Tag Archives: Tollywood

তৃপ্তি দিমরির পর এই অভিনেত্রীই এখন ন্যাশনাল ক্রাশ, অন্তরঙ্গ দৃশ্যে ঝড় তুলেছেন ৮ থেকে ৮০-র হৃদয়ে

২০২৩ সালে মুক্তি পায় রণবীর কাপুরের ‘অ্যানিমাল’। রাতারাতি বিখ্যাত হয়ে যান তৃপ্তি দিমরি। ‘অ্যানিমাল’-এ রণবীরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য ঝড় তুলেছিল ৮ থেকে ৮০-র হৃদয়ে। তৃপ্তির অভিনয়ও প্রশংসিত হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা একাধাক্কায় বাড়ে কয়েক গুণ।
২০২৩ সালে মুক্তি পায় রণবীর কাপুরের ‘অ্যানিমাল’। রাতারাতি বিখ্যাত হয়ে যান তৃপ্তি দিমরি। ‘অ্যানিমাল’-এ রণবীরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য ঝড় তুলেছিল ৮ থেকে ৮০-র হৃদয়ে। তৃপ্তির অভিনয়ও প্রশংসিত হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা একাধাক্কায় বাড়ে কয়েক গুণ।
২০২৪ সালে দৃশ্য বদলে গিয়েছে। নতুন ন্যাশনাল ক্রাশ খুঁজে পেয়েছেন সিনেপ্রেমীরা। তবে তিনি বলিউডের নন, দক্ষিণের নায়িকা। নয়া ন্যাশনাল ক্রাশ হলেন অনুপমা পরমেশ্বরণ। এক দশকেরও বেশি সময় ধরে বড়পর্দা কাঁপাচ্ছেন তিনি। কাজ করেছেন মলয়ালম, তামিল এবং তেলেগু ছবিতে।
২০২৪ সালে দৃশ্য বদলে গিয়েছে। নতুন ন্যাশনাল ক্রাশ খুঁজে পেয়েছেন সিনেপ্রেমীরা। তবে তিনি বলিউডের নন, দক্ষিণের নায়িকা। নয়া ন্যাশনাল ক্রাশ হলেন অনুপমা পরমেশ্বরণ। এক দশকেরও বেশি সময় ধরে বড়পর্দা কাঁপাচ্ছেন তিনি। কাজ করেছেন মলয়ালম, তামিল এবং তেলেগু ছবিতে।
২০১৫ সালে মাত্র ১৯ বছর বয়সে পা রাখের রুপোলি পর্দায়। মলয়ালম ছবি ‘প্রেমম’-এর হাত ধরে আত্মপ্রকাশ করেন অনুপমা। এরপর তিনি ‘কোডি’, ‘রাক্ষসুড়ু’, ‘কার্তিকেয় ২’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন।
২০১৫ সালে মাত্র ১৯ বছর বয়সে পা রাখের রুপোলি পর্দায়। মলয়ালম ছবি ‘প্রেমম’-এর হাত ধরে আত্মপ্রকাশ করেন অনুপমা। এরপর তিনি ‘কোডি’, ‘রাক্ষসুড়ু’, ‘কার্তিকেয় ২’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন।
২০২৪ সালে অনুপমা পরমেশ্বরণের তেলুগু ফিল্ম 'টিল্লু স্কোয়ার' মুক্তি পায়। কেঁপে যায় বক্স অফিস। এই ছবিতে তাঁর অভিনয়েরও প্রশংসা করেন সমালোচকরা। এটাই অনুপমার কেরিয়ারের সবচেয়ে বড় হিট সিনেমা। ৪০ কোটি টাকার বাজেটে তৈরি ‘টিল্লু স্কোয়ার’ বিশ্বব্যাপী ১৩০ কোটি টাকার ব্যবসা করে।
২০২৪ সালে অনুপমা পরমেশ্বরণের তেলুগু ফিল্ম ‘টিল্লু স্কোয়ার’ মুক্তি পায়। কেঁপে যায় বক্স অফিস। এই ছবিতে তাঁর অভিনয়েরও প্রশংসা করেন সমালোচকরা। এটাই অনুপমার কেরিয়ারের সবচেয়ে বড় হিট সিনেমা। ৪০ কোটি টাকার বাজেটে তৈরি ‘টিল্লু স্কোয়ার’ বিশ্বব্যাপী ১৩০ কোটি টাকার ব্যবসা করে।
'টিল্লু স্কোয়ার'-এ সিধু জোন্নালগড্ডার সঙ্গে অনুপমা পরমেশ্বরণের অনস্ক্রিন রসায়ন দেখে থ হয়ে যান দর্শকরাও। সিধু ও অনুপমার একটি চুম্বন দৃশ্য এবং কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কাটাছেঁড়াও কম হয়নি। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাওয়ার পরে, অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্যের সেই সব ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে। এখন তিনিই হয়ে উঠেছেন দেশের নতুন ক্রাশ।এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'টিল্লু স্কোয়ার'-এর সাফল্যের পর অনুপমা পরমেশ্বরণ পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন।
‘টিল্লু স্কোয়ার’-এ সিধু জোন্নালগড্ডার সঙ্গে অনুপমা পরমেশ্বরণের অনস্ক্রিন রসায়ন দেখে থ হয়ে যান দর্শকরাও। সিধু ও অনুপমার একটি চুম্বন দৃশ্য এবং কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কাটাছেঁড়াও কম হয়নি। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাওয়ার পরে, অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্যের সেই সব ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে। এখন তিনিই হয়ে উঠেছেন দেশের নতুন ক্রাশ।
এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘টিল্লু স্কোয়ার’-এর সাফল্যের পর অনুপমা পরমেশ্বরণ পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন।
আগের চেয়ে দ্বিগুণ ফি নিচ্ছেন তিনি। ওই প্রতিবেদন থেকেই জানা গিয়েছে, অনুপমা পরমেশ্বরণ আগে একটি সিনেমার জন্য ১ কোটি টাকা নিতেন। কিন্তু এখন তিনি ফি বাড়িয়ে ২ কোটি টাকা করে দিয়েছেন। অনুপমার হাতে এখন অনেক কাজ। 'হনুমান' খ্যাত পরিচালক প্রশান্ত ভার্মার ছবি 'অক্টোপাস'-এ দেখা যাবে তাঁকে।
আগের চেয়ে দ্বিগুণ ফি নিচ্ছেন তিনি। ওই প্রতিবেদন থেকেই জানা গিয়েছে, অনুপমা পরমেশ্বরণ আগে একটি সিনেমার জন্য ১ কোটি টাকা নিতেন। কিন্তু এখন তিনি ফি বাড়িয়ে ২ কোটি টাকা করে দিয়েছেন। অনুপমার হাতে এখন অনেক কাজ। ‘হনুমান’ খ্যাত পরিচালক প্রশান্ত ভার্মার ছবি ‘অক্টোপাস’-এ দেখা যাবে তাঁকে।
এ ছাড়া ধ্রুব বিক্রমের 'বাইসন', 'জেএসকে'-এর মতো ছবিতেও রয়েছেন তিনি। প্রসঙ্গত, অনুপমা পরমেশ্বরণের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তাঁর ১৬ মিলিয়ন অর্থাৎ ১.৬ কোটি ফলোয়ার রয়েছে।
এ ছাড়া ধ্রুব বিক্রমের ‘বাইসন’, ‘জেএসকে’-এর মতো ছবিতেও রয়েছেন তিনি। প্রসঙ্গত, অনুপমা পরমেশ্বরণের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তাঁর ১৬ মিলিয়ন অর্থাৎ ১.৬ কোটি ফলোয়ার রয়েছে।

