Tag Archives: Shooting

Manu Bhaker: নারী শিক্তির জয়, প্যারিসে পদক জয়ের সঙ্গে ৫ রেকর্ড গড়লেন মনু ভাকের

প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে পদকের খাতা খুলেছে ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে নয়া ইতিহাস তৈরি করেছেন ভারতীয় শুটার মনু ভাকের। একইসঙ্গে গড়েছেন পাঁচটি রেকর্ড।  (Photo Courtesy- AP)
প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে পদকের খাতা খুলেছে ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে নয়া ইতিহাস তৈরি করেছেন ভারতীয় শুটার মনু ভাকের। একইসঙ্গে গড়েছেন পাঁচটি রেকর্ড। (Photo Courtesy- AP)
ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে ভারতকে পদক এনে দলেন মনু ভাকের। একটুর জন্য হাতছাড়া হয়েছে রুপোর পদক।  (Photo Courtesy- AP)
ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে ভারতকে পদক এনে দলেন মনু ভাকের। একটুর জন্য হাতছাড়া হয়েছে রুপোর পদক। (Photo Courtesy- AP)
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ী হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নিয়েছেন ২২ বছয় বয়সী ভারতীয় শুটার।  (Photo Courtesy- AP)
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ী হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নিয়েছেন ২২ বছয় বয়সী ভারতীয় শুটার। (Photo Courtesy- AP)
১২  বছর পর মনু ভাকরের হাত ধরে অলিম্পিকে শুটিংয়ে ভারতের পদকে খরা কাটল। শেষবার ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন গগন নারাং।  (Photo Courtesy- AP)
১২ বছর পর মনু ভাকরের হাত ধরে অলিম্পিকে শুটিংয়ে ভারতের পদকে খরা কাটল। শেষবার ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন গগন নারাং। (Photo Courtesy- AP)
রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগন নারাংয়ের পর অলিম্পিক্সের ইতিহাসে ভারতের পঞ্চম শুটার হিসেবে পদক জিতলেন মনু ভাকের।  (Photo Courtesy- AP)
রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগন নারাংয়ের পর অলিম্পিক্সের ইতিহাসে ভারতের পঞ্চম শুটার হিসেবে পদক জিতলেন মনু ভাকের। (Photo Courtesy- AP)
টোকিওতে খালি হাতে ফিরতে হয়েছিল মনু ভাকেরকে। সেই জায়গা থেকে ঘুড়ে দাঁড়িয়ে পদক জিতে নয়া নজির তৈরি করলেন মনু ভাকের।  (Photo Courtesy- AP)
টোকিওতে খালি হাতে ফিরতে হয়েছিল মনু ভাকেরকে। সেই জায়গা থেকে ঘুড়ে দাঁড়িয়ে পদক জিতে নয়া নজির তৈরি করলেন মনু ভাকের। (Photo Courtesy- AP)

Paris Olympics 2024: শুটিংয়ে আরও পদক জয়ের সুযোগ, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে অর্জুন বাবুতা

প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতীয় শুটারদের জয়জয়কার। একদিকে যেমন দেশের প্রথম মহিলা শুটার হিসেবে পদক জিতে ইতিহাস তৈরি করেছেন মনু ভাকের। ঠিক তেমনই আরও দুটি বিভাগে ফাইনালে পৌছে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় শুটাররা। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছে রমিতা জিন্দাল। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন অর্জুন বাবুতা।

বাছাই পর্বে শুরু থেকেই ছন্দে পাওয়া যায় অর্জুন বাবুতাকে। একের পর এক এক রাউন্ডে ভাল পারফর্ম করেন তিনি। মাঝে কয়েকটি পয়েন্ট নষ্ট না করলে পয়েন্ট তালিকায় আরও উপরে থেকে ফাইনালের টিকিট পাকা করত ভারতীয় শুটার। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করেন তিনি। ৬৩০.১ স্কোর করেন অর্জুন বাবুতা। নিয়ম অনুযায়ী প্রথম আটে শেষ করতে পারলে সরাসরি ফাইনালের টিকিট পাওয়া যায়। এই ইভেন্টে ছিলেন ভারতের সন্দীপ সিংহ। দ্বাদশ স্থানে শেষ করে বিদায় নেন।

