থিক তছরূপে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে নাম উঠে আসে হাওড়ার কৌশিক কোলে বিপ্লব সিং এর। তাঁদের বাড়িতেও এদিন ইডির তল্লাশি অভিযান চলে। একইসঙ্গে শুক্রবার সকালে ইডি হাজির হয় সোনারপুরে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। সন্দীপের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দুর্নীতি মামলায় উঠে এসেছে প্রসূনের নাম।

RG Kar CBI Update: সন্দীপের সঙ্গে এত খাতির! এমন এক ব্যক্তিকে ধরেছে সিবিআই, যার কাণ্ডকারখানা চোখ কপালে তুলে দেবে

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতির তদন্তে নয়া মোড়। হাসপাতালের বিভিন্ন টেন্ডারে অংশ নিতেও ধৃত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হাওড়ার ব্যবসায়ী বিপ্লব সিংহের কারসাজি ছিল বলে তদন্তে দাবি সিবিআইয়ের। আরজি কর মেডিক্যাল কলেজের টেন্ডারে অংশ নিতে খাতায় কলমে একাধিক সংস্থা খুলেছিলেন বিপ্লব সিং।

সিবিআইয়ের দাবি, নিজেদের বন্ধু-আত্মীয় পরিজনদের নামে সংস্থা খুললেও আদতে সংস্থাগুলো পরিচালিত ও নিয়ন্ত্রণ করতেন বিপ্লব সিং। টেন্ডার নিজের কাছে রাখতেই ওই সংস্থার নাম করে বিডে অংশ নিতেন বিপ্লব। মা তারা ট্রেডার্সের নামে বরাত পেলেও বাবা লোকনাথ ও তিয়াশা এন্টারপ্রাইজের নামে দরপত্র ভরতেন এই বিপ্লব।

বিপ্লব সিংয়ের বাড়ি
বিপ্লব সিংয়ের বাড়ি

আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না

সিবিআইয়ের দাবি, মা তারা টেডার্সের সঙ্গে আরজি করের চুক্তি স্বচ্ছ নয়। ইতিমধ্যেই দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে। তালিকায় রয়েছেন বিপ্লব সিং, সুমন হাজরা ও নিরাপত্তারক্ষী আফসার আলি। গোয়েন্দাদের দাবি, আরজি কর হাসপাতালের দুর্নীতি ষড়যন্ত্রের মূল মাথা সন্দীপ ঘোষ। আর আইনজীবীর সওয়াল, আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে তাঁদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন।

আরও পড়ুন: ‘গ্লাস স্কিন’ পেতে এই এক কাপ জল, কী রয়েছে এতে? জানুন বিউটিশিয়ানের ম্যাজিক টিপস

আইনজীবীর সওয়াল, আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে তাঁদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন। বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরও নতুন জট খুলতে পারে। তদন্তে নতুন কোনও দিশা খুলতে পারে। সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, ধৃত তিনজনের মধ্যে গভীর ষড়যন্ত্র ছিল। সেটা সামনে আসা দরকার। সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত তিনি নিজেই করতেন বলে সিবিআই আদালতে দাবি করেছেন।

অমিত সরকার

ED Raid In Sandip House: সাতসকালে সন্দীপের বাড়িতে ইডি! আরজি কর দুর্নীতি মামলায় আরও ‘তিন’ বাড়িতে ইডি হানা! কে কে?

কলকাতা: আরজি কর দুর্নীতি মামলায় এবার ময়দানে ইডি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় এবার তল্লাশির জন্য শুক্রবার সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গেল ইডির টিম।

সূত্রের খবর সন্দীপ ঘোষের বাড়িতে সকাল ৬ঃ২৫ মিনিটে পৌঁছয় ইডি টিম। এই সময়ে বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে যান। যদিও বাহিনী মোতায়েন রয়েছে বাড়ির বাইরে।

আরও পড়ুন: শুক্র নয়, সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি! জানিয়ে দিল শীর্ষ আদালত

হাওড়ার বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও হানা চালায় ইডি। আরজি কর দুর্নীতি মামলায় বিপ্লব সিং এখন সিবিআই হেফাজতে রযেছেন। আর জি কর আর্থিক তছরূপে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে নাম উঠে আসে হাওড়ার কৌশিক কোলে বিপ্লব সিং এর। তাঁদের বাড়িতেও এদিন ইডির তল্লাশি অভিযান চলে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে ‘নতুন’ ছুটি ঘোষণা নবান্নের…! এইমাসে ফের ‘লং উইকেন্ড’? দেখুন তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা!

