Tag Archives: stamina

পুরুষের স্ট্যামিনা বাড়াতে এর জুড়ি নেই ! টানা ৩০ দিন খেলে হাতেনাতে মিলবে ফল

Saffron Water Benefits for Men: জাফরান এক ধরণের মশলা। ক্রোকাস স্যাটিভাস নামের ফুল থেকে আহরণ করা হয়। এর দাম অনেক। ঔষধিগুণে ভরপুর এই মশলা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সবচেয়ে বেশি উপকার পেতে পারেন পুরুষরা। সকালে দুধ বা জলের সঙ্গে দু-চারটি জাফরান গুলে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মেজাজও ভাল থাকে। শিশু এবং যুবক উভয়েই সুস্বাস্থ্যের জন্য জাফরান ব্যবহার করতে পারেন। নিউজ18-কে এমনটাই জানিয়েছেন নয়ডার ডায়েটেশিয়ান খুশবু শর্মা।
Saffron Water Benefits for Men: জাফরান এক ধরণের মশলা। ক্রোকাস স্যাটিভাস নামের ফুল থেকে আহরণ করা হয়। এর দাম অনেক। ঔষধিগুণে ভরপুর এই মশলা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সবচেয়ে বেশি উপকার পেতে পারেন পুরুষরা। সকালে দুধ বা জলের সঙ্গে দু-চারটি জাফরান গুলে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মেজাজও ভাল থাকে। শিশু এবং যুবক উভয়েই সুস্বাস্থ্যের জন্য জাফরান ব্যবহার করতে পারেন। নিউজ18-কে এমনটাই জানিয়েছেন নয়ডার ডায়েটেশিয়ান খুশবু শর্মা।
এখন প্রশ্ন হল জাফরানে কী কী উপাদান পাওয়া যায়? পুরুষদের জন্য কেন এটা উপকারী? জাফরান কীভাবে সেবন করা উচিত? এই সব প্রশ্নের উত্তরও দিয়েছেন খুশবু। তিনি জানিয়েছেন, জাফরানে অনেক ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়োঅ্যাকটিভ যৌগ রয়েছে, যা পুরুষদের অনেক ধরণের সমস্যা থেকে রক্ষা করে। তিনি জানিয়েছেন, এতে ফাইবার, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, পটাসিয়াম, আয়রন, ভিটামিন এ-এর মতো উপাদান পাওয়া যায়।
এখন প্রশ্ন হল জাফরানে কী কী উপাদান পাওয়া যায়? পুরুষদের জন্য কেন এটা উপকারী? জাফরান কীভাবে সেবন করা উচিত? এই সব প্রশ্নের উত্তরও দিয়েছেন খুশবু। তিনি জানিয়েছেন, জাফরানে অনেক ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়োঅ্যাকটিভ যৌগ রয়েছে, যা পুরুষদের অনেক ধরণের সমস্যা থেকে রক্ষা করে। তিনি জানিয়েছেন, এতে ফাইবার, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, পটাসিয়াম, আয়রন, ভিটামিন এ-এর মতো উপাদান পাওয়া যায়।
শুধু তাই নয়, জাফরানে অনেক অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-আলঝাইমার, অ্যান্টি-এপিলেপসি, অ্যান্টিকনভালসেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যও পাওয়া যায়। দুধ বা জলের সঙ্গে জাফরান গুলে খেলা কী কী উপকার হয় দেখে নেওয়া যাক। Representative Image
শুধু তাই নয়, জাফরানে অনেক অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-আলঝাইমার, অ্যান্টি-এপিলেপসি, অ্যান্টিকনভালসেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যও পাওয়া যায়। দুধ বা জলের সঙ্গে জাফরান গুলে খেলা কী কী উপকার হয় দেখে নেওয়া যাক। Representative Image
মেজাজ ফুরফুরে থাকে: ডায়েটেশিয়ান খুশবু শর্মা বলেন, জাফরান জল শারীরিক স্বাস্থ্য তো বটেই, মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। এটা অ্যান্টিডিপ্রেসেন্টের মতো কাজ করে। ‘হ্যাপি হরমোনের’ ক্ষরণ বাড়ায়। ফলে মেজাজ থাকে ফুরফুরে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়: সংক্রমণের সঙ্গে লড়তে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা জরুরি। এর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্রোসিন, ক্রোসেটিন, সাফরানাল এবং কেমফেরল কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। পেশি শক্তিশালী হয়। Representative Image
মেজাজ ফুরফুরে থাকে: ডায়েটেশিয়ান খুশবু শর্মা বলেন, জাফরান জল শারীরিক স্বাস্থ্য তো বটেই, মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। এটা অ্যান্টিডিপ্রেসেন্টের মতো কাজ করে। ‘হ্যাপি হরমোনের’ ক্ষরণ বাড়ায়। ফলে মেজাজ থাকে ফুরফুরে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়: সংক্রমণের সঙ্গে লড়তে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা জরুরি। এর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্রোসিন, ক্রোসেটিন, সাফরানাল এবং কেমফেরল কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। পেশি শক্তিশালী হয়। Representative Image
স্ট্যামিনা বাড়ায়: অনেকেই খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। জাফরান জল তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ। ক্রোসিন, ক্রোসেটিন, সাফরানাল এবং কেম্পফেরলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়।
স্ট্যামিনা বাড়ায়: অনেকেই খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। জাফরান জল তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ। ক্রোসিন, ক্রোসেটিন, সাফরানাল এবং কেম্পফেরলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়।
প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়: নিয়মিত জাফরান জল পান করলে পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ এটি অ্যান্টিডিপ্রেসেন্ট উপাদান হিসাবে কাজ করে। গবেষণায় দেখা গিয়েছে, ৩০ মিলিগ্রাম জাফরান টানা এক মাস খেলে ইরেক্টাইল ফাংশন উন্নত হয়।
প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়: নিয়মিত জাফরান জল পান করলে পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ এটি অ্যান্টিডিপ্রেসেন্ট উপাদান হিসাবে কাজ করে। গবেষণায় দেখা গিয়েছে, ৩০ মিলিগ্রাম জাফরান টানা এক মাস খেলে ইরেক্টাইল ফাংশন উন্নত হয়।
ত্বক উজ্জ্বল হয়: জাফরান জল নিয়মিত ব্যবহারে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বক উজ্জ্বল হয়। শুষ্ক ত্বকের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় খুব সহজে।
ত্বক উজ্জ্বল হয়: জাফরান জল নিয়মিত ব্যবহারে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বক উজ্জ্বল হয়। শুষ্ক ত্বকের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় খুব সহজে।