আরও পড়ুনঃ Paris Olympics 2024: দেশের প্রথম মহিলা হিসেবে শুটিংয়ে অলিম্পিকে পদক জয়, মনু ভাকেরকে শুভেচ্ছা মোদীর

প্রসঙ্গত, সোমবার শুটিংয়ে আরও দুটি পদক জয়ের হাতছানি ভারতের সামনে। ফাইনালের টিকিট পাকা করতে পেরে উচ্ছ্বসিত রমিতা জিন্দাল ও অর্জুন বাবুতা। তবে কাজ এখনও শেষ হয়নি দুই ভারতীয় শুটারের। রবিবার যেমন মনু ভাকের দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছেন, ঠিক সোমাবরই পদক জয়ের লক্ষ্যে নিজেগের সেরাটা দিতে প্রস্তুত রয়েছেন ভারতীয় শুটাররা।

Paris Olympics 2024: দেশের প্রথম মহিলা হিসেবে শুটিংয়ে অলিম্পিকে পদক জয়, মনু ভাকেরকে শুভেচ্ছা মোদীর

প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে পদক জিতে ইতিহাস তৈরি করলেন ভারতীয় মহিলা শুটার মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন তিনি। ভারতের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে শুটিংয়ে পদক জিতলেন মনু ভাকের। ঐতিহাসিক দিনে ভারতীয় শুটারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজের এক্স হ্যান্ডেলে মনু ভাকেরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পদক জয়ী শুটারের ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, সাবাশ মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ ভারতের প্রথম পদক জয়ের জন্য, ব্রোঞ্জ জয়ের জন্য অভিনন্দন। এই সাফল্য আরও বিশেষ কারণ, তিনি ভারতের হয়ে শ্যুটিংয়ে পদক জয়ী প্রথম মহিলা হয়েছেন৷”

প্রসঙ্গত, শনিবার কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে ৩ নম্বরে শেষ করেছিলেন মনু। ফাইনালেও ছন্দ অব্যাহত রাখলেন মনু ভাকের। ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। প্রথম স্থানে ও ইয়ে জিন পেলেন ২৪৩.২ পয়েন্ট, দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইয়ে জির সংগ্রহ ২৪১.৩ পয়েন্ট।

আরও পড়ুনঃ PV Sindhu: দাপটে জয় দিয়ে প্যারিস অভিযান শুরু সিন্ধুর, প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্ট্রেট সেটে

তৃতীয় স্থানে মনু ভাকেরের সংগ্রহ ২২১.৭ পয়েন্ট। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয়েছে মনু ভাকেরের। হরিয়ানার শুটারের কাছে প্রথম থেকেই পদকের আশা ছিল। প্রত্যাশার চাপ নিয়ে দেশবাসীর স্বপ্নপূরণ করলেন মনু ভাকের। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা শুটার।

Paris Olympic 2024: অলিম্পিক্সের ময়দানে বাংলার ঘরের দুই মেয়ে! জোড়া পদকের আশা দেখছে দেশ

কলকাতা: অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই জোড়া পদক পাওয়ার আশা দেখছে ভারত। তিরন্দাজি ও শুটিংয়ে পদক আনতে পারেন ভারতের মহিলারা। তিরন্দাজিতে মহিলাদের দল খেলতে নামবে্ন। চতুর্থ স্থানে শেষ করায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ দল এখনও ঠিক হয়নি। ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবেন তাঁরা।

