Tag Archives: smartphone

Smartphone: অ্যান্ড্রয়েড ১৪ এবং তারও পুরনো ব্যবহারকারীরা সাবধান; সেই সকল স্মার্টফোন হ্যাক হওয়ার ঝুঁকিতে রয়েছে

কলকাতাঃ ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) অ্যান্ড্রয়েড ১৪ এবং তার বেশি বয়সীর Android সংস্করণে একাধিক দুর্বলতা সম্পর্কে একটি সমালোচনামূলক সতর্কতা জারি করেছে। ভালনারেবিলিটি নোট-এ (CIVN-2024-0008) প্রকাশিত সাম্প্রতিক পরামর্শে সরকারি সংস্থা Android অপারেটিং সিস্টেমের একাধিক দুর্বলতা তুলে ধরেছে। যা কাজে লাগানো হলে আক্রমণকারীরা গ্রাহকদের একাধিক সংবেদনশীল তথ্য চুরি করতে এবং ডিভাইসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পারে।

একটি উচ্চ-ঝুঁকির দুর্বলতা হিসাবে ট্যাগ করা CERT-In-এর সতর্কীকরণ নোটে Android ইকোসিস্টেমের বিভিন্ন মূল উপাদানের ত্রুটিগুলি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ফ্রেমওয়ার্ক, সিস্টেম, Google Play সিস্টেম আপডেট এবং বিভিন্ন নির্মাতার হার্ডওয়্যার উপাদানগুলি রয়েছে। ফ্রেমওয়ার্ক, সিস্টেম, গুগল প্লে সিস্টেম আপডেট, আর্ম কম্পোনেন্টস, ইমাজিনেশন টেকনোলজিস, মিডিয়াটেক কম্পোনেন্টস, ইউনিসক কম্পোনেন্টস, কোয়ালকম কম্পোনেন্টস এবং কোয়ালকম ক্লোজড-সোর্স কম্পোনেন্টের ত্রুটির কারণে অ্যান্ড্রয়েডে এই দুর্বলতা বিদ্যমান।

আরও পড়ুনঃ আজ লঞ্চ হচ্ছে OnePlus 12; 4th Gen Hasselblad ক্যামেরা, চার বছরের সফ্টওয়্যার আপডেট, আরও কী রয়েছে ফোনে?

ঝুঁকি –

CERT-In-এর মতে, এই দুর্বলতাগুলি একটি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে। কারণ এটি আক্রমণকারীদের বিস্তৃত ক্ষমতা দিতে পারে, যার মধ্যে রয়েছে –

সংবেদনশীল তথ্য চুরি করা – আক্রমণকারীরা ইউজারদের ডিভাইসে সংরক্ষিত পাসওয়ার্ড, পরিচিতি, ই-মেল, ফটো, আর্থিক ডেটা এবং অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি করতে পারে।

সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন – তারা ইউজারদের ডিভাইস সম্পূর্ণভাবে দখল করতে পারে, দূষিত অ্যাপ ইনস্টল করতে পারে, ইউজারদের ক্রিয়াকলাপ নিরীক্ষণ করতে পারে এবং এমনকি অন্যদের উপর আক্রমণ শুরু করতে সেই ডিভাইস ব্যবহার করতে পারে।

ইউজারদের ডিভাইসে ব্যাঘাত ঘটানো – দুর্বলতাগুলি ইউজারদের অ্যাপ ক্র্যাশ করতে, ব্যাটারি নিষ্কাশন করতে বা এমনকি স্থায়ীভাবে ডিভাইসের ক্ষতি করতেও ব্যবহার করা যেতে পারে।

প্রভাবিত সফ্টওয়্যার –

Android সংস্করণ ১১, ১২, ১২এল, ১৩ বা ১৪ চালিত যে কোনও ডিভাইস সম্ভাব্য ঝুঁকিপূর্ণ। এর মধ্যে রয়েছে Samsung, Google Pixel, OnePlus, Xiaomi, OPPO এবং আরও কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন।

সমাধান –

হ্যাকারদের হাত থেকে নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিকে রক্ষা করতে, CERT-IN পরামর্শ দেয় যে এই দুর্বলতাগুলি থেকে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হল যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ডিভাইস আপডেট করা। উল্লেখযোগ্যভাবে, ডিভাইস নির্মাতারা এই দুর্বলতাগুলি মোকাবিলায় সুরক্ষা প্যাচগুলি প্রকাশ করছে। কিন্তু, এর সময় প্রস্তুতকারক এবং মডেলের উপর নির্ভর করে পরিবর্তিত হবে।

একই ধরনের হুমকি থেকে নিরাপদ থাকার উপায় –

নিয়মিত আপডেটগুলি পরীক্ষা করা – এর জন্য নিজেদের ডিভাইসের সেটিংসে যেতে হবে এবং সফ্টওয়্যার আপডেটগুলি পরীক্ষা করতে হবে। যদি একটি আপডেট উপলব্ধ থাকে, অবিলম্বে তা ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে।

স্বয়ংক্রিয় আপডেটগুলি সক্ষম করতে হবে – যদি নিজেদের ডিভাইসটি বিকল্পটি অফার করে তবে স্বয়ংক্রিয় আপডেটগুলি চালু করতে হবে। এটি নিশ্চিত করবে যে সেই ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং নিরাপত্তা প্যাচগুলি উপলব্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ইনস্টল হবে।

অ্যাপ ইনস্টল করার ব্যাপারে সতর্ক থাকতে হবে – শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকে অ্যাপ ইনস্টল করতে হবে, যেমন – গুগল প্লে স্টোর। তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে চলতে হবে।

নিজেদের ডিভাইস সুরক্ষিত রাখতে হবে – নিজেদের ডিভাইস লক করতে একটি শক্তিশালী পাসওয়ার্ড বা পিন ব্যবহার করতে হবে এবং যখনই সম্ভব টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করতে হবে।

ফোন দেখার অভিজ্ঞতা বদলে দেবে Samsung Galaxy S24 Ultra-র গরিলা আর্মার গ্লাস! কী কাজ করবে এই নতুন কর্নিং গ্লাস?

