Tag Archives: Sawan Somwar 2024

Third Sawan Somwar 2024: শ্রাবণের তৃতীয় সোমবার কবে? শুরু হবে শ্রাবণ শুক্লপক্ষ, জেনে নিন জলাভিষেক শুভ সময়, যোগ

শিবের প্রিয় মাস শ্রাবণ মাস। এই মাসে নিষ্ঠা সহকারে দেবাদিদেবের পুজো করা হয়।
শিবের প্রিয় মাস শ্রাবণ মাস। এই মাসে নিষ্ঠা সহকারে দেবাদিদেবের পুজো করা হয়।
১৯ অগাস্ট পর্যন্ত চলবে পবিত্র এই শ্রাবণ মাস। রাখীবন্ধন উৎসব পালিত হবে শেষ সোমবার। শ্রাবণে যেমন শিবের পুজো করা হয়, তেমনই কিছু গাছের চারা রোপণ করা হয়। বিশ্বাস করা হয়, মহাদেব এই গাছপালা রোপণের জন্য সন্তুষ্ট হন এবং তাতেই বৃষ্টিপাত হয়।
১৯ অগাস্ট পর্যন্ত চলবে পবিত্র এই শ্রাবণ মাস। রাখীবন্ধন উৎসব পালিত হবে শেষ সোমবার। শ্রাবণে যেমন শিবের পুজো করা হয়, তেমনই কিছু গাছের চারা রোপণ করা হয়। বিশ্বাস করা হয়, মহাদেব এই গাছপালা রোপণের জন্য সন্তুষ্ট হন এবং তাতেই বৃষ্টিপাত হয়।
 কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষি ডক্টর গণেশ মিশ্রের কাছ থেকে জেনে নেওয়া যাক তৃতীয় শ্রাবণ সোমবারের উপবাস কোন দিনে করা যাবে? তৃতীয় শ্রাবণ সোমবারে উপবাসের জন্য শুভ সময় এবং শুভ যোগ কখন?
কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষি ডক্টর গণেশ মিশ্রের কাছ থেকে জেনে নেওয়া যাক তৃতীয় শ্রাবণ সোমবারের উপবাস কোন দিনে করা যাবে? তৃতীয় শ্রাবণ সোমবারে উপবাসের জন্য শুভ সময় এবং শুভ যোগ কখন?
এ বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ৫ অগাস্ট। দিনটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। যা সন্ধে ৬.০৩ পর্যন্ত, এরপর শুরু হবে দ্বিতীয়া তিথি।
এ বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ৫ অগাস্ট। দিনটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। যা সন্ধে ৬.০৩ পর্যন্ত, এরপর শুরু হবে দ্বিতীয়া তিথি।
৩য় শ্রাবণ সোমবার ২০২৪-এ কালসর্প দোষ পূজার সময়হল ৭.২৫ AM থেকে ৯.০৬ AM রাহুকালের সকালে ৩য় শ্রাবণ সোমবার। রাহুকালের সময় কালসর্প দোষের পূজা করা হয়।
৩য় শ্রাবণ সোমবার ২০২৪-এ কালসর্প দোষ পূজার সময় হল ৭.২৫ AM থেকে ৯.০৬ AM রাহুকালের সকালে ৩য় শ্রাবণ সোমবার। রাহুকালের সময় কালসর্প দোষের পূজা করা হয়।
শ্রাবণ সোমবার উপবাস করলে একজন ব্যক্তি কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেতে পারেন। আপনি যদি আপনার বৈবাহিক জীবনে কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার উচিত শ্রাবণ সোমবার উপবাস করে শিব ও মা পার্বতীর পূজা করা। কর্মে সাফল্য, রোগ, দোষ, ঝামেলা ইত্যাদি থেকে মুক্তি, ধন, সুখ, সমৃদ্ধি ইত্যাদি পেতে শ্রবাণ সোমবার উপবাস করতে হবে।
শ্রাবণ সোমবার উপবাস করলে একজন ব্যক্তি কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেতে পারেন। আপনি যদি আপনার বৈবাহিক জীবনে কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার উচিত শ্রাবণ সোমবার উপবাস করে শিব ও মা পার্বতীর পূজা করা। কর্মে সাফল্য, রোগ, দোষ, ঝামেলা ইত্যাদি থেকে মুক্তি, ধন, সুখ, সমৃদ্ধি ইত্যাদি পেতে শ্রবাণ সোমবার উপবাস করতে হবে।
শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিবপুজো করা শুভ।
শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিবপুজো করা শুভ।

