Tag Archives: smartphone

ফোনে কভার পরিয়ে রাখা ভাল নাকি খারাপ? উত্তর শুনলে অভ্যেস বদলে যাবে আজই

 

রঙ বেরঙের কভার, কোনওটায় আবার দুর্দান্ত কোট লেখা। এখন এই সব মোবাইল কভার ট্রেন্ডিং। অনেকের মোবাইলে দেখা যায় সুন্দর দেখতে কভার।
রঙ বেরঙের কভার, কোনওটায় আবার দুর্দান্ত কোট লেখা। এখন এই সব মোবাইল কভার ট্রেন্ডিং। অনেকের মোবাইলে দেখা যায় সুন্দর দেখতে কভার।
তবে বহু মানুষ জানেন না, আসলে ফোনে কভার পরিয়ে রাখা ভাল নাকি খারাপ। আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব।
তবে বহু মানুষ জানেন না, আসলে ফোনে কভার পরিয়ে রাখা ভাল নাকি খারাপ। আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব।
ফোনে কভার পরানো থাকলে তা ফোনের চারপাশে একটি শিল্ড তৈরি করে। ফলে ফোনে বাতাস প্রবাহ হয় না। এতে ফোন তাড়াতাড়ি গরম হতে পারে। আর ফোন গরম হওয়া মানে ব্যাটারির দফারফা।
ফোনে কভার পরানো থাকলে তা ফোনের চারপাশে একটি শিল্ড তৈরি করে। ফলে ফোনে বাতাস প্রবাহ হয় না। এতে ফোন তাড়াতাড়ি গরম হতে পারে। আর ফোন গরম হওয়া মানে ব্যাটারির দফারফা।
ফোন হাত থেকে পড়ে গেলে যাতে খারাপ না হয় তাই অনেকে দামি কভার পরান। তবে তাতে আখেরে ফোনের কার্যকারিতা কমতে পারে। কারণ ফোন গরম হলে ব্যাটারির আয়ু কমে যাবে।
ফোন হাত থেকে পড়ে গেলে যাতে খারাপ না হয় তাই অনেকে দামি কভার পরান। তবে তাতে আখেরে ফোনের কার্যকারিতা কমতে পারে। কারণ ফোন গরম হলে ব্যাটারির আয়ু কমে যাবে।
অন্তত চার্জিং-এর সময় ফোনের কভার খুলে রাখা উচিৎ। কিছু ফোন কভার ফোনের চার্জিং পোর্ট বা স্পিকারের জন্য প্রয়োজনীয় স্থান কমিয়ে দিতে পারে। এর ফলে ফোন চার্জ করা বা কল করা কঠিন হতে পারে।
অন্তত চার্জিং-এর সময় ফোনের কভার খুলে রাখা উচিৎ। কিছু ফোন কভার ফোনের চার্জিং পোর্ট বা স্পিকারের জন্য প্রয়োজনীয় স্থান কমিয়ে দিতে পারে। এর ফলে ফোন চার্জ করা বা কল করা কঠিন হতে পারে।
কিছু ফোনের কভার পড়ে যাওয়া থেকে ফোনকে পুরোপুরি রক্ষা করতে পারে না। ফোনের কভার ঠিকমতো লাগানো না থাকলে পড়ে গেলেও ফোন ভেঙে যেতে পারে।
কিছু ফোনের কভার পড়ে যাওয়া থেকে ফোনকে পুরোপুরি রক্ষা করতে পারে না। ফোনের কভার ঠিকমতো লাগানো না থাকলে পড়ে গেলেও ফোন ভেঙে যেতে পারে।

Smartphone: মোবাইলেই সর্বনাশ! সমীক্ষা বলছে আপনার ভুলেই বিজ্ঞাপনদাতারা সব শুনছে গোপনে

Smartphone: যদি কেউ ভাবেন তাঁর মনের ভুল, তবে তিনিই ভুল করবেন। আসলে হাতে ধরে থাকা মোবাইলটি সত্যিই আড়ি পাতছে ব্যবহারকারীর সমস্ত কথায়। সেই সব কথা, গোপন তথ্য সবই শেষ পর্যন্ত চলে যাচ্ছে বিজ্ঞাপনদাতা সংস্থার হাতে। তারপর সেই তথ্য ভাঙিয়েই মনের মতো সামগ্রীর বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন ওই ব্যবহারকারী।

সম্প্রতি কক্স মিডিয়া গ্রুপ (CMG) নামক একটি সংস্থা স্পষ্টই স্বীকার করেছে এই তথ্য হাতানোর বিষয়টি। তারা দাবি করেছে, তাদের এমন ক্ষমতা রয়েছে যাতে ফোন সামনে রেখে যেসমস্ত কথা বলছেন ব্যবহারকারী, তাও শোনা যায়। আর এটা সম্ভব হচ্ছে স্মার্টফোনের বিল্ট-ইন মাইক্রোফোনের সাহায্যে। শুধু স্মার্টফোনই নয়। বরং স্মার্ট টিভি, অন্য নানা ধরনের গ্যাজেট যা গৃহস্থালীর কাজে লাগে, সবই কাজে লাগায় এই ধরনের সংস্থা।