Yash-Nusrat: এই প্রথমবার সামনে এল যশ-নুসরতের ছেলের ছবি! কার মতো দেখতে হল ঈশানকে? দেখুন

টলিপাড়ার টক অফ দ্য টাউন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসেন। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সকলেই আগ্রহী৷
টলিপাড়ার টক অফ দ্য টাউন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসেন। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সকলেই আগ্রহী৷
তবে তাঁদের সন্তান ঈশানের মুখ কেউ এখনও দেখেননি। ইউভান ও ঈশানের প্লে ডেটের ছবি দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। কলকাতার অভিজাত আবাসনের উঁচু তলা থেকে শহর দেখছেন দুই মা। তাঁদের কোলে দুই খুদে। কিন্তু সেখানেও মুখ দেখা যায়নি।
তবে তাঁদের সন্তান ঈশানের মুখ কেউ এখনও দেখেননি। ইউভান ও ঈশানের প্লে ডেটের ছবি দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। কলকাতার অভিজাত আবাসনের উঁচু তলা থেকে শহর দেখছেন দুই মা। তাঁদের কোলে দুই খুদে। কিন্তু সেখানেও মুখ দেখা যায়নি।
যশ-নুসরতের ছেলে ঈশানকে দেখতে অপেক্ষার আর তর সইছিল না। সেই অপেক্ষা মিটল। কার মতো দেখতে হয়েছে খুদেকে?
যশ-নুসরতের ছেলে ঈশানকে দেখতে অপেক্ষার আর তর সইছিল না। সেই অপেক্ষা মিটল। কার মতো দেখতে হয়েছে খুদেকে?
৫ মে ছিল কোয়েল মল্লিকের ছেলের জন্মদিন। আর কবীরের বার্থ ডে পার্টিতে ছিল ঈশানও। ক্যামেরায় পোজও দেয় সে।
৫ মে ছিল কোয়েল মল্লিকের ছেলের জন্মদিন। আর কবীরের বার্থ ডে পার্টিতে ছিল ঈশানও। ক্যামেরায় পোজও দেয় সে।
একটি ফ্যানপেজের তরফ থেকে ছবিগুলি শেয়ার করা হয়। যাতে প্রতিক্রিয়া জানিয়ে আদরে ভরিয়ে দিয়েছেন
একটি ফ্যানপেজের তরফ থেকে ছবিগুলি শেয়ার করা হয়। যাতে প্রতিক্রিয়া জানিয়ে আদরে ভরিয়ে দিয়েছেন
২০২১ সালে প্রকাশ্যে আসে নুসরত অন্তঃসত্ত্বা। তারপরেই জন্ম হয় ঈশানের। শুভশ্রীর ছেলে ইউভানকে সবাই দেখলেও ঈশান এতদিন অদেখা ছিল। তবে ছবিতে কিন্তু বোঝা যাচ্ছে না বাবা না মা, কার মতো দেখতে তাকে।
২০২১ সালে প্রকাশ্যে আসে নুসরত অন্তঃসত্ত্বা। তারপরেই জন্ম হয় ঈশানের। শুভশ্রীর ছেলে ইউভানকে সবাই দেখলেও ঈশান এতদিন অদেখা ছিল। তবে ছবিতে কিন্তু বোঝা যাচ্ছে না বাবা না মা, কার মতো দেখতে তাকে।

