Tag Archives: Covid ১৯

Dev:করোনা রোগীদের বিনামূল্যে খাবার পাঠানোর দায়িত্ব নিলেন দেব! ফের অভিনেতার মানবিক রূপে মুগ্ধ নেটিজেন

#কলকাতা: করোনাকালে (Corona) এর আগেও মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা তথা সাংসদ দেব (Dev)। ফের সেই মানুষকে সাহায্য করতে নজির গড়লেন টলিউড সুপারস্টার। এবার তাঁর নিজের রেস্তরাঁ থেকে বিনামূল্যে করোনা আক্রান্তদের খাবার পাঠাবেন দেব। নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা। এই পোস্ট করার পরেই ফের তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

দেবের নিজস্ব রেস্তরাঁর নাম টলি টেলস (Tolly tales)। সর্দারনি পরমজিৎ কৌর মেডিক্যাল ট্রাস্টের সঙ্গে জোট বেঁধে এই উদ্যোগ নিয়েছে দেবের রেস্তরাঁ। মঙ্গলবার টুইট করেন অভিনেতা, “আমরা টলি টেলস টিম ও সর্দারনি পরমজিৎ কৌর মেডিক্যাল ট্রাস্ট কোভিড রোগীদের আজ থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমরা ৫০ টি খাবারের প্যাকেট দিয়ে শুরু করছি। কিন্তু কেমন চাহিদা থাকে তা দেখে আমরা আরও বাড়াবো। আপনারা এই পরিষেবা পেতে পারেন।”

এর আগেও করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। অন্য রাজ্যে আটকে পড়া বহু পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছেন দেব। বহু মানুষকে হাসপাতালের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। করোনা নিয়ে সচেতন করতে ভোটের প্রচারে গিয়েও বার বার মানুষকে মাস্ক পরতে বলেছেন। এও বলেছেন, মাস্ক না পরলে তার সভাতে আসা যাবে না। সেই ধারাই আরও এক বার বজায় রাখলেন দেব।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউতে টলিউডের আরও কয়েকজন তারকা মানুষের পাশে দাঁড়িয়েছেন। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, গায়ক অনুপম রায় মিলে করোনা রোগীদের সেফ হোমের ব্যবস্থা করছেন। শিল্পী রূপম ইসলাম তাঁর টিম নিয়ে মানুষের কাছে ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন। অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ও নিজের নাটকের দলের সঙ্গে কাজ করছেন।

Sonu Sood: ‘তুমি একজন হিরো’! সারার কোন উদ্যোগ দেখে প্রশংসা করলেন সোনু সুদ

#মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউতে (Second wave corona) গোটা দেশ জুড়ে হাহাকার চলছে। আর প্রথমবারের মতো এবারও করোনাকালের মসিহার মতো কাজ করছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। করোনার গুরুতর উপসর্গ যাদের মধ্য়ে রয়েছে তাদের জন্য বিনামূল্যে জরুরিকালীন চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তিনি। সোনু নিজেও একটি ত্রাণ তৈরি করেছেন। সেই ত্রাণে এবার অর্থ দিয়ে সাহায্য করলেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)।

সম্প্রতি সোনুর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছেন সারা। সারার এই উদ্যোগে খুশি হয়ে টুইটারে একটি পোস্টের মাধ্য়মে তাঁর প্রশংসা করেছেন খোদ সোনু সুদ। জানিয়েছেন সারাকে নিয়ে তিনি গর্ববোধ করছেন। আগামীতেও যাতে সারা মানুষের পাশে দাাঁড়াতে আরও কাজ করেন, তার জন্যও উৎসাহ দিয়েছেন অভিনেতা। সোনুর মতে সারার এই কাজ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তারাও কঠিন সময়ে দেশের সাহায্য করতে উদ্যত হবেন।

সারাকে এই কাজের জন্য ‘হিরো’ বলে সম্বোধন করেন সোনু। অভিনেতা লিখেছেন, “ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য তোমায় অনেক ধন্যবাদ সারা আলি খান। তোমার জন্য গর্ববোধ করছি এবং এই ভালো কাজ করে যেও তুমি। তুমি দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছ এই কঠিন সময়ে দেশের মানুষের জন্য কাজ করতে। তুমি একজন হিরো।”

করোনার এই হাহাকারে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সারা। অক্সিজেন বা বেডের খোঁজ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও সোনুকে কোনও পোস্টে ট্যাগ করেছেন সাহায্য করার জন্য। সিম্বা ছবিতে সারা ও সোনু সুদ একসঙ্গ কাজ করেছেন। এই ছবিতে সারার বিপরীতে ছিলেন রণবীর সিং।

