Tag Archives: technology news

Online Fraud: এক ফোনে ব্যাঙ্কের সব টাকা খালি! সাবধান, নিজেই জেনে নিন আপনার আধার-সিম লিঙ্ক আছে কি না? এভাবে

সারা দেশে সাইবার ক্রাইম বাড়ছে। সম্প্রতি চণ্ডীগড়ের এক মহিলা সিম কার্ড কেলেঙ্কারিতে ৮০ লাখ টাকা হারিয়েছেন। তিনি একজন পুলিশ অফিসার হিসাবে পরিচয় দিয়ে একজন প্রতারকের কাছ থেকে একটি কল পেয়েছিলেন। যিনি তাঁকে বলেছিলেন যে, তাঁর আধার কার্ডে নথিভুক্ত একটি সিম কার্ড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি অবৈধ কার্যকলাপের ভুক্তভোগী হিসাবে গ্রেফতারের ভয়ে সেই কলারের দাবিতে সম্মত হন এবং টাকা স্থানান্তর করেন।
সারা দেশে সাইবার ক্রাইম বাড়ছে। সম্প্রতি চণ্ডীগড়ের এক মহিলা সিম কার্ড কেলেঙ্কারিতে ৮০ লাখ টাকা হারিয়েছেন। তিনি একজন পুলিশ অফিসার হিসাবে পরিচয় দিয়ে একজন প্রতারকের কাছ থেকে একটি কল পেয়েছিলেন। যিনি তাঁকে বলেছিলেন যে, তাঁর আধার কার্ডে নথিভুক্ত একটি সিম কার্ড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি অবৈধ কার্যকলাপের ভুক্তভোগী হিসাবে গ্রেফতারের ভয়ে সেই কলারের দাবিতে সম্মত হন এবং টাকা স্থানান্তর করেন।
এর জন্য DoT একটি অনলাইন পোর্টাল চালু করেছে - টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (TAF-COP), কারও আধার কার্ডের সঙ্গে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার আছে তা পরীক্ষা করতে।
এর জন্য DoT একটি অনলাইন পোর্টাল চালু করেছে – টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (TAF-COP), কারও আধার কার্ডের সঙ্গে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার আছে তা পরীক্ষা করতে।
নিজেদের আধার কার্ডে কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে, তা পরীক্ষা করার উপায় -- এর জন্য প্রথমেই TAFCOP ওয়েবসাইট ওপেন করতে হবে - https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/                                       - এরপর প্রদত্ত বক্সে নিজেদের মোবাইল নম্বর লিখতে হবে।                               - এরপর ক্যাপচা কোড লিখতে হবে এবং “request OTP”-তে ক্লিক করতে হবে।
নিজেদের আধার কার্ডে কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে, তা পরীক্ষা করার উপায় — এর জন্য প্রথমেই TAFCOP ওয়েবসাইট ওপেন করতে হবে – https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/                                                                                                
 - এরপর প্রদত্ত বক্সে নিজেদের মোবাইল নম্বর লিখতে হবে।                                                                               - এরপর ক্যাপচা কোড লিখতে হবে এবং “request OTP”-তে ক্লিক করতে হবে।
– এরপর প্রদত্ত বক্সে নিজেদের মোবাইল নম্বর লিখতে হবে।                                                                               – এরপর ক্যাপচা কোড লিখতে হবে এবং “request OTP”-তে ক্লিক করতে হবে।
- এরপর OTP লিখতে হবে এবং “Login”-এ ক্লিক করতে হবে।                            - এরপর নিজেদের আইডিতে রেজিস্টার করা মোবাইল নম্বরগুলির একটি তালিকা দেখতে পাওয়া যাবে।                                                                                            - এরপর চেক করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, নিজেদের বা নিজেদের আত্মীয়দের নামে কোনও মোবাইল নম্বর চালু করা আছে কি না। - কোনও সন্দেহের ক্ষেত্রে, এই ওয়েবসাইটটি ৩টি বিকল্প দেয় - “Not my number,” “Not required” এবং “Required।”
– এরপর OTP লিখতে হবে এবং “Login”-এ ক্লিক করতে হবে।                                                                              – এরপর নিজেদের আইডিতে রেজিস্টার করা মোবাইল নম্বরগুলির একটি তালিকা দেখতে পাওয়া যাবে।                                                                                                                                                                                           – এরপর চেক করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, নিজেদের বা নিজেদের আত্মীয়দের নামে কোনও মোবাইল নম্বর চালু করা আছে কি না।                                                                                                          – কোনও সন্দেহের ক্ষেত্রে, এই ওয়েবসাইটটি ৩টি বিকল্প দেয় – “Not my number,” “Not required” এবং “Required।”
TAF-COP পোর্টাল গ্রাহকদের রিপোর্ট করতে এবং নিজেদের নয় এমন নম্বরগুলি ব্লক করতে দেয়। এক্ষেত্রে “Not my number”-এ ক্লিক করে নিজেদের আইডি রেজিস্টার করতে হবে এবং নিজেদের পরিবারের কোনও সদস্যের নয়, এমন একটি নম্বরের ক্ষেত্রে রিপোর্ট করা যেতে পারে।
TAF-COP পোর্টাল গ্রাহকদের রিপোর্ট করতে এবং নিজেদের নয় এমন নম্বরগুলি ব্লক করতে দেয়। এক্ষেত্রে “Not my number”-এ ক্লিক করে নিজেদের আইডি রেজিস্টার করতে হবে এবং নিজেদের পরিবারের কোনও সদস্যের নয়, এমন একটি নম্বরের ক্ষেত্রে রিপোর্ট করা যেতে পারে।