Bhanu Bandyopadhyay: বাবার জুতোয় পা গলালেন মেয়ে, ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশায় শ্রদ্ধা ভক্তভানু ও অভিনেতা কন্যার

এবারের বিশ্ব হাসি দিবসে প্রখ্যাত অভিনেতা এবং হাস্য কৌতুকে কিংবদন্তী ভানু বন্দোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ভক্তভানু অনুপম সরকারের নতুন সংলাপে কৌতুক নক্সা
এবারের বিশ্ব হাসি দিবসে প্রখ্যাত অভিনেতা এবং হাস্য কৌতুকে কিংবদন্তী ভানু বন্দোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ভক্তভানু অনুপম সরকারের নতুন সংলাপে কৌতুক নক্সা “কর্তা বনাম গিন্নীর মধুর ঝগড়া” ৷
এখানেই তাদের সার্থকতা এবং কিংবদন্তী অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে নতুন সৃষ্টির মাধ্যমে শ্রদ্ধা জানবার আন্তরিক প্রচেষ্টা।
এখানেই তাদের সার্থকতা এবং কিংবদন্তী অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে নতুন সৃষ্টির মাধ্যমে শ্রদ্ধা জানবার আন্তরিক প্রচেষ্টা।
অভিনয় করেছেন গিন্নীর ভূমিকায় শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের সুযোগ্য কন্যা বাসবী ঘটক বন্দোপাধ্যায়, কর্তার ভূমিকায় অভিনেতা ভক্তভানু অনুপম সরকার, ভাষ্যে রেডিও সঞ্চালক খাস কৌশিক, সংলাপ এবং সম্পাদনায় অনুপম নিজেই ৷
অভিনয় করেছেন গিন্নীর ভূমিকায় শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের সুযোগ্য কন্যা বাসবী ঘটক বন্দোপাধ্যায়, কর্তার ভূমিকায় অভিনেতা ভক্তভানু অনুপম সরকার, ভাষ্যে রেডিও সঞ্চালক খাস কৌশিক, সংলাপ এবং সম্পাদনায় অনুপম নিজেই ৷
অন্যদিকে অভিনেত্রী বাসবী বন্দোপাধ্যায় জানান যে, এতদিন বাদে তিনি আবার কৌতুক নক্সা নিয়ে ফিরছেন ভক্তভানু অনুপম সরকারের জন্যই, বাবার কণ্ঠস্বর অনুপমের অনুকরণ কণ্ঠে খুঁজে পান, যে উপলব্ধি অত্যন্ত ভালোলাগা এবং আবেগের ৷
অন্যদিকে অভিনেত্রী বাসবী বন্দোপাধ্যায় জানান যে, এতদিন বাদে তিনি আবার কৌতুক নক্সা নিয়ে ফিরছেন ভক্তভানু অনুপম সরকারের জন্যই, বাবার কণ্ঠস্বর অনুপমের অনুকরণ কণ্ঠে খুঁজে পান, যে উপলব্ধি অত্যন্ত ভাললাগা এবং আবেগের ৷ “
 কর্তা বনাম গিন্নীর মধুর ঝগড়া
কর্তা বনাম গিন্নীর মধুর ঝগড়া” শীর্ষক কৌতুক নক্সাটি অবানিজ্যিক ভাবেই মুক্তি পাবে ৫ই মে ‘সমর্পণ’ ইউটিউব চ্যানেলে ৷ একই সঙ্গে ওই দিনই শোনা যাবে বেতারে ৷
অনুপম একজন রেডিও, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা। অনুপম তার ব্যতিক্রমী কাজের মধ্যদিয়ে তিন বার তিনটি ভিন্ন বিষয়ে ''গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'' অর্জন করেছেন।
অনুপম একজন রেডিও, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা। অনুপম তার ব্যতিক্রমী কাজের মধ্যদিয়ে তিন বার তিনটি ভিন্ন বিষয়ে ”গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস” অর্জন করেছেন।
অনুপম বলেন, বর্তমান প্রজন্মের বেশিরভাগ শ্রোতা এবং দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। নেট দুনিয়াতে যেসব হাস্য রসাত্মক কন্টেন্ট আসছে, সেগুলির বেশিরভাগই দ্বের্থক। তাই বলার অপেক্ষা রাখে না, সাবেকি কৌতুক প্রিয় শ্রোতাদের কাছে
অনুপম বলেন, বর্তমান প্রজন্মের বেশিরভাগ শ্রোতা এবং দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। নেট দুনিয়াতে যেসব হাস্য রসাত্মক কন্টেন্ট আসছে, সেগুলির বেশিরভাগই দ্বের্থক। তাই বলার অপেক্ষা রাখে না, সাবেকি কৌতুক প্রিয় শ্রোতাদের কাছে “কর্তা বনাম গিন্নীর মধুর ঝগড়া” কৌতুক নকশা টি ফিরিয়ে দেবে এক নস্টালজিয়া।