Sawan Somwar 2024: এই মন্দিরে পূজিত লাল শিবলিঙ্গ! শ্রাবণ সোমবারের পুণ্যলগ্নে ঢল নেমেছে অগণিত ভক্তের

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: চলছে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের বিশেষ আরাধনা। ভক্তরাও মন প্রাণ দিয়ে বাবার কৃপা লাভের জন্য, জল ঢেলে করছেন বিশেষ পুজো। আর তারই মাঝে জেলার এই শিবমন্দিরের কথা জানলে রীতিমতো অবাক হবেন আপনিও। ৩৩ বছর ধরে মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করা প্রকাশ মুখোপাধ্যায় জানালেন, ‘‘পৃথিবীর মাত্র তিন জায়গায় রয়েছে এই বিশেষ রূপের শিবলিঙ্গ। যা দেবাদিদেবের হরপার্বতী রূপকে ফুটিয়ে তোলে। প্রায় ১০০ বছর আগে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর মানিকতলা এলাকায় হরিদ্বার থেকে নিয়ে আসা হয় এই বিশেষ শিবলিঙ্গ।’’

অতীতে মন্দিরের এই বিশেষ মাহাত্ম্যের কথা সেভাবে প্রচারিত না হলেও, বর্তমানে শিবের এই বিশেষ রূপ দর্শন করতে দূর-দূরান্ত এমনকি ভিন রাজ্য থেকেও ভক্তরা আসছেন এই মন্দিরে। কী বিশেষত্ব রয়েছে এই শিবলিঙ্গে! জানা যায় শিবলিঙ্গটি কষ্টিপাথরের হলেও, শিবলিঙ্গের উপরের অংশটি লাল রঙের। আর নীচের অংশ কালো। আর এই বিশেষত্বই অন্যান্য মন্দিরে দেখা শিবলিঙ্গের থেকে আলাদা করেছে এই বিশেষ হর পার্বতী রূপের শিবলিঙ্গকে।

আরও পড়ুন : মাটির দাম আকাশছোঁয়া! পুজোর আগে এক লাফে অনেকটাই বাড়ল দুর্গাপ্রতিমার দাম

এখন প্রতিদিন বহু মানুষ এই শিব মন্দিরে আসেন পুজো দিতে। ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, বাবার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরান না দেবাদিদেব। আর তাতেই বহুগুণে মাহাত্ম্য বেড়েছে এই মন্দিরের।  যশোর রোডের পাশে মানিকতলা এলাকার এই শিব মন্দিরে তাই এখন প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এই লাল শিবকে পুজো দিতে।

সকালে বিশেষ পুজোর মধ্যে দিয়ে মন্দির খোলা হয়, যা সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের দর্শনের জন্য খোলা থাকে বলেও জানা গিয়েছে। তবে শ্রাবণ মাস হওয়ায় এখন প্রতিদিনই ভিড় লক্ষ করা যাচ্ছে এই মন্দিরে। শুদ্ধ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বাবাকে দুধ গঙ্গা জলে স্নান করিয়ে নিজেদের মনের ইচ্ছা জানাচ্ছেন ভক্তরা। তাই বিরল এই শিবমূর্তি দর্শন করতে চাইলে আপনারাও আসতে পারেন অশোকনগর মানিকতলা শিব মন্দিরে।

Sawan Somwar 2024: শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে অর্পণ করুন এই ৫ জিনিস, ব্যাঙ্ক-অ্যাকাউন্ট উপচে পড়বে টাকায়