প্রসঙ্গত, করোনার প্রথম ঢেউ থেকে মানুষকে সাহায্য করছেন সোনু। সম্প্রতি, ছোট্ট বয়েসেই যারা একূল-ওকূল হারিয়ে সর্বস্বান্ত হয়েছে, সেই শিশুদের জন্য মসিহা হয়ে এগিয়ে এসেছেন সোনু সুদ ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। করোনার গ্রাসে যে সমস্ত শিশুরা তাঁদের বাবা-মাকে হারিয়েছে তাদের শিক্ষার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতে হবে বলে ট্যুইটে আবেদন করেছিলেন সোনু সুদ। তাঁর সেই আবেদনকে সমর্থন করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা। সোনুর এই ট্যুইট সামনে আসতেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে চাইছেন অভিনেতার অনুগামীরা।

Sonu Sood: দিল্লি-উত্তরপ্রদেশে রোগীদের বেড জোগাড় করতে লাগছে প্রায় ৯-১১ ঘণ্টা! তাও মানুষকে সাহায্য করতে অদম্য সোনু

#মুম্বই: করোনাকালের (Corona) মসিহা অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। গত বছর লকডাউনে (Lockdown) হাজার হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন ভাবে মানুষকে সাহায্যে করেছেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউতেও (Second wave) সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। নেগেটিভ হওয়ার সঙ্গে সঙ্গে ফের কাজ শুরু করেছেন তিনি। দেশের বহু কোভিড রোগীদের সাহায্য করছেন তিনি।

করোনা সংক্রমণ এমন জায়গায় পৌঁছেছে যে এর মধ্যে হাসপাতালের বেড ও অক্সিজেনের ঘাটতি দেখা গিয়েছে। আর তাই এই অবস্থায় মানুষকে বেড ও অক্সিজেনের ব্যবস্থাও করে দিচ্ছেন সোনু সুদ। কিন্তু এমনই অবস্থা যে সোনুও বহু চেষ্টা করে তবেই বেড জোগাড় করতে পারছেন। নিজেই টুইট করেছেন অভিনেতা।

সোনু বলছেন, দিল্লিতে বেড পেতে গড়ে ১১ ঘণ্টা সময় লাগছে দিল্লিতে। উত্তরপ্রদেশে বেড পেতে গড়ে ৯.৫ ঘণ্টা সময় লাগছে। তবুও বেড জোগাড় করবই। টুইটারে এক নেটিজেনের অনুরোধে তিনি রেমডেসিভিরের ব্যবস্থাও করে দিয়েছেন। ইন্দোরে সম্প্রতি করোনা রোগীদের জন্য ১০ টি অক্সিজেন জেনারেটরের ব্যবস্থা করেছেন সোনু। তবে এর চেয়েও বড় একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছেন গরীবের মসিহা।

লকডাউনের পর থেকে কাজ নেই গ্রামের মানুষদের হাতে । তাই মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের প্রত্যন্ত গ্রাম নিমাচের সমস্ত বাসিন্দাদের দু-বেলা পেট পুরে খাওয়ানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। সোনু এক নাচের রিয়্য়ালিটি শোয়ের বিচারক। সেখানে উদয় নামের এক প্রতিযোগী একবার সোনুকে জানান তাঁদের গ্রামের মানুষদের দুরাবস্থার কথা। মধ্যপ্রদেশ সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ঘোষণা করেছে । আগামী ৭ মে পর্যন্ত প্রাথমিক ভাবে লকডাউন চলার কথা । দীর্ঘ দিন লকডাউনের কারণে সেখানকার দিনমজুর পরিবারগুলি দুবেলা খেতে পারছে না । উদয় নিজেও দিনমজুর । একটি চিঠিতে সোনুকে গোটা পরিস্থিতির কথা জানিয়েছিলেন উদয় ।

আর তার পরেই ত্রাতার ভূমিকা নেন সোনু। উদয়কে কথা দেন, যতদিন লকডাউন চলবে, গ্রামবাসীদের মুখে খাবার তুলে দেবেন তিনি। ফের নেটিজেনরা তাঁর এই কাজে মুগ্ধ হয়েছেন। করোনা কালের রিয়েল হিরো হয়ে উঠেছেন তিনি। পর্দায় সাধারণত খলনায়কের চরিত্রে দেখা যায় তাঁকে। কিন্তু আসলে তিনি যে একজন হিরো তা বার বার প্রমাণ করেছেন সোনু। আর সেই কাজে তাঁর অব্যাহতি নেই।

Nusrat Jahan: কোভিড টিকার বদলে রেবিস ইনজেকশন তিন বৃদ্ধাকে, যোগীরাজ্যের নিন্দায় ফের সরব নুসরত