Samsung Galaxy S24 সিরিজের ফোন এই সপ্তাহে লঞ্চ করা হয়েছে। সকলের পাখির চোখ এখন নতুন Galaxy S24 Ultra-এর উপরে। কারণ এটি কোম্পানির ফ্ল্যাগশিপ মডেলের ফোন। নতুন ডিভাইসটিতে নতুন Snapdragon 8 Gen 3 চিপসেট রয়েছে। তবে গ্রাহকদের কাছে এই নতুন ফোন টাইটানিয়াম ফ্রেমে আত্মপ্রকাশ করেছে এবং কোম্পানিটি একটি ফ্ল্যাট ডিসপ্লেতে ফিরে যাচ্ছে।

এই পরিবর্তনগুলি ছাড়াও, গ্রাহকরা এই নতুন ফোনে একটি সম্পূর্ণ নতুন কর্নিং গরিলা আর্মার গ্লাসও পাবেন, যা ব্যবহারকারীদের জন্য স্ক্রিন দেখার আবেদন বাড়ায়। এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy S24 সিরিজের ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ খুঁটিনাটি।

আরও পড়ুন: OnePlus 12 দেশে ২৩ জানুয়ারি লঞ্চ হবে OnePlus 12! এক নজরে দেখে নিন এর দাম এবং ফিচার

মনে করা হচ্ছে স্যামসাং এমন এক কর্নিং নতুন উপাদান নিয়ে কাজ করেছে, যা কেবল স্থায়িত্বই দেয় না, সূর্যালোকে পাঠযোগ্যতাও বাড়ায়। Samsung একটি পোস্টে উল্লেখ করেছে যে, “গরিলা আর্মার স্থায়িত্ব এবং চাক্ষুষ স্বচ্ছতার একটি অতুলনীয় সমন্বয় অফার করে, সূর্যের আলোতে একটি সমৃদ্ধ ডিসপ্লে প্রদান করে এবং প্রতিদিনের ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতির বিরুদ্ধে আরও বেশি সুরক্ষা প্রদান করে।” অর্থাৎ Samsung Galaxy S24 সিরিজের ফোনে যে সম্পূর্ণ নতুন কর্নিং গরিলা আর্মার গ্লাস ব্যবহার করা হয়েছে তা খুবই জনপ্রিয় হতে চলেছে। কারণ সকলেরই চোখ এখন এই গ্লাসের দিকে।

এই গ্লাসটির বিশেষত্ব কী এবং এটি কীভাবে আরও ভাল স্থায়িত্ব দেয় –

Samsung-এর তরফে এই বিষয়ে জানানো হয়েছে যে, একটি সাধারণ কাচের পৃষ্ঠের তুলনায়, আর্মার গ্লাস ৭৫ শতাংশ পর্যন্ত প্রতিফলন হ্রাস করে। যা প্রদর্শনের পাঠযোগ্যতা বাড়ায় এবং প্রায় যে কোনও পরিবেশে পর্দার প্রতিফলন কমিয়ে দেয়। পোস্টে উল্লেখ করা Samsung-এর এই দাবিগুলি সত্য কি না এবং স্ক্রিনটি আসলেই কম ক্ষতির সঙ্গে প্রতিদিনের ব্যবহার সহ্য করতে পারে কি না তা দেখতে ফোনটি পরীক্ষা করা প্রয়োজন। যা সম্ভব ফোনটি লঞ্চ হওয়ার পরে। সুতরাং এখন আমাদের প্রায় সকলেরই এই ফোনের লঞ্চের জন্য অপেক্ষা করা উচিত।

কোম্পানি Galaxy S24 সিরিজের ফোনে একটি ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করেছে। আর্মার গ্লাসটি এই বছরের শেষের দিকে অন্যান্য ফোনের ব্র্যান্ডেও প্রবেশ করতে পারে, যা দেখতে বেশ আকর্ষণীয় হবে।

OnePlus 12 দেশে ২৩ জানুয়ারি লঞ্চ হবে OnePlus 12! এক নজরে দেখে নিন এর দাম এবং ফিচার

OnePlus 12-এর গ্লোবাল লঞ্চ মাত্র কয়েক দিন দূরে। এর মধ্যেই এই কোম্পানি মঙ্গলবার ভারতে তাদের বড় ইভেন্টের চূড়ান্ত দিন নির্ধারণ করে ফেলেছে। OnePlus 12 এই ব্র্যান্ডের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন হবে, যা কাকতালীয়ভাবে ১০ বছর আগে নিজের যাত্রা শুরু করেছিল।
OnePlus 12-এর গ্লোবাল লঞ্চ মাত্র কয়েক দিন দূরে। এর মধ্যেই এই কোম্পানি মঙ্গলবার ভারতে তাদের বড় ইভেন্টের চূড়ান্ত দিন নির্ধারণ করে ফেলেছে। OnePlus 12 এই ব্র্যান্ডের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন হবে, যা কাকতালীয়ভাবে ১০ বছর আগে নিজের যাত্রা শুরু করেছিল।
ফোনটি ইতিমধ্যেই চিনে লঞ্চ করা হয়েছে এবং এখন ভারত ও ইউরোপের কিছু অংশের লোকেরা শক্তিশালী এই ডিভাইসটি কেনার সুযোগ পাবে। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus 12 এর লঞ্চের তারিখ, দাম এবং ফিচার।
ফোনটি ইতিমধ্যেই চিনে লঞ্চ করা হয়েছে এবং এখন ভারত ও ইউরোপের কিছু অংশের লোকেরা শক্তিশালী এই ডিভাইসটি কেনার সুযোগ পাবে। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus 12 এর লঞ্চের তারিখ, দাম এবং ফিচার।
ভারতে OnePlus 12-এর লঞ্চের তারিখ ও সময় -