মহাদেবের প্রিয় মাস শ্রাবণ। গোটা মাস জুড়ে শিবের পুজো, উপাসনা করেন ভক্তরা। বিশ্বাস করা হয়, এই মাসে শিবকে কয়েকটা জিনিস নিবেদন করলে টাকাপয়সার অভাব হয় না কোনওদিন। এমনটাই জানালেন সিমলার আচার্য অনিল শর্মা। শ্রাবণ মাসে ভগবান শিবকে কী কী জিনিস নিবেদন করা উচিত?
মহাদেবের প্রিয় মাস শ্রাবণ। গোটা মাস জুড়ে শিবের পুজো, উপাসনা করেন ভক্তরা। বিশ্বাস করা হয়, এই মাসে শিবকে কয়েকটা জিনিস নিবেদন করলে টাকাপয়সার অভাব হয় না কোনওদিন। এমনটাই জানালেন সিমলার আচার্য অনিল শর্মা। শ্রাবণ মাসে ভগবান শিবকে কী কী জিনিস নিবেদন করা উচিত?
আচার্য অনিল শর্মা বলছেন, শ্রাবণে অবশ্যই শিবের দুগ্ধাভিষেক করা উচিত। এতে দুধ, গঙ্গা জল, ঘি, মধু নিবেদন করতে হয়। বিশ্বাস করা হয়, ভগবান শিব দুধ, ঘি, গঙ্গা জলে খুশি হন। ভক্তদের আশীর্বাদ করেন।
আচার্য অনিল শর্মা বলছেন, শ্রাবণে অবশ্যই শিবের দুগ্ধাভিষেক করা উচিত। এতে দুধ, গঙ্গা জল, ঘি, মধু নিবেদন করতে হয়। বিশ্বাস করা হয়, ভগবান শিব দুধ, ঘি, গঙ্গা জলে খুশি হন। ভক্তদের আশীর্বাদ করেন।
আচার্য অনিল শর্মার কথা অনুযায়ী, শ্রাবণে শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের অনেক গুরুত্ব রয়েছে। বেলপাতা ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অর্পণ করলে শিবভক্তদের সকল ইচ্ছা পূরণ হয়। শিবপুরাণ অনুযায়ী, বেলপাতা ভগবান শিবের সবচেয়ে প্রিয় জিনিস।
আচার্য অনিল শর্মার কথা অনুযায়ী, শ্রাবণে শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের অনেক গুরুত্ব রয়েছে। বেলপাতা ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অর্পণ করলে শিবভক্তদের সকল ইচ্ছা পূরণ হয়। শিবপুরাণ অনুযায়ী, বেলপাতা ভগবান শিবের সবচেয়ে প্রিয় জিনিস।
শ্রাবণ মাসে শিবলিঙ্গে শমী পাতা অর্পণ করাও খুব শুভ বলে মনে করা হয়। এটি নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন। বিশ্বাস করা হয়, শমী বৃক্ষে শনিদেব বাস করেন। তাই শিবলিঙ্গে শমীপাতা অর্পণ করলে ভগবান শিবের সঙ্গে শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায়।
শ্রাবণ মাসে শিবলিঙ্গে শমী পাতা অর্পণ করাও খুব শুভ বলে মনে করা হয়। এটি নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন। বিশ্বাস করা হয়, শমী বৃক্ষে শনিদেব বাস করেন। তাই শিবলিঙ্গে শমীপাতা অর্পণ করলে ভগবান শিবের সঙ্গে শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায়।
শিবলিঙ্গে কালো তিল ও চাল অর্পণও খুব শুভ। শ্রাবণ মাসের সোমবার এই দুটো জিনিস ভগবান শিবের কাছে নিবেদন করা উচিত ভক্তদের। শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে পিতৃদোষ কেটে যায়। শুধু তাই নয়, যে কোনও দোষ থেকেই মুক্তি পাওয়া যায়। পাশপাশি শিবলিঙ্গে চাল অর্পণ করলে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
শিবলিঙ্গে কালো তিল ও চাল অর্পণও খুব শুভ। শ্রাবণ মাসের সোমবার এই দুটো জিনিস ভগবান শিবের কাছে নিবেদন করা উচিত ভক্তদের। শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে পিতৃদোষ কেটে যায়। শুধু তাই নয়, যে কোনও দোষ থেকেই মুক্তি পাওয়া যায়। পাশপাশি শিবলিঙ্গে চাল অর্পণ করলে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
শিবলিঙ্গে গম অর্পণ বিবাহিত জীবনে সুখ ও শান্তি বয়ে আনে। এমনটাই জানালেন সিমলার আচার্য অনিল শর্মা। দাম্পত্য শান্তির পাশাপাশি এই আচার সন্তান ধারণের জন্যও শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে গম অর্পণ করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা এবং সন্তান ধারণের বাধা দূর হয়।
শিবলিঙ্গে গম অর্পণ বিবাহিত জীবনে সুখ ও শান্তি বয়ে আনে। এমনটাই জানালেন সিমলার আচার্য অনিল শর্মা। দাম্পত্য শান্তির পাশাপাশি এই আচার সন্তান ধারণের জন্যও শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে গম অর্পণ করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা এবং সন্তান ধারণের বাধা দূর হয়।

