Tag Archives: Tourist Visa

visa-free Sri Lanka: ভিসা ফ্রি শ্রীলঙ্কা, সুখবর ভারতীয় পর্যটকদের জন্য, দেখে নিন কার্যকরের দিনক্ষণ

কলোম্বো:  ভারতবর্ষের জন্য সুখবর৷ শ্রীলঙ্কায় যেতে গেলে ভারতীয়দের আর ভিসা লাগবে না৷ তবে যদিও এর সময়সীমা মাত্র ছয় মাসের! শ্রীলঙ্কা সরকার, ঘোষণা করেছে আগামী ছয় মাসের জন্য ভারত-সহ প্রায় পয়ত্রিশ দেশের শ্রীলঙ্কায় প্রবেশ করার জন্য কোনও রকম ভিসা লাগবে না৷

পর্যটক মন্ত্রকের উপদেষ্টা হারিন ফার্নান্দোর এই ঘোষণা করেন৷ পর্যটন দপ্তর থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কায় পর্যটন শিল্পের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত৷

আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড! উঠোনময় ঘুরে বেড়াচ্ছে সাপ, মুখে ওটা কী? জানলে চমকে উঠবেন

বিস্তীর্ণ সবুজ উপত্যকা, নীল স্বচ্ছ সমুদ্রের জল, অসাধারণ ল্যান্ডস্কেপ শ্রীলঙ্কাকে অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান করে তুলেছে৷

আরও পড়ুন: অ্যাপ ক্যাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! রাজধানীতে অটো-ট্যাক্সির ধর্মঘট, বিপাকে সাধারণ মানুষ

১লা অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে৷ ভারত ছাড়াও চিন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা প্রভৃতি দেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে৷ তালিকায় সৌদি আরব, কাতার-সহ বেশ কয়েকটা মদ্যপ্রাচ্যের দেশও রয়েছে৷

পর্যটকের জন্য শ্রীলঙ্কা এমনি-ই ভারতের বিশেষ পছন্দ৷ হিসেব বলছে, গত বছর অক্টোবরে ২৮,০০০ জনেরও বেশি ভারতীয় শ্রীলঙ্কায় গিয়েছিলেন যা শ্রীলঙ্কার মোট পর্যটকের প্রায় ২৬ শতাংশ৷ এর পরেই রয়েছে রাশিয়ার স্থান৷

Schengen Visa-র আবেদন বাতিল হয়ে গিয়েছে? তাহলে ফের আবেদন করার সময় এই ভুলগুলো ভুলেও করবেন না