Gmail ঠিকভাবে ব্যবহার করছেন তো? দারুণ এই ৫ ফিচারের কথা কিন্তু অনেকেরই অজানা

জিমেল সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার করা মেল সিস্টেম। এর অনন্য এবং বহুসংখ্যক ফিচার আমাদের ই-মেল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও প্রসারিত করেছে। তবে এমন কিছু ফিচারও এখানে আছে যা কাজ সহজ করে দিলেও তা অনেকেরই অজানা। আজ আমরা সেই রকমই পাঁচটি টিপস নিয়ে কথা বলব।

কাস্টমাইজড সোয়াইপ অ্যাকশন

জিমেলে দ্রুত সোয়াইপ অ্যাকশন কাস্টমাইজ করা যেতে পারে। এর সাহায্যে আর্কাইভ অ্যাক্সেস, কোনও কিছু ডিলিট করা, রিড/আনরিড মার্ক করা, ই-মেল স্নুজ করা ইত্যাদি ফিচারগুলি ব্যবহার করা যেতে পারে। এর জন্য ব্যবহারকারীদের এই ধাপটি অনুসরণ করতে হবে, সেটিংস> জেনারেল সেটিংস> সোয়াইপ অ্যাকশনে গিয়ে পছন্দ মতো কাস্টমাইজড করা।

কনফিডেন্সিয়াল মোড

এই ফিচারের সাহায্যে যে কেউ গোপনীয় ই-মেল পাঠাতে পারেন। এর জন্য মেল কম্পোজ করার সময় একেবারে নিচের দিকের লক অ্যান্ড ব্লক আইকনে ক্লিক করতে হবে। এর সাহায্যে কোনও মেলের এক্সপায়রেশন ডেট, ই-মেল খোলার জন্য প্রয়োজনীয় পাসওয়ার্ড ইত্যাদি সেট করা যায়।

মেল শিডিউল করা

ব্যবহারকারীরা খুব সহজেই কোনও মেল শিডিউল তৈরি করে রাখতে পারেন। এতে মেলটি সেট করা টাইমে প্রাপকের কাছে পৌঁছে যাবে। এটি করতে মেলটিকে ড্রাফটে সেভ করা যেতে পারে।

অ্যাডভান্স সার্চ অপারেটর

জিমেলের সার্চ বার বিভিন্ন অ্যাডভান্স সার্চ অপারেটরের মাধ্যমে আরও সহজে এবং নির্ভুল ভাবে মেল খুঁজতে সাহায্য করে।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে ব্লক করেছে প্রিয়জন? বুঝবেন কী ভাবে? সহজ ৫ টিপসেই সবটা বুঝে যাবেন

আরও পড়ুন: আপনার মোবাইল নম্বর আপনারই, অন্য কারও নয়, জেনে নিন সিম সোয়াইপ স্ক্যাম থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন

কিবোর্ড শর্টকাট

জিমেলের কিবোর্ডে এমন অনেক শর্টকাট রয়েছে যা আমাদের জিমেল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তোলে। এর জন্য এই সহজ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটিংস> অল সেটিংস> জেনারেল সেটিংস> কিবোর্ড শর্টকাট। এছাড়া আরও কিছু শর্টকাট রয়েছে যেমন,

সি- নতুন মেল কম্পোজ করা

ই- আর্কাইভ ইমেইল

শিফট+ ইউ- আনরিড হিসেবে মার্ক করা

জি+ আই- গো টু ইনবক্স

এই শর্টকাটগুলি ব্যবহার করে আমরা জিমেল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলতে পারি। এই শর্টকাটগুলির সাহায্যে খুব সহজে এবং খুব দ্রুততার সঙ্গে আমরা মেল কম্পোজ করতে পারি।

Instagram: ইনস্টাগ্রামে ব্লক করেছে প্রিয়জন? বুঝবেন কী ভাবে? সহজ ৫ টিপসেই সবটা বুঝে যাবেন