আজ অলিম্পিক্সে শুটিংয়ের পদকের সম্ভাবনা। ‌মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠেছেন মনু ভাকার। যোগ্যতা অর্জন পর্বে তিন নম্বরে শেষ করেন তিনি। যোগ্যতা অর্জন পর্বে ৫৮০ স্কোর করেন মনু। ২৭ বার বুলস আই মারেন ভারতের মহিলা শুটার। মাত্র দু’অঙ্কের জন্য তৃতীয় স্থানে শেষ করেন মনু। যোগ্যতা অর্জন পর্বে সকলের চেয়ে বেশি বুলস মেরেছেন তিনি। মনুর ইভেন্টে মোট ছ’টি সিরিজ হয়। প্রতিটি সিরিজে ১০ বার করে শট মারার সুযোগ থাকে। প্রতিটি শটে সর্বোচ্চ ১০ স্কোর করা যায়। রবিবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনাল।

আরও পড়ুন- বেসমেন্ট থেকে পড়ুয়াদের দেহ উদ্ধার ঘিরে আতঙ্ক! দিল্লির IAS কোচিং সেন্টার এখনও জলের তলায়, বিক্ষোভ জারি

অন্যদিকে, তিরন্দাজি দলে রয়েছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর। ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে উঠবেন দীপিকারা। আর যদি ভারত সেমিফাইনালে হেরে যায়, তা হলে ব্রোঞ্জ জেতার লড়াইয়ে নামতে হবে। সেই ম্যাচ হবে সন্ধ্যা ৮টা ১৭ মিনিট থেকে। এই তিরন্দাজ মহিলা দলেই রয়েছে বাংলার সংযোগ। তিরন্দাজদের মধ্যে ‌অঙ্কিতা ভকতের বাড়ি সিঁথির মোড়। যদিও অঙ্কিতা ঝাড়খণ্ডের হয়ে খেলেন। বাড়িতে মা-বাবা রয়েছেন। দ্বিতীয় জন ঝাড়খণ্ডের কন্যা দীপিকা কুমারী, কিন্তু তিনিও যে একজন বাঙালির স্ত্রী! তিরন্দাজ অতনু দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির ঠিকানা কলকাতার আরবানা আবাসন। সে দিক থেকে বিচার করলে বাঙালিরও গর্ব জড়িয়ে আছে এই অলিম্পিক্সের।

Texas Event: টেক্সাসে বন্দুকবাজের হামলা, কনসার্টে ২ দলের মধ্যে কোন্দল, বেরিয়ে এল বন্দুক, চলল এলোপাথাড়ি গুলি

কলকাতা: টেক্সাসে ফের বন্দুকবাজের হামলা। ঘটনায় নিহত ২ জন, গুরুতর জখম ১৪। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ অস্টিনের ৩০ কিমি উত্তরে রাউন্ড রকের ওল্ড সেটলার পার্কে জুনটিন্থ উদযাপনের সময় এই ঘটনা ঘটে।

রাউন্ড রক পুলিশ প্রধান অ্যালেন ব্যাঙ্কস সংবাদমাধ্যমে জানান, ইভেন্টে কনসার্ট চলাকালীন দুই গ্রুপের মধ্যে ঝামেলা বেঁধে যায়। প্রথমে তর্কাতর্কি। কিছুক্ষণের মধ্যেই একে অন্যের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা।

আরও পড়ুন – Husband and Wife Love: স্বামী স্ত্রী-র সম্পর্ক তলানিতে এসে ঠেকল! জ্যোতিষের পরামর্শে কয়েকটি বদল, পুরনো প্রেম ঘরে ফিরল বলে…

অ্যালেন আরও জানিয়েছেন, ১৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্য হয়েছে ২ জনের। তবে মৃত ২ জন এই ঝামেলায় জড়িত ছিলেন না। কনসার্টের জন্য তৈরি মঞ্চ থেকে কিছুটা দূরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। তখনই ওই ২ জনের গুলি লাগে।

ইভেন্টে উপস্থিত পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অস্টিন-ট্র্যাভিস কাউন্টি ইএমএস-এর এক্স পোস্ট অনুযায়ী, চার প্রাপ্তবয়স্ক এবং দুই শিশুসহ ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার পুলিশ জানিয়েছে, গুলিকাণ্ডে কতজন জড়িত এখনও জানা যায়নি। সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি।