সামনেই তো দুর্গাপুজো! আর সেই সঙ্গে শুরু হয়ে যাচ্ছে টানা উৎসবের মরশুম। আর এই সময় বেড়াতে বেড়িয়ে পড়তে কার না ভাল লাগে! এদিকে ভারতীয়দের মধ্যে ইউরোপ ভ্রমণের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এমনকী ইউরোপীয় কমিশনের রিপোর্ট বলছে যে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ভারতীয়দের মধ্যে Schengen Visa-র জন্য আবেদন ৪৩ শতাংশ বেড়েছে। কিন্তু Schengen Visa-র আবেদন যদি বাতিল হয়ে যায়, তাহলে কী কী করা উচিত?
সামনেই তো দুর্গাপুজো! আর সেই সঙ্গে শুরু হয়ে যাচ্ছে টানা উৎসবের মরশুম। আর এই সময় বেড়াতে বেড়িয়ে পড়তে কার না ভাল লাগে! এদিকে ভারতীয়দের মধ্যে ইউরোপ ভ্রমণের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এমনকী ইউরোপীয় কমিশনের রিপোর্ট বলছে যে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ভারতীয়দের মধ্যে Schengen Visa-র জন্য আবেদন ৪৩ শতাংশ বেড়েছে। কিন্তু Schengen Visa-র আবেদন যদি বাতিল হয়ে যায়, তাহলে কী কী করা উচিত?
বলে রাখা ভাল যে, Schengen Visa-র আবেদন যদি বাতিল হয়ে যায়, তাহলে যে কোনও সময়ে ফের আবেদন করা যাবে ওই ভিসার জন্য। তবে এর জন্য নির্দিষ্ট কোনও নিয়ম নেই। তবে নতুন ভিসার আবেদন করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি। যাতে ভিসার আবেদন ফের না বাতিল হয়ে যায়।
বলে রাখা ভাল যে, Schengen Visa-র আবেদন যদি বাতিল হয়ে যায়, তাহলে যে কোনও সময়ে ফের আবেদন করা যাবে ওই ভিসার জন্য। তবে এর জন্য নির্দিষ্ট কোনও নিয়ম নেই। তবে নতুন ভিসার আবেদন করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি। যাতে ভিসার আবেদন ফের না বাতিল হয়ে যায়।
ভিসার আবেদন বাতিল হলে কীভাবে আবেদনপত্র লিখতে হবে? রিফিউজাল নোটিফিকেশন গ্রহণ করতে হবে: Schengen Visa বাতিল হয়ে গেলে আবেদনকারীর কাছে স্ট্যান্ডার্ড ফর্ম ফর নোটিফায়িং অ্যান্ড মোটিভেটিং রিফিউজাল আসে। আসলে এই ফর্মে প্রত্যাখ্যানের কারণ বর্ণনা করা থেকে। সেই নথির কপি আবেদনকারী পাবেন।
ভিসার আবেদন বাতিল হলে কীভাবে আবেদনপত্র লিখতে হবে? রিফিউজাল নোটিফিকেশন গ্রহণ করতে হবে: Schengen Visa বাতিল হয়ে গেলে আবেদনকারীর কাছে স্ট্যান্ডার্ড ফর্ম ফর নোটিফায়িং অ্যান্ড মোটিভেটিং রিফিউজাল আসে। আসলে এই ফর্মে প্রত্যাখ্যানের কারণ বর্ণনা করা থেকে। সেই নথির কপি আবেদনকারী পাবেন।
আবেদন করার অধিকার রয়েছে কি না, তা নির্ধারণ করতে হবে: Schengen Visa বাতিল হওয়ার পরে এর জন্য ফের আবেদন শুরু করার আগে মেম্বার স্টেট আবেদন মঞ্জুর করবে কি না, তা যাচাই করতে হবে। আবেদন জানাতে পারবেন কি না, তা জানার জন্য মেম্বার স্টেটের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা সম্মতি দিলে আবেদনপত্র লেখা শুরু করতে পারেন।