Zodiac Signs to Observe Sawan Somwar: আসবে টাকা, প্রেম! বাধা বিঘ্ন কেটে ভাগ্য সুপ্রসন্ন! জীবন মসৃণ করতে শ্রাবণ সোমবারে শিবপুজো করতেই হবে এই ৭ রাশির জাতক জাতিকাদের

শ্রাবণমাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসের প্রতি সোমবার নিষ্ঠা ভরে পালন করলে তাঁর আশীর্বাদে দূর হয় বাধা বিঘ্ন।
শ্রাবণমাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসের প্রতি সোমবার নিষ্ঠা ভরে পালন করলে তাঁর আশীর্বাদে দূর হয় বাধা বিঘ্ন।

 

কোন কোন রাশির জাতক জাতিকাদের শিবপুজো করলে পুণ্যলাভ হয়, জানুন। বলছেন জ্যোতিষ বিশারদ রাজকুমার শাস্ত্রী।
কোন কোন রাশির জাতক জাতিকাদের শিবপুজো করলে পুণ্যলাভ হয়, জানুন। বলছেন জ্যোতিষ বিশারদ রাজকুমার শাস্ত্রী।

 

মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহরাজ হলেন বুধ। তাই তাঁদের শ্রাবণ সোমবার পালন করা শুভ। কেটে যায় ভাগ্যের বিড়ম্বনা।
মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহরাজ হলেন বুধ। তাই তাঁদের শ্রাবণ সোমবার পালন করা শুভ। কেটে যায় ভাগ্যের বিড়ম্বনা।

 

কর্কটরাশির জাতক জাতিকােদর ভাগ্য শাসন করেন চন্দ্রদেবতা। তাই শ্রাবণ সোমবার পালন করলে জীবন মসৃণ হয় বলে প্রচলিত বিশ্বাস।
কর্কটরাশির জাতক জাতিকােদর ভাগ্য শাসন করেন চন্দ্রদেবতা। তাই শ্রাবণ সোমবার পালন করলে জীবন মসৃণ হয় বলে প্রচলিত বিশ্বাস।

 

সিংহরাশির জাতক জাতিকাদের জীবনের ভাগ্যসূচকের নির্ধারক হলেন সূর্যদেবতা। প্রচলিত বিশ্বাস, শ্রাবণ সোমবার পালন করলে তাঁদের অপূর্ণ মনস্কামনা পূর্ণ হয়।
সিংহরাশির জাতক জাতিকাদের জীবনের ভাগ্যসূচকের নির্ধারক হলেন সূর্যদেবতা। প্রচলিত বিশ্বাস, শ্রাবণ সোমবার পালন করলে তাঁদের অপূর্ণ মনস্কামনা পূর্ণ হয়।

 

কন্যারাশির জাতক জাতিকাদের জন্যেও সৌভাগ্য নির্ধারক হলেন বুধ। মনে করা হয়, শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে মহাদেবের আশীর্বাদে তাঁরা যোগ্য জীবনসঙ্গী পান।
কন্যারাশির জাতক জাতিকাদের জন্যেও সৌভাগ্য নির্ধারক হলেন বুধ। মনে করা হয়, শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে মহাদেবের আশীর্বাদে তাঁরা যোগ্য জীবনসঙ্গী পান।

 

বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের জন্য অধিপতি হলেন মঙ্গল। শ্রাবণ সোমবার ব্রত পালন করলে তাঁদের জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে মসৃণতা আসে।
বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের জন্য অধিপতি হলেন মঙ্গল। শ্রাবণ সোমবার ব্রত পালন করলে তাঁদের জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে মসৃণতা আসে।

 

মকররাশির জাতক জাতিকাদের জন্য অধিপতি হলেন শনিদেব। তাঁদের কাছে শ্রাবণ মাস বহু প্রতীক্ষিত। জীবনে স্বচ্ছতা আনে এই ব্রতপালনের রীতি।
মকররাশির জাতক জাতিকাদের জন্য অধিপতি হলেন শনিদেব। তাঁদের কাছে শ্রাবণ মাস বহু প্রতীক্ষিত। জীবনে স্বচ্ছতা আনে এই ব্রতপালনের রীতি।