ওই সংস্থার দাবি, এই ধরনের সক্রিয় শ্রবণ বা Active Listening-এর সাহায্যে তারা খুব সহজেই গ্রাহকের ঠিক কী চাই তা জানতে পারেন। আসলে তারা এমন সময় আড়ি পাতেন যখন ব্যবহারকারী খুব সহজে সাধারণ কথাবার্তা বলছেন।

CMG-এর ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম ‘How Voice Data works and how you can use it in your business’। তারা জানিয়েছে, একজন টার্গেট ক্লায়েন্টের প্রতিদিনের কথোপকথন থেকে যদি তার চাহিদার কথা উঠে আসে তার থেকে ভাল আর কী হতে পারে একজন ব্যবসায়ীর জন্য। এটা কোন যাদুবিদ্যা নয়, বরং ভয়েস ডেটা। CMG জোর গলায় দাবি করেছে, তাদের কাছে এই অস্ত্র রয়েছে যেকোনও ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

আরও পড়ুন:  প্রস্রাবের রং হলুদ? জল খেয়েও লাভ হচ্ছে না? এই জটিল রোগে ভুগছেন না তো? জানুন

CMG-র ওয়েবসাইট অনুসারে, AI ব্যবহার করে গ্রাহকের মন পড়ে ফেলতে পারলেই সেই অনুযায়ী স্ট্রিমিং টেলিভিশন, YouTube, Google এবং Bing-এর মাধ্যমে তার বিজ্ঞাপন দেখানো যায়। এই বিষয়টা কোনও ভাবেই অপরাধের মধ্যে পড়ে বলে মনে করে না CMG। তাদের দাবি, ফোন এবং ডিভাইসগুলি থেকে গ্রাহকের কথা শোনা সম্পূর্ণ আইনি৷ কারণ, সফ্টওয়্যার আপডেট বা অ্যাপ ডাউনলোডের শর্তাবলী গ্রহণ করার সময় ভোক্তারাই সাধারণত সম্মতি দিয়ে থাকেন মাইক্রোফোন ব্যবহার করার।

আরও পড়ুন:  কোটি কোটি টাকা উড়ল মদে! বছর শুরুতেই রেকর্ড গড়ল মেদিনীপুর! জানুন

এমনটা ভাবার কোনও কারণ নেই যে এই ঘটনা শুধু ও CMG একাই করছে। অবশ্য নানা সংস্থা এই কাজ করে চলেছে। তবে তারা কারা, সেটা এখনও স্পষ্ট হয়নি।

এথেকে বাঁচার জন্য কিছু আধুনিক সফটওয়্যার এসেছে। যেমন iPhone-এ। যদি কোনও অ্যাপ ওই ডিভাইসের মাইক্রোফোন ব্যবহার করে তাহলে ফ্রন্ট ক্যামেরার পাশে একটি ছোট সবুজ আলো ঝিলিক দেয়।

কিন্তু তারপরেও CMG-র মতো সংস্থাগুলি নিয়মিত ব্যবহারকারীর ফোনে আড়ি পাতছে। আসলে মানুষের অজ্ঞানতার সুযোগটাই নিচ্ছে সংস্থাগুলি।

আসছে Moto G34 5G! লেদার ফিনিশ এই বাজেট মোবাইল সম্পর্কে জেনে নিন বিস্তারিত

নতুন বছরে নতুন স্মার্টফোন। নতুন বছর পড়তে না পড়তেই লঞ্চ করতে চলেছে আরও একটি স্মার্টফোন। Motorola ইতিমধ্যেই নিশ্চিত করে জানিয়েছে, ভারতে Moto G34 ৫জি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে আগামী ৯ জানুয়ারি, ভারতীয় সময় দুপুর ১২টায়।

Motorola-র অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এর মাধ্যমে কেনা যাবে এই নতুন ফোনটি। Motorola-র এই বাজেট ফোনটিতে থাকছে ভেগান লেদার ফিনিশ। এই ফোনটি Snapdragon 695 SoC দ্বারা চালিত। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসেই Moto G34 লঞ্চ করেছে চিনের বাজারে। লঞ্চের আগে, Flipkart একটি ডেডিকেটেড মাইক্রোসাইট খুলেছে নতুন ফোনের জন্য। সেখানেই দেখা যাচ্ছে এই ফোনের মূল স্পেসিফিকেশন এবং ফিচারগুলি।

আরও পড়ুন: শনিবারেই সফল রবি-অভিযান! সূর্যের কাছে সঠিক ঠিকানায় পৌঁছল আদিত‍্য এল-১

দেখে নেওয়া যাক এক নজরে—

দাম:

চিনে, Moto G34 ৫ জি ফোনটি এই সময় যে দামে বিক্রি হচ্ছে, ভারতীয় মূল্যে তা প্রায় ১১,৬০০ টাকা। এক্ষেত্রে পাওয়া যাবে ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। মনে করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনটির দাম হতে পারে ১৫,০০০ টাকা। ফলে বোঝাই যাচ্ছে ভারতে এই ফোনটি Redmi 13C এবং Samsung Galaxy M14- এর মতো ফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভারতের বাজারে এলে ব্যবহারকারীরা ৮ জিবি পর্যন্ত RAM এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। এছাড়া, ৪ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ-সহ আরও ভেরিয়েন্ট আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দাম সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