OnePlus 12 ভারতে লঞ্চ হচ্ছে মঙ্গলবার অর্থাৎ ২৩ জানুয়ারি। এই ইভেন্টটি দিল্লিতে সন্ধ্যা ৭.৩০ টায় অনুষ্ঠিত হবে। OnePlus-এর অফিসিয়াল ইউটিউব পেজ এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে অনলাইন ইভেন্টের জন্য একটি লাইভস্ট্রিমও চালু থাকবে।

ভারতে OnePlus 12-এর লঞ্চের তারিখ ও সময় –
OnePlus 12 ভারতে লঞ্চ হচ্ছে মঙ্গলবার অর্থাৎ ২৩ জানুয়ারি। এই ইভেন্টটি দিল্লিতে সন্ধ্যা ৭.৩০ টায় অনুষ্ঠিত হবে। OnePlus-এর অফিসিয়াল ইউটিউব পেজ এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে অনলাইন ইভেন্টের জন্য একটি লাইভস্ট্রিমও চালু থাকবে।
OnePlus 12 লঞ্চ ইভেন্টে এর দাম এবং ফিচার প্রকাশ করা হতে পারে -OnePlus 12 ফোনে একটি শক্তিশালী আপগ্রেড থাকবে বলে আশা করা হচ্ছে। শুধুমাত্র বোর্ডে থাকা নতুন এআই চিপের কারণেই নয়, কোম্পানিটি হ্যাসেলব্লাডের সঙ্গে তৈরি নতুন ট্রিপল ক্যামেরা সিস্টেম ব্যবহার করতে পারে বলেও গুজবও রয়েছে। OnePlus 12 একটি AMOLED QHD+ (১৪৪০ x ৩১৬৮) ডিসপ্লে যুক্ত যা ২৬০০ nits-এর সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করে।
OnePlus 12 লঞ্চ ইভেন্টে এর দাম এবং ফিচার প্রকাশ করা হতে পারে –
OnePlus 12 ফোনে একটি শক্তিশালী আপগ্রেড থাকবে বলে আশা করা হচ্ছে। শুধুমাত্র বোর্ডে থাকা নতুন এআই চিপের কারণেই নয়, কোম্পানিটি হ্যাসেলব্লাডের সঙ্গে তৈরি নতুন ট্রিপল ক্যামেরা সিস্টেম ব্যবহার করতে পারে বলেও গুজবও রয়েছে। OnePlus 12 একটি AMOLED QHD+ (১৪৪০ x ৩১৬৮) ডিসপ্লে যুক্ত যা ২৬০০ nits-এর সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করে।
সাম্প্রতিক কিছু ফ্ল্যাগশিপ ফোনকেও টেক্কা দেবে OnePlus 12, যার মধ্যে রয়েছে iPhone 15 Pro (২০০০nits) এবং Pixel 8 Pro (২৪০০ nits)। ডিভাইসটি একটি বৃহৎ ৫৪০০mAh ব্যাটারির সঙ্গে দেওয়া হবে যা ১০০W দ্রুত চার্জিং সমর্থন করে।
সাম্প্রতিক কিছু ফ্ল্যাগশিপ ফোনকেও টেক্কা দেবে OnePlus 12, যার মধ্যে রয়েছে iPhone 15 Pro (২০০০nits) এবং Pixel 8 Pro (২৪০০ nits)। ডিভাইসটি একটি বৃহৎ ৫৪০০mAh ব্যাটারির সঙ্গে দেওয়া হবে যা ১০০W দ্রুত চার্জিং সমর্থন করে।
সাম্প্রতিক ফিচার লিকগুলি দেখে, এটি মনে করা হচ্ছে যে ১২জিবি RAM এবং ২৫৬জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের জন্য OnePlus 12-এর দাম ভারতে হতে পারে প্রায় ৬৫,০০০ টাকা। এমনকি এই দামেও, OnePlus 12 বাজারে নতুন চিপসেট-সহ শুধুমাত্র দ্বিতীয় সাশ্রয়ী মূল্যের ফোন হবে।
সাম্প্রতিক ফিচার লিকগুলি দেখে, এটি মনে করা হচ্ছে যে ১২জিবি RAM এবং ২৫৬জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের জন্য OnePlus 12-এর দাম ভারতে হতে পারে প্রায় ৬৫,০০০ টাকা। এমনকি এই দামেও, OnePlus 12 বাজারে নতুন চিপসেট-সহ শুধুমাত্র দ্বিতীয় সাশ্রয়ী মূল্যের ফোন হবে।
OnePlus 12 লঞ্চ ইভেন্ট -লঞ্চ ইভেন্টে OnePlus 12-এর সঙ্গে OnePlus 12R এবং নতুন OnePlus Buds 3 ইয়ারবাড থাকতে পারে। ফোনটি আগের বছরের ফ্ল্যাগশিপ SoC, Snapdragon 8 Gen 2 দিয়ে সজ্জিত হবে বলে আশা করা হচ্ছে।
OnePlus 12 লঞ্চ ইভেন্ট –
লঞ্চ ইভেন্টে OnePlus 12-এর সঙ্গে OnePlus 12R এবং নতুন OnePlus Buds 3 ইয়ারবাড থাকতে পারে। ফোনটি আগের বছরের ফ্ল্যাগশিপ SoC, Snapdragon 8 Gen 2 দিয়ে সজ্জিত হবে বলে আশা করা হচ্ছে।
এতে ৮জিবি RAM এবং ১২৮জিবি রম স্ট্যান্ডার্ড হিসাবে থাকতে পারে এবং একটি ৬.৭-ইঞ্চির ১২০Hz OLED প্যানেল থাকতে পারে। OnePlus Buds 3 কম দামে প্রো-এর মতো বৈশিষ্ট্যগুলি আনতে পারে, যা নয়েজ ক্যানসেলেশন তো বটেই, সঙ্গে আরও কয়েকটি আধুনিক ফিচার সরবরাহ করতে পারে।
এতে ৮জিবি RAM এবং ১২৮জিবি রম স্ট্যান্ডার্ড হিসাবে থাকতে পারে এবং একটি ৬.৭-ইঞ্চির ১২০Hz OLED প্যানেল থাকতে পারে। OnePlus Buds 3 কম দামে প্রো-এর মতো বৈশিষ্ট্যগুলি আনতে পারে, যা নয়েজ ক্যানসেলেশন তো বটেই, সঙ্গে আরও কয়েকটি আধুনিক ফিচার সরবরাহ করতে পারে।

