Tag Archives: Surya Kumar Yadav

IND vs England, T20 : দুরন্ত সেঞ্চুরিতে ট্রাজিক নায়ক সূর্য কুমার, নিয়ম রক্ষার ম্যাচ জিতল ইংল্যান্ড

#নটিংহ্যাম: রবিনহুডের শহর বলে পরিচিত নটিংহ্যাম। শেরউডের জঙ্গলে ইংলিশ ঐতিহাসিক নায়কের মূর্তি রয়েছে এখনো। সেই শহরের ক্রিকেট মাঠ ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত যে প্রবল চাপে, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল ইংল্যান্ডের ২১৫ রান তোলার পর। এত রান তাড়া করে দ্বিতীয় ইনিংসে জয়ের নেই টি টোয়েন্টি ক্রিকেটে এই মাঠে।

অন্তত আজকের আগে পর্যন্ত তাই ছিল। ভারতের শুরুটা জঘন্য হল। পন্থ এক রান করে আউট হলেন। তিন নম্বরে নেমে বিরাট কোহলি দেখার মত একটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারলেন। মনে হচ্ছিল আজ বোধহয় বড় ইনিংস খেলতে চলেছেন তিনি। কিন্তু তারপরের বলেই মারতে গিয়ে রয়ের হাতে ক্যাচ দিলেন ( ১১)।

রোহিত শর্মাও আউট হয়ে গেলেন ১১ করে। ৩১ রানে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। কিন্তু ভারতকে কিছুটা লড়াইয়ে ফেরালেন সূর্য কুমার যাদব। বুদ্ধিদীপ্ত ব্যাটিং করলেন তিনি। সিঙ্গল, ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন। প্রয়োজনে বড় শট মারলেন। যতক্ষণ তিনি ছিলেন ভারতের আশা ছিল।

অন্যদিকে তাকে সহায়তা করার চেষ্টা করছিলেন শ্রেয়স। কিন্তু দুটি ছক্কা বাদে সেভাবে কিছু করতে পারেনি। ২৮ করে আউট হলেন শ্রেয়স। সূর্য কুমার বুঝিয়ে দিলেন কেন তাকে ভারতীয় ক্রিকেটে মিস্টার ৩৬০ ডিগ্রী বলা হয়। ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন সূর্য। টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন তিনি।

কিন্তু ব্যর্থ দীনেশ কার্তিক (৬)। এল বি ডব্লিউ হয়ে ফিরলেন। রবীন্দ্র জাদেজা আউট হলেন ৭ করে। যোগ্য পার্টনারের অভাবে ভুগলেন তিনি। যার জন্য লড়াই করেও ভারতকে হেরে যেতে হল। দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল ৪১ রান। মইন আলির ৫ বলে ১৬ রান নিলেন তিনি। ৫৫ বলে ১১৭ করে আউট হলেন সূর্য। ইংলিশ সমর্থক রা উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন তার এমন অনবদ্য লড়াইয়ে।

এই জায়গা থেকে ভারত হেরে যাবে এটা জানাই ছিল। হেরে গেল। হোয়াইটওয়াশ হল না ইংল্যান্ড। কিন্তু ভারতীয় দলের সাহসী এবং আগ্রাসী ক্রিকেট মনে থেকে যাবে অনেকদিন। বিশেষ করে সূর্য কুমারের মাস্টার ক্লাস ভুলে যাওয়া সম্ভব নয়। ট্রাজিক নায়ক হয়ে গেলেন সূর্য কুমার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি তার জায়গা নিশ্চিত করে ফেলেছেন তা বলা যায়।

Surya Kumar Yadav : বড় ক্ষতি! চোট পেয়ে এবারের মত আইপিএল শেষ হয়ে গেল সূর্য কুমারের

#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন তিনি। নিজের ক্ষমতা অনুযায়ী বেশ কিছু ভাল ইনিংস উপহার দিয়েছেন এবারের আইপিএলে। কিন্তু হঠাৎ করেই চোটের কবলে পড়ে গেলেন সূর্যকুমার। ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। সামনেই অস্ট্রেলিয়ার মাটিতে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ।চোট পেলেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন – Jasprit Bumrah vs KKR : ‘বুম বুম ‘বুমরাহর আগুনে পাঁচ উইকেটে প্রথমেই ব্যাকফুটে কেকেআর