একইসঙ্গে শুক্রবার সকালে ইডি হাজির হয় সোনারপুরে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। সন্দীপের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দুর্নীতি মামলায় উঠে এসেছে প্রসূনের নাম।

অমিত সরকার
অর্পিতা হাজরা

RG Kar Case: আরজি করের সেমিনার রুমের পাশের ঘর কার নির্দেশে ভাঙা হয় সেদিন? প্রকাশ্যে এল সেই নাম! চাঞ্চল্যকর মোড়

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। তারই মধ্যে বিরাট খবর। হাসপাতালে ৮ অগাস্ট মধ্যরাতে চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এরপর দিনই ‘প্লেস অফ অকারেন্স’ অর্থাৎ অপরাধস্থলের পাশের ঘরটি ভাঙাভাঙি শুরু হয়।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ১০ অগাস্ট আরজি কর হাসপাতালের সব বিভাগের অন ডিউটি ডক্টরস রুম এবং তার সংলগ্ন শৌচাগার সংস্কার, পুনঃনির্মাণের জন্য পি ডব্লিউ ডি-র সিভিলকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ নির্দেশ দেন। আর এতেই জোরালো হয়েছে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগও।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা, শ্লীলতাহানির অভিযোগ উঠতেই মথুরাপুরে বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ

আরজি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হল, যা এই মামলার সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঘটনাস্থল যেখানে, সেই ঘর আর তার পাশের ঘর ভাঙতে হঠাৎই উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ! হঠাৎ কেন এই উদ্যোগ?

আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না

স্বাস্থ্য দফতর সূত্রে খবর,১০ অগাস্ট স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে আরজি কর হাসপাতালের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের পাশে ইচ্ছে করেই ভাঙা হয়েছিল? এই নির্দেশ দিয়েছেন খোদ ধৃত সন্দীপ ঘোষ, এমনই তথ্য উঠে এসেছে।

অভিজিৎ চন্দ

CBI-RG Kar Case: বিস্ফোরক তথ্য প্রকাশ্যে! সন্দীপ ঘোষের বাড়ি থেকে কী এমন পেয়েছে সিবিআই! এতেই সব ‘স্পষ্ট’?

কলকাতা: আরজি কর দুর্নীতি কাণ্ড নিয়ে আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের। সিবিআইয়ের অভিযোগ, সন্দীপ ঘোষের বিরুদ্ধে জমা পড়া একাধিক অভিযোগ পত্রের অরিজিনাল কপি উদ্ধার সন্দীপের বাড়ি থেকেই। সন্দীপের বিরুদ্ধে হওয়া অনুসন্ধান রিপোর্টের অরিজিনাল কপি সন্দীপের বাড়িতেই রাখা ছিল বলে অভিযোগ।

এখানেই সিবিআইয়ের প্রশ্ন, যেখানে সন্দীপের বিরুদ্ধেই অভিযোগ জমা পড়েছিল সরকারি ভাবে, সেই সমস্ত অভিযোগের অরিজিনাল কপি থাকার কথা স্বাস্থ্য দফতরের কাছে। কিন্তু সেই নথি কীভাবে অভিযুক্তর কাছে রয়েছে? সেই বিষয়েই সংশয়ে সিবিআই।

আরও পড়ুন: ভয়ঙ্কর! সন্দীপ ঘোষ ‘ব্যক্তিগত দেহরক্ষী’কে কী এমন দিয়েছিলেন? জেনে গেল সিবিআই

আরজি করে দুর্নীতির অভিযোগে সোমবার রাতেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এরপরই তাঁকে সাসপেন্ড করে রাজ্য স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, সন্দীপের বিরুদ্ধে সাসপেনশন এনেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলও। গত মঙ্গলবার সন্ধেয় এই সাসপেনশনের নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে সন্দীপকে সাসপেন্ড করে আইএমএ-ও।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় ডাক্তারি ছাত্রীর দেহ। শুরু থেকেই কর্তৃপক্ষর বিরুদ্ধে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল। তাতে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সূত্রেই সামনে আসে আরজি করের একাধিক দুর্নীতির অভিযোগও। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ-সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন। আরজি করের দুর্নীতি কাণ্ডের তদন্তও সিবিআইয়ের হাতে আসার পর সন্দীপ ঘোষ সহ একাধিক জনের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকে বাজেয়াপ্ত হয় একাধিক নথি। সেই নথির মধ্যেই চাঞ্চল্যকর তথ্য পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Sandip Ghosh-RG Kar Case: ভয়ঙ্কর! সন্দীপ ঘোষ ‘ব্যক্তিগত দেহরক্ষী’কে কী এমন দিয়েছিলেন? জেনে গেল সিবিআই

কলকাতা: আরজি কর দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। নিয়ম ভেঙে অফেরত যোগ্য টাকা ফেরত দিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। চুক্তিতে থাকা অফেরত যোগ্য ১ লক্ষ টাকা নিয়ম ভেঙে ফেরত দিয়েছিলেন সন্দীপ ঘোষ। কাকে দিয়েছিলেন সেই টাকা? সিবিআই সূত্রে খবর, অফেরত যোগ্য টাকা ফেরত দিয়েছিলেন তার অ্যাডিশনাল সিকিউরিটি শেখ আফসার আলিকে।