Susmili Acharya: শ্যুটের ফাঁকে পড়াশোনা! মাধ্যমিকে কত পেলেন রামপ্রসাদ-এর সুস্মিলি, কী নিয়ে পড়বেন

সুস্মিলি আচার্য। রামপ্রসাদ ধারাবাহিক সর্বাণী চরিত্রে সকলের মন জয় করছে ১৬ বছর বয়সি অভিনেত্রী। চলতি বছরে মাধ্যমিক দিয়েছে সে।
সুস্মিলি আচার্য। রামপ্রসাদ ধারাবাহিক সর্বাণী চরিত্রে সকলের মন জয় করছে ১৬ বছর বয়সি অভিনেত্রী। চলতি বছরে মাধ্যমিক দিয়েছে সে।
সূত্রের খবর, মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সুস্মিলি। বিজ্ঞান বিভাগে ভর্তি হচ্ছে সে। ফর্ম ফিল আপও সারা।
সূত্রের খবর, মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সুস্মিলি। বিজ্ঞান বিভাগে ভর্তি হচ্ছে সে। ফর্ম ফিল আপও সারা।
সারাদিন শ্যুটিংয়ের মাঝেই সময় বার করে পড়াশোনা চালিয়ে সুস্মিলি। কখনও কখনও চার-পাঁচ ঘণ্টা পড়ার সুযোগ হত। কখনও আবার বই খোলার সুযোগই মিলত না। তবে সব রকম ব্যস্ততা সামলেই গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সুস্মিলি।
সারাদিন শ্যুটিংয়ের মাঝেই সময় বার করে পড়াশোনা চালিয়ে সুস্মিলি। কখনও কখনও চার-পাঁচ ঘণ্টা পড়ার সুযোগ হত। কখনও আবার বই খোলার সুযোগই মিলত না। তবে সব রকম ব্যস্ততা সামলেই গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সুস্মিলি।
আপাতত পড়াশোনার সঙ্গেই অভিনয় চালাবে সুস্মিলি। নতুন ক্লাসে ভর্তি হওয়ার ফর্মও ইতিমধ্যেই ফিল আপ করেছে সে।
আপাতত পড়াশোনার সঙ্গেই অভিনয় চালাবে সুস্মিলি। নতুন ক্লাসে ভর্তি হওয়ার ফর্মও ইতিমধ্যেই ফিল আপ করেছে সে।
শুধু অভিনয়ই নয়, পড়াশোনার দিকটিএ একই ভাবে বজায় রাখছেন সুস্মিলি।
শুধু অভিনয়ই নয়, পড়াশোনার দিকটিএ একই ভাবে বজায় রাখছেন সুস্মিলি।

Tollywood News: আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে চিত্রা সেন! কী হল বর্ষীয়ান অভিনেত্রীর

কলকাতা: আচমকাই অসুস্থ অভিনেতা কৌশির সেনের মা বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেন। বৃহস্পতিবার তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, কৌশিক সেই সময় কাজে আটকে পড়ায় তাঁর সঙ্গে ছিলেন পুত্রবধূ রেশমী সেন এবং নাতি ঋদ্ধি সেন।

সূত্রের খবর, সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যে সমস্যা দেখা গিয়েছিল। তবে আপাতত স্থিতিশীল তিনি। তার পর হাসপাতালে বেশ কিছু টেস্ট হয় তাঁর। তবে আপাতত চিন্তার কিছু নেই বলেই জানা গিয়েছে। বার্ধক্যজনিত নানা সমস্যা দেখা দিয়েছে অভিনেত্রীর।

আরও পড়ুন: যেন রূপকথার প্রেম! শ্রেয়া-শিলাদিত্যর বিয়েটা হল কী ভাবে! কী করেন গায়িকার স্বামী

আরও পড়ুন: সত‍্যিই কি শেষ হয়ে যাচ্ছে কপিল শর্মার শো? আসল রহস‍্য ফাঁস করলেন কিকু! অনুরাগীদের জন‍্য বড় চমক

চিত্রার বয়স ৮৫-র বেশি হলেও ক্যামেরার সামনে একটানা কাজ করে চলেছেন তিনি। ছোট পর্দায় একটানা কাজ করেছেন। বয়েই গেল, কুন্দফুলের মালা, নকশি কাঁথা, শ্রীময়ী, মেয়েবেলা-র মতো  জনপ্রিয় সব ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে।

Interview: শাহরুখের সঙ্গে কাজ করার পর দিল্লির বাঙালি মেয়ে এবার কলকাতায়, চুটিয়ে করে গেলেন শ্যুটিং

বাঙালি মেয়ে, বড় হয়েছেন দিল্লিতে৷ এখন অনেকটা সময় কাটান মুম্বইতে, কাজের সূত্রে৷ ছবিতে অভিনয় করছেন৷ গায়ক হিবেসে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে৷ জাওয়ান ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করার বড় অভিজ্ঞতা হয়েছে৷ এবার সঞ্জীতা ভট্টাচার্য কাজ করছেন টলিউডে৷ কলকাতায় কাজ করার অভিজ্ঞতা কেমন, কলকাতা কাজ করার ফাঁকে কতটা ঘুরে বেড়াচ্ছেন, খাচ্ছেন বাংলার খাবার? সব শুনলেন নিউজ ১৮ বাংলার পূজা বসু দত্ত৷