এবারের আইপিএলে আর খেলতে দেখা যাবে না মুম্বইয়ের এই ব্যাটারকে। আইপিএলের পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজে তাঁকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আইপিএলের শুরুতে দু’টি ম্যাচে খেলতে পারেননি সূর্যকুমার। সেই সময়েও তাঁর চোট ছিল। সেই চোট সারিয়ে দলে ফেরেন অভিজ্ঞ ব্যাটার।

কিন্তু তাতেও ম্যাচ জিততে পারছিল না মুম্বই। তিনি যদিও ছন্দেই ছিলেন। ৮ ম্যাচে ৩০৩ রান করেছেন সূর্য। বাঁহাতের পেশিতে টান লাগে তাঁর। সেই চোটের কারণেই এ বারের আইপিএলে আর খেলতে দেখা যাবে না সূর্যকে। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের মতে সূর্যকুমারের যে চোট রয়েছে তাতে তাঁর বিশ্রাম নেওয়া উচিত।

এবারের আইপিএলে প্লে-অফে যাওয়ার সুযোগ নেই মুম্বইয়ের। সূর্যকুমার ছিটকে যেতে তাই খুব বড় ক্ষতি হল না তাদের। বাকি চার ম্যাচে জিতলেও এবারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত মুম্বইয়ের। এখনও পর্যন্ত মাত্র দু’টি ম্যাচ জিতেছে তারা। সূর্যকুমার নিজে আশাবাদী তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবেন।

Ind vs Eng: সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ পাড়ি দিলেন ইংল্যান্ডে

#লন্ডন: ইংল্যান্ড সফরে ভারতীয় দলের জন্য অবশেষে ভালো খবর৷ সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) আর পৃথ্বী শ (Prithvi Shaw) কলম্বো থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমালেন৷ সূর্যকুমার যাদব ইংল্যান্ড পাড়ি জমানোর আগে নিজেই ট্যুইট করেন৷ তিনি নিজের ট্যুইটে লিখেছেন এবার পরের গন্তব্য ইংল্যান্ড৷ ঈশ্বরকে ধন্যবাদ৷ দুই ক্রিকেটার তিনদিন আগেই শ্রীলঙ্কা থেকে বেরিয়েছেন৷ কিন্তু ভিসার সঙ্গে যুক্ত কাগজপত্র না থাকায় শ্রীলঙ্কাতেই আটকে থাকতে চাওয়া হয়েছিল৷ চোটগ্রস্ত দুই ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill) ও ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) বদলি হিসেবে টেস্ট সিরিজে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন৷

দুই ক্রিকেটার বুধবার সকালে ইংল্যান্ড পৌঁছে যাবেন আশা করা হচ্ছে৷ তারপর করোনা প্রটোকল মেনে অন্তত দশদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ তারপর তাঁদের টেস্ট খেলার জন্য পাওয়া যাবে৷ পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব শ্রীলঙ্কায় শেষ দুটি টি টোয়েন্টিতে খেলতে পারেননি৷ করোনা পজিটিভ ক্রুণাল পান্ডিয়ার সান্নিধ্যে আসার জন্য তাঁরা শেষ দুটি ম্যাচে আইসোলেশনে ছিলেন৷

সূর্যকুমার যাদব শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে তে ভালোই রান বানিয়েছে৷ পৃথ্বী তিন ম্যাচে ৩৫ গড়ে ১০৫ রান করেছেন৷ ৬২ গড়ে তিন ম্যাচে ১২৪ রান করেছেন৷ টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ খেলে তিনি ৫০ রান করেন৷

সূর্য কুমার এখনও একটিও টেস্ট ম্যাচ খেলেননি৷ তিনি এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছেন৷ প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর রেকর্ড খুব ভালো৷ ৭৭ ম্যাচে ৪৪ -র বেশি গড়ে ৫৩২৬ রান করেছেন৷ তাঁর ব্যাটে রয়েছে ১৪ টি শতরান৷ এদিকে পৃথ্বী শ ৪২ গড়ে ৫ টি টেস্ট ম্যাচে ৩৩৯ রান করেছেন৷ মুম্বইয়ের এই ক্রিকেটার অভিষেকেই শতরান করেন৷