Toilet Bad Habits: বাথরুমে ঢুকে কখনওই করবেন না এই কাজটি, পস্তাতে হবে সারাজীবন! বলছেন চিকিৎসকরাই

স্মার্টফোনের নেশা আমাদের অনেককেই গ্রাস করেছে৷ প্রয়োজন থাক না থাক, স্মার্টফোন হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি করাটা অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে৷ অনেকে তো বাথরুমেও ফোন নিয়ে চলে যান৷

স্মার্টফোনের নেশা আমাদের অনেককেই গ্রাস করেছে৷ প্রয়োজন থাক না থাক, স্মার্টফোন হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি করাটা অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে৷ অনেকে তো বাথরুমেও ফোন নিয়ে চলে যান৷
কিন্তু বাথরুমে ফোন নিয়ে গিয়ে ঠায় বসে থাকার অভ্যাসের পরিণতি হতে পারে মারাত্মক৷ এর জেরে পাইলস, ফিসটুলার মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে৷
কিন্তু বাথরুমে ফোন নিয়ে গিয়ে ঠায় বসে থাকার অভ্যাসের পরিণতি হতে পারে মারাত্মক৷ এর জেরে পাইলস, ফিসটুলার মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে৷
চিকিৎসকরাই বলছেন, বাথরুমে গিয়ে একটানা দীর্ঘক্ষণ ফোন নিয়ে বসে থাকলে মলদ্বারে চাপ পড়ে৷ ফলে পরিষ্কার ভাবে মলত্যাগ হয় না৷
চিকিৎসকরাই বলছেন, বাথরুমে গিয়ে একটানা দীর্ঘক্ষণ ফোন নিয়ে বসে থাকলে মলদ্বারে চাপ পড়ে৷ ফলে পরিষ্কার ভাবে মলত্যাগ হয় না৷
এই অভ্যাসের কারণে কোষ্ঠকাঠিন্য, পাইলসের মতো জটিল সমস্যা শরীরে বাসা বাঁধতে পারে৷ এমন কি ফিসটুলাও হতে পারে৷
এই অভ্যাসের কারণে কোষ্ঠকাঠিন্য, পাইলসের মতো জটিল সমস্যা শরীরে বাসা বাঁধতে পারে৷ এমন কি ফিসটুলাও হতে পারে৷
নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের প্রিভেন্টিভ হেলথ অ্যান্ড ওয়েলনেস ডিপার্টমেন্টের চিকিৎসক সোনিয়া রাউতের মতে, বাথরুমে গিয়ে ফোন ঘাঁটার অভ্যাস খুবই ক্ষতিকারক৷
নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের প্রিভেন্টিভ হেলথ অ্যান্ড ওয়েলনেস ডিপার্টমেন্টের চিকিৎসক সোনিয়া রাউতের মতে, বাথরুমে গিয়ে ফোন ঘাঁটার অভ্যাস খুবই ক্ষতিকারক৷
ওই চিকিৎসকের মতে, ফোন হাতে নিয়ে বাথরুমে বসে থাকলে মলদ্বারে চাপ পড়ে এবং সেখানকার শিরাগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে৷ যা থেকে কোষ্ঠকাঠিন্য, পাইলসের মতো সমস্যা দেখা দিতে পারে৷
ওই চিকিৎসকের মতে, ফোন হাতে নিয়ে বাথরুমে বসে থাকলে মলদ্বারে চাপ পড়ে এবং সেখানকার শিরাগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে৷ যা থেকে কোষ্ঠকাঠিন্য, পাইলসের মতো সমস্যা দেখা দিতে পারে৷
যাঁদের আগে থেকেই পাইলসের সমস্যা রয়েছে, তাঁদের তো কখনওই ফোন নিয়ে বাথরুমে ঢোকা উচিত নয়৷ এর জেরে মলদ্বার থেকে রক্তপাতও হতে পারে৷
যাঁদের আগে থেকেই পাইলসের সমস্যা রয়েছে, তাঁদের তো কখনওই ফোন নিয়ে বাথরুমে ঢোকা উচিত নয়৷ এর জেরে মলদ্বার থেকে রক্তপাতও হতে পারে৷
স্যর গঙ্গারাম হাসপাতালের ওই চিকিৎসকের পরামর্শ, কখনওই মলত্যাগ করতে গিয়ে পাঁচ থেকে দশ মিনিটের বেশি বসে থাকা উচিত নয়৷
স্যর গঙ্গারাম হাসপাতালের ওই চিকিৎসকের পরামর্শ, কখনওই মলত্যাগ করতে গিয়ে পাঁচ থেকে দশ মিনিটের বেশি বসে থাকা উচিত নয়৷

চার্জার সাদা-কালো ছাড়া অন্য রঙের হয় না কেন? কারণটা বলুন তো দেখি…

কলকাতা: ডিভাইস, ল্যাপটপ হোক বা আমাদের মোবাইল ফোন, বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী, তার সব ক্ষমতা এক লহমায় স্তব্ধ হয়ে যায় ব্যাটারির চার্জ না থাকলে।

আমরা যেমন খাবার খেয়ে নিজেদের সুস্থ রাখি, যা আমাদের চলনক্ষমতা বা প্রাণশক্তি দেয়, ডিভাইসের ক্ষেত্রে সেই কাজটাই করে চার্জার। চার্জার যদি না থাকে, যে কোনও ডিভাইস একটা ঢেলা ছাড়া আর কিছুই নয়- তা দিয়ে কোনও কাজই হবে না।

এই জায়গায় এসে অনেকেরই মনে একটা প্রশ্ন জাগতে পারে। বিষয়টা যদি ল্যাপটপ আর মোবাইল ফোনের মধ্যে সীমিত রাখা হয়, তাহলেও। আসলে আজকাল তো নানা রঙের ল্যাপটপ আর মোবাইল ফোন বাজারে পাওয়া যায়, তাদের বাহার চোখ জুড়িয়ে দেয়। কিন্তু চার্জারের ব্যাপারে সেই সাদা অথবা কালো রঙ কেন? এর বাইরে আর অন্য কোনও রঙ কেন দেখা যায় না?