প্রশ্ন: কেমন লাগছে কলকাতায় কাজ করতে?
উত্তর: খুবই ভাল অভিজ্ঞতা৷ কলকাতা আমার সবসময় প্রিয় শহর৷ তাই এখানে শ্যুটিং-এর জন্য এসে খুবই মজা পেয়েছি৷ কারণ কলকাতা মানেই এমন এক শহর যেখানে আমি সবসময় ঘুরতে এসেছি৷ গরমের ছুটিতে বেড়াতে এসেছি৷ তবে এবার কাজে এসেছি৷

প্রশ্ন: এটাই তো আপনার প্রথম বাংলায় কাজ?
উত্তর: হ্যাঁ, খুব ইচ্ছে ছিল বাংলায় কাজ করা৷ সেই সুযোগ চলে এল৷ বাংলায় কাজ করা মানেই খুব বেশি আনন্দ৷ কারণ এখানে এসে কাজ করতে গিয়ে শ্যুটিং-এর সঙ্গে আরও অনেক মজাও হচ্ছে৷ যেমন শ্যুটিং ফ্লোরে খাওয়া-দাওয়া, ঘুরে বেড়ানো ইত্যাদি৷

আরও পড়ুনসমসাময়িক প্রেক্ষাপটে অস্বস্তি লড়াইয়ের কঠিন গল্প নিয়ে আসছে বাংলা ছবি ‘মহারাজ’

প্রশ্ন: ছবিতে কি আপনার গান শোনা যাবে?
উত্তর: হ্যাঁ, আমি একটি গান লিখেছি৷ এই ছবিতে এই গান থাকবে৷

প্রশ্ন: এই ছবিতে কারা রয়েছে?
উত্তর: আমার সঙ্গে রয়েছেন চিরঞ্জীত চক্রবর্তী, সৌরভ দাস৷ ছবির পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত৷

প্রশ্ন: কলকাতা নিয়ে কিছু স্মৃতি…
উত্তর: অনেক কিছু স্মৃতি রয়েছে কলকাতাকে ঘিরে৷ কলকাতায় আমার আত্মীয়দের বাড়ি রয়েছে৷ ফলে যে কোনও ছুটির সময় কলকাতা আসতাম৷ আর কলকাতায় পা রাখলেই আমার জ্যেঠু রসগোল্লার হাঁড়ি এনে রাখতেন৷ মানে কলকাতায় এলেই মিষ্টি খাওয়া শুরু৷ (হাসি)

প্রশ্ন: কলকাতা মানে তোমার কাছে কী?
উত্তর: এই শহরটা আমারা কাছে ভালবাসার শহর৷ প্রচুর খাবার পাওয়া যায়৷ এবং একই সঙ্গে কলকাতা মানেই নস্টালজিয়া৷

প্রশ্ন:কোথাও ঘুরতে যাচ্ছো?
উত্তর:এবার তো কোথায় ঘুরতে যাওয়া হয়নি৷ কারণ শ্যুটিং-এ ব্যস্ত ছিলাম৷

আরও পড়ুন Sharman Joshi: বলিউডে ‘কুখ্যাত’ ভিলেন প্রেম চোপড়ার মেয়েকে বিয়ে, বাংলার সঙ্গে কীভাবে আত্মীয়তার যোগ 3 Idiots ছবির রাজুর?

প্রশ্ন:কী কী খেলে?
উত্তর: খেয়েছি প্রচুর৷ রোজই কিছু না কিছু খাচ্ছি৷ রসগোল্লা, সীতাভোগ, মটন, কচুরী, শুক্তো আরও কতকী!

প্রশ্ন: বাংলার কোন কোন তারকা তোমার প্রিয়?
উত্তর: রবি ঘোষ, তপন চট্টোপাধ্যায় আমার খুব প্রিয়৷ আর এই সময়ের মধ্যে বলতে গেলে অবশ্যই কঙ্কনা সেন শর্মা৷ আর যাঁদের সঙ্গে কাজ করছি চিরঞ্জীত চক্রবর্তী, সৌরভ দাস৷

প্রশ্ন: জাওয়ান ছবিতে দারুণ কাজ৷ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার৷ একসঙ্গে পার্টি৷ আর কথা হয়েছে বলিউড বাদশার সঙ্গে?
উত্তর: যেদিন জাওয়ান রিলিজ করল, সেদিন শাহরুখ স্যারের বাড়ি মন্যাতে সবাই গেছিলাম৷ পার্টি হল৷ খুবই মজা হয়েছিল৷ সেই সময় অনেক উপদেশ পেয়েছি স্যারের থেকে৷ তারপর আর সেভাবে কথা হয়নি৷ তবে যখন দেখা হবে, তখন নিশ্চয়ই খুব মজা করব৷

সমসাময়িক প্রেক্ষাপটে অস্বস্তি লড়াইয়ের কঠিন গল্প নিয়ে আসছে বাংলা ছবি ‘মহারাজ’

