Tag Archives: Gadgets

Mobile Camera Gadgets: মোবাইলেই উঠবে DSLR-এর মত অসাধারণ ছবি! যদি কিনতে পারেন এই Gadgets

এবার মোবাইলেই উঠবে ডিএসএলআর এর মত অসাধারণ ছবি! যদি কিনতে পারেন এই গেজেটস!ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
এবার মোবাইলেই উঠবে ডিএসএলআর এর মত অসাধারণ ছবি! যদি কিনতে পারেন এই গেজেটস!ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
ডিএসএলআরে ছবি তুলে সেই ছবি আমরা সোশ্যাল মাধ্যমে পোস্ট করতে অনেকেই ভালোবাসি। তবে জানেন কি মোবাইলেও তোলা যায় ডিএসএলআর এর মত ছবি
ডিএসএলআরে ছবি তুলে সেই ছবি আমরা সোশ্যাল মাধ্যমে পোস্ট করতে অনেকেই ভালোবাসি। তবে জানেন কি মোবাইলেও তোলা যায় ডিএসএলআর এর মত ছবি
নিজের ছবিকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডটিকে ঘোলাটে অথবা ব্লার করে ছবি তুলতে পছন্দ করে অনেকেই। তবে অনেক সময় ক্যামেরা না থাকায় সেই ছবি তোলা হয় না আমাদের।
নিজের ছবিকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডটিকে ঘোলাটে অথবা ব্লার করে ছবি তুলতে পছন্দ করে অনেকেই। তবে অনেক সময় ক্যামেরা না থাকায় সেই ছবি তোলা হয় না আমাদের।
তবে আধুনিক প্রযুক্তির যুগে কোনও কিছুই অসম্ভব নয়। তা আরও একবার প্রমাণিত। মোবাইলে তুলতে পারবেন ডিএসএলআর এর মত ছবি
তবে আধুনিক প্রযুক্তির যুগে কোনও কিছুই অসম্ভব নয়। তা আরও একবার প্রমাণিত। মোবাইলে তুলতে পারবেন ডিএসএলআর এর মত ছবি
ডিএসএলআর ক্যামেরাতে যেভাবে লেন্স লাগানো যাচ্ছে ঠিক একইভাবে মোবাইলের ক্যামেরার মধ্যেও লাগানো যাচ্ছে এই বিশেষ ধরনের লেন্স।
ডিএসএলআর ক্যামেরাতে যেভাবে লেন্স লাগানো যাচ্ছে ঠিক একইভাবে মোবাইলের ক্যামেরার মধ্যেও লাগানো যাচ্ছে এই বিশেষ ধরনের লেন্স।
ক্লিপ এর সাহায্যে মোবাইল ফোনের সঙ্গে সঠিকভাবে লেন্সটি আটকে তোলা যেতে পারে ডিএসএলআর এর মত নিখুঁত ছবি
ক্লিপ এর সাহায্যে মোবাইল ফোনের সঙ্গে সঠিকভাবে লেন্সটি আটকে তোলা যেতে পারে ডিএসএলআর এর মত নিখুঁত ছবি

Warmth in Winter: উষ্ণতায় ভরিয়ে তুলুন জীবন, উপভোগ করুন কড়া শীত! সঙ্গী হোক এই কটা জিনিস