স্পেসিফিকেশন:

Flipkart থেকে জানা গিয়েছে, ১২০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৫-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে থাকছে নতুন ফোনে। Moto G34 ৫জি ফোনটিতে থাকছে Android 14 অপারেটিং সিস্টেম এবং এটি একটি octa-core Snapdragon 695 SoC। তাছাড়া এটি ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। সংস্থার দাবি, এটি ডিভাইসের কর্মক্ষমতা বাড়াবে। তাদের দাবি, এটিই Snapdragon 695 চিপসেট-সহ দ্রুততম ৫জি হ্যান্ডসেট।

Moto G34 ৫জি ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর-সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ। সামনে, একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অতিরিক্ত ফিচারগুলির মধ্যে রয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি অ্যাটমস-সহ ডুয়াল স্টিরিও স্পিকার এবং একটি IP52-রেটেড বিল্ড।

ডিভাইসটিতে রয়েছে একটি ৫,০০০mAh ব্যাটারি যা ১৮W ফাস্ট চার্জিংয় সাপোর্ট করে। এর বাক্সে একটি চার্জার থাকবে বলেই মনে করা হচ্ছে।

ভারতে লঞ্চ করছে OnePlus 12! ইভেন্টের টিকিট হাতে পাবেন কীভাবে?

OnePlus লঞ্চ করতে চলেছে OnePlus 12 এবং OnePlus 12R। ভারতে সেজন্য আয়োজন করা হচ্ছে একটি দারুন লঞ্চ ইভেন্ট। ইতিমধ্যেই OnePlus তাদের ‘Smooth Beyond Belief’ লঞ্চ ইভেন্টের জন্য টিকিট বিক্রির কথা ঘোষণা করেছে।

আগামী ২৩ জানুয়ারি ২০২৪, নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান। নতুন বছরের প্রথম মাসেই একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। OnePlus-এর আসন্ন ফোনগুলি নিয়েও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। শুধু স্মার্টফোন সংক্রান্ত আগ্রহই নয়। যাঁরা লঞ্চ ইভেন্টটি দেখতে আগ্রহী তাঁরা টিকিট কেটে যেতে পারেন। কীভাবে পাওয়া যাবে টিকিট দেখে নিন।

আরও পড়ুন: ফোনের স্পিকারের শব্দ কমে গিয়েছে? সেটিংসেই লুকানো আছে বাড়ানোর উপায়! এখনই জানুন

OnePlus 12 ইভেন্টের জন্য টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে ৩ জানুয়ারি ভারতীয় সময় বিকেল ৩:৩০ থেকে।

এই টিকিট পেতে গেলে যেকোনও ব্যক্তিকে খরচ করতে হবে ৫৯৯ টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে শুধু যে OnePlus 12 সিরিজের প্রযুক্তির কথাই জানতে পারবেন দর্শক তাই নয়, বরং, প্রযুক্তি ক্ষেত্রে নেতৃস্থানীয় মানুষ, শিল্প বিশেষজ্ঞ এবং OnePlus কমিউনিটির সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগও পাবেন। সংস্থার প্রতিশ্রুতি, অনুষ্ঠানে যোগদান করলে পাওয়া যাবে ‘exclusive OnePlus merchandise’।

কীভাবে পাওয়া যাবে টিকিট

OnePlus ‘Smooth Beyond Belief’ লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৩ জানুয়ারী, ২০২৪ তারিখে নয়াদিল্লির প্রগতি ময়দানে৷ ইভেন্টের জন্য টিকিট কিনতে চাইলে ব্যবহারকারীরা OnePlus.in বা Paytm Insider-এ যেতে পারেন৷ প্ল্যাটফর্মগুলিতে ব্যানার রয়েছে, যেখানে এই অনুষ্ঠানের টিকিট কিনতে পারা যাবে। Oneplus.in থেকে টিকিট কিনলে RCC সদস্যরা ৫০ শতাংশ ছাড় পেতে পারেন।

OnePlus 12, OnePlus 12R:

টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, OnePlus 12-এর বেস ভেরিয়েন্টের দাম ৫৮,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে হতে পারে। এর আগে OnePlus 11 ভারতে লঞ্চ করেছে ৫৬,৯৯৯ টাকায়। অর্থাৎ, OnePlus মাত্র কয়েক হাজার টাকা দাম বাড়ানোর কথা ভাবছে।

OnePlus 12R-এর দামও সামান্য বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এর বেস মডেলের দাম ৪০ থেকে ৪২ হাজার টাকার মধ্যে হতে পারে। OnePlus 11R বেস মডেলের দাম শুরু হয়েছিল ৩৯,৯৯৯ টাকা থেকে। তবে এখনও সংস্থার তরফে কিছুই জানানো হয়নি।

Technology: স্মার্টগ্লাস থেকে Vision Pro! কেমন হতে পারে ২০২৪-এর প্রযুক্তির রেখাচিত্র?