তিনি গত বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্টের পরে এই ফর্ম্যাট খেলেনি৷ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া টেস্টে কোনও সুযোগ পাননি৷ বিজয় হাজারেতে তাঁর পারফরম্যান্স দারুণ ছিল৷ ৮ ম্যাচ ১৬৫ গড়ে ৮২৭ রান করেন৷ তাঁর ৪ টি শতরান করেন৷

বুমরাহের হবু বউকে কী ট্যুইট করেছিলেন সূর্য কুমার যাদব! বিয়ের ঠিক আগেই তা ভাইরাল

#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের একটি পুরনো ট্যুইট হঠাৎই ভাইরাল! জসপ্রীত বুমরাহ ও সঞ্জনা গণেশন পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এই নিয়ে মিডিয়া সিলমোহর দিয়ে দিলেও , পাত্র বা পাত্রী কেউই এখনও এই নিয়ে কোনও মুখ খোলেননি৷ তবে বুম বুম বুমরাহের হবু বউকে একবছর আগে সোশ্যাল মিডিয়ায় ঠিক কী লিখেছিলেন সূর্য কুমার যাদব?

গত বছর সেপ্টেম্বরে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন সঞ্জনা৷ আর সেখানে লিখেছিলেন  “All smiles because it begins in TWO DAYS FROM NOWWW! #IPL2020”-অর্থাৎ সকলের মুখে হাসি কারণ আর ২ দিনেই এটা শুরু হচ্ছে৷ আইপিএল ২০২০৷

ভারতীয় দল এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেট সিরিজ খেলছে৷ কিন্তু বুমরাহ ব্যক্তিগত কারণে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন৷ এই ছুটি নেওয়ার কারণ হল বিয়ে সেরে ফেলা৷ এবার বুমরাহর বিয়ে নিয়ে নান জল্পনা, কল্পনা.সূত্র সব দিয়ে খবর তৈরি হচ্ছে৷ যার মধ্যে বেশ কয়েকবার ভুল খবরও রটেছে৷ কিন্তু এদিক ওদিক সব পক্ষের ইঙ্গিত থেকে যেটা নিশ্চিত তা হল বুমরাহ ও সঞ্জনা৷

বুমরাহ ও সঞ্জনা বিয়ের খবরের মধ্যেই একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল (Viral Video)  হয়েছে৷  আর এই ভিডিওতে সকলেই তাঁদের বিয়ে হওয়ার আগেই অগ্রিম আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন৷

স্পোর্টস ওয়েবসাইট স্পোর্টস কীডা -র খবর অনুযায়ি সঞ্জনা আর জসপ্রীত বুমরাহের বিয়ে গোয়াতে হবে৷ সঞ্জনা আইপিএলের অ্যাঙ্করিং করে নজরে আসেন৷ ২০১৯ বিশ্বকাপেও তাঁকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বভার সামলেছেন৷ এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী  মডেলিংও করছেন৷ ২০১৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছন তিনি৷ সঞ্জনা এম টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্পিলটসভিলাতেও অংশ নিয়েছেন৷ ২০১৩ তে সঞ্জনা ফেমিনা মিস গর্জাস পুরস্কার পান৷

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে সঞ্জনা নিজের হবু বর বুমরাহের সাক্ষাৎকার নিচ্ছেন৷ এদিকে সঞ্জনার আগেও বুমরাহের সঙ্গে নাম জড়িয়েছে অন্য মহিলার৷ তেলেগু ছবির অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সঙ্গে তাঁর গুপচুপ সম্পর্কের কথা শোনা গিয়েছিল৷ অনুপমা কয়েকদিন আগেও গুজরাতে গিয়েছিলেন৷ তার ফলে বুমরাহের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে এরকম একটা সম্ভবনাও তৈরি হয়েছিল৷ কিন্তু অনুপমার মা সেই গসিপে জল ঢেলে দেন৷ তিনি জানিয়েছিলেন শ্যুটিংয়ের কারণে অনুপমা গুজরাতে গিয়েছিলেন৷ তিনি জানিয়ে দেন তাঁর মেয়ে বুমরাহকে বিয়ে করছেন না৷

এদিকে অনুপমা -র নাম বুমরাহের পাত্রী তালিকা থেকে সরে যাওয়ার পর সঞ্জনার নাম সামনে আসে৷ সঞ্জনা আইপিএলের সময় কেকেআর ডায়ারিজ নামে শো করতেন , ২০১৬ তেও তিনি কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন আর নাইট ক্লাব নামের শো হোস্ট করতেন৷