#কলকাতা: ফের যোগীরাজ্যকে একহাত নিলেন তৃণমূলের (TMC) তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বিধানসবা নির্বাচনের প্রচারে বার বার বিজেপি (BJP) নেতাদের মুখে উঠে এসেছে সোনার বাংলার কথা। বার বার সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা বিভিন্ন সভা থেকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) এসে সোনার বাংলা গড়ার কথা বলেছেন। আর এবার ভ্যাকসিন দেওয়ার একটি ঘটনা নিয়ে যোগীরাজ্যের দিকে প্রশ্ন তুললেন তিনি।

নুসরত একটি প্রতিবেদন শেয়ার করেছেন টুইটারে। যেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের শামিল জেলায় তিনজন বয়স্কা মহিলাকে করোনার ভ্যাকসিনের বদলে দেওয়া হয়েছে অ্যান্টি রেবিস ইনজেকশন। বিড়াল কামড়ালে বা আঁচড়ালে এই ইনজেকশন দেওয়া হয়ে থাকে। এই ঘটনারই তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তিনি ক্যাপশনে লিখেছেন, “লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সোনার উত্তরপ্রদেশকে আর একবার একটু দেখুন। এই রাজ্যে শুধুই বিজেপির না রাখা প্রতিশ্রুতি এবং মানুষের অসীম দুর্দশা ছাড়া আর কিছু নেই। উত্তরপ্রদেশের মহিলাদের কোভিড ভ্যাকসিনের বদলে দেওয়া হল রেবিসের ইনজেকশন।”

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের যে তিন মহিলাদের রেবিসের ইনজেকশন দেওয়া হয়েছে তাঁদের প্রত্যেকেরই বয়স ৬০ থেকে ৭২ এর মধ্যে। এরা জেলারই এক কেন্দ্র থেকে
টিকা নেন। এঁদের মধ্যে সরোজ দেবী নামে এক মহিলার শরীর খারাপ করে বাড়ি যাওয়ার পথে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ায় হয়। সেই চিকিৎসকই বৃদ্ধার সার্টিফিকেট দেখে বুঝতে পারেন, তাঁকে রেবিসের ইনজেকশন দেওয়া হয়েছে।

এই ঘটনা নিয়েই উত্তরপ্রদেশকে ফের তোপ দেগেছেন নুসরত। এর আগেও ধর্ষণ বা নারী নির্যাতনের মতো ঘটনার জন্য যোগীরাজ্যকে একহাত নিয়েছেন তারকা সাংসদ। সম্প্রতি উত্তরপ্রদেশে র্ষিতার পরিবারের থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার ঘটনায়ও নুসরত জাহান সরব হন। টুইট করে চরম নিন্দা করেন তিনি।

একটি প্রতিবেদন শেয়ার করে নসরত উত্তরপ্রদেশের পুলিশকে কটাক্ষা করে টুইট করেন, “উত্তরপ্রদেশ পুলিশ কী ভাবে এত নির্লজ্জ ও অমানবিক হতে পারে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এটাই হল আসল চেহারা।”

এবার করোনা আক্রান্ত স্মৃতি ইরানি, সংস্পর্শে আসা সবাইকে টেস্টের আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর

#নয়াদিল্লি: করোনার থাবা ফের গেরুয়া শিবিরে ৷ কোভিড ১৯-এ আক্রান্ত এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী এদিন রিপোর্ট হাতে পাওয়ার পরই ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন ৷

ট্যুইটে স্মৃতি ইরানি সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককে কোভিড টেস্ট করিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘এরকম খুব কম সময়ই হয়, যখন কোনও কথা বলার জন্য আমার কাছে শব্দ কম পড়ে যায়৷ তাই সরাসরিই জানাচ্ছি- আমি কোভিড পজিটিভ ৷ যত তাড়াতাড়ি সম্ভব সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছেন তারা টেস্ট করিয়ে নিন ৷’

সূত্রের খবর, টেস্ট রিপোর্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে রয়েছেন স্মৃতি ইরানি ৷

ঐশ্বর্য-আরাধ্যা করোনা আক্রান্ত! রিপোর্ট নিয়ে ধোঁয়াশা, ট্যুইট করেও মুছলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

#মুম্বই: ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যার করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে । রবিবার সকালে জানা গিয়েছিল ঐশ্বর্য, জয়া এবং অভিষেক-ঐশ্বর্যের আট বছরের কন্যা আরাধ্যার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। কিন্তু  মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে রবিবার দুপুরে ট্যুইট করে জানান, অমিতাভ-জায়া করোনা নেগেটিভ। কিন্তু পুত্রবধূ ঐশ্বর্য এবং নাতনি আরাধ্যার করোনা আক্রান্ত।