২০২৩ সাল মানব সভ্যতার ইতিহাসে একটা মাইল ফলক, একথা বলাই যায়। দীর্ঘদিন ধরেই মানুষের কল্পবিজ্ঞানে যা চর্চিত হয়েছে, তার অনেকখানিই রূপ পেয়েছে এই বছর। সেই বিজ্ঞান-বিকাশের নাম অবশ্যই AI।

তবে হ্যাঁ, হঠাৎ করেই ২০২৩ সালে AI বা কৃত্রিম মেধা উঠে এসেছে এমনটা নয়। দীর্ঘদিন ধরেই তার কাজ চলছিল। ২০২৩ সাল নতুন করে পথ দেখিয়েছে। আর সেই আবহেই ২০২৪ নিয়ে তৈরি হচ্ছে নতুন আশা। একের পর এক প্রযুক্তি সংস্থা AI ব্যবহার করে নতুন পণ্য আনবে এই বছর এমনটাই প্রত্যাশিত। সেই সব পণ্য একেবারে নতুন না হলেও নতুনত্ব থাকবে, আরও উন্নত হবে প্রযুক্তি, এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: এই অ্যাপগুলি ডাউনলোড করেছেন নাকি আপনার স্মার্টফোনে! ঘনিয়ে আসছে মারাত্মক বিপদ

স্মার্টগ্লাস:

স্মার্টফোন, স্মার্টওয়াচের পর সব থেকে বেশি প্রত্যাশিত হল স্মার্টগ্লাস। যদিও বিষয়টা খুব নতুন নয়। তবে প্রযুক্তির উন্নতি তাকে দেবে আকর্ষণীয় চেহারা। অনেক সংস্থাই স্মার্টগ্লাস বা স্মার্টচশমা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। Amazon-এর Eco Frames তার মধ্যে অন্যতম। এতে পাওয়া যেতে পারে Alexa-র সহায়তা।

Meta-র সঙ্গে Ray-Ban-এর জোট এনে দিতে পারে নতুনত্ব। Ray-Ban-এর স্মার্টচশমায় ইতিমধ্যেই রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, যা ছবি তুলতে বা ভিডিও করতে সহায়তা করে। স্মার্ট চশমার সাহায্য কথা বলা, গান শোনার মতো কাজও করা যাবে।

ফিটনেস রিং:

স্মার্টওয়াচই এখনও পর্যন্ত ফিটনেস ট্র্যাকার হিসেবে জনপ্রিয়। এরপর আসছে আংটি। আসলে আংটি বদল মানুষের সামাজিকতার একটা অন্যতম অঙ্গ। এই আংটি যদি শুধু সৌন্দর্য বর্ধক গহনা না হয়ে কোনও কাজে লাগে তাহলে সোনায় সোহাগা। তাই পরবর্তী প্রজন্মের স্মার্ট আংটি ব্যক্তিগত শরীরচর্চা, ঘুম, হৃদস্পন্দনের খেয়াল রাখতে পারবে। Noise, boat-এর মতো সংস্থা ইতিমধ্যেই এই বিষয়ে এগিয়ে গিয়েছে।

পাস-কি:

গত দু’দশকে মানুষ পরিচিত হয়েছে পাসওয়ার্ডের সঙ্গে। এবার হয়তো সেই পাসওয়ার্ড বিদায় নেবে চিরতবে। এবার তার জায়গায় আসবে পাস-কি। Google ইতিমধ্যেই Apple-এর মতো পাস-কি আমদানি করে ফেলেছে।

হেডগিয়ার:

২০২৪ সালের শুরুতেই Apple হয়তো আনতে চলেছে তার Vision Pro। কম্পিউটিং-এর দুনিয়ায় এটা হতে পারে বৈপ্লবিক পরিবর্তন। মাথায় লাগানো যন্ত্র দুনিয়াটাকে দেখাবে অন্যরকম ভাবে। তবে হ্যাঁ, এখনই এটা হয়তো বেশির ভাগ মানুষের নাগালের মধ্যে আসবে না। কারণ এর দাম হতে চলেছে ৩,৪৯৯ ডলার। এটি লঞ্চও করা হবে আমেরিকাতেই। তবে আগামী দিনে এর কোনও সস্তা দেশীয় পণ্য আসবে না তা কে বলতে পারে!

AI—রজনীকান্তের রোবোট যতখানি উন্মাদনা তৈরি করতে পেরেছিল, সত্যিকারের AI ততখানি পারে কিনা, সেটাই এখন দেখার। কারণ কল্পবিজ্ঞানের কৃত্রিম মেধা এখন কথা বলছে বাস্তব পৃথিবীতে। ২০২৪ সালের পর হয়তো সিনেমা বানানোর কাজটাই AI সেরে ফেলবে। ChatGPT, Bard বা Grok-এর মতো চ্যাটবট আগামী দিনে অনেক কিছুই করতে চলেছে।

এই অ্যাপগুলি ডাউনলোড করেছেন নাকি আপনার স্মার্টফোনে! ঘনিয়ে আসছে মারাত্মক বিপদ

২০২৪ সালে এসে পৌঁছেছি আমরা। পাল্লা দিয়ে উন্নত হচ্ছে প্রযুক্তি। এখন যেকোনও কাজ করে দিতে পারে AI। গত কয়েক বছর ধরেই মানুষের যেকোনও কাজে প্রয়োজন হচ্ছে একটি করে অ্যাপ। Android হোক বা iOS, অ্যাপে অ্যাপে ছয়লাপ।