২০২৪ সালের শুরু থেকেই দাপটে ব্যাটিং করছে শীত। জানুয়ারির মাঝামাঝি এসে বেড়েছে প্রাবল্য। এই শীতলতাকে খানিকটা জব্দ করতে বেছে নেওয়া যেতে পারে কিছু কুল গ্যাজেট, যা আদতে দেবে উষ্ণতা। দেখে নেওয়া যাক—
২০২৪ সালের শুরু থেকেই দাপটে ব্যাটিং করছে শীত। জানুয়ারির মাঝামাঝি এসে বেড়েছে প্রাবল্য। এই শীতলতাকে খানিকটা জব্দ করতে বেছে নেওয়া যেতে পারে কিছু কুল গ্যাজেট, যা আদতে দেবে উষ্ণতা। দেখে নেওয়া যাক—
১. হিটেড ভেস্ট—শীতকালে সোয়েটার, জ্যাকেট প্রায় সকলেই পরেন। কিন্তু যেখানে শীতকে বাগ মানানো কঠিন তাহলে কাছে রাখতে পারেন একটি হিটেড ভেস্ট। এই জ্যাকেটের ভিতরে থাকে কয়েল যাতে জ্যাকেটটি নিজেই উত্তপ্ত হয়ে উঠে শরীরকে উষ্ণতা দিতে পারে। এর গায়ে থাকা বোতামে উত্তাপ পরিমাপ করা যায়। Amazon-এ এমন নানা রেঞ্জের ভেস্ট পাওয়া যায় মহিলা ও পুরুষের জন্য। Socialme-র হিটেড ভেস্ট পাওয়া যাচ্ছে ২,৭২৪ টাকায়।
১. হিটেড ভেস্ট—শীতকালে সোয়েটার, জ্যাকেট প্রায় সকলেই পরেন। কিন্তু যেখানে শীতকে বাগ মানানো কঠিন তাহলে কাছে রাখতে পারেন একটি হিটেড ভেস্ট। এই জ্যাকেটের ভিতরে থাকে কয়েল যাতে জ্যাকেটটি নিজেই উত্তপ্ত হয়ে উঠে শরীরকে উষ্ণতা দিতে পারে। এর গায়ে থাকা বোতামে উত্তাপ পরিমাপ করা যায়। Amazon-এ এমন নানা রেঞ্জের ভেস্ট পাওয়া যায় মহিলা ও পুরুষের জন্য। Socialme-র হিটেড ভেস্ট পাওয়া যাচ্ছে ২,৭২৪ টাকায়।
২. ইলেকট্রিক ওয়াটার বটল—যেকোনও সময় একটু উষ্ণতার জন্য প্রয়োজন হতেই পারে সামান্য গরম জলের। একটু চা বা কফি পান করার জন্যও গরম জল লাগতে পারে। Amazon-এ নানা রেঞ্জের ইলেকট্রিক কেটল পাওয়া যায় যার আকৃতি একেবারে বোতলের মতো। যেকোনও ভাবেই বহন করা সহজ। XECH Electric Kettle-এর দাম ১৬৯৯ টাকা।
২. ইলেকট্রিক ওয়াটার বটল—যেকোনও সময় একটু উষ্ণতার জন্য প্রয়োজন হতেই পারে সামান্য গরম জলের। একটু চা বা কফি পান করার জন্যও গরম জল লাগতে পারে। Amazon-এ নানা রেঞ্জের ইলেকট্রিক কেটল পাওয়া যায় যার আকৃতি একেবারে বোতলের মতো। যেকোনও ভাবেই বহন করা সহজ। XECH Electric Kettle-এর দাম ১৬৯৯ টাকা।
৩. পোর্টেবল রুম হিটার—শোবার ঘরে উষ্ণতা বজায় রাখতে কেনা যেতে পারে একটি পোর্টেবল রুম হিটার। Eopora PTC Ceramic Room Heater পাওয়া যাচ্ছে Amazon-এ মাত্র ১,৩৯৯ টাকায়। এতে রয়েছে ফাস্ট হিটিং ফিচার, সঙ্গে ওভার হিটিং প্রোটেকশনও।
৩. পোর্টেবল রুম হিটার—শোবার ঘরে উষ্ণতা বজায় রাখতে কেনা যেতে পারে একটি পোর্টেবল রুম হিটার। Eopora PTC Ceramic Room Heater পাওয়া যাচ্ছে Amazon-এ মাত্র ১,৩৯৯ টাকায়। এতে রয়েছে ফাস্ট হিটিং ফিচার, সঙ্গে ওভার হিটিং প্রোটেকশনও।
৪. পোর্টেবল ডিজিটাল ক্লক—এমন অনেক ডিজিটাল অ্যালার্ম ক্লক পাওয়া যায় যা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। এরকম ডিজিটাল ক্লক ঘরে থাকলে দেখে নেওয়া যাবে কেমন যাবে আবহাওয়া। HUYAN Digital Alarm Clock টেবিলে রাখা যায়। সঙ্গে রয়েছে AA ব্যাটারি। ছাড় দিয়ে Amazon-এ এই ঘড়ির দাম ৫,২৬৯ টাকা।
৪. পোর্টেবল ডিজিটাল ক্লক—এমন অনেক ডিজিটাল অ্যালার্ম ক্লক পাওয়া যায় যা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। এরকম ডিজিটাল ক্লক ঘরে থাকলে দেখে নেওয়া যাবে কেমন যাবে আবহাওয়া। HUYAN Digital Alarm Clock টেবিলে রাখা যায়। সঙ্গে রয়েছে AA ব্যাটারি। ছাড় দিয়ে Amazon-এ এই ঘড়ির দাম ৫,২৬৯ টাকা।
৫. লিন্ট রিমুভার—উলের পোশাক দীর্ঘদিন ব্যবহার করলে তার ঔজ্জ্বল্য হারায়। গায়ে দেখা দেয় লিন্ট, অর্থাৎ রোঁয়া উঠে যায় উলের পোশাকের। সেই রোঁয়া তুলে ফেললেই আবার ঝকঝকে লাগতে পারে। এমন একটি গ্যাজেট রয়েছে যা কাজটি খুব সহজে করতে পারে। AGARO LR2007 Lint Remover এমনই একটি যন্ত্র। খুব সহজে উলের পোশাক, কম্বল, পর্দা, কার্পেটের লিন্ট দূর করে। দাম হাজার দেড়েক হলেও বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে মাত্র ৭৬৭ টাকায়।
৫. লিন্ট রিমুভার—উলের পোশাক দীর্ঘদিন ব্যবহার করলে তার ঔজ্জ্বল্য হারায়। গায়ে দেখা দেয় লিন্ট, অর্থাৎ রোঁয়া উঠে যায় উলের পোশাকের। সেই রোঁয়া তুলে ফেললেই আবার ঝকঝকে লাগতে পারে। এমন একটি গ্যাজেট রয়েছে যা কাজটি খুব সহজে করতে পারে। AGARO LR2007 Lint Remover এমনই একটি যন্ত্র। খুব সহজে উলের পোশাক, কম্বল, পর্দা, কার্পেটের লিন্ট দূর করে। দাম হাজার দেড়েক হলেও বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে মাত্র ৭৬৭ টাকায়।

