Tag Archives: Uddhav Thackeray

Mamata Banerjee- Uddhav Thackeray: খেলা শুরু হয়ে গিয়েছে, মোদি সরকার টিকবে না! উদ্ধবকে পাশে বসিয়েই হুঙ্কার মমতার

মুম্বই: অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বইতে উপস্থিত হয়েছ‍েন বিশ্বের বহু তারকা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতারা। সেই অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হতে চলেছে? শুনলে গায়ে কাঁটা দেবে পাঁচ মাস আগে থেকেই

মুম্বইতে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শিবসেনার (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই সাক্ষাৎকে অরাজনৈতিক বলে দাবি করেন দুই পক্ষই। শিবসেনা দুই ভাগে বিভক্ত হয়েছে, সেখানে দলীয় প্রতীক পাননি উদ্ধব ঠাকরে, সেই প্রসঙ্গও উঠে আসে এদিন।

আরও পড়ুন: সিকিমে ভয়াবহ দুর্ঘটনা! চলন্ত গাড়িতে গড়িয়ে পড়ল পাথর, মৃত্যু এক মহিলার

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ধব বলেন, “আজ পারিবারিক অনুষ্ঠানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কেউ রাজনীতি করবেন না”। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার দলের মূল মন্ত্র একটাই একতা রক্ষা করা। বৈচিত্র‍্যের মধ্যে ঐক্যকে আমি রক্ষা করব”।

সেই সঙ্গে এই বছরের লোকসভার ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। জোট সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদি, সেই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “এই সরকার স্থায়ী নয়। খুব শীঘ্রই পড়ে যাবে। খেলা শুরু হয়ে গেছে।” সেই সঙ্গে এই বছরই রয়েছে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে উদ্ধব ঠাকরের সমর্থনে প্রচার করবেন বলে এ দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata To Meet Akhilesh-Uddhav-Power: উদ্ধব, পাওয়ার, অখিলেশের সঙ্গে মমতার সাক্ষাৎ আজ, নিছকই সৌজন্য? নাকি বড় রাজনৈতিক কৌশল?

কলকাতা: সংসদের বাজেট অধিবেশনের আগে INDIA-র গুরুত্বপূর্ণ তিন শরিকের সঙ্গে আজ দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে এই সাক্ষাৎ নিছক সৌজন্য নয় বলেই দাবি রাজনৈতিক মহলের। কেন্দ্রের শাসক দলের বিরোধীতায় রাজনৈতিক কৌশল কী হতে পারে, তার আরও একটা আঁচ মিলতে পারে আজকের এই সাক্ষাৎ পর্বে।

সংসদ অধিবেশনের আগে INDIA শরিকদের এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার আর অখিলেশের বৈঠকের সম্ভাবনাকে এভাবেই দেখছে রাজনৈতিক মহল। আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ১২ অগাস্ট পর্যন্ত চলবে এই অধিবেশন। জনবিরোধী নীতি নিয়ে কীভাবে মোদি সরকারের উপর চাপ তৈরি করা যায়, বৈঠকে তার কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

INDIA’র মধ্যে কংগ্রেসকে সমদূরত্বে রেখে ঠাকরে-পাওয়ার-যাদব গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বারবার আলোচনা চালিয়েছেন। সংসদের বাজেট অধিবেশনে গুরুত্ব পেতে চলেছে -ডেপুটি স্পিকারের দাবিতে জোরদার সওয়াল। দ্রব্যমূল্য ইস্যুতে চেপে ধরা সরকারকে। বাজেটে সাধারণ মানুষের সমস্যা মেটাতে হবে। নিট-ইউজি পরীক্ষার রেশ। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকার পাশাপাশি সামনেই রয়েছে মহারাষ্ট্র বিধানসভার ভোট। সেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই তীব্র করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বই পৌছেছেন মমতা। সন্ধ্যায় শিল্পপতি মুকেশ আম্বানির সাথে দেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, শুক্রবার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তার আগে শুক্রবার বিকেল থেকে উদ্ধ্বব ঠাকরে, শারদ পাওয়ার ও অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের সূচী রয়েছে।

আরও পড়ুন:আগামী ৪৮ ঘণ্টা ‘ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন’ দক্ষিণবঙ্গ জুড়ে, কী সতর্কতা উত্তরে? জানিয়ে দিল আলিপুর

INDIA- র মধ্যে উদ্ধব ঠাকরে বা অখিলেশ যাদবের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভীষণই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর আগেও বিভিন্ন সময় তাঁরা আলাদা আলাদা করে মিটিং করেছেন মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে এসে দেখা করে গিয়েছেন উদ্ধব ঠাকরে আদিত্য ঠাকরের সঙ্গে। আবার সংসদীয় একটা দল দেখা করেছেন শারদ পাওয়ারের সঙ্গে৷