আমাদের মধ্যে অনেকেই জানতে চান যে কেউ আমাদের ইনস্টাগ্রামে ব্লক করেছে কি না? অনেক সময় পরিচিতদের মেসেজ বা কনট্যাক্টে আকস্মিক পরিবর্তন দেখা যায় বা তাদের প্রোফাইল এবং পোস্টগুলি দেখতে আমরা অক্ষম হই। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে, তারা আমাদের ব্লক করে নি তো? তবে নিশ্চিত ভাবে এটি সম্পর্কে জানতে হলে এই পাঁচটি ধাপ অবলম্বন করতে হবে। সহজ কথায় ইনস্টাগ্রামে ব্লক হওয়ার অর্থ হল ওই ব্যক্তি তাদের প্রোফাইলে ব্যবহারকারীর অ্যাক্সেস সীমাবদ্ধ করেছে।
আমাদের মধ্যে অনেকেই জানতে চান যে কেউ আমাদের ইনস্টাগ্রামে ব্লক করেছে কি না? অনেক সময় পরিচিতদের মেসেজ বা কনট্যাক্টে আকস্মিক পরিবর্তন দেখা যায় বা তাদের প্রোফাইল এবং পোস্টগুলি দেখতে আমরা অক্ষম হই। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে, তারা আমাদের ব্লক করে নি তো? তবে নিশ্চিত ভাবে এটি সম্পর্কে জানতে হলে এই পাঁচটি ধাপ অবলম্বন করতে হবে। সহজ কথায় ইনস্টাগ্রামে ব্লক হওয়ার অর্থ হল ওই ব্যক্তি তাদের প্রোফাইলে ব্যবহারকারীর অ্যাক্সেস সীমাবদ্ধ করেছে।
কেউ আমাদের ইনস্টাগ্রামে ব্লক করেছে কি না তা জানতে কিছু লক্ষণ লক্ষ্য করে দেখা যেতে পারে। সাধারণত, যখন কাউকে ব্লক করা হয় তখন লক্ষ্য করা যাবে যে, ওই ব্যক্তির প্রোফাইল সার্চ করেও তাকে পাওয়া যাবে না। তা সত্ত্বেও যদি সরাসরি তাদের প্রোফাইল দেখার চেষ্টা করা হয় তবে ইনস্টাগ্রামে একটি মেসেজ প্রদর্শিত হবে যা নির্দেশ করে যে প্রোফাইলটি উপলব্ধ নয়। এমনও হতে পারে যে, ব্যবহারকারী তাদের ফিডে আপডেট বা পোস্টে কোনও কমেন্টসও দেখতে পাবে না।
কেউ আমাদের ইনস্টাগ্রামে ব্লক করেছে কি না তা জানতে কিছু লক্ষণ লক্ষ্য করে দেখা যেতে পারে। সাধারণত, যখন কাউকে ব্লক করা হয় তখন লক্ষ্য করা যাবে যে, ওই ব্যক্তির প্রোফাইল সার্চ করেও তাকে পাওয়া যাবে না। তা সত্ত্বেও যদি সরাসরি তাদের প্রোফাইল দেখার চেষ্টা করা হয় তবে ইনস্টাগ্রামে একটি মেসেজ প্রদর্শিত হবে যা নির্দেশ করে যে প্রোফাইলটি উপলব্ধ নয়। এমনও হতে পারে যে, ব্যবহারকারী তাদের ফিডে আপডেট বা পোস্টে কোনও কমেন্টসও দেখতে পাবে না।
প্রোফাইল অনুসন্ধান: এটি পরীক্ষা করার প্রথম এবং সম্ভবত সবচেয়ে সহজ উপায় হল সার্চ করার মাধ্যমে তাদের প্রোফাইল সার্চ করা। যদি তাদের খুঁজে না পাওয়া যায় তবে এর একটি সম্ভাব্য কারণ হল ব্যবহারকারীকে ব্লক করা হয়েছে।
প্রোফাইল অনুসন্ধান: এটি পরীক্ষা করার প্রথম এবং সম্ভবত সবচেয়ে সহজ উপায় হল সার্চ করার মাধ্যমে তাদের প্রোফাইল সার্চ করা। যদি তাদের খুঁজে না পাওয়া যায় তবে এর একটি সম্ভাব্য কারণ হল ব্যবহারকারীকে ব্লক করা হয়েছে।
অন্য অ্যাকাউন্ট থেকে চেক করা: আমাদের মধ্যে অনেকেই এমন করেন। আমরা নিশ্চিত হওয়ার জন্য আমাদের অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ করে দেখি ব্লক করা হয়েছে কি না।
অন্য অ্যাকাউন্ট থেকে চেক করা: আমাদের মধ্যে অনেকেই এমন করেন। আমরা নিশ্চিত হওয়ার জন্য আমাদের অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ করে দেখি ব্লক করা হয়েছে কি না।
ডিএম চেক করা: যদি ব্যবহারকারীর মনে হয় তাকে ব্লক করা হয়েছে তাহলে ডিএম-এ গিয়ে সেই ব্যক্তির চ্যাট খুঁজতে হবে। এটি খোলার পরে, তাদের প্রোফাইল ছবিতে ক্লিক করে প্রোফাইলে যেতে হবে। যদি ব্যবহারকারী তাদের প্রোফাইল ছবি দেখতে অক্ষম হন বুঝতে হবে তাঁকে ব্লক করা হয়েছে।
ডিএম চেক করা: যদি ব্যবহারকারীর মনে হয় তাকে ব্লক করা হয়েছে তাহলে ডিএম-এ গিয়ে সেই ব্যক্তির চ্যাট খুঁজতে হবে। এটি খোলার পরে, তাদের প্রোফাইল ছবিতে ক্লিক করে প্রোফাইলে যেতে হবে। যদি ব্যবহারকারী তাদের প্রোফাইল ছবি দেখতে অক্ষম হন বুঝতে হবে তাঁকে ব্লক করা হয়েছে।
ব্লককারীদের অ্যাকাউন্টে ট্যাগ করা: যদি কেউ ব্যবহারকারীকে ব্লক করে থাকেন, তবে তাঁদের পোস্ট বা মেসেজে ট্যাগ করা যায় না। ব্যবহারকারীকে ব্লক করা হয়েছে কি না তা নির্ধারণ করতে, একটি মেসেজে ওই ব্যক্তিটিকে ট্যাগ করার চেষ্টা করা যেতে পারে৷
ব্লককারীদের অ্যাকাউন্টে ট্যাগ করা: যদি কেউ ব্যবহারকারীকে ব্লক করে থাকেন, তবে তাঁদের পোস্ট বা মেসেজে ট্যাগ করা যায় না। ব্যবহারকারীকে ব্লক করা হয়েছে কি না তা নির্ধারণ করতে, একটি মেসেজে ওই ব্যক্তিটিকে ট্যাগ করার চেষ্টা করা যেতে পারে৷
প্রোফাইলের জন্য ওয়েব সার্চ করা: প্রতিটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁদের ব্যবহারকারীর নাম সহ একটি স্বতন্ত্র প্রোফাইল লিঙ্কের অধিকারী। কারও প্রোফাইল পেজ আমরা সহজেই অ্যাক্সেস করতে পারি। এর জন্য ব্যবহারকারীর ব্রাউজারের অ্যাড্রেস বারে instagram.com/username লিখে তাঁদের অ্যাকাউন্টে যেতে হবে৷ যদি ব্যবহারকারী "Sorry, this page isn’t available" এই মেসেজ পান তবে বুঝতে হবে তাঁকে ব্লক করা হয়েছে।
প্রোফাইলের জন্য ওয়েব সার্চ করা: প্রতিটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁদের ব্যবহারকারীর নাম সহ একটি স্বতন্ত্র প্রোফাইল লিঙ্কের অধিকারী। কারও প্রোফাইল পেজ আমরা সহজেই অ্যাক্সেস করতে পারি। এর জন্য ব্যবহারকারীর ব্রাউজারের অ্যাড্রেস বারে instagram.com/username লিখে তাঁদের অ্যাকাউন্টে যেতে হবে৷ যদি ব্যবহারকারী “Sorry, this page isn’t available” এই মেসেজ পান তবে বুঝতে হবে তাঁকে ব্লক করা হয়েছে।