আবেদন করার অধিকার রয়েছে কি না, তা নির্ধারণ করতে হবে: Schengen Visa বাতিল হওয়ার পরে এর জন্য ফের আবেদন শুরু করার আগে মেম্বার স্টেট আবেদন মঞ্জুর করবে কি না, তা যাচাই করতে হবে। আবেদন জানাতে পারবেন কি না, তা জানার জন্য মেম্বার স্টেটের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা সম্মতি দিলে আবেদনপত্র লেখা শুরু করতে পারেন।
ভিসা রিফিউজালের কারণ বিশ্লেষণ: রিফিউজাল চিঠিতে আবেদন বাতিলের কারণ বিশ্লেষণ করে থাকে মেম্বার স্টেট। ফলে সেই কারণগুলি পরের আবেদনের চিঠিতেও তুলে ধরতে হবে।
ভিসা রিফিউজালের কারণ বিশ্লেষণ:
রিফিউজাল চিঠিতে আবেদন বাতিলের কারণ বিশ্লেষণ করে থাকে মেম্বার স্টেট। ফলে সেই কারণগুলি পরের আবেদনের চিঠিতেও তুলে ধরতে হবে।
প্রয়োজনীয় নথি সংগ্রহ: ভিসা রিফিউজালের পরে আবেদন করলে কিছু সাপোর্টিং ডকুমেন্ট পেশ করতে হয়। ভিসা বাতিলের নানা কারণ থাকতে পারে। যেমন - ভুয়ো নথি, ক্রিমিনাল চার্জ, অপর্যাপ্ত ফান্ড ইত্যাদি। আর কোন কারণে তা বাতিল হচ্ছে, সেটা রিফিউজাল লেটারে উল্লিখিত থাকবে। ফলে সেই অনুযায়ী নথি পেশ করতে হবে।
প্রয়োজনীয় নথি সংগ্রহ: ভিসা রিফিউজালের পরে আবেদন করলে কিছু সাপোর্টিং ডকুমেন্ট পেশ করতে হয়। ভিসা বাতিলের নানা কারণ থাকতে পারে। যেমন – ভুয়ো নথি, ক্রিমিনাল চার্জ, অপর্যাপ্ত ফান্ড ইত্যাদি। আর কোন কারণে তা বাতিল হচ্ছে, সেটা রিফিউজাল লেটারে উল্লিখিত থাকবে। ফলে সেই অনুযায়ী নথি পেশ করতে হবে।
আবেদনপত্র লেখার ধরন: আবেদনপত্রে তিনটি প্যারাগ্রাফ থাকা আবশ্যক। ব্যক্তিগত তথ্য দেওয়ার পাশাপাশি কোন কারণে ভিসা রিফিউজালের আবেদন করা হচ্ছে, সেটাও জানাতে হবে। কেন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ভুল, সেটারও ব্যাখ্যা দিতে হবে। আর অতিরিক্ত লেখা এড়িয়ে চলতে হবে।
আবেদনপত্র লেখার ধরন: আবেদনপত্রে তিনটি প্যারাগ্রাফ থাকা আবশ্যক। ব্যক্তিগত তথ্য দেওয়ার পাশাপাশি কোন কারণে ভিসা রিফিউজালের আবেদন করা হচ্ছে, সেটাও জানাতে হবে। কেন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ভুল, সেটারও ব্যাখ্যা দিতে হবে। আর অতিরিক্ত লেখা এড়িয়ে চলতে হবে।
আবেদনপত্র দাখিল: কোথায় কোন সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে, তা রিফিউজাল লেটারে দেওয়া থাকবে। রিফিউজাল লেটার পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। যদি একাধিকবার বাতিল করা হয়, তখন কী করণীয়? একাধিক বার আবেদন করার পরেও যদি নেতিবাচক জবাব আসে, তখন বুঝতে হবে, আবেদনকারী কিছু ভুল করছেন। প্রথম বারের মতো বারবার একই ভুল করে আবেদন করলে কিন্তু তা বাতিলই হয়ে যাবে।
আবেদনপত্র দাখিল: কোথায় কোন সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে, তা রিফিউজাল লেটারে দেওয়া থাকবে। রিফিউজাল লেটার পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। যদি একাধিকবার বাতিল করা হয়, তখন কী করণীয়? একাধিক বার আবেদন করার পরেও যদি নেতিবাচক জবাব আসে, তখন বুঝতে হবে, আবেদনকারী কিছু ভুল করছেন। প্রথম বারের মতো বারবার একই ভুল করে আবেদন করলে কিন্তু তা বাতিলই হয়ে যাবে।