আরও পড়ুন- চুরি বা হারিয়ে যাওয়া স্মার্ট ফোনের খোঁজ পাবেন ঘরে বসেই! করতে হবে এই ছোট্ট কাজ

অনেকে এবার বলতেই পারেন ওয়ানপ্লাস কোম্পানির লাল রঙের চার্জারের কথা। কিন্তু সেটার শুধু তারটাই যা লাল রঙের, চার্জারটা কিন্তু নয়- ওটা সাদা রঙের। অতএব, ঘুরে-ফিরে আমরা সেই প্রশ্নেই যেকে রইলাম- চার্জার সাদা-কালোর বাইরে অন্য রঙের হয় না কেন?

আসলে, প্রতিটি রঙের আলাদা আলাদা তাপ পরিবাহী ক্ষমতা রয়েছে। অর্থাৎ, একেকটি রঙ একেক মাত্রায় তাপ শোষণ করে। এর মধ্যে সব থেকে বেশি তাপ শোষণ করতে পারে কালো রঙ। সেই জন্যই চার্জার মূলত কালো রঙের হয়। ওর মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়, ফলে তা সহজেই গরম হয়ে ওঠে। বেশি গরম হয়ে গেলে তার পুড়ে যাবে, ডিভাইসেরও ক্ষতি হবে। কালো রঙে সে ভয় নেই, তাই চার্জার বেশিরভাগ ক্ষেত্রেই কালো রঙের হয়। অন্য রঙ সহজেই উত্তপ্ত হয়ে ওঠে।

আবার, আর্থিক দিকটাও আছে। কালো রঙের চার্জারের কাঁচামালের খরচ অন্য রঙের তুলনায় বেশ কম, ফলে, তা কোম্পানিগুলোর পক্ষে সাশ্রয়ী।

অবশ্য, এই দুই সুবিধা সাদা রঙেও পাওয়া যাচ্ছে বর্তমানে। তাই খেয়াল করলে দেখা যাবে যে আজকাল বেশির ভাগ গ্যাজেটনির্মাতা তাদের ডিভাইসের সঙ্গে সাদা রঙের চার্জার দিচ্ছে। কারণ সাদা রঙ কালো রঙের থেকেও কম গরম হয়।

আরও পড়ুন- Ather নাকি Ola! ইলেকট্রিক স্কুটার কেনার আগে দেখে নিন কোনটা আপনার জন্য উপযুক্ত

Vivo, Oppo, OnePlus, Realme-র মতো সংস্থা হালে সাদা রঙের চার্জার দিচ্ছে। আর অ্যাপলের কথা যদি ওঠে, তারা বরাবরই সাদা রঙের চার্জার দিত, প্রযুক্তির দুনিয়ায় এখনও সেরার তকমা যে তাদেরই হাতে!

ফোনে চার্জ দেওয়ার দিন শেষ! নিউক্লিয়ার ব্যাটারি আসছে, একবার চার্জে চলবে ৫০ বছর

যত দামি ফোন কিনুন না কেন, ব্যাটারিতে চার্জ না থাকলে কী লাভ! দরকারের সময় যদি ফোনে চার্জ না থাকে, তা হলে বড় সমস্যা।
যত দামি ফোন কিনুন না কেন, ব্যাটারিতে চার্জ না থাকলে কী লাভ! দরকারের সময় যদি ফোনে চার্জ না থাকে, তা হলে বড় সমস্যা।
ফোনে কোনও জরুরি কাজ করবেন, অথচ দেখছেন চার্জ নেই। ফোনের ব্যাটারি কখন লো ব্যাটারি সিগনাল দিয়েছে খেয়াল করেননি। এমন সমস্যায় কম-বেশি সবাই পড়েছেন।
ফোনে কোনও জরুরি কাজ করবেন, অথচ দেখছেন চার্জ নেই। ফোনের ব্যাটারি কখন লো ব্যাটারি সিগনাল দিয়েছে খেয়াল করেননি। এমন সমস্যায় কম-বেশি সবাই পড়েছেন।
ফোনে চার্জ দেওয়ার ব্যাপারটা হয়তো এবার উঠে যাবে! কারণ, বেজিং-এর একটি সংস্থা দাবি করেছে, তারা নিউক্লিয়ার ব্যাটারি আবিষ্কার করে ফেলেছে। এই ব্যাটারিতে চার্জ দেওয়ার কোনও ঝক্কি নেই।
ফোনে চার্জ দেওয়ার ব্যাপারটা হয়তো এবার উঠে যাবে! কারণ, বেজিং-এর একটি সংস্থা দাবি করেছে, তারা নিউক্লিয়ার ব্যাটারি আবিষ্কার করে ফেলেছে। এই ব্যাটারিতে চার্জ দেওয়ার কোনও ঝক্কি নেই।
বেটাভোল্ট নামের ওই সংস্থা দাবি করেছে, তারা একটি মাইক্রোচিপ তৈরি করেছে। সেটি অনেকটা এক টাকার কয়েনের মতো দেখতে। এই ব্যাটারি একবার চার্জ দিলে চলবে ৫০ বছর।
বেটাভোল্ট নামের ওই সংস্থা দাবি করেছে, তারা একটি মাইক্রোচিপ তৈরি করেছে। সেটি অনেকটা এক টাকার কয়েনের মতো দেখতে। এই ব্যাটারি একবার চার্জ দিলে চলবে ৫০ বছর।
 ৫ মিলিমিটার পুরু এই ব্যাটারি। ৩ ভোল্টের। ১০০ মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন করতে পারবে এই ব্যাটারি।
৫ মিলিমিটার পুরু এই ব্যাটারি। ৩ ভোল্টের। ১০০ মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন করতে পারবে এই ব্যাটারি।
ওই সংস্থা দাবি করেছে, বিশ্বের প্রথম ব্যাটারি এটি যাতে পারমানবিক শক্তি থাকবে খুব ক্ষুদ্র পরিসরে।
ওই সংস্থা দাবি করেছে, বিশ্বের প্রথম ব্যাটারি এটি যাতে পারমানবিক শক্তি থাকবে খুব ক্ষুদ্র পরিসরে।
চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ চর্চা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং রোবটেও এই ব্যাটারি পরবর্তী সময়ে ব্যবহার করা যাবে বলে দাবি করেছে ওই চিনা সংস্থা।
চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ চর্চা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং রোবটেও এই ব্যাটারি পরবর্তী সময়ে ব্যবহার করা যাবে বলে দাবি করেছে ওই চিনা সংস্থা।