Technology News: আপনার মোবাইল নম্বর আপনারই, অন্য কারও নয়, জেনে নিন সিম সোয়াইপ স্ক্যাম থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন

সিম অদলবদল কেলেঙ্কারিতে প্রতারকরা সিকিউরিটি ব্যবস্থা বাইপাস করার জন্য ফোন নম্বরের উপরে নিয়ন্ত্রণ লাভ করে। এই ক্ষেত্রে দুর্বলতার জায়গাটি বোঝা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিম সোয়াইপ স্ক্যামে স্ক্যামাররা একটি ফোন নম্বরকে অন্য একটি মোবাইল ফোনের নম্বরে ট্রান্সফার করে। এতে স্ক্যামাররা ব্যবহারকারীদের ফোন নম্বরের ওপরে নিয়ন্ত্রণ লাভ করে। এরপর সেই নম্বরের সাহায্যে তারা ফোনের সিকিউরিটি বাইপাস এবং টু-ফ্যাকটর অথেনটিকেশন বাইপাস করে ব্যবহারকারীদের ফোন নম্বর থেকে শুরু করে বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইত্যাদির উপর নিয়ন্ত্রণ লাভ করে।

সিম সোয়াইপ স্ক্যামের কারণ

সোশ্যাল ইঞ্জিনিয়ারিং- স্ক্যামাররা বিভিন্ন ধরনের প্রতারণামূলক টেকনিক ব্যবহার করে ব্যবহারকারীদের বিশ্বাস জোগায় যে তারাই এই নম্বরের একমাত্র মালিক।

ডেটা উলঙ্ঘন করা- ডেটা উলঙ্ঘন করা বা ডেটা ব্রিচ করা স্ক্যামারদের বিভিন্ন ভাবে স্ক্যাম করতে সাহায্য করে।

ইনসাইডার থ্রেটস- অনেকক্ষেত্রে স্ক্যামাররা মোবাইল ক্যারিয়ার কোম্পানির এমপ্লয়িদের সঙ্গে হাত মিলিয়েও ডেটা চুরি করে।

এই বিষয়গুলি দেখে বুঝতে হবে সিম সোয়াইপ স্ক্যাম হয়েছে-

১। আমাদের ফোনে যদি হঠাৎ “No Service” বা “Emergency Calls Only,” দেখায় তাহলে বুঝতে হবে ফোনে স্ক্যামিং হয়েছে

২। ফোন বা মেসেজ করতে অসমর্থ হলে

৩। বারে বারে কোনও অ্যাপে লগ-ইন বা ই-মেল এলে

৪। সিম কার্ড চেঞ্জ করতে হবে এমন কোন মেসেজ এলে

৫। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনও অ্যাকাউন্টে লগ-ইন করতে অসুবিধে হলে

আরও পড়ুন: মাত্র ৫ টাকারও কম দামে মিলছে ১ জিবি ইন্টারনেট ডেটা? আদৌ কি সত্যি? জানুন বিশদে

আরও পড়ুন: WhatsApp-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার! কীভাবে ব্যবহার করবেন দেখে নিন ধাপে ধাপে

কীভাবে সুরক্ষিত থাকা যায়

অ্যাকাউন্ট সিকিউরিটি বাড়াতে শক্তিশালী পাসওয়ার্ড বাড়াতে হবে

প্রতিটি ক্ষেত্রে সম্ভব হলে অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন করতে হবে

যে কোনও ফিশিং অ্যাক্টিভিটি থেকে দূরে থাকতে কোনও লিঙ্কে ক্লিক করা বা অজানা মেসেজ না খোলাই ভাল

অ্যাকাউন্ট মনিটর করতে নিয়মিত ব্যাঙ্ক, ই-মেল, সোশ্যাল মিডিয়া ইত্যাদি চেক করতে হবে

মোবাইল ক্যারিয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে

আইডেন্টিটি প্রোটেকশন সার্ভিস ব্যবহার করতে হবে

ফোনে বা কোনও অ্যাকাউন্টে সন্দেহজনক কোনও অ্যাক্টিভিটি হলে খুব দ্রুত মোবাইল ক্যারিয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে।

Technology News: বাজারে Motorola-র নতুন মডেল! দ্রুত চার্জিং, ৫০MP ফ্রন্ট ক্যামেরা, দাম কত দানেন

Lenovo-মালিকানাধীন Motorola ভারতে তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন – Motorola Edge 50 Ultra লঞ্চ করেছে। প্রিমিয়াম Motorola স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত এবং এটি একটি OLED ডিসপ্লে যুক্ত। স্মার্টফোনটিতে একটি ৫০MP প্রধান ক্যামেরা রয়েছে এবং এটি একটি ৪৫০০mAh ব্যাটারি দ্বারা সমর্থিত।

দাম এবং অফার

Motorola Edge 50 Ultra-এর দাম ৫৯,৯৯৯ টাকা এবং এটি ফরেস্ট গ্রে এবং পিচ ফাজ-প্যান্টোন রঙের বিকল্পগুলিতে কেনা যাবে।

স্মার্টফোনটি ২৪ জুন থেকে বিক্রি শুরু হবে এবং এটি Flipkart, Motorola.in এবং দেশের অনুমোদিত খুচরো দোকানগুলি সহ অনলাইনে পাওয়া যাবে। লঞ্চ অফারের অংশ হিসাবে, কোম্পানি এই স্মার্টফোনে ৫০০০ টাকা ছাড় দিচ্ছে। গ্রাহকরা নেতৃস্থানীয় ব্যাঙ্কগুলি থেকে কেনাকাটায় প্রতি মাসে ৪১৬৭ টাকা থেকে শুরু করে ১২ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই-এর সুবিধা পেতে পারেন।