কিন্তু কিছুক্ষণ পরেই সেই ট্যুইট গায়েব হয়ে যায়। হ্যান্ডেল থেকে সেই ট্যুইট মুছে দেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। তার জেরেই এই ধোঁয়াশা তৈরি হয়।

যদিও করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্টে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন করোনা আক্রান্ত৷ অমিতাভ ও অভিষেক বচ্চনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসার পর শনিবারই বচ্চন পরিবারের বাকি সদস্যদের ‘ইনস্ট্যান্ট’ করোনা টেস্ট করা হয়৷ সেই রিপোর্ট নেগেটিভ আসে মা-মেয়ের। এরপর অবশ্য লালারসের নমুনা পরীক্ষা রিপোর্টে আরাধ্যা ও বচ্চন পূত্রবধূর ঐশ্বর্যের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে ৷

বিএমসি’র অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিশ্বাস মোটে জানিয়েছেন, বচ্চন পরিবারের সদস্যদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখানেই আরাধ্যা ও ঐশ্বর্যর রিপোর্ট পজিটিভ আসে। তবে জয়া বচ্চন, অমিতাভ কন্যা শ্বেতা নন্দা, নাতি অগ্যস্ত নন্দা ও নাতনি নব্যা নভেলির রিপোর্ট নেগেটিভ৷

প্রসঙ্গত, শনিবার রাতে অমিতাভ বচ্চন টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত ।  রাতে নানাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। অমিতাভের ট্যুইটের ঠিক এক ঘণ্টা পরেই অভিষেক বচ্চনও জানান তাঁর করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ। তবে তিনি জানান, বাবা এবং তাঁর দু’জনেরই সংক্রমণ মৃদু। তাঁদের শারীরিক অবস্থাও স্থিতিশীল।

নেপাল থেকে ফিরলেন ২৪৭ পরিযায়ী শ্রমিক, ট্যুইটে মমতাকে ধন্যবাদ জানালেন দেব

#কলকাতা: সাংসদ অভিনেতা দেবের উদ্যোগে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় নেপাল থেকে ঘাটালে নিজের বাড়ি পৌঁছালেন ২৪৭ জন পরিযায়ী শ্রমিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় বৃহস্পতিবার নেপাল থেকে ৩৫ জন শ্রমিক ফেরানোর ব্যবস্থা করেছিলেন তিনি। নেপালে প্রায় ৭০০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। শুক্রবার নিউজ 18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছিলেন দেব। সঙ্গে এই কথাও জানিয়েছিলেন যে বিভিন্ন ব্যাচে ভাগ করে এই সমস্ত শ্রমিকদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন ৷  কথা রাখলেন সাংসদ দীপক অধিকারী।

রবিবার দুপুরে ঘাটাল পৌঁছাল ২৪৭ পরিযায়ী শ্রমিক। এঁদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছেন। শুধু ফেরানোই নয়, তাঁদের পানীয় জল, খাবার ও বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থাও করা হয়। ফিরে আসার পর, ঘাটাল মহকুমা হাসপাতালে তাঁদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

নেপালে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের কথা জানতে পেরে তড়িঘড়ি উদ্যোগী হন দেব। জেলা শাসকদের সঙ্গে কথা বলেন ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চান। বিষয়টা দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক অবধি পৌঁছতে সময় লাগে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় অবিলম্বে প্রথম দফায় কিছু শ্রমিককে ঘরে ফিরিয়ে আনেন দেব। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ট্যুইটারে ধন্যবাদও জানান তিনি।

ঘাটালের প্রচুর স্বর্ণশিল্পী ভিন রাজ্যে কাজ করেন। তাঁদের সকলকে বাড়ি ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেব। হাতি মৃত্যুতে সকলের প্রতিবাদ অথচ পরিযায়ী শ্রমিকদের নিয়ে উদাসীনতাকে কটাক্ষ করে টুইটারে পোস্ট করেন সাংসদ-অভিনেতা। ঘাটালের সাধারণ মানুষের জন্য চিন্তিত দেব।
জম্মু থেকেও পরিযায়ী শ্রমিক ফেরানোর ব্যবস্থা করেছেন তিনি। ৩-৪ লক্ষ পরিযায়ী শ্রমিক এখন পর্যন্ত ঘাটালে ফিরেছেন। তাঁদের কোয়ারেন্টাইন ও থাকা-খাওয়ার সমস্যা ক্রমাগত খুব বড় আকার নিচ্ছে।

Arunima Dey