Avoid Smartphone Covers: শখ করে ফোনে কভার লাগিয়েছেন? বিরাট বিপদ ঘটে যেতে পারে, বন্ধই হয়ে যেতে পারে ফোনে কথা, সাবধান!

নতুন ফোন কেনার সময় আমরা সবাই এর খুব যত্ন নিই। নতুন ফোনের স্ক্রিনে সামান্য স্ক্র্যাচ এড়াতেও নানা সেফটি গার্ড ব্যবহার করি। তাই নতুন ফোন কেনার পর পরই আমরা এতে স্ক্রিন গার্ড ইনস্টল করি। এর বাইরে ফোনের জন্য কভারও গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। অনেকেই তাঁদের পছন্দ অনুসারে রঙ নির্বাচন করার পরে নতুন ফোন কিনে তা কভারবন্দি করে রাখেন। অনেকে মনে করেন যে পিছনের প্যানেলে কভার রাখলে তাতে ফোন সুরক্ষিত থাকবে এবং এতে কোনও স্ক্র্যাচ আসবে না।কিন্তু খুব কম মানুষই জানেন যে ফোন কভারও আমাদের মোবাইলের জন্য অনেক ধরনের সমস্যা ডেকে আনতে পারে। হ্যাঁ, ঠিকই, ফোন কভার আমাদের সর্বদা সুফল নাও দিতে পারে।
নতুন ফোন কেনার সময় আমরা সবাই এর খুব যত্ন নিই। নতুন ফোনের স্ক্রিনে সামান্য স্ক্র্যাচ এড়াতেও নানা সেফটি গার্ড ব্যবহার করি। তাই নতুন ফোন কেনার পর পরই আমরা এতে স্ক্রিন গার্ড ইনস্টল করি। এর বাইরে ফোনের জন্য কভারও গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। অনেকেই তাঁদের পছন্দ অনুসারে রঙ নির্বাচন করার পরে নতুন ফোন কিনে তা কভারবন্দি করে রাখেন। অনেকে মনে করেন যে পিছনের প্যানেলে কভার রাখলে তাতে ফোন সুরক্ষিত থাকবে এবং এতে কোনও স্ক্র্যাচ আসবে না।কিন্তু খুব কম মানুষই জানেন যে ফোন কভারও আমাদের মোবাইলের জন্য অনেক ধরনের সমস্যা ডেকে আনতে পারে। হ্যাঁ, ঠিকই, ফোন কভার আমাদের সর্বদা সুফল নাও দিতে পারে।
ফোনে কভার রাখলে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা হয়। বিশেষ করে গ্রীষ্মের মৌসুমে ফোন যদি সারাক্ষণ কভারবন্দি রাখা থাকে তাহলে মোবাইল দ্রুত গরম হয়ে যায়। স্পষ্টতই ফোন গরম হওয়ার কারণে ফোন হ্যাং হয়ে যাওয়ার সমস্যা হয়। কিছু রিপোর্টে এমনও দাবি করা হয়েছে যে ফোনে কভার থাকার কারণে এর চার্জিংয়েও সমস্যা হচ্ছে। ওই রিপোর্টে বলা হয়েছে যে, ফোন গরম হতে শুরু করলে ঠিকমতো চার্জ করা যায় না।
ফোনে কভার রাখলে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা হয়। বিশেষ করে গ্রীষ্মের মৌসুমে ফোন যদি সারাক্ষণ কভারবন্দি রাখা থাকে তাহলে মোবাইল দ্রুত গরম হয়ে যায়। স্পষ্টতই ফোন গরম হওয়ার কারণে ফোন হ্যাং হয়ে যাওয়ার সমস্যা হয়। কিছু রিপোর্টে এমনও দাবি করা হয়েছে যে ফোনে কভার থাকার কারণে এর চার্জিংয়েও সমস্যা হচ্ছে। ওই রিপোর্টে বলা হয়েছে যে, ফোন গরম হতে শুরু করলে ঠিকমতো চার্জ করা যায় না।
ভাল মানের ফোন কভার ব্যবহার না করলে ফোনের ভিতরের পার্টস খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও, ফোনের কভার যদি ম্যাগনেটিক হয় তবে এটি জিপিএস এবং কম্পাস ব্যবহার করতে সমস্যা সৃষ্টি করবে।
ভাল মানের ফোন কভার ব্যবহার না করলে ফোনের ভিতরের পার্টস খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও, ফোনের কভার যদি ম্যাগনেটিক হয় তবে এটি জিপিএস এবং কম্পাস ব্যবহার করতে সমস্যা সৃষ্টি করবে।
সবশেষে, আমরা যদি ডিজাইনের কথা বলি, তাহলে আজকাল মোবাইল কোম্পানিগুলো আশ্চর্যজনক ভাবে ডিজাইন করা ব্যাক প্যানেল সহ নতুন ফোন লঞ্চ করছে। এমন পরিস্থিতিতে, ব্যবহারকারীরা যদি ফোনে ব্যাককভার রাখেন তবে ফোনের চেহারা পুরোপুরি ঢেকে যাবে।
সবশেষে, আমরা যদি ডিজাইনের কথা বলি, তাহলে আজকাল মোবাইল কোম্পানিগুলো আশ্চর্যজনক ভাবে ডিজাইন করা ব্যাক প্যানেল সহ নতুন ফোন লঞ্চ করছে। এমন পরিস্থিতিতে, ব্যবহারকারীরা যদি ফোনে ব্যাককভার রাখেন তবে ফোনের চেহারা পুরোপুরি ঢেকে যাবে।
যদি ফোনটিকে স্ক্র্যাচ থেকে রক্ষা করার জন্য ব্যবহারকারীরা কভার লাগাতে চান তবে চার্জ করার সময় কভারটিকে সরিয়ে রাখাই ভাল। এছাড়াও গেম খেলার সময়ও ফোনে কভার রাখা উচিত নয়।
যদি ফোনটিকে স্ক্র্যাচ থেকে রক্ষা করার জন্য ব্যবহারকারীরা কভার লাগাতে চান তবে চার্জ করার সময় কভারটিকে সরিয়ে রাখাই ভাল। এছাড়াও গেম খেলার সময়ও ফোনে কভার রাখা উচিত নয়।