এরই মধ্যে নিরাপত্তা গবেষকরা দাবি করেছেন, এমন বেশ কিছু অ্যাপ রয়েছে যা Android-এ ডাউনলোড করা হলে তা সরাসরি স্মার্টফোনের দখল নিয়ে নিতে পারে। এই সব অ্যাপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে চেষ্টা করা হচ্ছে।

McAfee নামক একটি সাইবার নিরাপত্তা সংস্থার তরফে Android ব্যাকডোর অ্যাপগুলির তালিকা প্রকাশ করেছে, যাকে তারা নাম দিয়েছে ‘ Xamalicious’। সংস্থাটির দাবি, ম্যালওয়্যার ছড়িয়ে যেসব ডিভাইস সংক্রামিত করা হয়েছে, সেগুলির উপর দখল বজায় রাখতে ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ ব্যবহার করা হতে পারে। ডিভাইসের মালিক কিছুই জানতে পারেন না। অথচ, তাঁর ডিভাইসটি একটি কমান্ড-এন্ড-কন্ট্রোল সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে যায়।

আরও পড়ুন: ফোনের স্পিকারের শব্দ কমে গিয়েছে? সেটিংসেই লুকানো আছে বাড়ানোর উপায়! এখনই জানুন

ঠিক সেই সময় ওই ডিভাইসে একটি দ্বিতীয় পেলোড ডাউনলোড হয়ে যায় স্বয়ংক্রিয় ভাবে। সেটিই ডিভাইসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করে। তারপর শুরু হয় প্রতারণামূলক ক্রিয়াকলাপ। যেমন ব্যবহারকারীর অজান্তেই কোনও বিজ্ঞাপনে ক্লিক করা, ব্যবহারকারীর সম্মতি ছাড়া এমন কোনও অ্যাপ অ্যাপ ইনস্টল করা যার সঙ্গে আর্থিক দিকটি জড়িয়ে রয়েছে।

ফলে প্রাথমিক ভাবেই সতর্ক হওয়া প্রয়োজন। না হলে বিপদ বাড়তে পারে। সব থেকে বড় বিষয় হল, এই ধরনের অ্যাপের জনপ্রিয়তা প্রচুর। রাশিফল থেকে সংখ্যাতত্ত্ব, ওজন কমানো থেকে ঘুমের মনিটরিং, চোখের সামনে সবই করে এই সব অ্যাপ। এই সব অ্যাপের বিষয়বস্তুর জন্যই বেশিরভাগ মানুষ তা ডাউনলোড করে নেন।

এক নজরে দেখে নেওয়া যাক এই ভয়ঙ্কর অ্যাপের তালিকা—

১. Essential Horoscope for Android (com.anomenforyou.essentialhoroscope)

২. 3D Skin Editor for PE Minecraft (com.littleray.skineditorforpeminecraft)

৩. Logo Maker Pro (com.vyblystudio.dotslinkpuzzles)

৪. Auto Click Repeater (com.autoclickrepeater.free)

৫. Count Easy Calorie Calculator (com.lakhinstudio.counteasycaloriecalculator)

৬. Sound Volume Extender (com.muranogames.easyworkoutsathome)

৭. LetterLink (com.regaliusgames.llinkgame)

৮. Numerology: Personal horoscope & number predictions (com.Ushak.NPHOROSCOPENUMBER)

৯. Step Keeper: Easy Pedometer (com.browgames.stepkeepereasymeter)

১০. Track Your Sleep (com.shvetsStudio.trackYourSleep)

১১. Sound Volume Booster (com.devapps.soundvolumebooster)

১২. Astrological Navigator: Daily Horoscope & Tarot (com.Osinko.HoroscopeTaro)

১৩. Universal Calculator (com.Potap64.universalcalculator)

Samsung Galaxy S24 Series: নতুন বছর হাতে আসুক নতুন ফোন! এমাসেই লঞ্চ করবে Galaxy S 24 সিরিজ, জানুন দাম

মুম্বই: নতুন বছরে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করছে। প্রথম মাসেই বাজারে আসতে চলেছে Samsung-এর Galaxy S24 সিরিজ। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে আগামী ১৭ জানুয়ারি লঞ্চ করবে। কেমন হবে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন! সেই বিষয়েও ফাঁস হয়েছে কিছু তথ্য। দেখে নেওয়া যাক এক নজরে—

১. দাম—মনে করা হচ্ছে এই সিরিজে প্রতিটি বাজেটের জন্য একটি করে ফোন থাকতে পারে। Galaxy S24 সিরিজের প্রাথমিক ফোনটি হতে পারে S24। এরপরের ধাপে থাকবে S24+, হাই-এন্ড রেঞ্জে থাকবে S24 Ultra। বোঝাই যায়, বিভিন্ন ধরনের চাহিদা পূরণের জন্য এই সিরিজে বিভিন্ন ধরনের ফিচার দেওয়া হবে।