Motorola Edge 50 Ultra ফোনের স্পেসিফিকেশন –

Motorola Edge 50 Ultra ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২২০ ও ২৭১২ পিক্সেল রেজোলিউশন যুক্ত। Motorola Edge 50 Ultra ফোনের ওলেড ডিসপ্লে ১৪৪ রিফ্রেশ রেট যুক্ত এবং এর পিক ব্রাইটনেস ২৫০০ নিটস। Motorola Edge 50 Ultra ফোন করনিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত। ফ্ল্যাগশিপ মোটোরোলা স্মার্টফোনটি ১২GB র‍্যামের সঙ্গে যুক্ত একটি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮s Gen ৩ চিপসেট দ্বারা চালিত। স্মার্টফোনটি ৫১২GB ইন্টারনাল স্টোরেজ অফার করে। Motorola Edge 50 Ultra ফোন Android 14 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

আরও পড়ুন:  জরুরি পরিস্থিতিতে প্রাণ বাঁচাবে অ্যাপলের এই ৪ ফিচার! জেনে রাখুন বিস্তারিত

আরও পড়ুন: মাত্র ৫ টাকারও কম দামে মিলছে ১ জিবি ইন্টারনেট ডেটা? আদৌ কি সত্যি? জানুন বিশদে

Ultra ফোন IP৬৮ রেটিং সহ আসে, যা এটিকে ধুলো এবং জল প্রতিরোধী করে তোলে। প্রিমিয়াম স্মার্টফোনটিতে f/১.৬ অ্যাপারচার এবং ৫০MP প্রধান ক্যামেরা সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়াও Motorola Edge 50 Ultra ফোনে রয়েছে ৫০MP আল্ট্রা-ওয়াইড অটোফোকাস ক্যামেরা এবং ৬৪MP ৩X পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা, f/২.৪ অ্যাপারচার সহ। Motorola Edge 50 Ultra ফোনের সামনে একটি ৫০MP সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও Motorola Edge 50 Ultra শ্যুটার স্মার্টফোনটিতে একটি স্টেরিও স্পিকার টিউন করা হয়েছে ডলবি অ্যাটমস দ্বারা।

Motorola Edge 50 Ultra ফোন একটি ৪৫০০mAh ব্যাটারি দ্বারা সমর্থিত, যা ১২৫W দ্রুত চার্জিং, ৫০W ওয়্যারলেস চার্জিং এবং ১০W সহ রেডিও পাওয়ার শেয়ার সমর্থন যুক্ত।

Technology News: জরুরি পরিস্থিতিতে প্রাণ বাঁচাবে অ্যাপলের এই ৪ ফিচার! জেনে রাখুন বিস্তারিত

অ্যাপল ডিভাইস মানেই উন্নত প্রযুক্তি। এই প্রযুক্তি শুধু ডিভাইসের মান উন্নত করে তাই নয়, বাস্তব জীবনেও সাহায্য করে। একাধিকবার ইউজারের প্রাণ বাঁচিয়েছে আইফোন। এমন গল্পও শোনা যায়। শুধু আইফোন নয়, অ্যাপল ওয়াচেও এই সব ফিচার রয়েছে। প্রতিটা নতুন ফ্ল্যাগশিপের সঙ্গে এই ফিচারগুলো আপগ্রেড করে অ্যাপল। এখানে অ্যাপলের তেমনই ৪টি ফিচার দেখে নেওয়া যাক।

এমার্জেন্সি এসওএস: এমার্জেন্সি এসওএসের মাধ্যমে ইউজাররা খুব দ্রুত এবং সহজে সাহায্য চেয়ে কল করতে পারেন। পরিচিতদের সতর্কও করা যায়। এসওএসে কল করলে আইফোন স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় এমার্জেন্সি নম্বরে ফোন করে এবং জরুরি পরিষেবাকে ইউজারের অবস্থান শেয়ার করে দেয়। যদিও বিভিন্ন দেশের জন্য নিয়ম আলাদা। ভারতে সাইড বাটন পরপর ৩ বার টিপে ইউজার জরুরি পরিষেবা পেতে পারেন।

ক্র্যাশ সনাক্তকরণ: আইফোন কোনও দুর্ঘটনা সনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে এমার্জেন্সিতে ফোন করতে পারে। আইফোন ১৪ এবং আপগ্রেড ভার্সন, অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এবং আপগ্রেড ভার্সন, অ্যাপল ওয়াচ এসই জেন ২ এবং আপগ্রেড ভার্সন, অ্যাপল ওয়াচ আলট্রা এবং আপগ্রেড ভার্সনে এই ফিচার রয়েছে। অ্যাপল জানিয়েছে, ইউজারের গাড়ি যদি দুর্ঘটনার কবলে পড়ে তাহলে আইফোন এবং অ্যাপল ওয়াচ স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিষেবাতে কল করতে পারে। ক্র্যাশ সনাক্ত করার পরেই ডিভাইসে কাউন্টডাউন শুরু হবে। তারপর ফোন যাওয়ার আগে একটা অ্যালার্ম বাজবে। তবে আইফোন এবং অ্যাপল ওয়াচ সব ক্র্যাশ সনাক্ত করতে পারে না।

আরও পড়ুন: WhatsApp-এ এআই-চালিত ছবি তৈরি করা আরও সহজ! শুধু জেনে নিন কী করতে হবে

আরও পড়ুন: WhatsApp-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার! কীভাবে ব্যবহার করবেন দেখে নিন ধাপে ধাপে