 

মীনরাশির জাতক জাতিকাদের ভাগ্যের অধিপতি বৃহস্পতি। ভক্তি ভরে ব্রতপালন করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। দুধ এবং মধু দিয়ে অভি,েক করুন শিবলিঙ্গের। জীবনে আসবে অর্থ এবং প্রেম।
মীনরাশির জাতক জাতিকাদের ভাগ্যের অধিপতি বৃহস্পতি। ভক্তি ভরে ব্রতপালন করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। দুধ এবং মধু দিয়ে অভি,েক করুন শিবলিঙ্গের। জীবনে আসবে অর্থ এবং প্রেম।

Sawan Somwar Offerings: ৫ শস্যে কপাল খুলবে শ্রাবণ সোমবারে! নিবেদন করুন মহাদেবকে! অর্থপ্রাপ্তি, সুসন্তান লাভ, দাম্পত্যসুখ আপনারই সৌভাগ্যে!

 শ্রাবণমাসের সোমবারে শিবপুজো করা অত্যন্ত পবিত্র ও পুণ্যের বলে মনে করা হয়৷ এই ব্রতপালন করলে জীবন থেকে সব বিপদ বিঘ্ন কেটে যায় বলে ভক্তদের বিশ্বাস৷
শ্রাবণমাসের সোমবারে শিবপুজো করা অত্যন্ত পবিত্র ও পুণ্যের বলে মনে করা হয়৷ এই ব্রতপালন করলে জীবন থেকে সব বিপদ বিঘ্ন কেটে যায় বলে ভক্তদের বিশ্বাস৷

 

পাঁচটি শস্য যদি শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করা যায়, তাহলে তাঁর আশীর্বাদ বর্ষিত হয়৷ খুলে যায় সৌভাগ্যের দ্বার৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।
পাঁচটি শস্য যদি শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করা যায়, তাহলে তাঁর আশীর্বাদ বর্ষিত হয়৷ খুলে যায় সৌভাগ্যের দ্বার৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।
সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন একমুঠো যব৷ তাহলে পূর্ণ হবে অধরা মনস্কামনা৷
সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন একমুঠো যব৷ তাহলে পূর্ণ হবে অধরা মনস্কামনা৷

 

একমুষ্ঠি বাজরা শিবলিঙ্গে নিবেদন করলে মু্ক্তি পাওয়া যায় দাম্পত্য সমস্যা থেকে৷
একমুষ্ঠি বাজরা শিবলিঙ্গে নিবেদন করলে মু্ক্তি পাওয়া যায় দাম্পত্য সমস্যা থেকে৷

 

অক্ষত বা গোটা চাল একমুঠো অর্পণ করুন মহাদেবকে৷ তাহলে আর্থিক সঙ্কট কেটে যাবে৷ জীবনে আসবে টাকার স্রোত৷
অক্ষত বা গোটা চাল একমুঠো অর্পণ করুন মহাদেবকে৷ তাহলে আর্থিক সঙ্কট কেটে যাবে৷ জীবনে আসবে টাকার স্রোত৷

 

দীর্ঘকালীন অসুস্থতা ও রোগভাগ থেকে মুক্তি মেলে যদি শ্রাবণ সোমবারে একমুঠো কালো তিল নিবেদন করা যায় ভোলা মহেশ্বরকে৷
দীর্ঘকালীন অসুস্থতা ও রোগভাগ থেকে মুক্তি মেলে যদি শ্রাবণ সোমবারে একমুঠো কালো তিল নিবেদন করা যায় ভোলা মহেশ্বরকে৷
মহাদেবের আশীর্বাদে বাধাবিপত্তি কেটে গিয়ে জীবনে সাফল্য পাবেন যদি শ্রাবণ সোমবারে মহাদেবকে একমুঠো মুগকলাই অর্পণ করা যায়৷
মহাদেবের আশীর্বাদে বাধাবিপত্তি কেটে গিয়ে জীবনে সাফল্য পাবেন যদি শ্রাবণ সোমবারে মহাদেবকে একমুঠো মুগকলাই অর্পণ করা যায়৷

 

মুঠোভর্তি গম নিবেদন করুন শিবলিঙ্গে৷ তাহলে সুসন্তান লাভ করা যায়৷
মুঠোভর্তি গম নিবেদন করুন শিবলিঙ্গে৷ তাহলে সুসন্তান লাভ করা যায়৷