আরও পড়ুনPhone Hacking Awareness: ফোনে এই কাজ করছেন? সব টাকা সাফ হবে, জানুন উপায়

Samsung Galaxy S 24-এ থাকতে পারে ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ। এর দাম শুরু হতে পারে প্রায় ৮২,০০০ টাকা থেকে। ২৫৬ জিবি স্টোরেজ-সহ ফোনেরদাম পড়বে ৮৮,০০০ টাকা।

Samsung Galaxy S 24+-এ থাকতে পারে ১২ জিবি RAM, ২৫৬ জিবি স্টোরেজ। দাম প্রায় ১,০৫,০০০ টাকা। ৫১২ জিবি স্টোরেজ হলে প্রায় ১,১৬,০০০ টাকা দাম পড়বে।

প্রিমিয়াম মডেল Samsung Galaxy S 24 Ultra-র দাম শুরু হতে পারে প্রায় ১,১৩,৫০০ টাকা থেকে। এক্ষেত্রে পাওয়া যাবে ২৫৬জিবি স্টোরেজ। ৫১২ জিবি স্টোরেজের দাম প্রায় ১,৪৪,৫০০ টাকা এবং ১ টিবি স্টোরেজের দাম পড়বে প্রায় ১,৬৬,৫০০ টাকা।

আরও পড়ুন   Cheap Chop: সস্তার মোচার চপে কামড় দিয়েই মন ভরছে সকলের, দামও জাস্ট ৫টাকা!

২. স্পেসিফিকেশন—

তিনটি ফোনে যথাক্রমে ৬.২, ৬.৭ এবং ৬.৮ ইঞ্চি দারুন স্বচ্ছতা, রঙিন ডিসপ্লে থাকবে। যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ Hz।

তবে এটি Qualcomm Snapdragon 8 Gen 3 দ্বারা চালিত হবে নাকি Exynos 2400 দ্বারা, তা এখনও নিশ্চিত নয়। মনে করা হচ্ছে স্থানভেদে চিপসেট বদলাতে পারে। ভারতের বাজারে আসতে পারে Exynos 2400 চিপসেট।

এর ক্যামেরাও খুব ভাল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ৫০ মেগাপিক্সেল দু’টি ক্যামেরা থাকতে পারে। প্রিমিয়ামের ক্ষেত্রে মেন ক্যামেরা হতে পারে ২০০ মেগাপিক্সেলের।

আরও পড়ুন     Tasty Chicken Dish: কোন পাতায় পুড়িয়ে তৈরি হচ্ছে চিকেনের স্বাদ অসাধারণ? জানেন কী খাবার এটি?

এছাড়াও, প্রি-অর্ডারের ক্ষেত্রে Samsung বিশেষ সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে। যেমন কেউ ৫১২ জিবি ফোন প্রি-অর্ডার করলে পেতে পারে ১ টিবি।

Galaxy Bud FE বা Galaxy Watch-ও পাওয়া যেতে পারে আকর্ষণীয় দামে। তবে এসব কোনও কিছুই এখনও ঘোষণা করেনি Samsung। আপাতত ১৭ জানুয়ারির অপেক্ষা।

 

 

Phone Hacking Awareness: ফোনে এই কাজ করছেন? সব টাকা সাফ হবে, জানুন উপায়

মুম্বই: প্রযুক্তি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বছর পার করে এল মানব সভ্যতা। ২০২৩ সালে AI দেখাল নতুন পথ। তাই ২০২৪ সাল থেকে বিষয়টা আরও স্পর্শকাতর হয়ে উঠবে বলেই মনে করা যায়। আসলে প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, ততই বাড়ছে জালিয়াতদের রমরমা।

হ্যাকার, অনলাইন প্রতারকরা যে কোনও দেশের যেকোনও নাগরিকের মূল্যবান তথ্য চুরি করার জন্য বিভিন্ন প্রযুক্তিগত দুর্বলতাকে কাজে লাগায়। খুব সাধারণ কয়েকটি কৌশল কাজে লাগিয়ে প্রতারকরা হ্যাকিং করে থাকে। তার মধ্যে রয়েছে ফিশিং, ম্যালওয়্যার, পাবলিক Wi-Fi, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাক এবং মেয়াদ উত্তীর্ণ নিরাপত্তা কবচ।

আরও পড়ুন  Cheap Chop: সস্তার মোচার চপে কামড় দিয়েই মন ভরছে সকলের, দামও জাস্ট ৫টাকা!

এই বিষয়গুলি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে না পারলে বিপদের আশঙ্কা বাড়ে।

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার জালিয়াতদের দৌরাত্ম্যও বাড়ছে। অনেক সময়ই এরা লুকিয়ে থেকে কোনও দুর্বলতাকে কাজে লাগায়, মূল্যবান তথ্য চুরি করার জন্য শক্তিশালী ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে৷ ব্যক্তি বিশেষ থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সরকারি কার্যালয়, যেকোনও কিছুই হয়ে উঠতে পারে এদের লক্ষ্যবস্তু।