এমার্জেন্সি কনট্যাক্ট: এমার্জেন্সি পরিষেবা ছাড়াও ইউজাররা এমার্জেন্সি কনট্যাক্টগুলোও সেট আপ করতে পারেন। এর জন্য সেটিংসে গিয়ে এমার্জেন্সি এসওএস সার্চ করতে হবে। এখানে হেলথ বাটনে এমার্জেন্সি কনট্যাক্ট এডিট করার বিকল্প রয়েছে। ইউজাররা হেলথ অ্যাপও ব্যবহার করতে পারেন। প্রোফাইলে গিয়ে উপরের ডানদিকে আলত চাপ দিলে মেডিক্যাল আইডি দেখানো একটা উইন্ডো খুলবে। এখানে ক্লিক করে ইউজাররা এমার্জেন্সি কনট্যাক্ট যোগ করতে বা এডিট করতে পারেন।

স্যাটেলাইটের মাধ্যমে এমার্জেন্সি এসওএস: অ্যাপল স্যাটেলাইটের মাধ্যমে বাস্তব জীবনের জরুরি পরিস্থিতি মোকাবিলা করার ফিচার রয়েছে। ক্র্যাশ সনাক্তকরণের মতো, স্যাটেলাইটের মাধ্যমে জরুরি এসওএস-এর জন্য আইফোন ১৪ বা আইফোন ১৫ প্রয়োজন। এখানে সুবিধা হল ইউজারের সেলুলার বা ওয়াইফাই সংযোগ না থাকলেও জরুরি বার্তার সাহায্য পেতে পারেন।

Technology News: দিনের বেলা ছবি তোলার সময় কি মোবাইলের ফ্ল্যাশ ব্যবহার করা উচিত? সঠিক উত্তর জানুন

আজকালকার দিনে স্মার্টফোন ছাড়া কিছু ভাবাই যায় না। আর বাজারে ক্রমেই বাড়ছে স্মার্টফোনের চাহিদাও। আসলে স্মার্টফোনে থাকে ভাল মানের ক্যামেরাও। ফলে ছবি তোলা, ভিডিও করতেও হয় দারুণ সুবিধা। এমনকী আজকাল মাত্র ১০০০০ টাকার স্মার্টফোনেও মেলে ৫০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা। তবে ক্যামেরা যা-ই হোক না কেন, ছবি তোলার কায়দা না জানলে কিন্তু কোনওটাই কাজে আসবে না। আজ কথা বলা যাক স্মার্টফোনের ফ্ল্যাশের বিষয়ে।

আসলে অনেকেই বুঝে উঠতে পারেন না যে, দিনের বেলায় ছবি তোলার সময় ফ্ল্যাশ ব্যবহার করা উচিত কি না। কিংবা ফ্ল্যাশ লাইট কখন ব্যবহার করা উচিত। সেই সবই দেখে নেওয়া যাক।

কখন ফ্ল্যাশলাইট ব্যবহার করা উচিত নয়?

নাইট শট বা রাতে ছবি তোলার ক্ষেত্রে:
আজকাল বেশিরভাগ উন্নত মানের নতুন স্মার্টফোনগুলিতে নাইট মোড থাকে। তাই রাতের বেলায় ছবি তুলতে হলে নাইট মোড অন করতে হবে। এতে দারুণ ছবি উঠবে। এমনকী যেখানে কম আলো, সেখানেও এটি দারুণ কাজ করে।

আরও পড়ুন: মাত্র ৫ টাকারও কম দামে মিলছে ১ জিবি ইন্টারনেট ডেটা? আদৌ কি সত্যি? জানুন বিশদে

আরও পড়ুন: WhatsApp-এ এআই-চালিত ছবি তৈরি করা আরও সহজ! শুধু জেনে নিন কী করতে হবে

ইনডোর ইভেন্ট বা ঘরের ভিতর কোনও অনুষ্ঠান:

ঘরে ভিতরে মিটিং, পার্টি বা সেমিনার ইত্যাদির মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক্ষেত্রে ছবি তোলার জন্য ফ্ল্যাশলাইটের প্রয়োজন হয় না। এখানেই শেষ নয়, ইনডোর পোর্ট্রেটের জন্যও ফ্ল্যাশ লাইটের পরিবর্তে প্রাকৃতিক কিংবা কৃত্রিম আলো ব্যবহার করা যেতে পারে।

বড় ছবির ক্ষেত্রে:

গ্রুপ ছবি তুলতে হলেও ফ্ল্যাশ লাইট ব্যবহার করার কোনও মানে হয় না। কারণ মোবাইলের ফ্ল্যাশ লাইট খুব একটা প্রশস্ত এলাকা কভার করতে পারে না।

তাহলে স্মার্টফোনের ফ্ল্যাশ কখন কাজে আসবে?
আউটডোর পোর্ট্রেট:
দিনের বেলা বাইরে পোর্ট্রেট ছবি তোলার সময় ফ্ল্যাশলাইট ব্যবহার করতে পারেন। এভাবে একদিকে পড়া ছায়া নিয়ন্ত্রণ করা যায়। আর ছায়াযুক্ত স্থানে ছায়াও দেখা যায় না।

ব্যাকলাইট:

ছবি তোলার সময় আলোর উৎস পিছন দিকে থাকলে ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে হবে। এতে সাবজেক্ট বা বিষয়বস্তুর সামনের অংশও আলোকিত হবে এবং ছবি উঠবে ভাল।

সেলফি তোলার সময়:

সেলফি তোলার ক্ষেত্রে উজ্জ্বল আলোর প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে ফ্ল্যাশ ব্যবহার করা উচিত। অর্থাৎ সামগ্রিক ভাবে রাতে কিংবা দিনের বেলায় ফ্ল্যাশ লাইটের প্রয়োজন হয় না। তবে দিনের পোর্ট্রেটে ছায়া এবং আলোর ভারসাম্য বজায় রাখতে ফ্ল্যাশ ব্যবহার করা যেতে পারে।