যে কোনও চার্জার ব্যবহার করেন? নিজের মোবাইলের কেমন সর্বনাশ করছেন শুনুন

কলকাতা: স্মার্টফোন আর চার্জার— আধুনিক জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দু’টি অঙ্গ, একথা বলাই যায়। কারণ দু’এক মিনিটও ফোন বন্ধ থাকলে চোখে অন্ধকার দেখার জোগাড়!

এদিকে বলা হয়, বার বার ফোনে চার্জ করলে, ব্যাটারির আয়ুক্ষয় হয়। কখনও হাতের কাছে নিজের ফোনের চার্জার না থাকলে আমরা অন্য কারও কাছ থেকে চার্জার ধার নিয়েও ফোনটি চার্জ করি। কিন্তু জানি না, এর প্রভাব আরও বেশি পড়ে কিনা ব্যাটারির উপর!

যাঁরা এভাবে অন্যের চার্জার ব্যবহার করেন, তাঁদের সতর্ক হওয়া উচিত। এতে ফোনের ব্যাটারি মারাত্মক ভাবে প্রভাবিত হতে পারে।\

আরও পড়ুন- একটা ছোট্ট ছিদ্র থাকে ইয়ারফোনের পিছনে, বড় কাজ করে! জানেন সেটা কী?

Accessories.com স্টোরের ‘মাই মোবাইল’-এর মালিক ভরত তিওয়ারি বলেন, স্মার্টফোনের সঙ্গে যে চার্জারটি পাওয়া যায় সেটি দিয়েই সব সময় ফোন চার্জ করা উচিত। যদি অন্য কারও চার্জার ব্যবহার করে ফোন চার্জ করা হয়, তাহলে ফোন গরম হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।

ধরা যাক, কারও Vivo ফোনটি ৬৫W চার্জার সাপোর্ট করে, তাহলে তিনি যদি একটি Redmi ফোনের ৪৫W চার্জার দিয়ে চার্জ করেন, তাহলে ফোনটি চার্জ তো হয়ে যাবে, কিন্তু কিছুদিন পর থেকেই লক্ষ্য করা যাবে এর ব্যাটারি ব্যাকআপে সমস্যা হচ্ছে।

বারবার যদি অন্য কারও চার্জার দিয়ে নিজের ফোন চার্জ করা হয়, তাহলে ব্যাটারি ব্যাকআপ কমে যেতে থাকে। ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি হয় যাতে ফোনের ব্যাটারিতে চার্জ আর থাকতেই চায় না। অন্য চার্জার থেকে ফোন চার্জ করলে অনেক সময় ব্যাটারি ফুলে যাওয়ার মতো সমস্যাও তৈরি হতে পারে।

ভরত তিওয়ারি আরও জানান, অনেক সময়ই আমরা ফোনে আগুন ধরে যাওয়ার খবর শুনতে পাই। এটাও হতে পারে ভুল চার্জার ব্যবহারের কারণে।

আরও পড়ুন- দেড়-২ বছর হল ফোন কিনেছেন? এবার এই কাজগুলো করুন, স্মার্টফোন ভাল থাকবে

তবে মনে রাখতে হবে চার্জিং-এর ক্ষেত্রে কোম্পানি নয়, ওয়াটের ক্ষমতাই আসল। যদি অন্য কোম্পানির চার্জার এবং নিজের ফোনের চার্জারের ওয়াট ক্ষমতা একই হয় তবে সেটি দিয়ে ফোন চার্জ করা যেতে পারে। এর ফলে ব্যাটারির কোনও ক্ষতি হবে না।

ইউরোপিয়ন ইউনিয়নের তরফে ‘ওয়ান নেশন, ওয়ান চার্জার’-এর মতো ধারণা বাস্তবায়িত করা হয়েছে। সেখানে একটি চার্জার দিয়েই সমস্ত ডিভাইস চার্জ করা যাচ্ছে। কিন্তু তারপরেও Samsung-এর চার্জার দিয়ে Apple iPhone চার্জ করা যায় না।

Mobile fire: দাউ দাউ করে জ্বলে উঠল পকেটে রাখা মোবাইল, পুড়ল আঙুল! হতভম্ব রামপুুরহাটের যুবক