Amazon Great Republic Day Sale 2024: বিগ ধামাকা সেল! স্মার্টফোনে বিরাট ছাড়, এখনই দেখে নিন আকর্ষণীয় সেরা অফারগুলি

Amazon Great Republic Day Sale 2024 শুরু হয়েছে। ইতিমধ্যেই তা Prime সদস্যদের জন্য শুরু হয়ে গিয়েছে। ১৩ জানুয়ারি দুপুর ১২টার পর সকলেই এই ছাড়ের আওতায় এসেছেন। নতুন বছরের শুরুতে Amazon-এর এই বড় সেল-এ, গ্রাহকরা পাবেন স্মার্টফোন, ল্যাপটপ, অ্যামাজন ডিভাইস এবং টিভি মডেলের মতো অনেক পণ্যের উপর বড় ছাড়। SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।

জেনে নেওয়া যাক কিছু স্মার্টফোনের উপর প্রাপ্ত ছাড়ের বিষয়ে—

Apple iPhone 13 128GB

Amazon-এর Great Republic Day Sale-এ এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৫০,৯৯৯ টাকায়। আসলে এর দাম ৫৯,৯০০ টাকা। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে এই ফোনের দাম দাঁড়াবে ৪১,২৫০ টাকা। SBI ক্রেডিট কার্ড থাকলে মিলতে আরও ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

Samsung Galaxy A34

যদি কেউ ৩০,০০০ টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে ১,৫০০ টাকার ছাড়-সহ এই ফোনটি কিনতে পারেন ২৭,৪৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারের এই ফোনের দাম দাঁড়াবে ২৫,৩৫০ টাকা। এই ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ জিবি পর্যন্ত RAM রয়েছে।

আরও পড়ুন-       ছোটবেলায় গান ছিল অপছন্দ, তিনিই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ‘উস্তাদ’! ফিরে দেখা ‘রাশিদ খান’-এর বর্ণময় জীবন

Samsung Galaxy S23 FE 5G

Amazon-এর সেলে Galaxy S23 FE 5G-তে পাওয়া যাচ্ছে ২০০০ টাকার কুপন ডিসকাউন্ট। এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে ৪১,২৫০ টাকা পর্যন্ত ছাড়। নির্বাচিত ক্রেডিট কার্ড পেমেন্ট করলে ৯,২৫০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। গ্রাহকদের জন্য নো-কস্ট ইএমআই-এর ব্যবস্থাও রয়েছে।

আরও পড়ুন-      শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা থেকে বলিউড! ছক ভাঙতেন উস্তাদ রাশিদ খান, সুরে সুরেই অমলিন থাকবে তাঁর ম্যাজিক

Honor 90

Amazon Great Republic Day Sale-এ গ্রাহকরা ৪৭,৯৯৯ টাকা মূল্যের এই ফোনটিতে পাবেন ৬,০০০ টাকার কুপন ডিসকাউন্ট। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে মিলতে পারে ২৭,১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এই ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং কার্ভড AMOLED ডিসপ্লে।

POCO C51

যাঁরা একেবারে এন্ট্রি লেভেলের ফোন চাইছেন, তাঁরা এই স্মার্টফোনটির কথা ভাবতে পারেন। ৯,৯৯৯ টাকা মূল্যের এই ফোনটি Amazon-এর সেলে পাওয়া যাবে মাত্র ৫,৭৯৯ টাকায়। এছাড়াও, এতে মিলবে ১০০ টাকার কুপন ডিসকাউন্ট। ৫,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ৮ মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা সেট-আপ রয়েছে এই ফোনটিতে।