সিবিআই সূত্রে খবর, আইনের তোয়াক্কা না করেই আরজি করে কফি শপ খোলার অনুমতি দিয়েছিলেন আফসারকে। কোনও টেন্ডার প্রক্রিয়া হয়নি বলে আদালতে জমা করা নথিতে জানিয়েছে সিবিআই। তাতে উল্লেখ রয়েছে, এহশান ক্যাফের খাতায় কলমে মালিক আফসারের স্ত্রী। তার সঙ্গে চুক্তি হয়েছিল আরজি করের।

আরও পড়ুন: বিনীত গোয়েলের অপসারণ মামলায় নয়া মোড়, রাজ্যের আইনজীবীকে বড় নির্দেশ হাইকোর্টের

এদিকে, সিবিআই-এর স্ক্যানারে এবার স্বাস্থ্য দফতর ‘ঘনিষ্ঠ’ তিন চিকিৎসক ৷ আরজি করের অস্থায়ী কর্মী নিয়োগে স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ হওয়ায় সব রকম ভাবে সন্দীপ ঘোষকে মদতের অভিযোগ উঠেছে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে ৷

সিবিআই সূত্রের দাবি, এই অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে আরজি করের অন্দরে প্রতিবাদ হলে ওই তিন চিকিৎসকের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল প্রতিবাদীদের ৷ সন্দীপ হেফাজতে থাকাকালীন তাই ওই তিন চিকিৎসকের এবার বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই ৷

RG Kar Scam তদন্তে নজরে আরও ‘স্বাস্থ্য দফতর ঘনিষ্ঠ’ ডাক্তার, আছে কর্মী নিয়োগেও দুর্নীতি

R G Kar Scam তদন্তে নজরে আরও ডাক্তার। CBI স্ক্যানারে তিন চিকিৎসক। নজরে ‘স্বাস্থ্য দফতর ঘনিষ্ঠ’ ৩ চিকিৎসক। আর জি করে অস্থায়ী কর্মী নিয়োগে সন্দীপকে মদতের অভিযোগ। হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগ দুর্নীতির অভিযোগ। কর্মী নিয়োগ নিয়ে হাসপাতালে ক্ষোভ। হাসপাতালে প্রতিবাদীদের হুমকিরও অভিযোগ। ৩ চিকিৎসকের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ৩ চিকিৎসকের বয়ান রেকর্ড করতে চায় CBI ।

Sandip Ghosh Arrested: সন্দীপের বাড়িতে CBI তল্লাশি, এ কী মিলল? দেখুন চাঞ্চল্যকর ভিডিও

Sandip Ghosh Arrested : অভিযুক্তের কাছেই অভিযোগপত্র-তদন্ত রিপোর্ট! সন্দীপের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট সন্দীপের বাড়িতে! দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর দাবি CBI -এর। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ। সন্দীপের বাড়িতে অভিযোগের অরিজিনাল কপি। অভিযোগের অনুসন্ধান রিপোর্টও সন্দীপের বাড়িতে!

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে মদতের অভিযোগ, CBI-এর স্ক্যানারে এবার স্বাস্থ্য দফতর ‘ঘনিষ্ঠ’ তিন চিকিৎসক

অমিত সরকার, কলকাতা: সিবিআই-এর স্ক্যানারে এবার স্বাস্থ্য দফতর ‘ঘনিষ্ঠ’ তিন চিকিৎসক ৷ আরজি করের অস্থায়ী কর্মী নিয়োগে স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ হওয়ায় সব রকম ভাবে সন্দীপ ঘোষকে মদতের অভিযোগ উঠেছে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে ৷

আরও পড়ুন– এবার নেতাজির পথে আন্দোলনের ডাক শুভেন্দুর, কোন পদ্ধতি পরিবর্তনের পক্ষে সওয়াল বিরোধী দলনেতার?

সিবিআই সূত্রের দাবি, এই অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে আরজি করের অন্দরে প্রতিবাদ হলে ওই তিন চিকিৎসকের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল প্রতিবাদীদের ৷ সন্দীপ হেফাজতে থাকাকালীন তাই ওই তিন চিকিৎসকের এবার বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই ৷

আরও পড়ুন– আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে, সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা

এদিকে আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের মামলাটির শুনানি হচ্ছে না। প্রধান বিচারপতির বেঞ্চ যে বসছে না, তা আগেই জানানো হয়েছিল। এ বার জানা গেল, অন্য বেঞ্চেও আরজি করের মামলা রাখা হয়নি। শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে। সেই তালিকায় আরজি কর মামলা রাখা হয়নি।