Visa Updates: গরমে বিদেশে বেড়াতে যাচ্ছেন? এই ৫ ভিসা আপডেট সম্পর্কে জানা থাকলে বাড়তি সুবিধা পাবেন

গ্রীষ্মকাল মানেই ‘সামার ভ্যাকেশন’। পায়ের তলায় সরষে দিয়ে বেড়িয়ে পড়ার কাল। এই সময় অনেকেই বিদেশে ঘুরতে যান। কিন্তু নির্ঝঞ্ঝাট যাত্রার জন্য ভিসা নীতি সম্পর্কে ওয়াকিবহাল থাকাটা জরুরি। তবেই বেড়াতে গিয়ে সর্বাধিক সুবিধা উপভোগ করতে পারবেন পর্যটকরা। আসলে ভিসার প্রয়োজনীয়তা এবং আপডেট জানা থাকলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। ২০২৪-এ বেশ কিছু উল্লেখযোগ্য ভিসা আপডেট হয়েছে। প্রত্যেক ভারতীয় পর্যটকদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত। (Representative Image)
গ্রীষ্মকাল মানেই ‘সামার ভ্যাকেশন’। পায়ের তলায় সরষে দিয়ে বেড়িয়ে পড়ার কাল। এই সময় অনেকেই বিদেশে ঘুরতে যান। কিন্তু নির্ঝঞ্ঝাট যাত্রার জন্য ভিসা নীতি সম্পর্কে ওয়াকিবহাল থাকাটা জরুরি। তবেই বেড়াতে গিয়ে সর্বাধিক সুবিধা উপভোগ করতে পারবেন পর্যটকরা। আসলে ভিসার প্রয়োজনীয়তা এবং আপডেট জানা থাকলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। ২০২৪-এ বেশ কিছু উল্লেখযোগ্য ভিসা আপডেট হয়েছে। প্রত্যেক ভারতীয় পর্যটকদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত। (Representative Image)
ভারতীয়দের জন্য ই-ভিসা (E-Visa) চালু করেছে জাপান: ভারতীয় পর্যটকদের জন্য ই-ভিসা অ্যাপ্লিকেশন চালু করেছে জাপান। জাপান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্যোগে ভিএফএস গ্লোবাল পরিচালিত এই অ্যাপে পর্যটকরা সমস্ত নথি এবং আবেদন জমা দিতে পারেন।তবে এই অ্যাপে স্বল্পমেয়াদি ভিসা মিলবে, ৯০ দিনের জন্য। ভারতীয় নাগরিক এবং ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন। ই-ভিসা পাসপোর্টে ফিজিক্যাল স্টিকারের পরিবর্তে ইলেকট্রনিকভাবে জারি করা হয়। প্রয়োজনে মোবাইল অন করে দেখাতে হবে। এর পিডিএফ বা মুদ্রিত কপি গ্রহণ করা হবে না।
ভারতীয়দের জন্য ই-ভিসা (E-Visa) চালু করেছে জাপান: ভারতীয় পর্যটকদের জন্য ই-ভিসা অ্যাপ্লিকেশন চালু করেছে জাপান। জাপান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্যোগে ভিএফএস গ্লোবাল পরিচালিত এই অ্যাপে পর্যটকরা সমস্ত নথি এবং আবেদন জমা দিতে পারেন।
তবে এই অ্যাপে স্বল্পমেয়াদি ভিসা মিলবে, ৯০ দিনের জন্য। ভারতীয় নাগরিক এবং ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন। ই-ভিসা পাসপোর্টে ফিজিক্যাল স্টিকারের পরিবর্তে ইলেকট্রনিকভাবে জারি করা হয়। প্রয়োজনে মোবাইল অন করে দেখাতে হবে। এর পিডিএফ বা মুদ্রিত কপি গ্রহণ করা হবে না।
দুবাই ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করেছে: দুবাই সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য নতুন ভিসা প্রোগ্রাম চালু করেছে। এতে পাঁচ বছরে একাধিকবার প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পর্যটকরা প্রত্যেক ভিজিটে ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন।
দুবাই ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করেছে: দুবাই সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য নতুন ভিসা প্রোগ্রাম চালু করেছে। এতে পাঁচ বছরে একাধিকবার প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পর্যটকরা প্রত্যেক ভিজিটে ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন।
ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি ব্যবস্থা চালু রেখেছে থাইল্যান্ড: থাইল্যান্ড সরকার সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি পলিসির ঘোষণা করেছে। ২০২৩-এর ১০ নভেম্বর থেকে ২০২৪-এর ১০ মে পর্যন্ত এই সুবিধা মিলবে। এই সময়ের মধ্যে ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পারবেন। শুধু তাই নয়, ৩০ দিন থাকতেও পারবেন।
ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি ব্যবস্থা চালু রেখেছে থাইল্যান্ড: থাইল্যান্ড সরকার সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি পলিসির ঘোষণা করেছে। ২০২৩-এর ১০ নভেম্বর থেকে ২০২৪-এর ১০ মে পর্যন্ত এই সুবিধা মিলবে। এই সময়ের মধ্যে ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পারবেন। শুধু তাই নয়, ৩০ দিন থাকতেও পারবেন।
ভিসা ছাড়াই কেনিয়ায়: শুধু ভারতীয় পর্যটকরাই নয়, বিশ্বের যে কোনও দেশের নাগরিকরা ১ জানুয়ারি থেকে ভিসা ছাড়াই কেনিয়া ঘুরতে পারবেন। পর্যটনকে শক্তিশালী করার উদ্দেশ্যেই এই নীতি নিয়ে এসেছে সে দেশের সরকার।
ভিসা ছাড়াই কেনিয়ায়: শুধু ভারতীয় পর্যটকরাই নয়, বিশ্বের যে কোনও দেশের নাগরিকরা ১ জানুয়ারি থেকে ভিসা ছাড়াই কেনিয়া ঘুরতে পারবেন। পর্যটনকে শক্তিশালী করার উদ্দেশ্যেই এই নীতি নিয়ে এসেছে সে দেশের সরকার।
রোমানিয়া এবং বুলগেরিয়ার শেনজেন ভিসায় প্রবেশাধিকার: রোমানিয়া এবং বুলগেরিয়া আংশিকভাবে শেনজেন এলাকায় যোগদান করেছে। এর মানে হল, ভারতীয় ভ্রমণকারীরা এখন রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে শেনজেন ভিসা পেতে পারেন, ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি মিলবে। (Image: Reuters/Representative)

রোমানিয়া এবং বুলগেরিয়ার শেনজেন ভিসায় প্রবেশাধিকার: রোমানিয়া এবং বুলগেরিয়া আংশিকভাবে শেনজেন এলাকায় যোগদান করেছে। এর মানে হল, ভারতীয় ভ্রমণকারীরা এখন রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে শেনজেন ভিসা পেতে পারেন, ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি মিলবে। (Image: Reuters/Representative)