Tag Archives: Turtle rescue

Turtle Rescue: এলাকাবাসীর তৎপরতা উদ্ধার কচ্ছপ, দেখুন

আলিপুরদুয়ার: হঠাৎই ধান ক্ষেতের মধ্যে কচ্ছপের দেখা, কোথা থেকে চলে এল কচ্ছপ? তা জানা নেই কারও। তারপর থেকে বনদপফতরের হাতে তুলে দেওয়া পর্যন্ত কচ্ছপটির সুরক্ষা দিয়েছে এলাকাবাসীরা।

ফালাকাটা পুরসভার ৬নম্বর ওয়ার্ডের বাগানবাড়ির মুজনাই নদীর পারে ধানখেত থেকে একটি কচ্ছপ দেখতে পান এলাকাবাসীরা, এরপর এলাকাবাসীরা বনদফতরে খবর দেয় এবং তাদের প্রচেষ্টায় জলদাপাড়া বনবিভাগে বন কর্মীরা হাতে তুলে দেওয়া হয় কচ্ছপটিকে। সে জলজ্যান্ত কচ্ছপটি ওখানে পড়ে থাকলে এলাকাবাসীর ধারনা ছিল কচ্ছপটি বিপদে পড়তে পারতো, কচ্ছপটি লম্বায় ছিল প্রায় ২ফুট। একটি কুকুর সেটির পেছনে ঘুরছিল। বিপদ ঘটতে পারে যখন তখন ঘটে যেতে পারত, এই আঁচ করে এলাকাবাসীরা উদ্ধার করে কচ্ছপটি। এরপর একটি বালতিতে জল দিয়ে সেটিকে রেখে দেওয়া হয় যাতে কচ্ছপটির কোন অসুবিধা না হয়।

আরও পড়ুনঃ একাগ্রতা বাড়াতে স্কুলে নাটকের মহড়া, এবার পড়াশুনার পাশাপাশি চলবে নাট্যচর্চাও

বন্যপ্রাণকে রক্ষা করা প্রত্যেকটি সাধারণ মানুষের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করায় বন বিভাগের তরফে এলাকাবাসীদের কুর্নিশ জানানো হয়েছে একটি বন্যপ্রাণ রক্ষা করার জন্য। এভাবেই এলাকায় কোনও বন্যপ্রাণী দেখলে খবর দিতে বলা হয়েছে বন দফতরে।

অনন্যা দে

Bangla Video: এবার সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণে বিরল প্রাজাতির কচ্ছপ

উত্তর ২৪ পরগণা: বাংলাদেশে পাচারের আগে সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণে বিরল প্রাজাতির কচ্ছপ। বাংলাদেশে পাচারের আগে ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ সহ পাচারকারীকে পাকড়াও করল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানরা।

ভারত বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য বিএসএফের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। এদিন তারালি সীমান্তে টহল দিচ্ছিল সীমান্ত রক্ষা বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।

আরও পড়ুন: মহিলাদের কথা ভেবে এবার অভিনব উদ্যোগ গ্রামবাসীদের

সে সময় তারালী গ্রামের বছর ২৪ এর বাসিন্দা আল মাসুদ একটি বস্তায় ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ নিয়ে যাচ্ছিল। সেই সময় বিএসএফ এর জওয়ানরা তাকে হাতেনাতে পাকড়াও করে। বিএসএফ জওয়ানরা পাকড়াও করলে জানতে পারে, ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ সে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ওই ব্যক্তিকে আটক করে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। তাকে এদিনই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। অন্যদিকে উদ্ধার হওয়া কচ্ছপ গুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

জুলফিকার মোল্যা

Howrah News: আটলান্টিকের কচ্ছপ হাওড়ার নদীতে! কী ভাবে এল এটি? জানলে চোখ কপালে উঠবে

হাওড়া: নন ফরেস্ট জোন হাওড়ায় দেখা মিলল প্রায় ৩৮ – ৪০ কেজি ওজনের বিরাট সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপ। আশ্চর্যজনক বিষয় হল, সামুদ্রিক কচ্ছপটি দেখা মেলে হাওড়ার বাগনান থানার অন্তর্গত  বক্সিরহাট পঞ্চায়েতের মানকুর শীতলা তলায় রূপনারায়ণ নদীর পাড়ে। স্থানীয় যুবক রাজু কোটাল ও বাদল পাত্র বিশাল আকার এই কচ্ছপটি নদী পাড়ে পড়ে থাকতে দেখে।

কচ্ছপটি নদীর জলে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষন চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। কারণ জলে নামিয়ে দেওয়ার পর কচ্ছপটি যেতে পারেনি। তারা সঙ্গে সঙ্গে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেয়। বাগনান থানার আধিকারিকরা যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিকের সঙ্গে।

আরও পড়ুন : কতটা উন্নতি হয়েছে কোটাসুরের? ভোটের আগে কী বলছেন মানুষজন

চিত্রক প্রামানিক তার সঙ্গী ঝিন্দন প্রধান, সুমন্ত দাস ও তিতাস প্রধানকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় গিয়ে দেখেন এটি বিরাট অলিভ রিডলে কচ্ছপ। ভীষণ ক্লান্ত হয়ে গেছে কচ্ছপটা। তার বাম দিকের ফ্লিপারে চোটও আছে। সাধারণত এই কচ্ছপ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরে বসবাস করে। মূলত গভীর সমুদ্রে থাকে বলেই জানা যায়। এও জানা যায়, এই কচ্ছপ ডিম থেকে বাচ্চা ফোটাতে দেখা যায় পাশে রাজ্য ওড়িশায় সমুদ্র উপকূলে। হতে পারে, কোনও কারনে দিকভ্রান্ত হয়ে নদীতে চলে এসেছে। এই সামুদ্রিক কচ্ছপটি দেখাতে এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়।

আরও পড়ুন : নব রূপে সেজে উঠবে রাজ্যের ১২ চিড়িয়াখানা! তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

চিত্রক প্রামানিক ও তাঁর সঙ্গীরা গ্রামের মানুষদের এই কচ্ছপটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেন। কয়েকবছর আগে ওই এলাকায় আরও দুটি অলিভ রিডলে কচ্ছপ পাওয়া যায়, একটিকে ভুলবশত মানুষ মেরে ফেলে ও অন্যটি বন বিভাগে দেওয়া হয়। রাতের দিকে হাওড়া বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে যান চিকিৎসার জন্য।

রাকেশ মাইতি