Stamina Health Tips: ৭৩ বছরেও যৌবন হাতের মুঠোয়! সারাদিনের রুটিনেই লুকিয়ে এনার্জির চাবিকাঠি, বৃদ্ধের দেশি ডায়েট জেনে নিন ভিডিওয়ে

পুরুলিয়া: শরীর নিয়ে সচেতন আজকাল সকলেই। তাই নিজেকে সুস্থ রাখতে অনেকেই শরীরচর্চা করেন। ‌ টলিউড-বলিউড তারকারাই হোক কিংবা রাজনৈতিক নেতারা শরীরচর্চার জন্য সর্বদাই লাইমলাইটে থাকেন তাঁরা‌। লালমাটির জেলা পুরুলিয়াতেও এর ব্যতিক্রম হতে দেখা যায় না। ত্রিফলা চূর্ণ খেয়ে ৪০ মিনিটের যোগাসন করে ৭৩ বছর বয়সেও যেন তরতাজা যুবক আদিবাসী কুড়মি সমাজের অন্যতম পরিচিত মুখ অজিত প্রসাদ মাহাতো।

ছোটবেলা থেকেই তিনি নিরামিষভোজী। বাড়ির উঠোনেই হাঁটেন প্রায় ৫০ মিনিট। ‌তারপর ত্রিফলা চূর্ণ খেয়ে যোগাসন সেরে নিত্যদিনের কাজে লেগে পড়েন।‌ ৭৩ বছর বয়সেও তিনি কপালভাতি, অনুলোম-বিলোম, নৈলি, এই সমস্ত ভারী ভারী যোগাসন করেন। প্রতিদিনের ৫০ মিনিটের হাঁটা আর ৪০ মিনিটের যোগাসন যেন তাঁকে তরতাজা যুবকের মতো শক্তপোক্ত করে রেখেছে। ‌তাই প্রতিদিনই নয়া উদ্যম নিয়ে ছুটে বেড়ান রাজনীতির ময়দানে।

আরও পড়ুন: প্রবল গরমে কিডনি থাকবে সতেজ! কেবল ‘এই’ ৫ ফলেই শরীরে ম্যাজিক ঘটবে, কাছে ঘেঁষবে না বড়সড় অসুখ, এক নজরে তালিকা

এ বিষয়ে প্রার্থী অজিত প্রসাদ মাহাতো জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি হরতকি চূর্ণ খান। তারপর নিয়ম করে ৫০ মিনিট হাঁটেন।‌ তারপর করেন যোগাসন। এই নিয়মে তিনি নিজেকে ছেলেবেলা থেকেই তৈরি করেছেন।‌ এটা তাঁর নিত্যদিনের অভ্যাস। এভাবে তিনি নিজের জীবনের ৭৩টা বছর পার করেছেন। নিজেকে এই ভাবেই সুস্থ রেখে তিনি রোজ রাজনীতির ময়দানে নয়া লড়াইয়ের প্রস্তুতি নেন।

বছরখানেক আগে জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন কুড়মি প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। ‌কিন্তু নিজেকে সুস্থ রাখতে তিনি প্রতিনিয়ত যেভাবে শরীর চর্চা করেন তাতে বিশেষ কোনও রোগ তাঁকে কাবু করতে পারেনি। একেবারেই তরতাজা যুবকদের মতো তিনি ছুটে বেড়ান সর্বত্র। সুগার প্রেসার সবকিছুই নরমাল। আর এর অন্যতম সিক্রেট হল তার শরীর চর্চা।

শরীর সুস্থ থাকলে মনও চাঙ্গা থাকে। নিজেকে ফিট ও ফাইন রাখতে তাই অনেকেই জিম, যোগা, ব্যায়াম, জুম্বা বিভিন্ন কাজ করে থাকেন। একইভাবে নিজেকে সুস্থ রাখতে রোজ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কুড়মি প্রার্থী অজিত প্রসাদ মাহাতো।

শমিষ্ঠা ব্যানার্জি