ফিশিং অ্যাটাক—সাইবার জালিয়াতির এক ধ্রুপদী কৌশল বলা চলে ফিশিং-কে। হ্যাকাররা বিশ্বস্ত কোনও সংস্থার পরিচয় ভাঙিয়ে যেকোনও মানুষকে প্রতারণা করতে পারে। যেকোনও সাধারণ মানুষের কাছে এমন কোনও ইমেল বা মেসেজ আসতে পারে, যাতে আপাতদৃষ্টিতে নিরীহ কোনও অ্যাটাচমেন্ট থাকতে পারে, যা মারাত্মক হতে পারে। অথবা, কোনও বিনামূল্যের অ্যাপ ডাউনলোড করলেও ঘনিয়ে আসতে পারে বিপদ। আসলে এগুলির ভিতরেই থাকতে পারে ম্যালওয়্যার। ক্ষতিকারক এই সফটওয়্যার ব্যবহারকারীর ডিভাইসকে সংক্রামিত করে ব্যক্তিগত সমস্ত তথ্য, ফোটো, ব্যক্তিগত চ্যাট চুরি করে নিতে পারে৷ চুপচাপ বসে থেকে গুপ্তচরবৃত্তি করতে পারে।

পাবলিক Wi-Fi—বিনামূল্যে ইন্টারনেট পাওয়ার তাগিদে অনেকেই পাবলিক Wi-Fi ব্যবহার করেন। এটা বিপজ্জনক। হ্যাকাররা সহজেই ব্যবহারকারীদের ডেটা, পাসওয়ার্ড এবং আর্থিক তথ্য চুরি করতে পারে।

সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাকস—সমস্ত হ্যাকিং-ই প্রযুক্তি নির্ভর নয়। কোনও হ্যাকার ফোন করে বা অন্য উপায়ে কারও ব্যক্তিগত বিবরণ জানার জন্য চাপ দিতে পারে বা ক্ষতিকারক লিঙ্কে ক্লিক করতে বাধ্য করতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই এরা গ্রাহক পরিষেবা প্রতিনিধি হিসাবে পরিচয় দেয়।

অসুরক্ষিত ডিভাইস—পুরানো সুরক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে হ্যাকাররা সব থেকে বেশি জালিয়াতি করে। দুর্বল ডিজিটাল নিরাপত্তা পরিকাঠামো ভারতের মতো দেশে বিশেষ বিপদ। এই ফাঁকেই AIIMS-এ র‍্যানসমওয়্যার আক্রমণ হয়েছিল। পুরনো সফ্টওয়্যার ব্যবহার করলে অপারেটিং সিস্টেমগুলির ঝুঁকি বেশি থাকে। ফলে হ্যাকাররা সহজে আক্রমণ করতে পারে।

আরও পড়ুন    Tasty Chicken Dish: কোন পাতায় পুড়িয়ে তৈরি হচ্ছে চিকেনের স্বাদ অসাধারণ? জানেন কী খাবার এটি?

বাঁচার উপায়—

-কী ডাউনলোড করা হচ্ছে তা খতিয়ে দেখে নিতে হবে সচেতন ভাবে।

-বিশ্বস্ত নেটওয়ার্ক ব্যবহার করতে হবে।

-পাবলিক Wi-Fi ব্যবহার করলে অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি VPN ব্যবহার করা যেতে পারে।

-অচেনা নম্বর থেকে ফোন এলে পরিচয় যাচাই করতে হবে। বৈধ বলে মনে হলেও সন্দেহ রাখতে হবে মনে।

-সুরক্ষিত থাকতে নিয়মিত সফ্টওয়্যার এবং ডিভাইস আপডেট দরকার।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Smartphone Usage: ফোনের ব্যাটারি থাকবে অক্ষত, দীর্ঘসময় থাকবে নতুনের মতো, শুধু এই ৫ কাজ করুন