অক্ষয় ধীবর, রামপুরহাট: মোবাইল বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়৷ কিন্তু পকেটে থাকা অবস্থায় মোবাইলে আচমকা আগুন লেগে যেতে পারে, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না বীরভূমের রামপুরহাটের বাসিন্দা বসিরুদ্দিনের৷ অথচ বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটল তাঁরই সঙ্গে৷ আচমকাই দাউ দাউ করে জ্বলে উঠল পকেটে থাকা দামি মোবাইল ফোন৷

বুধবার সন্ধ্যায় রামপুরহাট শহরের প্রাণকেন্দ্রে একটি চায়ের দোকানে বসেছিলেন বসিরুদ্দিন নামে ওই যুবক৷ প্যান্টের পকেটে ছিল তাঁর মোবাইল ফোনটি৷ বসিরুদ্দিনের কথায়, ‘হঠাৎই প্যান্টের ভিতরে গরম তাপ লাগতে শুরু করে৷ পকেট থেকে মোবাইল ফোন বের করে দেখি সেটিতে দাউ দাউ করে জ্বলছে৷ আগুনের ছেঁকা লেগে আমার হাতের আঙুলও পুড়ে যায়৷ বাঁচতে মোবাইল ফোনটি ড্রেনে ফেলে দিই৷’

আরও পড়ুন: ‘তোদের জন্য দেব ভোটে দাঁড়াতে চাইছে না!’ ঘাটালের নেতাদের ধমক দিলেন মমতা

ঘটনার বেশ কিছুক্ষণ পরেও যেন আকস্মিতা কাটছিল না বসিরুদ্দিনের৷ তিনি বলেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না মোবাইল ফোনে এ ভাবে আগুন লেগে যেতে পারে৷’

চোখের সামনে এমন ঘটনায় অবাক হয়ে গিয়েছেন ওই চায়ের দোকানে সেই সময় উপস্থিত অন্যান্যরাও৷ নিজেদের ফোনেও এমন ঘটনা যে কোনও সময় ঘটতে পারে বলে আতঙ্কে রয়েছেন তাঁরা৷

বসিরুদ্দিন জানিয়েছেন, তাঁর স্মার্টফোনটি যথেষ্ট দামি ছিল৷ খুব বেশি পুরনোও হয়নি, ফোনে সেরকম কোনও সমস্যাও ছিল না৷ তার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল, বুঝে পাচ্ছেন না ওই যুবক৷ আতঙ্কে এখন নতুন ফোন কিনতেও সাহস পাচ্ছেন না বসিরুদ্দিন৷

বেহাত হলেও ভয় নেই! শত চেষ্টাতেও খুলবে না পাসওয়ার্ড, নতুন ফিচার iPhone-এ

Apple আনছে এক নতুন সুরক্ষা ব্যবস্থা। জানা গিয়েছে iOS 17.3-এ Stolen Device Protection চালু হচ্ছে iPhone-এর জন্য।

ইদানীং বেশ কিছু অভিযোগ উঠেছে iPhone চুরির। সেক্ষেত্রে যদি বেআইনি ভাবে কেউ পাসকোড অ্যাক্সেস করে iPhone-এ, তাহলে এই ফিচারটি সুরক্ষা দেবে৷ যেহেতু এই ফিচারটিকে বলা হচ্ছে স্টোলেন ডিভাইস প্রোটেকশন, ফলে বোঝাই যাচ্ছে ইতিমধ্যে চুরি যাওয়া ডিভাইসকে সুরক্ষিত রাখাই এর কাজ। অর্থাৎ, ধরা যাক যদি কারও iPhone চুরি যায় এবং চোর তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করে পাসকোড দিয়ে, তখনই কাজ করতে শুরু করবে এই বিশেষ ফিচার।

কীভাবে কাজ করে—

যদি iPhone কোনও অপরিচিত অবস্থানে থাকে, তখন পাসওয়ার্ড, Apple কার্ডের জন্য আবেদন করা, লস্ট মোড বন্ধ করা, iPhone ইরেজ করা বা অর্থ লেনদেন পদ্ধতি ব্যবহার করার জন্য বায়োমেট্রিক্সের প্রয়োজন হবে। পাসকোড কাজ করবে না।

আরও পড়ুন: আরও নিরাপত্তা পাবে Google Chrome! নতুন ফিচার কীভাবে কাজ করবে জেনে নিন বিস্তারিত

iPhone-এ iOS 17.3 পাওয়ার উপায়—

iOS 17.3 রোল আউট হওয়া পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। অথবা, নিজের ডিভাইসে আগেই ডাউনলোড করা যেতে পারে। তবে সেক্ষেত্রে ব্যবহারকারীকে ডেভলপার বিটাতে যোগ দিয়ে ফোন আপডেট করতে হবে। এজন্য প্রথমে—

নিজের iPhone-এ সেটিংস অ্যাপ খুলে General-এ ট্যাপ করতে হবে।

এরপর Software Update-এ গিয়ে Beta Updates-এ ট্যাপ করতে হবে।

এরপর iOS 17 Dveloper Beta বেছে নিতে হবে।

এবার Back-এ ট্যাপ করে দেখে নিতে হবে আপডেট হয়েছে কিনা।

Stolen Device Protection চালু করার উপায়—

প্রথমে নিজের iPhone-এ সেটিংস অ্যাপ খুলে Face ID & Passcode-এ ট্যাপ করতে হবে।

এরপর নিজের পাসকোড ব্যবহার করে Stolen Device Protection-এ গিয়ে On Protection বেছে নিতে হবে।

ইদানীং পাসকোড লক্ষ্য করে তবে iPhone চুরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। তাই এই ফিচারের কথা ভেবেছে সংস্থা। তবে Apple এখনও iOS 17.3 রিলিজ-এর দিনক্ষণ ঘোষণা করেনি। মনে করা হচ্ছে চলতি জানুয়ারির শেষের দিকেই তা হতে পারে।