কলকাতা: মুসাফির স্টোরিজের প্রথম ছবি ‘মহারাজ’-এর ট্রেলার প্রকাশ্যে। পরীক্ষা-নিরীক্ষার গভীরতায় প্রথমে ডুব দিয়ে, নিরুপম দত্ত পরিচালিত এই ছবি সমসাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে তৈরি হয়েছে৷ এই ছবির গল্প বাস্তব চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷ ক্যালকাটা কমেডি কোম্পানির ট্রেলার লঞ্চে অমৃতা গগন চক্রবর্তী, সৌর্যদিপ্ত মুখোপাধ্যায় এবং গৌরব মুখোটি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

কলকাতার পটভূমিতে তৈরি মহারাজ ছবির প্রধান রাহুল এবং নন্দিনীর চরিত্র৷ এই তরুণ দম্পতির জীবনের গল্প, আধুনিক যুগের অস্তিত্বের জটিলতার সঙ্গে লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে। তাদের পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য দৈনন্দিন সংগ্রাম, মহারাজ নামে এক রহস্যময় বাবুর্চি বা রাধুনির আগমন না হওয়া পর্যন্ত তাদের পরিবারে বিশৃঙ্খলা চরমে ওঠে। মহারাজ যখন ধূমকেতুর মতো তাদের জীবনে আসেন, তখন ঘটে বিরাট পরিবর্তন৷ দম্পতির পরিবারে আসে সুখ-শান্তি৷ আপাতদৃষ্টিতে হিতৈষী মুখোশের নীচে মুড়ে রহস্য৷ সেখান থেকে শুরু হয় মতাদর্শগত সংঘাত৷ কোন দিকে মোড় নেয় জীবনের গতি, সেই দিকেই থাকবে নজর৷

আরও পড়ুনSharman Joshi: বলিউডে ‘কুখ্যাত’ ভিলেন প্রেম চোপড়ার মেয়েকে বিয়ে, বাংলার সঙ্গে কীভাবে আত্মীয়তার যোগ 3 Idiots ছবির রাজুর?

‘মহারাজ’ ছবিটি সম্পর্কের জটিলতা এবং ঠুনকো সম্পর্কের কথা তুলে ধরে৷ এছাড়াও ক্ষমা পরম ধর্ম সেই বার্তাও দেয়৷ ধর্ম, রহস্য, অস্বিত্বের অনুসন্ধান, সব মিলিয়ে এই ছবিটির গল্প খুবই সুদূর প্রসারী৷ জানিয়েছেন ছবির পরিচালক নিরুপম দত্ত।৩মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷

Tollywood: ভাল ছবির কদর করে দর্শক, ৭৫ দিন পেরিয়ে বুঝিয়ে দিল ‘সেদিন কুয়াশা ছিল’ ছবি

ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে সেদিন কুয়াশা ছিল ছবিটি৷ প্রক্ষাগৃহে কাটিয়ে দিল ৭৫দিন৷ ভাল ছবির যে কদর এখন রয়েছে, বুঝিয়ে দিল অর্ণব মিদ্যার এই ছবি৷ বড় স্টার কাস্ট, ৩টি গল্প অবলম্বনে এই ছবি৷ জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায় অভিনীত বাংলা ছবি 'সেদিন কুয়াশা ছিল'৷
ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে সেদিন কুয়াশা ছিল ছবিটি৷ প্রক্ষাগৃহে কাটিয়ে দিল ৭৫দিন৷ ভাল ছবির যে কদর এখন রয়েছে, বুঝিয়ে দিল অর্ণব মিদ্যার এই ছবি৷ বড় স্টার কাস্ট, ৩টি গল্প অবলম্বনে এই ছবি৷ জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায় অভিনীত বাংলা ছবি ‘সেদিন কুয়াশা ছিল’৷
কখনও বন্ধুত্বের গল্প, তো কখনও পরিবারের সঙ্গে বিচ্ছেদের গল্প তুলে ধরেছেন পরিচালক৷ জীবনে নানা পরিস্থিতির শিকার হয়ে চলে আমাদের লড়াই৷ পরিস্থিতি কীভাবে বদলে দেয় আমাদের আশপাশের গল্প, এবং সম্পর্কের সমীকরণ, সেটাই খুব সহজে তুলে ধরা হয়েছে ছবিতে৷
কখনও বন্ধুত্বের গল্প, তো কখনও পরিবারের সঙ্গে বিচ্ছেদের গল্প তুলে ধরেছেন পরিচালক৷ জীবনে নানা পরিস্থিতির শিকার হয়ে চলে আমাদের লড়াই৷ পরিস্থিতি কীভাবে বদলে দেয় আমাদের আশপাশের গল্প, এবং সম্পর্কের সমীকরণ, সেটাই খুব সহজে তুলে ধরা হয়েছে ছবিতে৷
তবে হলে মুক্তি পাওয়ার পর সেভাবে ভিড় নজরে পড়েনি৷ প্রথমদিকে খুব বেশি সাড়াও ফেলতে পারেনি অর্ণবের এই ছবি৷ যদিও ছবিতে সকলের অভিনয় ছিল নজরকাড়া৷ তাবড় তারড় অভিনেতাদের নিয়ে খুবই যত্নে ছবি বানিয়েছেন অর্ণব৷
তবে হলে মুক্তি পাওয়ার পর সেভাবে ভিড় নজরে পড়েনি৷ প্রথমদিকে খুব বেশি সাড়াও ফেলতে পারেনি অর্ণবের এই ছবি৷ যদিও ছবিতে সকলের অভিনয় ছিল নজরকাড়া৷ তাবড় তারড় অভিনেতাদের নিয়ে খুবই যত্নে ছবি বানিয়েছেন অর্ণব৷
ছবিতে ৩টি গল্প তুলে ধরেছেন পরিচালক৷ একটি স্বামী হারা স্ত্রীর গল্প, যা স্বাধীনতা সংগ্রামের প্রক্ষাপটে তৈরি হয়েছে৷ অন্যটি ৩ বন্ধুর গল্প, ছোটবেলার বন্ধুত্বে অনেকটা দূরত্ব এলেও কীভাবে আবার এক হন তাঁরা, এবং অন্যটা কাজের সূত্র ঘরের বাইরে থাকা ছেলে ও বাবা-মায়ের আজীবন অপেক্ষার গল্প৷
ছবিতে ৩টি গল্প তুলে ধরেছেন পরিচালক৷ একটি স্বামী হারা স্ত্রীর গল্প, যা স্বাধীনতা সংগ্রামের প্রক্ষাপটে তৈরি হয়েছে৷ অন্যটি ৩ বন্ধুর গল্প, ছোটবেলার বন্ধুত্বে অনেকটা দূরত্ব এলেও কীভাবে আবার এক হন তাঁরা, এবং অন্যটা কাজের সূত্র ঘরের বাইরে থাকা ছেলে ও বাবা-মায়ের আজীবন অপেক্ষার গল্প৷
৩টি গল্প বাস্তবের কথা তুলে ধরেছে৷ ফলে সাধারণ মানুষ মিল পেয়েছে এই ছবির সঙ্গে৷ সমাজের সঙ্গে প্রাসঙ্গিকতার ফলে অনেকে মিল পেয়েছেন তাঁদের জীবনের সঙ্গে৷ ফলে ধীরে ধীরে ওয়ার্ড ওফ মাউথে অনেকটা জনপ্রিয় হয় সেদিন কুয়াশা ছিল৷
৩টি গল্প বাস্তবের কথা তুলে ধরেছে৷ ফলে সাধারণ মানুষ মিল পেয়েছে এই ছবির সঙ্গে৷ সমাজের সঙ্গে প্রাসঙ্গিকতার ফলে অনেকে মিল পেয়েছেন তাঁদের জীবনের সঙ্গে৷ ফলে ধীরে ধীরে ওয়ার্ড ওফ মাউথে অনেকটা জনপ্রিয় হয় সেদিন কুয়াশা ছিল৷
আপাতত ৭৫ দিন পেরিয়ে এই ছবি বাঙালি দর্শকদের মন জয় করেছে৷ ফলে একটা বিষয় স্পষ্ট, ছবির গুণগত মান যদি ভাল হয়, গল্পের বুনোট থাকে, তাহলে সেই ছবি ঠিকই নিজের জায়গা তৈরি করে নেয়৷
আপাতত ৭৫ দিন পেরিয়ে এই ছবি বাঙালি দর্শকদের মন জয় করেছে৷ ফলে একটা বিষয় স্পষ্ট, ছবির গুণগত মান যদি ভাল হয়, গল্পের বুনোট থাকে, তাহলে সেই ছবি ঠিকই নিজের জায়গা তৈরি করে নেয়৷

Tollywood News: সৌরভের সঙ্গে বিচ্ছেদ! প্রাক্তনের বিয়ের পর সুখবর দিলেন অনিন্দিতা, শুরু নয়া অধ্যায়

অভিনেতার সৌরভ দাসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ভেঙেছে অনেক আগেই। আলাদা হয়েছে পথ। তার পর থেকে নিজেকে মনের মতো করে গুছিয়ে নিয়েছেন অনিন্দিতা বসু।
অভিনেতার সৌরভ দাসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ভেঙেছে অনেক আগেই। আলাদা হয়েছে পথ। তার পর থেকে নিজেকে মনের মতো করে গুছিয়ে নিয়েছেন অনিন্দিতা বসু।
সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ব্যক্তিজীবনকে আগাগোড়া আড়ালেই রেখেছেন অনিন্দিতা। বেশিরভাগ সময় কাজ নিয়েই বিভোর থাকেন অভিনেত্রী। তবে এবার অনুরাগীদের সুখবর দিলেন তিনি।
সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ব্যক্তিজীবনকে আগাগোড়া আড়ালেই রেখেছেন অনিন্দিতা। বেশিরভাগ সময় কাজ নিয়েই বিভোর থাকেন অভিনেত্রী। তবে এবার অনুরাগীদের সুখবর দিলেন তিনি।
জীবনের নতুন অধ্যায় শুরু করছেন অনিন্দিতা। নতুন সম্পর্ক বা বিয়ে নয়, বরং পেশাগত ক্ষেত্রেই আরও এক ধাপ এগিয়ে গেলেন।
জীবনের নতুন অধ্যায় শুরু করছেন অনিন্দিতা। নতুন সম্পর্ক বা বিয়ে নয়, বরং পেশাগত ক্ষেত্রেই আরও এক ধাপ এগিয়ে গেলেন।
জামাকাপড়ের নতুন ব্র্যান্ড শুরু করেছেন অনিন্দিতা। নাম অনিন্দিতা বোস আর্ট। নয়া এই উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন তিনি।
জামাকাপড়ের নতুন ব্র্যান্ড শুরু করেছেন অনিন্দিতা। নাম অনিন্দিতা বোস আর্ট। নয়া এই উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে অনিন্দিতা লেখেন, 'অবশেষে আমার ব্র্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমি খুবই খুশি। আমার শিল্পকে আপনাদের কাছে সহজে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আশা করি, আমি এটা তৈরি করে যতটা আনন্দ পেয়েছি, আপনারা পরেও ততটাই আনন্দ পাবেন।'
ইনস্টাগ্রামে অনিন্দিতা লেখেন, ‘অবশেষে আমার ব্র্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমি খুবই খুশি। আমার শিল্পকে আপনাদের কাছে সহজে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আশা করি, আমি এটা তৈরি করে যতটা আনন্দ পেয়েছি, আপনারা পরেও ততটাই আনন্দ পাবেন।’