Smartphone: মোবাইলেই সর্বনাশ! সমীক্ষা বলছে আপনার ভুলেই বিজ্ঞাপনদাতারা সব শুনছে গোপনে

Smartphone: যদি কেউ ভাবেন তাঁর মনের ভুল, তবে তিনিই ভুল করবেন। আসলে হাতে ধরে থাকা মোবাইলটি সত্যিই আড়ি পাতছে ব্যবহারকারীর সমস্ত কথায়। সেই সব কথা, গোপন তথ্য সবই শেষ পর্যন্ত চলে যাচ্ছে বিজ্ঞাপনদাতা সংস্থার হাতে। তারপর সেই তথ্য ভাঙিয়েই মনের মতো সামগ্রীর বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন ওই ব্যবহারকারী।

সম্প্রতি কক্স মিডিয়া গ্রুপ (CMG) নামক একটি সংস্থা স্পষ্টই স্বীকার করেছে এই তথ্য হাতানোর বিষয়টি। তারা দাবি করেছে, তাদের এমন ক্ষমতা রয়েছে যাতে ফোন সামনে রেখে যেসমস্ত কথা বলছেন ব্যবহারকারী, তাও শোনা যায়। আর এটা সম্ভব হচ্ছে স্মার্টফোনের বিল্ট-ইন মাইক্রোফোনের সাহায্যে। শুধু স্মার্টফোনই নয়। বরং স্মার্ট টিভি, অন্য নানা ধরনের গ্যাজেট যা গৃহস্থালীর কাজে লাগে, সবই কাজে লাগায় এই ধরনের সংস্থা।

ওই সংস্থার দাবি, এই ধরনের সক্রিয় শ্রবণ বা Active Listening-এর সাহায্যে তারা খুব সহজেই গ্রাহকের ঠিক কী চাই তা জানতে পারেন। আসলে তারা এমন সময় আড়ি পাতেন যখন ব্যবহারকারী খুব সহজে সাধারণ কথাবার্তা বলছেন।

CMG-এর ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম ‘How Voice Data works and how you can use it in your business’। তারা জানিয়েছে, একজন টার্গেট ক্লায়েন্টের প্রতিদিনের কথোপকথন থেকে যদি তার চাহিদার কথা উঠে আসে তার থেকে ভাল আর কী হতে পারে একজন ব্যবসায়ীর জন্য। এটা কোন যাদুবিদ্যা নয়, বরং ভয়েস ডেটা। CMG জোর গলায় দাবি করেছে, তাদের কাছে এই অস্ত্র রয়েছে যেকোনও ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

আরও পড়ুন:  প্রস্রাবের রং হলুদ? জল খেয়েও লাভ হচ্ছে না? এই জটিল রোগে ভুগছেন না তো? জানুন

CMG-র ওয়েবসাইট অনুসারে, AI ব্যবহার করে গ্রাহকের মন পড়ে ফেলতে পারলেই সেই অনুযায়ী স্ট্রিমিং টেলিভিশন, YouTube, Google এবং Bing-এর মাধ্যমে তার বিজ্ঞাপন দেখানো যায়। এই বিষয়টা কোনও ভাবেই অপরাধের মধ্যে পড়ে বলে মনে করে না CMG। তাদের দাবি, ফোন এবং ডিভাইসগুলি থেকে গ্রাহকের কথা শোনা সম্পূর্ণ আইনি৷ কারণ, সফ্টওয়্যার আপডেট বা অ্যাপ ডাউনলোডের শর্তাবলী গ্রহণ করার সময় ভোক্তারাই সাধারণত সম্মতি দিয়ে থাকেন মাইক্রোফোন ব্যবহার করার।

আরও পড়ুন:  কোটি কোটি টাকা উড়ল মদে! বছর শুরুতেই রেকর্ড গড়ল মেদিনীপুর! জানুন

এমনটা ভাবার কোনও কারণ নেই যে এই ঘটনা শুধু ও CMG একাই করছে। অবশ্য নানা সংস্থা এই কাজ করে চলেছে। তবে তারা কারা, সেটা এখনও স্পষ্ট হয়নি।

এথেকে বাঁচার জন্য কিছু আধুনিক সফটওয়্যার এসেছে। যেমন iPhone-এ। যদি কোনও অ্যাপ ওই ডিভাইসের মাইক্রোফোন ব্যবহার করে তাহলে ফ্রন্ট ক্যামেরার পাশে একটি ছোট সবুজ আলো ঝিলিক দেয়।

কিন্তু তারপরেও CMG-র মতো সংস্থাগুলি নিয়মিত ব্যবহারকারীর ফোনে আড়ি পাতছে। আসলে মানুষের অজ্ঞানতার সুযোগটাই নিচ্ছে সংস্থাগুলি।