বর্তমানে স্মার্টফোনের দৌলতে ইন্টারনেটের ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষ করে যতই দিন এগোচ্ছে ততই স্মার্টফোন কোম্পানিগুলি আরও বেশি সুবিধে ও আপডেটের সঙ্গে বিভিন্ন ফোন বাজারে আনছে। তবে বেশিরভাগ সময়ই দেখা যায় এই ফোনে ব্যবহৃত ব্যাটারির আয়ু খুব বেশি হয় না। সেক্ষেত্রে নতুন নতুন আপডেট তো রয়েছেই, এর পাশাপাশি আমাদের ফোন ব্যবহারের পদ্ধতিতেও কিছু ভুল রয়েছে। আজ আমরা জানব কী কী নিয়ম অনুসরণ করে দীর্ঘদিন ফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখা যায়। এর জন্য সাধারণ কিছু অভ্যেস এবং সচেতনতাই যথেষ্ট।
বর্তমানে স্মার্টফোনের দৌলতে ইন্টারনেটের ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষ করে যতই দিন এগোচ্ছে ততই স্মার্টফোন কোম্পানিগুলি আরও বেশি সুবিধে ও আপডেটের সঙ্গে বিভিন্ন ফোন বাজারে আনছে। তবে বেশিরভাগ সময়ই দেখা যায় এই ফোনে ব্যবহৃত ব্যাটারির আয়ু খুব বেশি হয় না। সেক্ষেত্রে নতুন নতুন আপডেট তো রয়েছেই, এর পাশাপাশি আমাদের ফোন ব্যবহারের পদ্ধতিতেও কিছু ভুল রয়েছে। আজ আমরা জানব কী কী নিয়ম অনুসরণ করে দীর্ঘদিন ফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখা যায়। এর জন্য সাধারণ কিছু অভ্যেস এবং সচেতনতাই যথেষ্ট।
সঠিক ব্রাইটনেস- ফোনের ব্যাটারিকে দীর্ঘসময় সুরক্ষিত রাখতে ফোনের ব্রাইটনেস নিয়ন্ত্রণ খুবই প্রয়োজনীয়। বিশেষজ্ঞরা বলেন ফোনের ব্রাইটনেস সর্বদা ৬৫% থেকে ৭০%-এর মধ্যে থাকা উচিত। তবে ব্রাইটনেস সর্বদা ব্যবহারকারীর দৃষ্টিশক্তি এবং সুবিধের ওপর ভিত্তি করে হওয়া উচিত।
সঠিক ব্রাইটনেস- ফোনের ব্যাটারিকে দীর্ঘসময় সুরক্ষিত রাখতে ফোনের ব্রাইটনেস নিয়ন্ত্রণ খুবই প্রয়োজনীয়। বিশেষজ্ঞরা বলেন ফোনের ব্রাইটনেস সর্বদা ৬৫% থেকে ৭০%-এর মধ্যে থাকা উচিত। তবে ব্রাইটনেস সর্বদা ব্যবহারকারীর দৃষ্টিশক্তি এবং সুবিধের ওপর ভিত্তি করে হওয়া উচিত।
টেম্পারেচার নিয়ন্ত্রণ- ফোনের ব্যাটারির টেম্পারেচার সর্বদা নিয়ন্ত্রণ করা উচিত। মূলত ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ব্যাটারির জন্য আদর্শ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
টেম্পারেচার নিয়ন্ত্রণ- ফোনের ব্যাটারির টেম্পারেচার সর্বদা নিয়ন্ত্রণ করা উচিত। মূলত ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ব্যাটারির জন্য আদর্শ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ব্যাটারি চার্জ- ফোনের ব্যাটারি সর্বদা ৫০%-এর ওপরে চার্জ করা থাকা উচিত। কখনই ফোনের চার্জ যেন ১০০% না থাকে বা ৫০%-এর নিচে না থাকে।
ব্যাটারি চার্জ– ফোনের ব্যাটারি সর্বদা ৫০%-এর ওপরে চার্জ করা থাকা উচিত। কখনই ফোনের চার্জ যেন ১০০% না থাকে বা ৫০%-এর নিচে না থাকে।
স্ক্রিন ব্রাইটনেস এবং ওয়াই-ফাই ব্যবহার- স্ক্রিন ব্রাইটনেস নিয়ন্ত্রণ এবং সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে ওয়াই-ফাই ব্যবহার আমাদের ব্যাটারির ব্যবহারযোগ্যতা অনেকখানি বাড়িয়ে দেয়। আসলে ওয়াই-ফাইয়ের বদলে সেলুলার ডেটা ব্যবহার করলে তা অনেকবেশি পাওয়ার ব্যবহার করে। তাই সর্বদা ওয়াই-ফাই ব্যবহার করা উচিত।
স্ক্রিন ব্রাইটনেস এবং ওয়াই-ফাই ব্যবহার- স্ক্রিন ব্রাইটনেস নিয়ন্ত্রণ এবং সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে ওয়াই-ফাই ব্যবহার আমাদের ব্যাটারির ব্যবহারযোগ্যতা অনেকখানি বাড়িয়ে দেয়। আসলে ওয়াই-ফাইয়ের বদলে সেলুলার ডেটা ব্যবহার করলে তা অনেকবেশি পাওয়ার ব্যবহার করে। তাই সর্বদা ওয়াই-ফাই ব্যবহার করা উচিত।
ফোনের চার্জিং সামগ্রী- সাধারণত বিশেষজ্ঞরা সেই ধরনের চার্জিং সামগ্রীই ব্যবহার করতে বলেন যা ফোনের সঙ্গে সাপ্লাই করা হয়েছে। একই ফোনে বিভিন্ন সময় বিভিন্ন চার্জার ব্যবহার করলে তা মারাত্মক ভাবে ফোনের ব্যাটারির ক্ষতি করে দিতে পারে। তাই সর্বদা আসল চার্জার বা যা ফোনের সঙ্গে দেওয়া হয়েছে সেটি দিয়ে ফোনে চার্জ দেওয়া উচিত।
ফোনের চার্জিং সামগ্রী– সাধারণত বিশেষজ্ঞরা সেই ধরনের চার্জিং সামগ্রীই ব্যবহার করতে বলেন যা ফোনের সঙ্গে সাপ্লাই করা হয়েছে। একই ফোনে বিভিন্ন সময় বিভিন্ন চার্জার ব্যবহার করলে তা মারাত্মক ভাবে ফোনের ব্যাটারির ক্ষতি করে দিতে পারে। তাই সর্বদা আসল চার্জার বা যা ফোনের সঙ্গে দেওয়া হয়েছে সেটি দিয়ে ফোনে চার্জ দেওয়া উচিত।