Technology News: মাত্র ৫ টাকারও কম দামে মিলছে ১ জিবি ইন্টারনেট ডেটা? আদৌ কি সত্যি? জানুন বিশদে

আজকালকার এই ডিজিটাল যুগে স্মার্টফোন যেন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এটা এখন বিলাসিতার সামগ্রী নয়, বরং প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। তবে ইন্টারনেট ছাড়া স্মার্টফোন আবার কোনও কাজেই আসে না। এমন পরিস্থিতিতে মোবাইলের ইন্টারনেট ডেটা ফুরিয়ে গেলে ব্যবহারকারীদের জন্য তা বড় সমস্যা তৈরি করে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেট টপ-আপ প্ল্যান খুঁজতে শুরু করেন। এমতাবস্থায় আমরা Jio-র একটি বিশেষ প্ল্যানের বিষয়ে আলোচনা করতে চলেছি।

৫ টাকারও কম দামে প্ল্যান:

যাঁরা Jio সিম ব্যবহার করেন, তাঁরা ৫ টাকারও কম দামে ১ জিবি ডেটা পেতে পারেন। একেবারেই ঠিক শুনছেন। আসলে ৫ টাকারও কম মূল্যে ১ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। আজ আলোচনা করে নেওয়া যাক Jio-র ২২২ টাকার ডেটা বুস্টার প্ল্যানের বিষয়ে। এই প্ল্যানে প্রিপেড ব্যবহারকারীরা ৫০ জিবি ডেটা পেয়ে থাকেন। এর অর্থ হল, এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র ৫ টাকারও কম দামে ১ জিবি ডেটা পাচ্ছেন।
আজ এই ডেটা বুস্টার প্ল্যানের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। এই প্ল্যানের ক্ষেত্রে ব্যবহারকারীরা কলিং এবং এসএমএস-এর সুবিধা পাবেন না। বরং শুধুই ডেটার সুবিধা পাবেন।

আরও পড়ুন: WhatsApp-এ এআই-চালিত ছবি তৈরি করা আরও সহজ! শুধু জেনে নিন কী করতে হবে

আরও পড়ুন: WhatsApp-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার! কীভাবে ব্যবহার করবেন দেখে নিন ধাপে ধাপে

ব্যবহারকারীদের অতিরিক্ত ডেটার প্রয়োজন হলে এই প্ল্যানটি কিনতে পারেন। এই ডেটা প্ল্যানটি নিজস্ব বৈধতার সঙ্গে আসে না। এই প্ল্যানের বৈধতা শুধুমাত্র ব্যবহাকারীর অ্যাক্টিভ রিচার্জ প্ল্যানের উপর নির্ভর করে। ব্যবহারকারীরা যদি ২৮ দিনের বৈধতা বা ৫৬ দিনের বৈধতা-সহ রিচার্জ করেন, তাহলে এই ডেটা বুস্টার প্ল্যানটি ব্যবহারকারীর অ্যাক্টিভ রিচার্জের ভ্যালিডিটির সঙ্গে শেষ হয়ে যাবে।

কোন অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গে ডেটা বুস্টারটি সেরা হবে?

ব্যবহারকারীরা যদি কমপক্ষে ৮৪ বা ৯০ দিনের বৈধতার রিচার্জ প্ল্যানের সঙ্গে Jio-র এই ডেটা বুস্টার প্ল্যানটি কিনে থাকেন, তাহলে তাঁরা এটি সম্পূর্ণ ভাবে ব্যবহার করতে সক্ষম হবেন। সামগ্রিকভাবে দুই বা তিন মাসের বৈধতা-সহ এই প্ল্যানটি খুবই কার্যকর বলে প্রমাণিত হতে পারে। কারণ দৈনিক সীমা শেষ হয়ে যাওয়ার পরে ব্যবহারকারী এই প্ল্যানের সঙ্গে প্রদত্ত ডেটা ব্যবহার করতে সক্ষম হবেন।

Technology News: WhatsApp-এ এআই-চালিত ছবি তৈরি করা আরও সহজ! শুধু জেনে নিন কী করতে হবে

WhatsApp মেটাকে আবারও ধন্যবাদ জানানো উচিত। কারণ এআই ফিচারগুলির মধ্যে আগামী মাসগুলিতে আমরা একটি নয়া সংযোজন আসতে চলেছে। এটি হল এআই দিয়ে ছবি তৈরি করার ক্ষমতা। এখন, এই মেসেজিং অ্যাপটি আমাদের এই এআই-জেনারেট করা ছবি তৈরি করার একটি সহজ উপায় আনতে চলেছে। এই ফিচারটি আপাতত পরীক্ষাধীন রয়েছে, খুব শীঘ্রই এটি বাজারে আসবে, তখন আমরা বন্ধু এবং অন্যান্য পরিচিতির সঙ্গে এই ফিচারটি ভাগ করে নিতে পারব। এই সপ্তাহে অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.24.11.17-এর চ্যাট বক্সে এই নতুন অপশনটি দেখা গিয়েছে।

এআই-চালিত ছবিগুলি WhatsApp-এ শর্টকাটেই করা যাবে

আসন্ন ফিচারের বিশদ বিবরণ WaBetaInfo তার সর্বশেষ পোস্টে হাইলাইট করেছে। টিপস্টার নিশ্চিত করেছে যে, এই অপশনটি শুধুমাত্র নির্বাচিত পরীক্ষকদের জন্য উপলব্ধ যাঁরা ইতিমধ্যে মেটা এআই চ্যাটবটে অ্যাক্সেস পেয়েছেন। এপ্রিল থেকে WhatsApp ব্যবহারকারীদের জন্য লামা-চালিত এআই চ্যাটবট কী অফার করেছে, এটি ভারতের মতো দেশের ব্যবহারকারীরা পেয়েছেন।