Tollywood News: ছবিতে অভিনয়, পরপর হিট ধারাবাহিক! পর্দায় শ্রীময়ীর ছেলে জাম্বো এখন কোথায়, কী করেন

বাংলা ধারাবাহিক দেখতে ভালবাসেন? উত্তর যদি 'হ্যাঁ' হয় তবে পছন্দের ধারাবাহিকের তালিকায় নিশ্চয়ই 'শ্রীময়ী' রয়েছে। ইন্দ্রাণী হালদার অভিনীত ধারাবাহিকের সব চরিত্রই দর্শক-মনে জায়গা করে নিয়েছিল।
বাংলা ধারাবাহিক দেখতে ভালবাসেন? উত্তর যদি ‘হ্যাঁ’ হয় তবে পছন্দের ধারাবাহিকের তালিকায় নিশ্চয়ই ‘শ্রীময়ী’ রয়েছে। ইন্দ্রাণী হালদার অভিনীত ধারাবাহিকের সব চরিত্রই দর্শক-মনে জায়গা করে নিয়েছিল।
সেই ধারাবাহিকেরই এক জনপ্রিয় চরিত্র ছিল জাম্বো। শ্রীময়ীর জ্যেষ্ঠপুত্র। মা নয়, বাবার দ্বিতীয় স্ত্রী জুনের প্রতি যার আনুগত্য রাগিয়ে তুলত দর্শককে। সেই ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন রোহিত সামন্ত।
সেই ধারাবাহিকেরই এক জনপ্রিয় চরিত্র ছিল জাম্বো। শ্রীময়ীর জ্যেষ্ঠপুত্র। মা নয়, বাবার দ্বিতীয় স্ত্রী জুনের প্রতি যার আনুগত্য রাগিয়ে তুলত দর্শককে। সেই ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন রোহিত সামন্ত।
শ্রীময়ী-র আগে 'বয়েই গেল' ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রোহিতকে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। দু'জনের রসায়ন দর্শকের পছন্দ হয়েছিল।
শ্রীময়ী-র আগে ‘বয়েই গেল’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রোহিতকে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। দু’জনের রসায়ন দর্শকের পছন্দ হয়েছিল।
স্টার জলসার 'সিঁদুর খেলা'য় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে'তেও কাজ করেছিলেন রোহিত। ছোট পর্দার পাশাপাশি ফান্দে পড়িয়া বগা কান্দে রে ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
স্টার জলসার ‘সিঁদুর খেলা’য় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’তেও কাজ করেছিলেন রোহিত। ছোট পর্দার পাশাপাশি ফান্দে পড়িয়া বগা কান্দে রে ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
তবে শুধু অভিনয়েই নিজেকে থামিয়ে রাখেননি রোহিত। ছবি তুলতেও ভালবাসেন তিনি। নানা জায়গায় ঘুরে সুন্দর সব মুহূর্ত লেন্সবন্দি করে রাখেন।
তবে শুধু অভিনয়েই নিজেকে থামিয়ে রাখেননি রোহিত। ছবি তুলতেও ভালবাসেন তিনি। নানা জায়গায় ঘুরে সুন্দর সব মুহূর্ত লেন্সবন্দি করে রাখেন।
মিসিং স্ক্রু নামে একটি প্রযোজনা সংস্থা চালান রোহিত। 'মোহমায়া', 'ইন্দু', 'মৌচাক'-এর মতো একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের প্রযোজনা করেছে সেটি।
মিসিং স্ক্রু নামে একটি প্রযোজনা সংস্থা চালান রোহিত। ‘মোহমায়া’, ‘ইন্দু’, ‘মৌচাক’-এর মতো একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের প্রযোজনা করেছে সেটি।
অভিনয়, ছবি তোলা, প্রযোজনা, রোহিত সব দিকই বেশ সামলাচ্ছেন। তবে তাঁকে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।
অভিনয়, ছবি তোলা, প্রযোজনা, রোহিত সব দিকই বেশ সামলাচ্ছেন। তবে তাঁকে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।