পাশাপাশি রাউন্ড রক পুলিশ এও জানিয়েছে, গুলিকাণ্ডে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাতলা গড়নের কালো চামড়ার এক ব্যক্তিকে ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করছে পুলিশ। তিনি ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা। ঘটনার সময় সাদা হুডি পরেছিলেন।

অন্য দিকে, ম্যাসাচুসেটসের একটি পার্টিতেও একই কাণ্ড ঘটেছে। এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হয়েছেন ৭ জন। সোশ্যাল মিডিয়ায় আয়োজিত পপ-আপ পার্টিতে জড়ো হয়েছিলেন কয়েকশো তরুণ তরুণী। দুপুর ২টো নাগাদ আচমকাই গুলিবৃষ্টি। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন ১ জন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭ জনকে। আহতদের বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মেথুয়েন পুলিশ প্রধান স্কট ম্যাকনামারা বলেন, সাধারণত এই ধরনের জমায়েত যেখানে হয়, পুলিশ সেই এলাকাগুলোয় নজরদারি চালায়। রবিবারের এই ঘটনা একেবারে নতুন জায়গায় ঘটেছে।

California Shooting: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত কমপক্ষে ১০

ক্যালিফোর্নিয়া: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। এবার চিনা নতুন বছরের অনুষ্ঠান চলাকালীন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের মন্টেরে পার্কে এলোপাথাড়ি গুলি। কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা।

গুলি চালনার ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গত শনিবার লস এঞ্জেলসের ওই পার্কে চৈনিক লুনার নতুন বছরের উদযাপন অনুষ্ঠান চলছিল। কমপক্ষে ১০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। রাত ১০টার পরে হঠাৎ এলোপাথাড়ি গুলি।

আরও পড়ুন: রাত ২টোর সময় অসমের মুখ্যমন্ত্রীর কাছে হঠাৎ ফোন! ওপার থেকে ভেসে এল ‘শাহরুখ খান বলছি..’

আরও পড়ুন: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের, ভারতে ‘ব্লক’ করা হল যাবতীয় ট্যুইট, ভিডিও-র লিঙ্ক

ঘটনার খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছয় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় আহতদের উদ্ধারকাজ। লস এঞ্জেলস থেকে ৭ মইল দূরে অবস্থিত এই মন্টেরে পার্ক, যেখানে চিনা নতুন বর্ষের সেলিব্রেশন চলছিল।

ওয়ালমার্টের ম্যানেজার নিজেই আততায়ী, আচমকা বন্দুক বের করে এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ১০!

#ভার্জিনিয়া: ভার্জিনিয়ার ওয়ালমার্টে ফের বন্দুকবাজের হামলা। মঙ্গলবার রাতে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। একই সঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, ওই সুপার মার্কেটের স্টোর ম্যানেজারই আততায়ী। আচমকা আগ্নেয়াস্ত্র বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। শেষে নিজেও আত্মঘাতী হন।

হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই ওয়ালমার্টের আশপাশের এলাকা সিল করেছে মার্কিন পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। মঙ্গলবার রাত ১০টা ১২ মিনিটে গুলি চালানোর খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ওয়ালমার্ট স্টোরের বাইরে এখনও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!

আরও পড়ুন: ঝগড়া লেগেছিল সংসার খরচ নিয়ে, রাগেই শ্রদ্ধাকে টুকরো টুকরো করে আফতাব: পুলিশ

চেসাপিক পুলিশ সূত্রে খবর, এই হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে আহত অনেকে। পুরো ভবনটিকে ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করছে চেসাপিক পুলিশ। স্থানীয় লোকজনকে আপাতত ভবন থেকে দূরে থাকতে বলা হচ্ছে। ঠিক কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। আগে আততায়ীর নামে অপরাধের রেকর্ড ছিল কিনা, সে নিয়েও মুখ খোলেননি তিনি।

তবে এখনও পর্যন্ত ১০ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েক জন আহতও হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ছবি, ভিডিও সামনে এসেছে, তাতে ওয়ালমার্ট সুপারস্টোরের বাইরে সারি সারি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। স্টোর ম্যানেজার একাই হামলা চালিয়েছেন বলে জানা যাচ্ছে।