একাধিক ব্যবহারকারী তাঁদের WhatsApp চ্যাট ফিডে প্রদর্শিত মেটা এআই চ্যাটবট সম্পর্কে আপডেট শেয়ার করেছেন, এআই-চালিত ছবি তৈরির জন্য নতুন শর্টকাট হিসাবে, WhatsApp ইমাজিন নামক চ্যাট অ্যাটাচমেন্ট বক্সের মধ্যে মেটা এআই আইকন যুক্ত করছে। এটিতে প্রেস করলে মেটা এআই চ্যাট বক্সটি উপস্থিত হবে এবং ব্যবহারকারীকে প্রম্পট লিখতে বলবে যার ভিত্তিতে ব্যবহারকারী এআই মডেলটি ইমেজ তৈরি করতে চান।

আরও পড়ুন: WhatsApp-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার! কীভাবে ব্যবহার করবেন দেখে নিন ধাপে ধাপে

আরও পড়ুন: আনরেড মেসেজও এবার মুছে দেওয়া যাবে নিমেষে! নতুন ফিচার আনছে WhatsApp

মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের মেসেজিং অ্যাপে এআই-জেনারেটেড প্রোফাইল ফটো তৈরি এবং ব্যবহার করার অপশনও দিতে চায়। WhatsApp অ্যান্ড্রয়েডে নির্বাচিত বিটা পরীক্ষকদের সঙ্গে এই ফিচারটি পরীক্ষা করছে।

এআই-এর এই অংশটি ব্যবহারকারীকে প্রোফাইল ফটো তৈরি করার জন্য সীমাহীন অপশন দেয়। অনেক ব্যবহারকারী তাঁদের প্রকৃত ছবির পরিবর্তে এই কৃত্রিম ভাবে তৈরি ছবিগুলিকে প্রোফাইল ফটো হিসাবে ব্যবহার করতে পারেন। তবে, WhatsApp একমাত্র মেসেজিং অ্যাপ নয় যেটি এআই-এর ক্ষমতা যুক্ত। মাইক্রোসফ্ট এই সপ্তাহে টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য একটি বট হিসাবে তার Copilot চালু করেছে, যা ব্যবহারকারীকে প্রম্পটের সাহায্যে কবিতা তৈরি করতে, কিছু লিখতে এবং বিষয়বস্তু অনুবাদ করতেও সাহায্য করবে।

Technology News: WhatsApp-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার! কীভাবে ব্যবহার করবেন দেখে নিন ধাপে ধাপে

গত বছরই ঘোষণা হয়েছিল। এবার এসে গেল নতুন ফিচার। ভিডিও কলের সময় এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন WhatsApp ইউজাররা। জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিটের মতো ভিডিও কলিং প্ল্যাটফর্মগুলির সঙ্গে এবার টক্কর দেবে WhatsApp-ও।

WhatsApp-এর নতুন স্ক্রিন শেয়ারিং ফিচার ক্রস প্ল্যটফর্মে সাপোর্ট করে। অর্থাৎ ইউজাররা কল চলাকালীন এক বা একাধিক ব্যক্তির সঙ্গে সহজেই লাইভ ভিউ শেয়ার করতে পারবেন। এখন দেখে নেওয়া যাক WhatsApp-এর স্ক্রিন শেয়ারিং ফিচার কীভাবে কাজ করে।

স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করতে চাইলে WhatsApp-এর লেটেস্ট আপডেট থাকা প্রয়োজন। মোবাইল ফোনে কাউকে ভিডিও কল করলে ডিসপ্লের নিচে স্ক্রিন শেয়ারিং আইকন ফুটে উঠবে। সেই আইকনে ক্লিক করলেই একটা উইন্ডো পপ আপ হবে। জানতে চাইবে, ইউজার স্ক্রিন শেয়ার করতে চান কি না।

এটা নিশ্চিত করলে শুরু হবে কাউন্টডাউন। ৩…২…১ এবং তারপরই ব্যবহারকারীর স্ক্রিন কলে থাকা ইউজার দেখতে পাবেন। হয়ে গেলে WhatsApp-এ এসে স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করলেই স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: ১ মিনিটে ল্যাপটপ, ফোনে ফুল চার্জ! ভারতীয় বংশোদ্ভূত গবেষকের আবিষ্কারে চমকে গেল বিশ্ব

আরও পড়ুন: জিও-র দারুণ প্ল্যান! একবার রিচার্জ করলেই সারা বছর প্রাইম ভিডিও বিনামূল্যে, অঢেল বিনোদন

ডেস্কটপেও এই ফিচার ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর জন্য ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হবে। ভিডিও কল শুরু করে কল উইন্ডোতে শেয়ার আইকনে ক্লিক করলে পুরো স্ক্রিন বা একটি নির্দিষ্ট কল শেয়ার করার জন্য উইন্ডো পপ আপ হবে। তারপর পুরোটাই ফোনের মতো। বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশনে ফিরে গিয়ে স্ক্রিন শেয়ারিং আইকনে পুনরায় ক্লিক করতে হবে।

WhatsApp প্রেস রিলিজে জানিয়েছে, “অফিসের নথিপত্র শেয়ার করুন কিংবা পরিবারের সঙ্গে ছবি, ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন কিংবা অনলাইনে কেনাকাটা – স্ক্রিন শেয়ারিং ফিচারের মাধ্যমে লাইভ ভিউ শেয়ার করুন।

পাশপাশি WhatsApp নিশ্চিত করেছে, স্ক্রিন শেয়ারিং এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশনের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত। অর্থাৎ ভিডিও কলে যাই শেয়ার করা হোক না কেন বিষয়বস্তু ইউজারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কলের বাইরের কেউ তা রেকর্ড করতে পারবে না, এমনকী WhatsApp-ও নয়। স্ক্রিনে ইউজার যা শেয়ার করবেন, তা অন্য কেউ দেখতে বা শুনতেও পাবে না।